HS Exam: হল ম্যানেজ আটকাতে একাধিক প্রশ্নসেট, S প্যাটার্নে সিট! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দুঃসংবাদ?

Arpita Paul

Published on:

WBCHSE HS Exam Multiple Exam Set Seat Pattern

নতুন সেমিস্টার সিস্টেমে এই বছর থেকেই উচ্চমাধ্যমিক দুটি সেমিস্টারে, যেখানে প্রথম সেমিস্টার মাল্টিপল চয়েস এমসিকিউ (MCQ) পরীক্ষা, পরবর্তী সেমিস্টার লিখিত পরীক্ষা। কিন্তু এক্ষেত্রে রয়েছে বড় টার্নিং আপডেট, যেটি ছাত্র-ছাত্রীদের জন্য মোটেও ভালো খবর নয়, পরীক্ষাকে আরো বেশি স্বচ্ছ করতে করা হবে একাধিক প্রশ্ন সেট! সঙ্গে থাকছে সিট অ্যারেঞ্জমেন্ট (Sitting Arrangement) সংক্রান্ত বড় আপডেট, বিস্তারিত জানাবো আজকের পোস্টে।

উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি পরীক্ষা একাধিক প্রশ্ন সেট ও নতুন সিটিং রুলস

অনেক সময় মাল্টিপেল চয়েস বা এমসিকিউ শর্ট প্রশ্নের পরীক্ষাতে ছাত্রছাত্রীরা হল ম্যানেজ করে নেয়, সেটি রুখতেই থাকবে চার থেকে পাঁচ সেটের প্রশ্ন অর্থাৎ কোন ছাত্রের কোন একটি প্রশ্ন ২ এর দাগে থাকলে অন্য ছাত্রের সেই প্রশ্নটি থাকবে ৩০ এর দাগে। যার ফলে আলোচনা বা সিগন্যালের মাধ্যমে প্রশ্নের উত্তর আদান প্রদান একেবারেই করা যাবে না!

OMR পত্রে পরীক্ষা হওয়ার কারণে কোনো রকম বাড়তি কাগজ বা লুস দেওয়া হবে না, তার পাশাপাশি সমস্ত রাফ ওয়ার্ক বা প্রয়োজনীয় খসড়া কাজ প্রশ্নপত্রের শেষেই অতিরিক্ত পৃষ্ঠাগুলিতে (Extra Pages of Question Paper) করতে হবে।

সিটিং অ্যারেঞ্জমেন্টে সর্বভারতীয় প্যাটার্ন!

তার পাশাপাশি সিট অ্যারেঞ্জমেন্ট সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ, অধিকাংশ ক্ষেত্রে স্কুলের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার অনুযায়ী পরের পর এক্সাম সেন্টারে সিট থাকে। কিন্তু এই নতুন সেমিস্টার পদ্ধতিতে সিট পড়বে “ক্রিসক্রস” বা “S প্যাটার্নে” অর্থাৎ একটি ছাত্র বা ছাত্রীর পাশে এবং পেছনে সেই স্কুলের কোন ছাত্র-ছাত্রী থাকবে না!

সাধারণত সর্বভারতীয় পরীক্ষাগুলির ক্ষেত্রে এরকমটি হয়ে থাকে, এবার উচ্চমাধ্যমিকেও তার হুবহু একই নিয়ম আসছেউচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “তৃতীয় সেমেস্টারের পরীক্ষা সম্পূর্ণ রূপে ‘এমসিকিউ’ ধরনের। তাই সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে প্রশ্নপত্রের একাধিক সেট তৈরি করা হচ্ছে। প্রত্যেক পড়ুয়া যাতে আলাদা আলাদা ধরনের প্রশ্ন পায় তাই জন্যেই এই ব্যবস্থা করা।”

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]

WBCHSE HS 3rd Sem Bengali Smart Notes PDF Official
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতির পরীক্ষা একনজরে (HS 2026)

নিচে সহজ করে টেবিল আকারে তথ্যগুলিকে তুলে ধরা হলো, আর অবশ্যই এক্সাম প্রস্তুতি এগিয়ে রাখতে আমাদের সাথে যুক্ত থাকো সমস্ত আপডেট আমরা সবার আগে পৌঁছে দিয়ে থাকি –

বিষয়বিস্তারিত পরিবর্তন
পরীক্ষা পদ্ধতিদুটি সেমিস্টার – প্রথম সেমিস্টার: MCQ পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টার: লিখিত পরীক্ষা
প্রশ্নপত্র সেটপ্রতি বিষয়ে থাকবে ৪ থেকে ৫টি আলাদা প্রশ্ন সেট, স্বচ্ছতা নিশ্চিত করতে
সেটের ভিন্নতাএক ছাত্রের প্রশ্ন যদি হয় “Set A”, অন্যজনের হবে “Set B/C/D” ইত্যাদি – প্রশ্নের স্থান ও নম্বর ভিন্ন
সিটিং অ্যারেঞ্জমেন্টসিট পড়বে ক্রিসক্রস প্যাটার্নে – এক স্কুলের ছাত্রদের পাশাপাশি বা সামনে থাকবে অন্য স্কুলের ছাত্র

Routine PDF: HS Class 12 3rd Semester Exam Routine 2026: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন

অবশ্যই বন্ধুদের সাথে এই তথ্যটা শেয়ার করে দাও। আর প্রস্তুতিকে এগিয়ে রাখতে এডুটিপস অ্যাপ ইন্সটল করে নাও, স্মার্ট নোট সংগ্রহ করে নাও এবং পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকো!

Join Group

Telegram