উচ্চ মাধ্যমিকে বড় সিদ্ধান্ত! পরীক্ষার্থীদের জন্য বাড়তি ১০ মিনিট, উত্তরপত্রের শেষে পরীক্ষকের স্বাক্ষর

Nitya Gorai

Published on:

WBCHSE 4th Semester HS Board Exam Important Update 2026

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (Higher Secondary Exam) বড়সড় পরিবর্তনের পথে সংসদ। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র দেওয়া হবে ১০ মিনিট আগে, সঙ্গে পরীক্ষার স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে ‘End of Line Signature’ ব্যবস্থা। চতুর্থ সেমিস্টার ও তৃতীয় সাপ্লিমেন্টারি উভয় পরীক্ষাতেই নতুন এই বিধি কার্যকর হবে, বিস্তারিত দেখে নিন।

— Advertisement —

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কী কী বদল? পরীক্ষার আগে দেওয়া হবে ১০ মিনিট

দীর্ঘ সময় ধরে পরীক্ষার্থীদের অভিযোগ ছিল, বিশেষত হিসাবশাস্ত্র (Accountancy) ও অঙ্ক (Mathematics) পরীক্ষায় সময়াভাবে উত্তর লেখা অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। ছাত্রছাত্রীদের সেই দাবি মাথায় রেখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি চূড়ান্ত সেমিস্টারের খাতা-ব্যবস্থায় এসেছে কঠোর নতুন নিয়ম।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান — “প্রশ্ন পড়ে ভাবার জন্য এবং পরিকল্পনা করতে পড়ুয়াদের সুযোগ দিতে ১০ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হবে। এতে পরীক্ষার সময়ের কোনও পরিবর্তন হবে না।” কিন্তু এটিও যথেষ্ট কার্যকরী হবে বলে মনে করছে শিক্ষামহল।

এক নজরে দেখুন সব গুরুত্বপূর্ণ আপডেট

পরিবর্তনের ক্ষেত্রনতুন নিয়ম
প্রশ্নপত্র দেওয়ার সময়পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র (Question Paper) হাতে
চতুর্থ সেমিস্টারের সময়
(4th Semester Exam)
সকাল ১০টা – দুপুর ১২টা (২ ঘন্টা)
তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি সময়১টা – ২:১৫ (OMR Based)
অতিরিক্ত উত্তরপত্র (Loose Sheet)দেওয়া হবে না
‘End of Line’ Signatureউত্তর শেষ করার লাইনে পরীক্ষকের বাধ্যতামূলক সই

আরো দেখবেন: HS Exam Calculator: উচ্চমাধ্যমিকে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ! তবে বিকল্প উপায়? জানালো বোর্ড

উত্তরপত্রে ‘End of Line সিগনেচার’ বাধ্যতামূলক

— Advertisement —

চতুর্থ সেমেস্টারের উত্তরপত্রে নতুন নিয়ম হিসেবে চালু হচ্ছে ‘End of Line’। পরীক্ষার্থী যেখানে উত্তর লেখা শেষ করবে, সেই লাইনের একেবারে শেষে পরীক্ষক বা ইনভিজিলেটরকে সই করতে হবে।

বছর বছর আরটিআই (RTI) বা খাতা চ্যালেঞ্জে দেখা যায় অনেকে দাবি করেন, তাঁদের লেখা নাকি কম দেখা গেছে বা পাতা নষ্ট হয়েছে। এই জটিলতা দূর করতে সংসদের এই পদক্ষেপ।

★★ উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতির জন্য আমাদের Smart প্রস্তুতি নোটস, সাজেশন এখন উপলব্ধ ➦ ক্লিক করুন ⇓
WBCHSE Class 12 4th Semester Notes Suggestion 2026
ছবিতে ক্লিক করুন ⤻

উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মগুলো পরীক্ষাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও ছাত্রবান্ধব করতে বড় ভূমিকা নেবে। পড়ুয়াদের সময়-সংকট দূর করবে অতিরিক্ত ১০ মিনিটের সুবিধা, একই সঙ্গে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর দৃষ্টিভঙ্গিও পরিষ্কার করে দিল শিক্ষা সংসদ।

বিষয়লিংক
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

মিস করবে না: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত দেখে নিন!

Join Group

Telegram