তৃতীয় সেমিস্টারের পরীক্ষা আসন্ন, ৮ ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবং এই সময়ে সঠিক প্রস্তুতি নেওয়া খুবই জরুরি। পরীক্ষার জন্য সেরা সাজেশন, স্টাডি টিপস, এবং অন্যান্য প্রয়োজনীয় রিসোর্স এই পোস্টটিতে পাবে। শুধুমাত্র ভালো নম্বর পাওয়ার জন্য নয়, ভবিষ্যতে শিক্ষার ক্ষেত্রেও আমরা ছাত্র-ছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি।
WB HS: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার গাইড ও সাজেশন!
সবার প্রথমেই ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রেও এই নতুন সেমিস্টার সিস্টেম একান্তই নতুন। প্রথমবারের মতো তোমরা পরীক্ষা দিতে চলেছ, দেরিতে বই পেয়েছ, কিংবা হয়তো অনেক বিষয়ের বই বাজারেও পাওয়া যায়নি।
এতকিছু প্রতিকূলতার মধ্যেও আমরা Edutips, একদম বছরের শুরু থেকেই তোমাদের পাশে থাকার চেষ্টা করেছি! সেটা বিনামূল্যে পার্থপুস্তক ডিজিটাল কপি দেওয়া থেকে পরবর্তীকালে সাজেশন নোট আমাদের অ্যাপের মধ্যে বিনামূল্যে কোর্স প্র্যাকটিস এবং পরবর্তী ক্ষেত্রে কিছু প্রিমিয়াম সাজেশন দেওয়ার মাধ্যমে।
তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রস্তুতির কিছু গুরুত্বপূর্ণ টিপস –
- ১. সময়কে কাজে লাগাও: হাতে আর বেশি সময় নেই। তাই প্রতিটি মুহূর্ত কাজে লাগাও। একটা রুটিন তৈরি করে পড়াশোনা করো।
- ২. সাজেশন ফলো করো, তবে শুধু এর উপর ভরসা নয়: আমাদের সাজেশনগুলো পরীক্ষার জন্য খুবই সহায়ক, তবে ভালো ফল করতে হলে পুরো সিলেবাসের উপর তোমার জ্ঞান থাকা দরকার।
- ৩. নিয়মিত অনুশীলন: শুধুমাত্র পড়লেই হবে না, নিয়মিত প্রশ্নোত্তর অনুশীলন করো। এতে তোমার আত্মবিশ্বাস বাড়বে।
- ৪. গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার দেখো: যে বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ, সেগুলি বারবার রিভিশন দাও।
- ৫. স্টাডি নোটস ব্যবহার করো: নিজের হাতে তৈরি করা নোটস বা আমাদের দেওয়া স্মার্ট নোটসগুলো রিভিশনের সময় অনেক কাজে আসবে।
নিচের দেওয়া বিষয়ভিত্তিক বিভিন্ন স্টাডি রিসোর্স এবং সাজেশন গুলি WBCHSE বোর্ডের ভিত্তিতে তৈরি, তবে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের (WBBME) ছাত্রছাত্রীরা যেক্ষেত্রে সিলেবাস একই রয়েছে, সেই বিষয়গুলি প্রস্তুতি নিতে পারবে।
HS Class 12 3rd Semester Question Answer Suggestion: তৃতীয় সেমিস্টার ফ্রি সাজেশন (সকল বিষয়*)
তোমার সুবিধার জন্য আমরা সকল বিষয়ের জন্য বিনামূল্যে সাজেশন তৈরি করেছি। যদিও একেবারে প্রান্তিক কিছু বিষয় আমরা কাভার করতে পারিনি। তবুও তোমাদের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে আমরা ফ্রি সাজেশন আমাদের অ্যাপ এবং ওয়েবসাইটে শেয়ার করে দিয়েছি
কিভাবে Free HS Suggestion PDF ডাউনলোড করবে?
নিচে দেওয়া টেবিল থেকে তোমার বিষয় অনুযায়ী লিংকে ক্লিক করে সাজেশনগুলো সংগ্রহ করে নাও।
- বিষয়ের পাশের “PDF” লিঙ্কে ক্লিক করবে যে বিষয়ের সাজেশনটি দেখতে চাইছো
- তাহলেই সেই বিষয়ের সাজেশনটি তোমার সামনে ওপেন হয়ে যাবে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সেখানে প্রশ্ন উত্তর, Oneliner আর সাজেশন রয়েছে।
- সম্পূর্ণটা পড়া হয়ে গেলে একদম নিচের দিকে স্ক্রল করে চলে যাবে, সেখানে একটি টেবিলে ডাউনলোডের সরাসরি লিংক দেওয়া রয়েছে। সেখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
বিষয় (Subject) | সাজেশন (Suggestion) |
---|---|
📘 বাংলা (Bengali) | PDF → |
📖 ইংরেজি (English) | PDF → |
🧬 জীববিদ্যা (Biology) | PDF → |
🖥 কম্পিউটার (Computer Application & Science) | PDF → |
🏺 ইতিহাস (History) | PDF → |
🗺 ভূগোল (Geography) | PDF → |
🧠 দর্শন (Philosophy) | PDF → |
🎓 শিক্ষাবিজ্ঞান (Education) | PDF → |
🏛 রাষ্ট্রবিজ্ঞান (Political Science) | PDF → |
📜 সংস্কৃত (Sanskrit) | PDF → |
🥗 পুষ্টিবিজ্ঞান (Nutrition) | PDF → |
🌱 পরিবেশ বিদ্যা (ENVS) | PDF → |
🔢 অ্যাকাউন্ট্যান্সি (Accountancy) | PDF → |
পাশাপাশি এই সমস্ত পিডিএফগুলি আমাদের Edutips অ্যাপের মধ্যে “Library” বিভাগে আপলোড করা রয়েছে। যেখান থেকে তোমরা যখন খুশি পড়তে এবং ডাউনলোড করতে পারবে। তোমরা যারা Edutips অ্যাপের মধ্যে রয়েছ, নিচের ছবিটি একবার দেখে নাও কিভাবে পিডিএফগুলি পাবে?
HS 3rd Semester Premium Smart Notes + MCQ Question: প্রিমিয়াম সাজেশন ও নোটস
তোমাদের প্রস্তুতির মান আরও উন্নত করতে, আমরা কিছু বিষয়ের জন্য প্রিমিয়াম সাজেশন এবং স্মার্ট স্টাডি নোটস তৈরি করেছি। এই নোটসগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা কম সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো। নিচে দেওয়া টেবিল থেকে তোমার পছন্দের নোটসটি সংগ্রহ করতে পারবে।
📥 সংগ্রহ 👉 লিঙ্কে ক্লিক করো ➡ Buy Now চাপো ➡ ডিটেলস দাও ➡ পেমেন্ট করো ➡ সাথে সাথে ডাউনলোড ✅ 💌 যেকোনো সমস্যায় WhatsApp এবং কল সাপোর্ট। 💙
👇 উত্তরসহ নতুন সেমিস্টার স্মার্ট সাজেশন – MCQ Notes PDF! [সকলের জন্য]
📚 বিষয় (Subject) | 💎 প্রিমিয়াম সাজেশন |
---|---|
📖 বাংলা (Bengali) | Collect করুন → |
📘 ইংরেজি (English) | Collect করুন → |
⚗️ রসায়ন (Chemistry) | Collect করুন → |
🧬 জীববিদ্যা (Biology) | Collect করুন → |
💻 কম্পিউটার (Computer) Science & Application | Collect করুন → |
🏛️ ইতিহাস (History) | Collect করুন → |
🌍 ভূগোল (Geography) | Collect করুন → |
🤔 দর্শন (Philosophy) | Collect করুন → |
🎓 শিক্ষাবিজ্ঞান (Education) | Collect করুন → |
🏛️ রাষ্ট্রবিজ্ঞান (Political Science) | Collect করুন → |
📊 অ্যাকাউন্ট্যান্সি (Accountancy) | Collect করুন → |
💼 ব্যবসায় শিক্ষা (Business Studies) | Collect করুন → |
💰 পরিব্যয় ও আয়কর (Costing & Taxation) | Collect করুন → |
গুরুত্বপূর্ণ পরীক্ষার রিসোর্স (HS 3rd Semester Study Resources, OMR, Test Paper)
আজকের দিনে অনলাইনে সমস্ত কিছুই উপলব্ধ, যেগুলি হাতের কাছে রাখতেই হবে! পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু জরুরি লিংক নিচে দেওয়া হলো:
📚 রিসোর্স (Resource) | 🔗 লিংক (Link) |
---|---|
📄 অফিসিয়াল OMR Sheet PDF | ডাউনলোড করুন → |
📕 বাংলা ও ইংরেজি টেস্ট পেপার (ABTA) | Free PDF → |
🎨 আর্টস টেস্ট পেপার (ABTA) | Free PDF → |
💼 কমার্স টেস্ট পেপার (ABTA) | Free PDF → |
🔬 সায়েন্স টেস্ট পেপার (ABTA) | Free PDF → |
📝 পরীক্ষা দেওয়ার সম্পূর্ণ গাইডলাইন | 📖 পড়ে নিন → |
শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ (Tips & Suggestion)
এই সেমিস্টারে যদি তোমার প্রস্তুতিতে কোনো ঘাটতি থেকে থাকে, তাতে হতাশ হওয়ার কিছু নেই। এখনো সময় রয়েছে পরীক্ষার আগের দিনগুলোতেও তোমরা সময় পাবে – এই সাজেশনগুলো তোমাকে অন্তত পাশ করতে বা একটা গড় নম্বর পেতে সাহায্য করবে।
অবশ্যই পড়বে: HS Semester Question Paper: কেমন হবে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের প্রশ্ন? সহজ নাকি কঠিন? আপডেট দেখে নিন
কিন্তু মনে রাখবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বিষয়ভিত্তিক গভীর জ্ঞান অর্জন করতে হলে শুধু সাজেশন যথেষ্ট নয়। তাই আগামী সেমিস্টার থেকে আরও বেশি মনোযোগ সহকারে পড়াশোনা করো। ভবিষ্যতের কথা মাথায় রেখে, প্রতিটি বিষয়কে ভালোবাসা দিয়ে পড়াশোনা করতে হবে। তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য তোমাকে অনেক শুভকামনা! #বিজয়ী_ভব: 🥳🏆
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »