HS Class 12 Textbook 2025: সেপ্টেম্বরে পরীক্ষা, অবশেষে পাঠ্যবই দেবে সংসদ! স্কুলে কবে পাবে? দেখে নাও

Anjan Mahata

Published on:

WBCHSE HS Semester Textbook Distribution Started School Date 2025

2025 সালের নতুন সেমেস্টার পদ্ধতিতে প্রথমবার উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা হবে। কিন্তু শুরুতেই বই না পাওয়া, সিলেবাসে পরিবর্তন, এবং দ্রুত পরীক্ষার চাপ—এই তিনে একসঙ্গে বিপাকে পড়েছে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষক মহল। এবার অবশেষে পাঠ্যপুস্তক দিতে চলেছে সংসদ, কিন্তু কবে পাবে স্কুল থেকে? সমস্ত কিছুর জেনে নাও আজকের আপডেট।

WBCHSE HS Semester Textbook Physical Copy: উচ্চমাধ্যমিক পাঠ্যবই দেওয়া হবে এই তারিখে

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) জানিয়েছে, গরমের ছুটি শেষ হলেই ছাত্রছাত্রীরা হাতে পাবে ভাষাভিত্তিক (Language Based) বই। ইতিমধ্যেই বাংলা ভাষার বইয়ের প্রায় ৭.০৬ লক্ষ কপির মধ্যে ৫.২৬ লক্ষ কপি স্কুলে পাঠানো হয়েছে। বাকি বইও ৩১-মে-র মধ্যে পৌঁছে যাবে বলেই আশ্বাস সংসদের।

এই সপ্তাহ থেকেই ছাত্র-ছাত্রীদের হাতে পৌঁছে যাবে বাংলা বই (Bengali Text Book) এবং তার সঙ্গে ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস (Vasha Sanskriti) – বিশেষ করে বাংলা মাধ্যমে যারা পড়ুয়া রয়েছেন! এই বইটি একইসঙ্গে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের জন্য অর্থাৎ সম্পূর্ণ উচ্চ মাধ্যমিকে কাজে লাগবে।

শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এই প্রথম সেমেস্টার পদ্ধতির (Semester System) পরীক্ষা হচ্ছে বলে প্রশ্ন তুলনায় সহজ হবে। ছাত্রছাত্রীদের উদ্বিগ্ন না হয়ে বরং যেটুকু সময় আছে, তা কাজে লাগিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্ষোভে শিক্ষক-অভিভাবক মহল, সময় কম পরীক্ষার আগে

অভিভাবক এবং ইউটিউব শিক্ষকদের (YouTube Teachers) মতে, এত দেরিতে বই পৌঁছানোয় ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়ছে। পরীক্ষার দিন স্থির সেপ্টেম্বর (September) মাসে—অর্থাৎ হাতে রয়েছে মাত্র তিন মাস। এত অল্প সময়ে নতুন সিলেবাস শেষ করা ও প্রস্তুতি নেওয়া একেবারেই কঠিন হয়ে পড়েছে।

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 40 টাকা]

WBCHSE Bengali English Smart MCQ Suggestion Notes
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন।

সেপ্টেম্বরে হতে চলেছে তৃতীয় সেমেস্টার! থাকবে MCQ, OMR ভিত্তিক

নতুন পাঠ্যক্রম অনুযায়ী, তৃতীয় সেমেস্টারের (3rd Semester) পরীক্ষা হবে MCQ ভিত্তিক (Multiple Choice Questions) পরীক্ষা এবং মূল্যায়ন হবে ওএমআর সিটে। পরীক্ষার রুটিন (Exam Routine) ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, তাই এখনই প্রস্তুতি শুরু করা অত্যন্ত জরুরি।

এখনও যাদের হাতে বই পৌঁছায়নি, তারা স্টাডি মেটেরিয়াল (Study Material) অনলাইনে ব্যবহার করে পড়া চালিয়ে যাক। আমাদের অ্যাপ থেকে রুটিন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং প্রস্তুতির গাইডলাইন (Preparation Guidelines) সংগ্রহ করে নাও।

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
(যারা ইতিমধ্যে যুক্ত রয়েছ তাদের জয়েন করার প্রয়োজন নেই)

অবশ্যই দেখবে: HS Class 12 Semester 2025-26: উচ্চমাধ্যমিক সেমিষ্টারে ক্লাস, ফরম ফিলাপ, এডমিট কার্ড! সমস্ত তারিখ

আমাদের তরফে বিশেষ সহায়তা ও সম্পূর্ণ ফ্রি কোর্স

আমাদের অ্যাপ (EduTips App) গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন-এ রয়েছে একাধিক বিনামূল্যে (Free) কোর্স, যেখানে বাংলা ও ইংরেজি ভাষাভিত্তিক (Language) ক্লাস রয়েছে বিভিন্ন অভিজ্ঞ স্যার ও ম্যাডামের ভিডিও (Video Lectures) সহ।

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন
গুগল প্লে স্টোর থেকে EduTips অ্যাপ নিয়ে পড়াশোনা করুন »Play Store!

সংগ্রহ করে নাও: HS Class 12 3rd Semester Exam Routine 2026: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন প্রকাশিত!

Self Study করার জন্যও রয়েছে নোটস, মক টেস্ট ও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা ছাত্রছাত্রীদের পাশে আছি তাদের সফল ভবিষ্যতের পথে। পোস্টটি তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে সকলেই প্রস্তুতি নিতে পারে সময়মতো। পরীক্ষা সহজ হবে—তবে প্রস্তুতির বিকল্প নেই। তাই এখন থেকেই পড়া শুরু করো, সাফল্য তোমার হবেই।

Join Group

Telegram