WBCHSE HS Exam Guidelines: নতুন উচ্চ মাধ্যমিক সেমিস্টার পরীক্ষার সমস্ত নিয়ম! সহজ করে দেখে নিন

Nitya Gorai

Published on:

WBCHSE HS Exam Guidelines 2026

২০২৫ সাল থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) এর অধীনে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে থার্ড সেমিস্টার (Semester III), যেটি ৮ই সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হবে। পরীক্ষার প্রায় দেড় মাস সংসদের তরফ থেকে পরীক্ষার সমস্ত গুরুত্বপূর্ণ নিয়মকানুন, সময়সীমা এবং অন্যান্য বিধি নিষেধ সবকিছু প্রকাশ করা হলো। অফিশিয়াল নোটিশ সহ বিস্তারিত সহজ করে আলোচনা করা হলো।

WBCHSE HS Exam Guidelines 2026: উচ্চমাধ্যমিক পরীক্ষার গাইডলাইন ও নিয়ম কানুন

পরীক্ষাটি সম্পূর্ণ এমসিকিউ (MCQ) ভিত্তিক এবং ওএমআর শিটে (OMR Sheet) হবে, যার সময়সীমা ১ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষাটি বাইরের স্কুলে আয়োজন করা হবে, যেমন হয় মূল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।

বিষয়সময়
পরীক্ষা শুরুসকাল ১০টা
সময়সীমা১ ঘণ্টা ১৫ মিনিট (১০টা – ১১:১৫টা)
ভোকেশনাল সাবজেক্ট৪৫ মিনিট (১০টা – ১০:৪৫টা)

বেল বাজবে
৯:৪৫ (১৫ মিনিট আগে)
১০:০০ (শুরু)
১১:১০ (৫ মিনিট বাকি)
১১:১৫ (শেষ)

Admit Card: এডমিট কার্ড সংক্রান্ত নির্দেশনা

  • সেমিস্টার থ্রি-র এডমিট কার্ড কাউন্সিল থেকে হার্ড কপিতে দেওয়া হবে না।
  • প্রতিটি বিদ্যালয়কে অনলাইনে কাউন্সিলের পোর্টাল থেকে লগইন করে ছাত্রদের এডমিট কার্ড ডাউনলোড ও প্রিন্ট করতে হবে।
  • এডমিট কার্ডে প্রধান শিক্ষকের কাউন্টার সিগনেচার (Counter Signature) থাকতে হবে।
  • এডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষা দিতে পারবে না। একমাত্র প্রথমদিন লিখিত Undertaking-এর মাধ্যমে ব্যতিক্রম হতে পারে।

পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা কী কী নিয়ে যেতে পারবে?

নতুন সেমিস্টার সিস্টেমে ক্যালকুলেটর সহ অন্য কোন ইলেকট্রনিক্স দ্রব্য নিষিদ্ধ, তার পাশাপাশি কি কি নিয়ে যেতে পারবে আর কি কি নিয়ে যাওয়া যাবে না তার সহজ করে তালিকা দেওয়া হলো –

অনুমোদিত জিনিস (Allow)নিষিদ্ধ জিনিস (Not Allowed)
🔵 নীল বা কালো ডট পেন (Dot Pen)
✏️ পেন্সিল, ইরেজার
📏 ট্রান্সপারেন্ট জ্যামিতি বক্স
🚰 ট্রান্সপারেন্ট জলের বোতল
📄 ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড
📱 মোবাইল ফোন, স্মার্টওয়াচ
🔢 ক্যালকুলেটর
📦 ব্যাগ বা হ্যান্ডব্যাগ
🖨️ স্ক্যানার, পেনড্রাইভ
📋 রাইটিং প্যাড
📄 টুকলি বা চিরকুট
🎧 এয়ারফোন, ব্লুটুথ ডিভাইস

ওএমআর শিট পূরণের নির্দেশিকা (OMR Fill Up)

  • শুধুমাত্র ডট পেন (Blue/Black ink) দিয়ে ওএমআর শিট পূরণ করতে হবে।
  • ফাউন্টেন পেন, জেল পেন, পেন্সিল ব্যবহার করা যাবে না।
  • ওএমআর শিটে ভুলবশত দাগ, ভাঁজ, ছিঁড়ে যাওয়া বা ভিজে গেলে শিটটি ক্যন্সেল (Cancelled) হয়ে যাবে।
  • ছাত্রছাত্রীরা পূরণ করবে ১-৫ নম্বর আইটেম এবং প্রশ্নের উত্তর (৮ নম্বর)।
ওএমআর আইটেমদায়িত্ব
১. রেজিস্ট্রেশন নম্বর
২. রোল নম্বর
৩. প্রশ্নপত্র সিরিয়াল নম্বর
৪. বিষয়ের নাম
৫. ছাত্রের সিগনেচার
ছাত্র-ছাত্রী
৬. ইনভিজিলেটরের সিগনেচার
৭. ইনভিজিলেটরের নাম ও কোড
ইনভিজিলেটর
৮. এমসিকিউ উত্তর নির্বাচন (A/B/C/D)ছাত্র-ছাত্রী

গুরুত্বপূর্ণ: HS 3rd Semester Test Exam: স্কুলে হবে টেস্ট পরীক্ষা? উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার আপডেট

ইনভিজিলেটর এবং সেন্টার কর্তৃপক্ষের সময়সীমা (Exam Timing)

ভূমিকাসময়
কাস্টডিয়ান থেকে প্রশ্ন ও ওএমআর নেওয়াসকাল ৭টা
সেন্টার ইনচার্জ ও সুপারভাইজার উপস্থিতিসকাল ৭:৩০
ইনভিজিলেটরের ভেনুতে রিপোর্টিংসকাল ৮:৩০
ওএমআর ও প্রশ্নপত্র বিতরণসকাল ৯টা ৪০
প্রশ্নপত্র খোলা (পরীক্ষার্থীর সামনে)সকাল ৯:৫৫
পরীক্ষার শুরুসকাল ১০টা

গুরুত্বপূর্ণ নির্দেশনা সকলের জন্য (Important Guidelines)

নতুন সেমিস্টার পদ্ধতির অধীনে এই প্রথম দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার থ্রি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নপত্র, ওএমআর শিট এবং ইনস্ট্রাকশন পড়ে বুঝে কাজ করলে সফলভাবে এই নতুন পদ্ধতিতে অংশগ্রহণ সম্ভব হবে।

  • পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে ভেনুতে পৌঁছাতে হবে
  • অভিভাবকেরা শুধু মেন গেট পর্যন্ত যেতে পারবেন।
  • কোশ্চেন পেপারের প্রথম পাতার ও ওএমআর-এর দ্বিতীয় পাতার সব নির্দেশ ভালোভাবে পড়তে হবে
  • CWSN (Children With Special Needs)-এর জন্য রাইটার ও অতিরিক্ত সময়ের ব্যবস্থা থাকবে নির্ধারিত নিয়মে।

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]

WBCHSE HS 3rd Sem Bengali Smart Notes PDF Official
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অফিসিয়াল নোটিশ ও একনজরে তথ্য

তথ্যবিবরণ
শ্রেণীদ্বাদশ (Class XII)
সেমিস্টারথার্ড সেমিস্টার (Semester III)
পরীক্ষার শুরু৮ই সেপ্টেম্বর, ২০২৫
পরীক্ষার স্থানবাইরের স্কুল (Outside School Center)
এডমিট কার্ডস্কুল নিজে ডাউনলোড করবে, প্রিন্ট করে সিগনেচার করে ছাত্র-ছাত্রীদের দেবে
পরীক্ষার ধরনএমসিকিউ (MCQ) ভিত্তিক, ওএমআর শিটে
সময়সীমা১ ঘন্টা ১৫ মিনিট
Guidelines To Conduct Semester-III H. S. Examination, 2026
Date: 15-Jul-2025
Download PDF →

এই গাইডলাইনটি সকল শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে শেয়ার করুন, যাতে সবাই সঠিক নিয়ম ও প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে পারে

Routine PDF: HS Class 12 3rd Semester Exam Routine 2026: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন

Join Group

Telegram