উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইতিহাস (History) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সাজিয়ে নিচে দেওয়া হলো। সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে।
WBCHSE HS 4th Semester History উচ্চ মাধ্যমিক ইতিহাস (Question Bank & Model Papers)
প্রথমে WBCHSE প্রদত্ত মডেল প্রশ্নপত্র সেট গুলি দেওয়া হলো, তারপর এখান থেকেই যে কোশ্চেন ব্যাংক দেওয়া রয়েছে অধ্যায় ভিত্তিক সেটিও দেওয়া থাকছে। আর যারা এটির থেকে গুরুত্বপূর্ণ সাজেশন উত্তরসহ নিতে চাইছেন সেটিও নিতে পারবেন।
নমুনা মডেল প্রশ্ন সেট [Set 1] (Model Question Paper – 1)
Section-A [for 3 marks questions] 4×3 = 12
1. Answer any one question out of two questions A) সিপাহী বিদ্রোহকে কেন সামন্তবাদী প্রতিক্রিয়া বলা হয়? B) সিপাহী বিদ্রোহ ব্যর্থতার জন্য দায়ী ৩টি কারণ উল্লেখ করো।
2. Answer any one question out of two questions A) নবাব সলিমুল্লাহ কে ছিলেন? B) থিওডোর মরিসন কে ছিলেন?
3. Answer any one question out of two questions A) ভারতীয় সংবিধানের নমনীয় বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। B) নির্দেশমূলক নীতি গুলি কী কী?
4. Answer any one question out of two questions A) সংক্ষিপ্ত টীকা- মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণ। B) সংক্ষিপ্ত টীকা– মুজিব নগর সরকার গঠন।
Section-B [for 4 marks questions] 5×4 = 20
5. Answer any one question out of two questions A) সিপাহী বিদ্রোহের ক্ষেত্রে স্বত্ব বিলোপ নীতির ভূমিকা আলোচনা করো। B) সিপাহী বিদ্রোহের সামরিক কারণ আলোচনা করো।
6. Answer any two questions out of four questions A) ১৯০৬ সালের মুসলিম লীগ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা। B) মুসলিম লীগের গুরুত্ব আলোচনা করো। C) আলীগড় আন্দোলনে উচ্চবিত্ত মুসলমানদের ভূমিকা কী ছিল? D) আলীগড় আন্দোলনে সাহিত্যের ভূমিকা আলোচনা করো।
7. Answer any one question out of two questions A) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী? B) নেহেরু-মহলানবিশ মডেল সম্পর্কে একটি সংক্ষিপ্ত টীকা লেখো।
8. Answer any one question out of two questions A) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে স্যাম মানেকশ কী ভূমিকা পালন করেছিলেন? B) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার কীভাবে সহায়তা করেছিল?
Section-C [for (5+3) or (4+4) marks questions] 1×8 = 8
9. Answer any one question out of two questions A) আলীগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকার মূল্যায়ন করো। সৈয়দ আহমেদ খানের সাহিত্যিক অবদান আলোচনা করো। (4+4) B) ভারতীয় স্বাধীনতা আন্দোলনে নারী ও মুসলমানদের ভূমিকার মূল্যায়ন করো। (4+4)
নমুনা মডেল প্রশ্ন সেট – ২ [Set 2]
Section-A [for 3 marks questions] 4×3 = 12
1. Answer any one question out of two questions A) সিপাহী বিদ্রোহকে কেন টেলিগ্রাফ যুদ্ধ বলা হয়? B) সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ লেখো।
2. Answer any one question out of two questions A) প্যান-ইসলামিক আন্দোলন কি? B) থিওডোর বেক কে ছিলেন?
3. Answer any one question out of two questions A) ভারতীয় সংবিধানের তিনটি বৈশিষ্ট্য লেখো। B) ভারতীয় সংবিধানের প্রস্তাবনার বিষয়ে লেখো।
4. Answer any one question out of two questions A) টীকা লেখ: আগরতলা ষড়যন্ত্র, ১৯৬৮। B) সিমলা চুক্তির (১৯৭২) তিনটি শর্ত লেখো।
Section-B [for 4 marks questions] 5×4 = 20
5. Answer any one question out of two questions A) সিপাহী বিদ্রোহের দুটি অর্থনৈতিক কারণ লেখো। B) সিপাহী বিদ্রোহের সামাজিক কারণ লেখো।
6. Answer any two questions out of four questions A) মুসলিম লীগের লক্ষ্য ব্যাখ্যা কর। B) মুসলিম লীগের সামাজিক ভিত্তি লেখো। C) আলিগড় আন্দোলনের সামাজিক ভিত্তি লেখো। D) আলীগড় আন্দোলনের প্রতিষ্ঠানিক ভিত্তি লেখো।
7. Answer any one question out of two questions A) মুক্ত অর্থনীতির ধারণা দাও। B) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কি ছিল?
8. Answer any one question out of two questions A) স্যাম মানেকশ-এর পরিচয় দাও। B) অপারেশন সার্চলাইট বিষয়ে টীকা লেখো।
Section-C [for (5+3) or (4+4) marks questions] 1×8 = 8
9. Answer any one question out of two questions A) নৌ বিদ্রোহের কারণগুলি আলোচনা কর। নৌ বিদ্রোহের গুরুত্ব লেখো (5+3) B) নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানের মূল্যায়ন কর। আজাদ হিন্দের বিভিন্ন বিভাগ লেখো। (5+3)
অধ্যায়ভিত্তিক প্রশ্নাবলি (Topic-wise Question Bank)
অধ্যায়: বিদ্রোহী ও রাজ (Rebels and Raj) – Unit 3
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান – ৩)
- ১. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
- ২. মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের গুরুত্ব লেখো।
- ৩. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি শুধুমাত্র সিপাহি বিদ্রোহ বলা যায়?
- ৪. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ-কে মহাবিদ্রোহ বলার স্বপক্ষে তিনটি যুক্তি দাও।
- ৫. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে মঙ্গলপাণ্ডের অবদান উল্লেখ করো।
- ৬. টীকা লেখো: তাঁতিয়া তোপি।
- ৭. টীকা লেখো: কুনওয়ার সিং।
- ৮. স্বত্ববিলোপ নীতির শর্তগুলি লেখো।
- ৯. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যা রাজ্যের ভূমিকা লেখো।
- ১০. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহে কৃষকরা কেন অংশ গ্রহণ করেছিল?
বর্ণনামূলক প্রশ্ন (মান – ৪)
- ১. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি কী ছিল?
- ২. ১৮৫৭ সালের বিদ্রোহের প্রতি ভারতীয় শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল?
- ৩. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের চারটি সামরিক কারণ লেখো।
- ৪. ১৮৫৭ সালের বিদ্রোহের নারী নেতৃত্বের ভূমিকা কী ছিল?
- ৫. সিপাহি বিদ্রোহকালে হিন্দু-মুসলমান ঐক্য সম্পর্কে আলোচনা করো।
- ৬. সিপাহি বিদ্রোহে (১৮৫৭ খ্রিঃ) কানওয়ার সিং-এর ভূমিকা কী ছিল?
- ৭. ১৮৫৭ সালের বিদ্রোহকে সামন্তশ্রেণীর বিদ্রোহ বলার পশ্চাতে যুক্তি লেখো।
- ৮. ১৮৫৭ সালের বিদ্রোহের আঞ্চলিক নেতাদের নামের একটি তালিকা তৈরী করো।
- ৯. সিপাহি বিদ্রোহের ব্যর্থতার চারটি কারণ লেখো।
- ১০. সিপাহি বিদ্রোহকে ‘জাতীয় বিদ্রোহ’ বলার পশ্চাতে যুক্তিগুলি লেখো।
- ১১. মহারানি ঘোষণাপত্রের প্রধান সুপারিশগুলি কী ছিল?
- ১২. ১৮৫৭ সালের পর ভারতের প্রশাসনিক ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটেছিল?
- ১৩. ১৮৫৭ সালের বিদ্রোহের সামাজিক কারণগুলি কী ছিল?
- ১৪. সিপাহি বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কী ছিল?
- ১৫. জে. বি. নর্টন (John Bruce Norton)-এর সিপাহি বিদ্রোহকে গণবিদ্রোহ বলার পশ্চাতে যুক্তিগুলি কী ছিল?
অধ্যায়: জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ (Nationalism and Separatism) – Unit 4
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান – ৩)
- ১. আলিগড় আন্দোলনের রূপকারের নাম সহ তিনটি বৈশিষ্ট্য লেখো।
- ২. দ্বিজাতি তত্ত্বের উদ্ভবে থিওডোর বেকের ভূমিকা কী ছিল?
- ৩. টীকা লেখো: সিমলা দৌত্য (১৯০৬)।
- ৪. ১৯৪০ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে মুসমিল লীগের দাবিগুলোর উল্লেখ করো।
- ৫. হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পশ্চাতে তিনটি উদ্দেশ্য লেখো।
- ৬. ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে হিন্দু মহাসভার ভূমিকা লেখো।
- ৭. সাইমন কমিশন গঠনের উদ্দেশ্যগুলি লেখো।
- ৮. ভারতীয়রা সাইমন কমিশনকে বয়কট করেছিল কেন?
- ৯. ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর প্রধান কার্যাবলি লেখো।
- ১০. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইলবার্ট বিলের প্রতিবাদে কী কী কর্মসূচি নিয়েছিল?
- ১১. কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে ‘সেফটি ভালভ’ তত্ত্বটি লেখো।
- ১২. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল ‘হিউম-ডাফরিন ষড়যন্ত্রের ফলশ্রুতি’—এই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও।
- ১৩. আদি কংগ্রেসের (১৮৮৫-১৯০৫ খ্রিঃ) সাংবিধানিক বা শাসনতান্ত্রিক সংস্কারের দাবি কী কী ছিল?
- ১৪. প্রথম কুড়ি বছরের (১৮৮৫-১৯০৫ খ্রিস্টাব্দ) কংগ্রেসী নেতৃত্বকে নরমপন্থী বলা হয় কেন?
- ১৫. নরমপন্থী আন্দোলনের সীমাবদ্ধতা সংক্ষেপে বর্ণনা করো।
- ১৬. কিভাবে চরমপন্থী মতবাদের উদ্ভব হয়?
- ১৭. চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে কিভাবে সমঝোতার চেষ্টা হয়েছিল?
- ১৮. টীকা লেখো: সুরাট বিচ্ছেদ।
- ১৯. জাতীয়তাবাদের প্রসারে শিবাজী উৎসবের তাৎপর্য লেখো।
- ২০. বঙ্গভঙ্গ আন্দোলনে চরমপন্থীদের ভূমিকা কী ছিল?
- ২১. ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গবিভাজনের পশ্চাতে লর্ড কার্জনের ভূমিকা লেখো।
- ২২. কেন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ প্রত্যাহার করে নিয়েছিলেন?
- ২৩. বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা লেখো।
- ২৪. অনুশীলন সমিতির আদর্শ কী ছিল?
- ২৫. যুগান্তর পত্রিকার সম্পাদকের ও যুগান্তর গোষ্ঠীর দু’জন সদস্যের নাম লেখো।
- ২৬. টীকা লেখো: আলিপুর ষড়যন্ত্র মামলা।
- ২৭. নাসিক ষড়যন্ত্র মামলা কিভাবে শুরু হয়েছিল?
- ২৮. কার্লাইল সার্কুলার-এ কী ঘোষণা হয়েছিল?
- ২৯. ভারতের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে হোমরুল আন্দোলনের তিনটি প্রভাব লেখো।
- ৩০. মন্টেগু চেমসফোর্ড আইনের তিনটি শর্ত লেখো।
- ৩১. ‘সত্যাগ্রহের’ আদর্শ কী?
- ৩২. তিন কাঠিয়া ব্যবস্থা বলতে কী বোঝো?
- ৩৩. সিডিশন কমিশনের রিপোর্টে কী কী ছিল?
- ৩৪. টীকা লেখো: জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড।
- ৩৫. খিলাফৎ আন্দোলনের লক্ষ্য কী ছিল? (যেকোনো তিনটি উল্লেখ করো)।
- ৩৬. টীকা লেখো: চৌরিচৌরা।
- ৩৭. স্বরাজ্যদলের কর্মসূচী কী ছিল?
- ৩৮. নেহেরু রিপোর্ট ভারতের জাতীয়স্তরে কী প্রতিক্রিয়া ঘটিয়েছিল?
- ৩৯. ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ নীতির প্রধান বক্তব্য কী ছিল?
- ৪০. টীকা লেখো: পুনা চুক্তি।
- ৪১. টীকা লেখো: জালালাবাদের মুক্তিযুদ্ধ।
- ৪২. অলিন্দ যুদ্ধ কী?
- ৪৩. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন সম্পর্কে লেখো।
- ৪৪. কংগ্রেস সমাজতন্ত্রী দলের তিনটি কর্মসূচীর উল্লেখ করো।
- ৪৫. ১৯৩৫ সালের ভারতশাসন আইনের তিনটি শর্ত লেখো।
- ৪৬. ক্রিপস প্রস্তাব কী?
- ৪৭. ভারত ছাড়ো আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল?
- ৪৮. টীকা লেখো: তাম্রলিপ্ত জাতীয় সরকার।
- ৪৯. ত্রিপুরী কংগ্রেস অধিবেশনের গুরুত্ব লেখো।
- ৫০. অহিংস সত্যাগ্রহ পদ্ধতিতে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে খান আব্দুল গফফর খানের ভূমিকা কী ছিল?
- ৫১. টীকা লেখো: ডান্ডি অভিযান।
- ৫২. টীকা লেখো: চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন।
- ৫৩. আগস্ট অফার কী?
- ৫৪. ক্রিপস মিশন কেন গঠন করা হয়েছিল?
- ৫৫. ১৯৪৬ সালের নৌবিদ্রোহের তিনটি কারণ লেখো।
- ৫৬. সি. আর. ফর্মুলা কী?
- ৫৭. ওয়াভেল পরিকল্পনা কী?
- ৫৮. ক্যাবিনেট মিশনের সদস্যদের নাম লেখো।
- ৫৯. ভারত স্বাধীনতার প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলী কী ঘোষণা করেছিলেন?
- ৬০. টীকা লেখো: ওয়াভেল পরিকল্পনা।
- ৬১. মাউন্টব্যাটেন প্রস্তাবের থেকে যেকোনো তিনটি উল্লেখ করো।
বর্ণনামূলক প্রশ্ন (মান – ৪)
- ১. স্যার সৈয়দ আহমদ খাঁকে মুসলমান সমাজের অগ্রদূত বলা হয় কেন?
- ২. আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
- ৩. আলিগড় আন্দোলনে থিওডোর বেক-এর ভূমিকা কী ছিল?
- ৪. মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
- ৫. সাইমন কমিশন কেন গঠিত হয়েছিল?
- ৬. ১৯৪৩ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব কী ছিল?
- ৭. হিন্দু মহাসভা প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য কী ছিল?
- ৮. সাম্প্রদায়িক বাঁটোয়ারা কী?
- ৯. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় অ্যালান অক্টোভিয়ান হিউমের ভূমিকা কী ছিল?
- ১০. জাতীয় কংগ্রেসের মডারেটদের অবস্থান কী ছিল লেখো।
- ১১. জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতৃবৃন্দের মধ্যে বিরোধের চারটি কারণ লেখো।
- ১২. ১৯০২ খ্রিস্টাব্দের বাংলায় প্রতিষ্ঠিত ‘অনুশীলন সমিতির’ কার্যকলাপ কী ছিল লেখো।
- ১৩. ১৯০৭ খ্রিঃ সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল?
- ১৪. মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে বালগঙ্গাধর তিলকের ভূমিকা কী ছিল?
- ১৫. পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনে রাসবিহারী বসুর ভূমিকা কী ছিল?
- ১৬. ভারতে বৈপ্লবিক আন্দোলনের ব্যর্থতার চারটি কারণ লেখো।
- ১৭. গান্ধিজি প্রবর্তিত ‘সত্যাগ্রহ’ এর আদর্শ কী ছিল?
- ১৮. গান্ধিজি অহিংসা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের প্রতিক্রিয়া কী হয়েছিল?
- ১৯. আইন অমান্য আন্দোলনে সীমান্ত গান্ধি (খান আব্দুল গফফর খান)-এর ভূমিকা কী ছিল?
- ২০. টীকা লেখঃ- গান্ধি-আরউইন চুক্তি।
- ২১. গান্ধিজির নেতৃত্বে চম্পারন সত্যাগ্রহ আন্দোলনের বিবরণ দাও।
- ২২. গান্ধিজি আইন অমান্য আন্দোলনে লবণকে বেছে নিয়েছিলেন কেন?
- ২৩. গান্ধিজির ধরসনা সরকারি লবণ গোলা আক্রমন সম্পর্কে লেখো।
- ২৪. গান্ধিজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের ব্যর্থতার চারটি কারণ লেখো।
- ২৫. ভারতছাড়ো আন্দোলনকে কি স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা যায়?
- ২৬. ক্রিপস প্রস্তাব ব্যর্থ হয়েছিল কেন?
- ২৭. নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বে গঠিত আজাদ হিন্দ বাহিনীর অবদান কী ছিল?
- ২৮. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের ত্রুটিগুলি কী ছিল লেখো।
- ২৯. ভারতছাড়ো আন্দোলনে নারীসমাজের কী ভূমিকা ছিল?
- ৩০. মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বক্তব্য কী ছিল?
- ৩১. ত্রিপুরী কংগ্রেসের (১৯৩৯ খ্রিঃ) গুরুত্ব কী ছিল?
- ৩২. ভারতীয় নৌসেনাদের প্রতি ব্রিটিশরা কিরূপ বৈষম্যমূলক আচরণ করত?
অধ্যায়: সংবিধান রচনা ও স্বাধীনতা পরবর্তী ভারত (Framing of the Constitution & India after Independence) – Unit 5
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান – ৩)
- ১. গণপরিষদ গঠনের তিনটি উদ্দেশ্য লেখো।
- ২. সংবিধানের খসড়া কমিটি গঠনের পদ্ধতির বর্ণনা দাও।
- ৩. সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব লেখো।
- ৪. সংবিধানের স্বীকৃত নাগরিকদের মৌলিক অধিকারগুলি কী কী?
- ৫. টীকা লেখো: নাগরিক কর্তব্য।
- ৬. ‘ভারতের সংবিধান অংশত সুপরিবর্তনীয় ও অংশত দুষ্পরিবর্তনীয়’—কেন বলা হয়েছে?
- ৭. জাতীয় মহিলা কমিশন গঠনের তিনটি উদ্দেশ্য লেখো।
- ৮. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী?
- ৯. ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের প্রধান তিনটি কারণ লেখো।
- ১০. জোট নিরপেক্ষ নীতির তিনটি কর্মসূচীর উল্লেখ করো।
- ১১. টীকা লেখো: বান্দুং সম্মেলন।
- ১২. টীকা লেখো: পঞ্চশীল নীতি।
- ১৩. উদার অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লেখো।
- ১৪. ভারতে শিল্পক্ষেত্রে কী কী উদারনৈতিক সংস্কার প্রবর্তন করা হয়েছিল?
- ১৫. ভারতে বাণিজ্যক্ষেত্রে উদারীকরণের তিনটি প্রভাব লেখো।
- ১৬. ভারতীয় সমাজ ও অর্থনীতিতে উদারীকরণের কিরূপ প্রভাব পড়েছিল?
বর্ণনামূলক প্রশ্ন (মান – ৪)
- ১. ভারতীয় সংবিধানের উদ্দেশ্য লেখো।
- ২. ভারতীয় গণপরিষদের গঠনতন্ত্র লেখো।
- ৩. ভারতীয় গণপরিষদের অকংগ্রেসী প্রতিনিধি কারা ছিলেন?
- ৪. ভারতীয় গণপরিষদের প্রস্তুতি লেখো।
- ৫. ভারতীয় গণপরিষদের লক্ষ্য কী ছিল?
- ৬. ভারতীয় সংবিধানের রচয়িতা কারা ছিলেন?
- ৭. ভারতীয় সংবিধানের যেকোনো দুটি বৈশিষ্ট্য লেখো।
- ৮. ভারতীয় সংবিধানের জটিল আকারের কারণ কী?
- ৯. ভারতীয় সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারগুলি লেখো।
- ১০. ভারতীয় সংবিধানে কী কী মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে?
- ১১. ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি সম্পর্কে কী বলা হয়েছে?
- ১২. ভারতীয় সংবিধানে সামাজিক ন্যায় বিচার কিভাবে রক্ষিত হয়েছে?
- ১৩. পরিকল্পনা কমিশনের চারটি উদ্দেশ্য লেখো।
- ১৪. পরিকল্পনা কমিশনের চারটি কার্যাবলি লেখো।
- ১৫. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার (১৯৫১-১৯৫৬) লক্ষ্য কী ছিল?
- ১৬. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার (১৯৫৬-৬১) লক্ষ্য কী ছিল?
- ১৭. “নেহেরু-মহালানবিশ” মডেল কী?
- ১৮. পরিকল্পনা বিরতি বলতে কী বোঝো?
- ১৯. একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য লেখো।
- ২০. RTE Act 2009-এর মূল বক্তব্য কী ছিল?
- ২১. জোট নিরপেক্ষ নীতির বিশেষ দিকগুলি লেখো।
- ২২. জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব সম্পর্কে লেখো।
- ২৩. লেন-দেন উদ্বৃত্ত বলতে কী বোঝায়?
- ২৪. P.P.P মডেল কী?
- ২৫. মিশ্র অর্থনীতির ধারণা লেখো।
- ২৬. অর্থনৈতিক উদারীকরণ বলতে কী বোঝায়?
- ২৭. পঞ্চশীল নীতির শর্তগুলি কী ছিল?
- ২৮. দশশীল নীতির শর্তগুলি কী ছিল?
- ২৯. বেসরকারিকরণ বলতে কী বোঝায়?
- ৩০. বেসরকারিকরণের অসুবিধাগুলি লেখো।
- ৩১. বোম্বাই পরিকল্পনা বলতে কী বোঝায়?
- ৩২. গণপরিকল্পনা বলতে কী বোঝায়?
- ৩৩. বান্দুং সম্মেলনের গুরুত্ব কী ছিল?
- ৩৪. বেলগ্রেড সম্মেলনের গুরুত্ব কী ছিল?
- ৩৫. জোট নিরপেক্ষ আন্দোলনের ‘তৃতীয় অঞ্চল’ বলতে কী বোঝায়?
- ৩৬. তৃতীয় অঞ্চল কীভাবে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছিল?
অধ্যায়: জাতি গঠন ও প্রাসঙ্গিক বিষয় (Nation Formation and Related Aspects) – Unit 6
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান – ৩)
- ১. পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলনের কারণগুলি লেখো।
- ২. পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন দমন করার জন্য সরকার কী ধরনের ব্যবস্থা নিয়েছিল?
- ৩. মুজিবর রহমান যে ‘ছয় দফা’ দাবি ঘোষণা করেছিলেন তার মধ্যে থেকে তিনটি দাবির উল্লেখ করো।
- ৪. টীকা লেখো: আগরতলা ষড়যন্ত্র মামলা।
- ৫. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার মূল্যায়ন করো।
- ৬. টীকা লেখো: অপারেশন চেঙ্গিজ খান।
- ৭. টীকা লেখো: আওয়ামী লীগ।
- ৮. অপারেশন সার্চলাইট সম্পর্কে লেখো।
- ৯. টীকা লেখো: লঙ্গেওয়ালার যুদ্ধ।
- ১০. ১৯৭২ সালের বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরে ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকা কী ছিল?
বর্ণনামূলক প্রশ্ন (মান – ৪)
- ১. ভারত ও সোভিয়েত চুক্তির (১৯৭১) শর্তগুলি লেখো।
- ২. ভারত-সোভিয়েত চুক্তির গুরুত্ব কী ছিল?
- ৩. অপারেশন ট্রাইডেন্ট কী?
- ৪. অপারেশন পাইথন কী?
- ৫. লঙ্গেওয়ালার যুদ্ধ কেন হয়েছিল?
- ৬. বাসন্ডারের যুদ্ধ কেন হয়েছিল?
- ৭. নিকসন-কিসিঞ্জার পক্ষপাত তত্ত্ব কী?
- ৮. গানবোট কূটনীতি বলতে কী বোঝায়?
- ৯. টীকা লেখো: সিমলা চুক্তি (১৯৭২)।
- ১০. টীকা লেখো: অপারেশন সার্চলাইট।
- ১১. আগরতলা ষড়যন্ত্র কেন হয়েছিল?
- ১২. টীকা লেখো: মুজিবনগর সরকার গঠন।
- ১৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্যাম মানেকশ (Sam Manekshaw)-র ভূমিকা লেখো।
- ১৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কী লাভ হয়েছিল?
- ১৫. মুজিবর রহমানের ছয় দফা দাবি কী ছিল?
- ১৬. The Concert for Bangladesh কী?
দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন (Long Answer Type Questions – 5+3 or 4+4)
- ১. আলিগড় আন্দোলন বলতে কী বোঝ? এই আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ-এর ভূমিকা আলোচনা করো। (৩+৫)
- ২. মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমিকা আলোচনা করো। এর প্রভাব সম্পর্কে লেখো। (৫+৩)
- ৩. হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। পাঞ্জাব হিন্দুসভা সম্পর্কে ব্রিটিশদের বিভাজননীতি কতদূর দায়ী। (৫+৩)
- ৪. ভারতের সাম্প্রদায়িকতা বিকাশের কারণগুলি লেখো। এ প্রসঙ্গে হিউম-এর অবদান আলোচনা করো। (৫+৩)
- ৫. ১৮৮৫ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি লেখো। এই প্রসঙ্গে হিউম-এর অবদান আলোচনা করো। (৫+৩)
- ৬. ১৮৮৫-১৯০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেস কার্যাবলি সম্পর্কে লেখো। এই কালপর্বে কংগ্রেসের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। (৫+৩)
- ৭. কী উদ্দেশ্যে ব্রিটিশরা বাংলাকে ভাগ করেছিল? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। (৩+৫)
- ৮. কী কারণে চরমপন্থী জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়েছিল? নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনের কার্যকলাপের পার্থক্য লেখো। (৩+৫)
- ৯. ১৯০৭ খ্রিস্টাব্দের সুরাট অধিবেশন সম্পর্কে লেখো। এই অধিবেশনের গুরুত্ব সম্পর্কে লেখো। (৪+৪)
- ১০. ১৯০৫-১৯১৫ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার বিপ্লবী আন্দোলন সম্পর্কে লেখো। এই প্রসঙ্গে গুপ্তসমিতির অবদান লেখো। (৪+৪)
- ১১. চরমপন্থী মতবাদ প্রসারে তিলক ও অরবিন্দ ঘোষের অবদান আলোচনা করো। (৪+৪)
- ১২. মহারাষ্ট্রে বিপ্লবী আন্দোলন সম্পর্কে লেখো। এ-প্রসঙ্গে সাভারকর-এর অবদান লেখো। (৪+৪)
- ১৩. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে পাঞ্জাবের ভূমিকা আলোচনা করো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করো। (৫+৩)
- ১৪. ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। এই প্রভাব কতটা স্থায়ী হয়েছিল? (৫+৩)
- ১৫. গান্ধীজীর নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো। এই আন্দোলন কতদূর সফল হয়েছিল? (৫+৩)
- ১৬. আইন অমান্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল? (৫+৩)
- ১৭. রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? (৪+৪)
- ১৮. গান্ধীজী-সুভাষ এর ভারতের স্বাধীনতা সংগ্রাম-এ ‘S-T-S’ (Struggle-Truce-Struggle) তত্ত্ব কী? ত্রিপুরী কংগ্রেসের তাৎপর্য লেখো। (৪+৪)
- ১৯. সাইমন কমিশন গঠনের কারণগুলি কী কী? এ প্রসঙ্গে ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল? (৫+৩)
- ২০. ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। (৪+৪)
- ২১. ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজী সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ-এর অবদান আলোচনা করো। (৪+৪)
- ২২. ১৯৪৬ খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। (৫+৩)
- ২৩. মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয়গুলি কী ছিল? এই পরিকল্পনার ফলাফলগুলি আলোচনা করো। (৪+৪)
WBCHSE HS Class 12 4th Semester History Model Question Book PDF 2026
★★ইতিহাস গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ছবিতে ক্লিক করে ⇓
| Details | Link |
|---|---|
| HS 4th Semester History Model Question (Both Bengali & English Version) Full PDF (Official Scan) – 4 MB | ↓ Download |
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
Other Subjects Link: HS 4th Sem Suggestion 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার)
Download Button দেওয়া রয়েছে – ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। অন্যান্য বিষয়গুলিও আমরা একই ভাবে শেয়ার করব, আমাদের সঙ্গে যুক্ত থাকো পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন থেকে সমস্ত প্রস্তুতিতে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


![HS 4th Semester History Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্ন ডাউনলোড 1 HS 4th Semester Suggestion Question Answer 2026](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinpFrTkfyLDCy4HE43TwpNtL8vxAVSK0szIff9w8147HDKsQM-bUwB8YsbBZE8Vpl3kiQ1MMNawju8bCm_jlp9-FF4Zsa3jH3OIRWGF76vMSs2F0bCduSFkod9oe33gsGi3MJOiaItlX7vU84xUBJtbtdT3pnG85dd_EW2LJ8AZlkpbl78GJVeBbR1Ehc/s1600/hs-4th-semester-suggestion.jpg)
![HS 4th Semester History Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক ইতিহাস মডেল প্রশ্ন ডাউনলোড 2 WBCHSE HS 4th Semester History Notes Question Answer Model Board Exam Final Suggestion](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2sgdEt-MERuKRix2-LUfW5TqFo6-2CtU3PqwU7BSRR24kyoWA-SKTpI_T896T2h_lCNAycxpkjJ8RWtvVNd3TkER1-_axigHJtZJN9w5HOl2aOIkhwym7j-7WiAZX2IuezR7f0s32FB7MeWEfxgMLkiUwb27jZpc7CiWg7Bvz5OLKHAsIj3tonJfl7JY/s1600/hs-4th-semester-history-notes.jpg)
