উচ্চমাধ্যমিক পরীক্ষা এইবারে নতুন সেমিস্টার সিস্টেমে হবে সেপ্টেম্বরে! বিশেষ করে দুর্যোগ বা অতিবৃষ্টির কারণে বহু ছাত্রছাত্রীর কেন্দ্রে পৌঁছানো সমস্যার মুখে পড়তে পারে। তাই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে — পরীক্ষার কেন্দ্র (Exam Center) নিয়ে, বৈঠকে কি জানা গেছে? জানাবো আজকের প্রতিবেদনে।
HS Semester Exam Center (3rd Semester) উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন
সম্প্রতি জেলা প্রশাসন, জেলা স্কুল পরিদর্শক (District Inspector of Schools) এবং জেলাশাসক (District Magistrate) দের সঙ্গে একগুচ্ছ বৈঠকে বসেছে সংসদ কর্তৃপক্ষ (WBCHSE)। সেই বৈঠকেই এই সিদ্ধান্তগুলি গৃহীত হয়েছে—
- প্রধান পরীক্ষা কেন্দ্র (Main Exam Center) এবং প্রশ্নপত্র রাখার জায়গা হবে এমন এলাকায়, যেখানে বন্যার ইতিহাস নেই।
- কোনও এলাকায় বন্যা বা অতিবৃষ্টি হলে শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা হবে, তবে সংসদের অনুমতি নিয়ে তবেই তা করা সম্ভব।
পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে পরীক্ষা না দিলেও, পরীক্ষা কেন্দ্র যেন বাড়ি থেকে দূরে না হয়, সেদিকেও জোর দেওয়া হচ্ছে। সংসদ এই বছর পরীক্ষার্থীদের সুবিধাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে।
বিষয় | তথ্য |
---|---|
পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS 3rd Semester) |
বোর্ড | পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
পরীক্ষা তারিখ | শুরু: ৮ই সেপ্টেম্বর, ২০২৫ শেষ: ২২শে সেপ্টেম্বর, ২০২৫ |
Time Duration (সময়) | 10:00 am to 11:15 am (01 hour 15 minutes) |
পরীক্ষা কেন্দ্র (Exam Center) বাছাইয়ের নির্দেশ | স্কুলের নিকটবর্তী এলাকা – Away Center-এ হবে অর্থাৎ, বোর্ড নির্ধারিত অন্য কোনো স্কুল। |
অফিসিয়াল ওয়েবসাইট | wbchse.wb.gov.in |
অবশ্যই দেখবে: HS Semester Passing Marks Theory & Project/Practical: উচ্চমাধ্যমিক সেমিস্টার পরীক্ষা পাশ নম্বর কত?
এক সংসদ আধিকারিক জানিয়েছেন (Official): “পরীক্ষার্থীরা নিজেদের স্কুলে পরীক্ষা দিতে পারবে না ঠিকই, কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্র যাতে বাড়ি থেকে খুব বেশি দূরে না হয়, সেই বিষয়টিকে আমরা প্রাধান্য দিচ্ছি। বেশি বৃষ্টিপাত হলেও তো পরীক্ষার্থীদের পক্ষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো কঠিন হয়ে যাবে।”
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]
Routine PDF: HS Class 12 3rd Semester Exam Routine 2026: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন
উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নয়, তা মানসিক প্রস্তুতিরও একটি বড় ধাপ। সংসদের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের ভয় কমিয়ে, সহজে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করবে বলেই আশা করা যায়। প্রশাসন, শিক্ষক এবং অভিভাবকদের সহযোগিতাতেই এই পরিকল্পনা সফল হবে। এই প্রতিবেদনটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »