HS Exam 11/12: উচ্চমাধ্যমিক উত্তরপত্র লেখা নিয়ে কড়া নির্দেশ সংসদের! না জানলে বাতিল হবে পরীক্ষা  

HS Answer Sheet Writing Exam Rules WBCHSE

সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ২৫ দফা গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশিতার মূল আলোচ্য বিষয় হলো যদি কোন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে কোন রকম রাজনৈতিক লিখে অথবা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে বা সাপেক্ষে কোন উক্তি পরীক্ষার উত্তরপত্রে লিখে তাহলে ওই পরীক্ষার্থীর খাতা বাতিল করে দেওয়া হবে।

এছাড়াও উচ্চ মাধ্যমিকের খাতায় কি সব লিখতে হবে এবং কি কি লেখা চলবে না এই নিয়ে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। আজকের এই প্রতিবেদনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে উত্তর লেখার ২৫ দফা গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

Rules for Writing Answer Sheet: উচ্চমাধ্যমিকের উত্তরপত্র লেখার নিয়ম 

প্রতিবছরেই উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র লেখার ক্ষেত্রে একাধিক নিয়ম জারি করা হয়। ঠিক এবারেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একাধিক নির্দেশিকা বিশিষ্ট একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র লেখার নিয়ম কানুন গুলি হল-

  • উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে ভুল নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা চলবে না। 
  • উত্তরপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোলে ওই পরীক্ষার্থীকে কড়া শাস্তি দেওয়া হবে। 
  • উত্তরপত্রের মধ্যে টাকার নোট থাকলে খাতা দেখার সময় ওই পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে। 
  • এছাড়া উত্তরপত্রের মধ্যে কোন ছাত্র-ছাত্রী যদি গালিগালাজ কিংবা রাজনৈতিক স্লোগান লিখে তাহলে ওই পরীক্ষার্থীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে এবং পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এক্ষেত্রে শুধুমাত্র ওই বিষয়ের পরীক্ষাটিই নয় সম্পূর্ণ পরীক্ষাটি বাতিল করে দেওয়া হতে পারে। 

অবশ্যই জেনে নাও: HS Exam Calculator Use: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ! শিক্ষা সংসদের নির্দেশ

HS Answer Sheet Writing Exam Rules WBCHSE: উচ্চমাধ্যমিক সভাপতির বক্তব্য

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন এর আগেও সংসদের তরফে জানানো হয়েছিল যে কোন পরীক্ষার্থী যদি উচ্চমাধ্যমিকের উত্তরপত্রে গালিগালাজ অথবা কোন রাজনৈতিক স্লোগান লিখে তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 

সংসদ সভাপতি মাননীয় চিরঞ্জিত ভট্টাচার্য জানিয়েছেন উচ্চমাধ্যমিকে অনিয়ম রোধে একটি কমিটি গঠন করা হবে, এরপর সেই কমিটি অভিযুক্ত পরীক্ষার থেকে কারণ জানতে চাইবে। এক্ষেত্রে পরীক্ষার্থী যদি কোন খারাপ উদ্দেশ্যে এ কার্য থাকে তাহলে নিয়ম ভঙ্গের অপরাধে উত্তর পত্র বাতিল করা হবে। এক্ষেত্রে পরীক্ষার্থী যদি চরম ভুল কার্য করে তাহলে পরীক্ষার্থীর সম্পূর্ণ পরীক্ষায় বাতিল করে দেওয়া হবে। 

অবশ্যই পড়ুন: সেমিস্টারের পরীক্ষায় মোবাইল ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা! ধরা পড়লেই বাতিল পরপর দুটি সেমিস্টার

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload PDF
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in

আগামী দিনে যে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা অবশ্যই উত্তরপত্রে লেখার নিয়ম গুলি সর্বদা অনুসরণ রাখবে, এবং অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram