উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ‘গার্ড’ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! প্রাথমিক শিক্ষকরা ইনভিজিলেটার?

Nitya Gorai

Published on:

HS 4th Semester Board Exam Invigilator Guard Update 2026 WBCHSE

উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষাতে “গার্ড” নিয়ে বড় আপডেট দিল সংসদ, ইতিমধ্যে শিক্ষা মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকের অন্তিম সেমিস্টার, অর্থাৎ চতুর্থ সেমিস্টারে চিরাচরিত লিখিত বর্ণনাধর্মী পরীক্ষা হতে চলেছে। বিস্তারিত আজকের প্রতিবেদনে!

— Advertisement —

প্রাথমিক শিক্ষক ইনভিজিলেটর সংসদের নতুন নির্দেশিকা

বর্তমানে রাজ্যের বহু সরকারি হাইস্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ বন্ধ, এবং অনেক সংখ্যক শিক্ষক-শিক্ষিকা মহাশয়ের চাকরি চলে গেছে ফলে অনেক স্কুলে কর্মীসংখ্যা কমে গেছে। স্বাভাবিকভাবেই পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত ইনভিজিলেটর বা ‘গার্ড’ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সেন্টার ও ভেন্যুর শিক্ষকদের পাশাপাশি প্রয়োজন হলে আশপাশের প্রাথমিক স্কুলের শিক্ষকরাও ইনভিজিলেটরের দায়িত্বে নিয়োগ পাবেন, তবে তা জেলা বিদ্যালয় পরিদর্শক (DI)-র অনুমতি সাপেক্ষে।

কেন এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক?

— Advertisement —

মাধ্যমিক পরীক্ষায় ১০ লক্ষাধিক পরীক্ষার্থী, তবুও পর্ষদ আশপাশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের দিয়েই ইনভিজিলেটরের কাজ চালায়। এই তুলনায় উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী কম, তবু প্রাথমিক শিক্ষককে নিয়োগের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী— যদি SSC 2025-এর নিয়োগ সময়মতো হয়ে যায়, তবে এই সিদ্ধান্ত বদলাতেও পারে। অর্থাৎ বর্তমান নির্দেশিকাটি প্রাথমিকভাবে অস্থায়ী সমাধান হিসেবেই দেখা হচ্ছে।

WBCHSE HS 4th Semester Suggestion Notes 2026
উপরের ছবির উপর ট্যাপ বা ক্লিক করুন
বিষয়লিংক
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

অবশ্যই দেখবে: HS 4th Semester Bengali New Question Pattern 2026: উচ্চমাধ্যমিক বাংলা নতুন প্রশ্ন প্যাটার্ন! WBCHSE

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষা এ বছর বিশেষ গুরুত্বপূর্ণ, বোর্ডের দাবি—বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু শিক্ষামহলের আশা পরীক্ষার নিরাপত্তা, মান এবং শৃঙ্খলার স্বার্থে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ সম্পন্ন হোক, এবং অভিজ্ঞ মাধ্যমিক–উচ্চ মাধ্যমিক শিক্ষকরাই ভবিষ্যতে এই দায়িত্ব পালন করুন।

Join Group

Telegram