HS 2026: ভোটের জন্য এগিয়ে উচ্চমাধ্যমিক! সেমিস্টার পরীক্ষার সিলেবাস নিয়ে দুশ্চিন্তা? সংসদের বক্তব্য

Arpita Paul

Published on:

Follow Us Share
HS exam 2026 4th Semester - Assembly Elections Push Higher Secondary Students Teachers Concerned About Completing Syllabus

হাতে গোনা তিন মাস, তার মধ্যেই শেষ করতে হবে দ্বাদশ শ্রেণির বিশাল পাঠ্যক্রম। কারণ, ২০২৬-এর বিধানসভা নির্বাচন-এর জেরে নির্ধারিত সময়ের আগেই এগিয়ে আসছে উচ্চ মাধ্যমিকের (HS 2026 Exam) চূড়ান্ত সেমেস্টার (4th Semester) পরীক্ষা। আগামী 12 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ফলে, সিলেবাস (Syllabus) শেষ করা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবক মহল।

HS 2026 4th Semester Exam: এগিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাত্র তিন মাসে কীভাবে শেষ হবে সিলেবাস?

এই বছর থেকেই প্রথম সেমেস্টার পদ্ধতি (Semester System) চালু হয়েছে উচ্চ মাধ্যমিকে। নিয়ম অনুযায়ী, প্রতিটি সেমেস্টারের আগে ছ’মাস পঠন-পাঠনের সময় পাওয়া উচিত। কিন্তু নির্বাচনের কারণে পরীক্ষা এগিয়ে আসায় সেই সময় পাওয়া যাচ্ছে না।

স্কুল বন্ধ থাকছে পুজোর জন্য প্রায় গোটা অক্টোবর মাস। সরকারিভাবে পঠন-পাঠন শুরু হবে ২৫ অক্টোবর। অর্থাৎ, শিক্ষকেরা হাতে সময় পাচ্ছেন সাকুল্যে তিন মাস, যার মধ্যে রয়েছে নানা পরীক্ষা এবং ছুটি।

বিষয়সময়সীমাপ্রভাব
পঠন-পাঠন শুরুর সম্ভাব্য তারিখ২৫ অক্টোবর (চলতি বছর)হাতে মাত্র প্রায় ৯০ দিন সময়
উচ্চ মাধ্যমিক শুরু১২ ফেব্রুয়ারি (আগামী বছর)স্বাভাবিক সময়ের চেয়ে এক মাস এগিয়ে
মাধ্যমিকের টেস্ট (Madhyamik Test)৩-১৩ নভেম্বরদ্বাদশের ক্লাস ব্যাহত হবে
পঞ্চম থেকে নবমের পরীক্ষাডিসেম্বরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহক্লাস বিঘ্নিত হওয়ার আশঙ্কা
শীতাবকাশ, ছুটি ও অন্যান্য কার্যক্রমডিসেম্বর (শেষ), জানুয়ারিছাত্র-ছাত্রীরা ৭০-৭৫ দিনও সময় পাবে না

শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্বেগ

শিক্ষক শিক্ষিকা মহলের দাবি “এখনও পর্যন্ত ক্লাস শুরুই করা যায়নি, সিলেবাস শেষ করা তো দূরের কথা! হাতে মাত্র ৯০ দিন সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ।” স্কুলে ছাত্রছাত্রীরা কোন ভরসা পাচ্ছে না, নিজেদেরকেই সমস্ত পড়াশোনা সিলেবাস কমপ্লিট করতে হবে।

এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্রাকটিক্যাল (Practical) ও থিওরি (Theory)-র সমস্ত পাঠ শেষ করা কার্যত অসম্ভব, বিশেষ করে বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের (যেখানে গণিত এবং ফিজিকস এর মত পেপার রয়েছে)। তার সাথে ছাত্রছাত্রীদের প্রজেক্টেরও (Project) কাজ থাকছে এই চতুর্থ সেমিস্টারে

ক্লিক করে দেখুন: HS Class 12 3rd Semester Result: তৃতীয় সেমিস্টারের রেজাল্ট বের হবে? কোথায় দেখা যাবে জেনে নাও

সংসদের বক্তব্য এবং আপডেট (WBCHSE Update)

যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিক পড়ুয়াদের সিলেবাস নিয়ে চিন্তা না করে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন, “এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার সুযোগ নেই।

তবে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য অভিভাবক ও পড়ুয়াদের দাবিগুলি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন। এখন দেখার, হাতে থাকা এই সামান্য সময়ের মধ্যে শিক্ষা সংসদ ছাত্র-ছাত্রীদের ওপর থেকে সিলেবাসের বাড়তি চাপ কমাতে কোনো সহায়ক পদক্ষেপ নেয় কি না।

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

তথ্যলিংক
WBCHSE: উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →
4th Semester সমস্ত সাবজেক্টের লেটেস্ট প্রশ্ন প্যাটার্ন (October)New Question Pattern →
সমস্ত বিষয়ে লেটেস্ট সিলেবাস ও প্রজেক্ট প্র্যাকটিক্যালClick Here →
WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সব রকম ভাবে থাকার চেষ্টা করছি তাদের প্রস্তুতিতে, আমাদের অ্যাপের মাধ্যমেপাশাপাশি পরীক্ষার সমস্ত আপডেট তথ্য আমরা সময়মতো ছাত্রছাত্রীদের পোস্ট করে, ভিডিও বানিয়ে জানিয়ে দেবো।

Join Group

Telegram