উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ভূগোল (Geography) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সাজিয়ে নিচে দেওয়া হলো। সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে।
WBCHSE HS 4th Semester Geography উচ্চ মাধ্যমিক ভূগোল (Question Bank & Model Papers)
প্রথমে WBCHSE প্রদত্ত মডেল প্রশ্নপত্র সেট গুলি দেওয়া হলো, তারপর এখান থেকেই যে কোশ্চেন ব্যাংক দেওয়া রয়েছে অধ্যায় ভিত্তিক সেটিও দেওয়া থাকছে। আর যারা এটির থেকে গুরুত্বপূর্ণ সাজেশন উত্তরসহ নিতে চাইছেন সেটিও নিতে পারবেন।
MODEL QUESTION PAPER-01
Section-A [for 2 marks questions] 2X6=12
1. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) স্পিট কিভাবে গঠিত হয়?
b) কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুযায়ী BW, BS জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
c) জায়র বলতে কি বোঝো?
d) প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে?
2. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
b) উন্নত দেশগুলিতে পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো।
c) মানবউন্নয়নের সূচক (HDI) এর গুরুত্ব লেখো।
d) মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির দুটি গুরুত্ব লেখো।
3. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) ভারতে কাগজ শিল্পের প্রধান দুটি সমস্যা উল্লেখ করো।
b) স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো?
c) পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের মূল দুটি কারণ উল্লেখ করো।
d) খনিজ পদার্থের উত্তোলন জঙ্গলমহলের ভূমিক্ষয়ে কীরূপ প্রভাব ফেলেছে?
Section-B [for 3 marks questions] 3X6=18
4. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে চৌম্বক অসংগতি লক্ষ্য করা যায় কেন?
b) অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো (যে কোন তিনটি)।
c) পুনর্যৌবন লাভের ফলে ভূমিতে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় তার ব্যাখ্যা দাও।
d) ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
5. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) ম্যালথাসের তত্ত্বের মূল বক্তব্যটি ব্যাখ্যা করো।
b) জনসংখ্যা নিয়ন্ত্রণের তিনটি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
c) অমর্ত্য সেনের ‘Capability Approach’ এর তাৎপর্য ব্যাখ্যা করো।
d) মানব উন্নয়ন কি? এর প্রধান উপাদানগুলি উল্লেখ করো।
6. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা উল্লেখ করো।
b) ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদনের মধ্যে যে কোন তিনটি পার্থক্য লেখো।
c) ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণ সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
d) কলকাতার বায়ুদূষণের প্রধান তিনটি কারণ উল্লেখ করো।
Section-C [for 5 marks questions] 5X1=5
7. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও
a) দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমানায় গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ ব্যাখ্যা করো।
b) জীববৈচিত্র্য বিনাশের প্রধান পাঁচটি কারণ ব্যাখ্যা করো।
MODEL QUESTION PAPER-02
Section-A [for 2 marks questions] 2X6=12
1. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি?
b) ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো?
c) প্রতীপ ঘূর্ণবাতের সংজ্ঞা দাও।
d) গামা বৈচিত্র্য বলতে কী বোঝো?
2. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) কাম্য জনসংখ্যা বলতে কী বোঝায়?
b) ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য সরবরাহের মধ্যে কীরূপ সম্পর্ক দেখানো হয়েছে?
c) মানব উন্নয়ন বলতে কী বোঝো?
d) মানব উন্নয়নে অমর্ত্য সেনের ‘Capability Approach’ এর দুটি গুরুত্ব লেখো।
3. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকারের দুটি সমস্যা উল্লেখ করো।
b) সেন্সাস অনুযায়ী গ্রামীণ জনবসতির সংজ্ঞা দাও।
c) গঙ্গা অ্যাকশন প্ল্যান কী?
d) ভূমি আচ্ছাদন বলতে কী বোঝায়?
Section-B [for 3 marks questions] 3X6=18
4. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) দুটি সামুদ্রিক পাতের অভিসারী সীমানায় পরিলক্ষিত ভূ-গাঠনিক বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।
b) উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
c) “ভূমিরূপ হলো গঠন, প্রক্রিয়া ও পর্যায়ের ফল” – উক্তিটি ব্যাখ্যা করো।
d) জীববৈচিত্র্যের তিনটি অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো।
5. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) জনতাত্ত্বিক রূপান্তর তত্ত্বের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
b) পরিব্রাজন কিভাবে একটি দেশের নির্ভরশীলতার অনুপাতকে প্রভাবিত করে?
c) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি লেখো।
d) মানব দারিদ্র্য সূচকের (HPI) প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো।
6. যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও
a) ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পের বিকাশের কারণগুলি সংক্ষেপে লেখো।
b) ভারতের গ্রামীণ ও শহর জনবসতির মধ্যে তিনটি পার্থক্য লেখো।
c) সুন্দরবন অঞ্চলে মানুষ-বন্যপ্রাণী দ্বন্দ্বের তিনটি কারণ উল্লেখ করো।
d) জঙ্গলমহল অঞ্চলে মৃত্তিকা ক্ষয় রোধে গৃহীত তিনটি ব্যবস্থাপনা উল্লেখ করো।
Section-C [for 5 marks questions] 5X1=5
7. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও
a) নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো।
b) একটি ক্রান্তীয় ঘূর্ণবাতের জন্ম থেকে বিলুপ্তি পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো।
MODEL QUESTION PAPER-03
Section-A [প্রতিটি প্রশ্নের মান ২] 2X6=12
1. নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তরলেখো:
a) নিরপেক্ষ পাত সীমানাকী?
b) নদীর ক্ষয়চক্রকে কেন স্বাভাবিক ক্ষয়চক্র বলে?
c) নিরক্ষীয় প্রতিস্রোত বলতে কীবোঝো?
d) ব্যারোক্লিনিক অবস্থাকি?
2. নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নেরউত্তর লেখো:
a) জনাকীর্ণতা কাকে বলে?
b) উৎসদেশের উপর পরিব্রাজনের দুটি প্রভাব উল্লেখ করো।
c) মানব দারিদ্রতা সূচক বা HPI কী?
d) মানব উন্নয়ন সূচকের দুটি সীমাবদ্ধতা লেখো।
3. নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্যে যেকোনোদুটি প্রশ্নের উত্তর লেখো:
a) সেন্সাস শহর কাকে বলে?
b) ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যার উল্লেখ করা
c) ভূমিসম্পদ বলতে কি বোঝ?
d) স্থিতিশীল উন্নয়নেরলক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভারতের গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো
Section-B [ প্রতিটি প্রশ্নের মান ৩] 3X6=18
4. নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখো:
a) পৃথিবীরজলবায়ু পরিবর্তনের যে কোন তিনটি প্রমাণ উল্লেখ করো।
b) উদাহরণসহ বিভিন্ন প্রকার পাত সীমানার সংজ্ঞা এবং প্রত্যেকটির দুটিকরে বৈশিষ্ট্য লেখো।
c) বহি:ক্ষেত্রীয় জীববৈচিত্র্য সংরক্ষণেরযেকোনো তিনটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো।
d) সমুদ্রস্রোত সৃষ্টির যেকোনো তিনটি কারণ আলোচনা করা
5. নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখো:
a) ম্যালথাসের তত্ত্বের দুর্বল দিকগুলো উল্লেখ করো।
b) কোন দেশের অতিরিক্ত জনসংখ্যাসে দেশের অর্থনীতিতে কী কী প্রভাবফেলে?
c) অমর্ত্য সেন প্রদত্ত সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে কার্যক্ষমতা, সম্ভাবনা এবং স্বাধীনতা ও দায়িত্ববোধের গুরুত্ব কি?
d) কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যসম্পর্কে লেখো।
6. নিম্নলিখিত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর লেখো:
a) জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ গুলি কিকি?
b) ভারতে অটোমোবাইল শিল্পের ভবিষ্যত গতিপ্রকৃতির একটি সংক্ষিপ্ত ধারণা দাও।
c) “সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজোত সমস্যার একটি সমাধান পথ” ব্যাখ্যা কর।
d) পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আসেনিক দূষণেরব্যাবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো৷
Section-C [প্রতিটি প্রশ্নের মান ৫] 5X1=5
নিম্নলিখিত দুটি প্রশ্নের মধ্যে যে কোন একটি প্রশ্নের উত্তর লেখো:
a) সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাবগুলি আলোচনাকর।
b) নদী ও হিমবাহের মিলিত কাজেরফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপেরসচিত্র বর্ণনাদাও।
TOPIC-WISE QUESTION BANK (প্রশ্ন সংকলন)
Topic-1: FUNDAMENTALS OF PHYSICAL GEOGRAPHY
Unit-1: Geotectonic:
প্রশ্নমান ২
- সমুদ্রবক্ষেরবিস্তৃতি বলতে কী বোঝ?
- JOIDES প্রকল্পেরউদ্দেশ্য কী ছিল?
- মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে গঠিত হয়?
- বেনিওফ অঞ্চল কাকে বলে?
- ত্রিপাত সম্মেলনকী?
- গঠনমূলক পাত সীমান্তকাকে বলে?
- পাতসঞ্চালনের প্রধান দুটি কারণ উল্লেখ করো।
- বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে?
- ট্রান্সফর্মচ্যুতি কিভাবে গঠিত হয়?
প্রশ্নমান ৩
- মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে দূরে গেলে সামুদ্রিক ভূত্বকের বয়সের কীরূপ পরিবর্তন লক্ষ্য করাযায়, তার ব্যাখ্যা দাও।
- সমুদ্রবক্ষের বিস্তৃতির তিনটি কারণ ব্যাখ্যা করো।
- মহাদেশীয়- মহাদেশীয় অভিসারী পাতসীমান্তে কোনো আগ্নেয়গিরি অবস্থান করে না কেন?
- প্রশান্ত মহাসাগরে অধিক সংখ্যক সমুদ্রখাত লক্ষ্য করাযায় কেন?
প্রশ্নমান ৫
- সমুদ্র বক্ষের বিস্তৃতি তত্ত্বের স্বপক্ষে প্রধান পাঁচটি যুক্তির ব্যাখ্যা দাও।
- দুটি মহাসাগরীয় পাতের অভিসারী পাত সীমান্তে গঠিত ভূগাঠনিক বৈশিষ্ট্য গুলি আলোচনা করো।
- দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষ সীমান্তে সৃষ্ট ভূগাঠনিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা দাও।
Unit-2 Geomorphic Process.
প্রশ্নমান ২
- বহির্জাত প্রক্রিয়া বলতে কিবোঝো?
- ধারণ অববাহিকা কাকে বলে?
- কাসকেড ও খরস্রোত এর মধ্যে দুটি পার্থক্য লেখো।
- পৃথিবীর গভীরতম ও বৃহত্তম ক্যানিয়নেরনাম লেখো।
- নদীর নিম্নগতিতে অধিক বন্যা হওয়ার কারণ কি?
- মন্থকূপ ও প্রপাতকূপের মধ্যে দুটিপার্থক্য লেখ।
- গঠনকারী ও বিনাশকারী তরঙ্গ বলতে কিবোঝো?
- ক্ল্যাপোটিসকি?
- জিও কি?
- পুরোদেশীয় বাঁধ কাকে বলে?
- ইয়ারদাঙ ও জ্যুইগেন এর দুটি পার্থক্য লেখো।
- ইনসেলবার্জ কি?
- মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্যের কারণ কি?
প্রশ্নমান ৩
- গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে প্রধান তিনটি পার্থক্য লেখো।
- জলপ্রপাত কিভাবে উৎসের দিকে সরেযায় তা ব্যাখ্যাকরো।
- সকল নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না কেন তাব্যাখ্যা করো।
- পলল শঙ্কু ও পলল ব্যজনীকি?
- ধনুকাকৃতি ও পাখির পা সদৃশ বদ্বীপেরসংজ্ঞা এবংউদাহরণ দাও।
- চিত্রসহ স্ট্যাকও স্ট্যাম্পের যে কোন দুটি পার্থক্যলেখো।
- যৌগিক হুক ও টম্বেলোরসংজ্ঞা দাও।
- ভূমিরূপ গৌর-এর উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো
- বার্থান ও সিফ বালিয়াড়ির প্রধান তিনটি পার্থক্যলেখ।
- ঝুলন্ত উপত্যকার উৎপত্তি চিত্রসহ লেখো।
- মিয়েন্ডার থেকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ গঠনের চিত্রসহ ব্যাখ্যা দাও।
প্রশ্নমান ৫
- নদীর ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
- চিত্রসহ নদীর সঞ্চয়ের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ বর্ণনা করো।
- সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও।
- বায়ুর ক্ষয়ের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনাদাও।
- বায়ুর সঞ্চরে ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বর্ণনাদাও।
- নদী ও হিমবাহের মিলিত কাজের ফলে গঠিত প্রধান তিনটি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো।
- বায়ুও জলধারার মিলিত কার্যে গঠিত প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ ব্যাখ্যাকরো।
Unit-3: Cycle of Erosion
প্রশ্নমান ২
- ক্ষয়চক্র কাকে বলে?
- ‘ডেভিসের ত্রয়ী’কি?
- কে এবং কত সালে স্বাভাবিক ক্ষয়চক্রের ধারণা দেন।
- ক্ষয়ের শেষসীমা কী?
- ক্ষয়চক্রের বাধা কাকে বলে?
- সমপ্রায়ভূমি কী?
- মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখো।
- পেডিপ্লেন ও পেনিপ্লেনকি?
- স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- ভূমিরূপের গতিশীল ও স্থিতিশীল পুনর্যৌবনলাভ বলতে কি বোঝো?
- উপত্যকার মধ্যে উপত্যকা কাকে বলে?
- নদীমঞ্চ কাকে বলে?
- নদীগ্রাস কী?
- নিকবিন্দুকী?
- পর্যায়নকী?
- নদীর পুনর্যোবনলাভ বলতে কি বোঝো?
প্রশ্নমান ৩
- স্বাভাবিক ক্ষয়চক্রের পূর্বানুমানগুলি লেখো৷
- ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের ত্রুটিগুলি উল্লেখকরো।
- আর্দ্র ও শুষ্ক অঞ্চলের ক্ষয়ের শেষ সীমাগুলি কি কি লেখো।
- নিকবিন্দুতে জলপ্রপাত সৃষ্টি হয়’–ব্যাখ্যাকরা
- সমুদ্রজলতলের উচ্চতা কমলে নদীর শক্তি বৃদ্ধি হয় কেনতা ব্যাখ্যাকরো।
- ডেভিসেরক্ষয়চক্রের গুরুত্বগুলি লেখো।
- যৌবন থেকে বার্ধক্য পর্যায়ে নদী উপত্যকার আকৃতির কিরূপ পরিবর্তন হয়?
প্রশ্নমান ৫
- উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলির সংক্ষিপ্তবিবরণ দাও।
- নদীর পুনর্যোবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো।
- ডেভিস বর্ণিত মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনাকরো।
- নদীর পুনর্যোবন লাভের কারণগুলি ব্যাখ্যাকরো।
Unit-4: Atmosphere
প্রশ্নমান ২
- বায়ুমণ্ডলীয় গোলযোগ বলতেকি বোঝায়?
- ঘূর্ণবাতের দুটি সাধারণ বৈশিষ্ট্যলেখ৷
- ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সংজ্ঞা দাও।
- ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টিতে কোরিওলিস বলের ভূমিকা কি?
- ঘূর্ণবাতের চক্ষুকি?
- ক্রান্তীয় ঘূর্ণবাতের কুণ্ডলী বলয় বলতে কীবোঝো?
- নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সংজ্ঞা দাও
- উষ্ণ সীমান্ত কি?
- শীতলসীমান্ত কি?
- অন্তলীন বা অবরুদ্ধ সীমান্ত বলতে কী বোঝো?
- ব্যারোট্রপিক ও ব্যারোক্লিনিক অবস্থা কি?
- ফ্রন্টোজেনেসিস ও ফ্রন্টোলাইসিস কি?
- জলবায়ু অঞ্চলকাকে বলে?
- কোপেনকৃত জলবায়ুরশ্রেণীবিভাগের ভিত্তিকি ছিল?
- কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগের প্রথম ক্রমের জলবায়ু বিভাগগুলির নাম লেখা
- Af ও Am কি ধরনেরজলবায়ু অঞ্চল?
- Cs জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত সংক্রান্ত বৈশিষ্ট্য গুলোকিকি?
- EF জলবায়ুঅঞ্চলের দুটি বৈশিষ্ট্য লেখো?
- অনুসুর অবস্থানের অয়নচলন কাকে বলে?
- সৌর কলঙ্ক কি?
- পৃথিবীর কক্ষপথের পরিবর্তন জলবায়ুর পরিবর্তনেকিরূপ প্রভাব ফেলে?
প্রশ্নমান ৩
- ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে যেকোনো তিনটি পার্থক্যনিরূপণ করো।
- কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগের ত্রুটিগুলি লেখা
- পৃথিবীর জলবায়ু পরিবর্তনের যেকোনোতিনটি কৃত্রিম কারণ সংক্ষেপে বর্ণনাকরো।
- প্রতীপ ঘূর্ণবাতেরসঙ্গে শান্ত আবহাওয়াজড়িত থাকার কারণ কি?
- উষ্ণসীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে তিনটি সরল পার্থক্য লেখ।
প্রশ্নমান৫ - ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়েরমধ্যে তুলনামূলক আলোচনাকরা
- ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্তগুলিযথাযথ আলোচনাকর।
- নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির মেরু সীমান্ত মতবাদ চিত্রসহ আলোচনা কর।
- কোপেনকৃত A, B ও C জলবায়ুউপবিভাগ সহ আলোচনা কর।
- জলবায়ুপরিবর্তনে যেকোনো পাঁচটি কারণ আলোচনাকরো।
- জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি ব্যাখ্যাকরো।
Unit-5 Hydrosphere
প্রশ্নমান ২
- বারিমণ্ডল বলতে কী বোঝো।
- হিমপ্রাচীর কাকে বলে?
- সামুদ্রিক মগ্নচড়াকি?
- কোরিওলিস বল সমুদ্রস্রোত সৃষ্টিতে কীরূপ প্রভাব ফেলে?
- নিরক্ষীয় প্রতিস্রোতকি?
- কুরেশীয়স্রোতের প্রকৃতি সম্পর্কেলেখ।
- সমুদ্রস্রোত বলতে কী বোঝো?
প্রশ্নমান ৩
- সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে যেকোন তিনটি পার্থক্য লেখ।
- সমুদ্রস্রোতের বৈশিষ্ট্য আলোচনা কর।
- নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হওয়ার কারণ কি?
- একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও ল্যাব্রাডার উপকূলে বরফ জমলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে
বরফ জমে না কেন? - ভারত মহাসাগরের সমুদ্র স্রোতের উপর মৌসুমী বায়ুর প্রভাব কি?
- উপসাগরীয় স্রোতের প্রভাব গুলি ব্যাখ্যা কর।
- শৈবাল সাগর কিভাবে সৃষ্টি হয়েছে?
প্রশ্নমান ৫
- প্রশান্ত মহাসাগরের প্রধান প্রধান সমুদ্রস্রোতগুলির বর্ণনা দাও।
- আটলান্টিক মহাসাগরের প্রধান দুটি উষ্ণ ও দুটি শীতল স্রোত ও তাদের প্রভাব ব্যাখ্যাকরো।
- ভারত মহাসাগরের প্রধান পাঁচটি স্রোত সম্পর্কেসংক্ষিপ্ত বিবরণদাও।
- সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান পাঁচটি কারণ লেখো।
- সমুদ্রস্রোতের প্রধান পাঁচটি প্রভাব আলোচনা করো।
Unit-6 Biosphere
প্রশ্নমান ২
- জীববৈচিত্র্য কাকে বলে?
- জিনগত বৈচিত্র্যরসংজ্ঞা দাও।
- বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য বলতেকী বোঝো?
- জিনগত বৈচিত্র্যর দুটি গুরুত্ব লেখো।
- প্রজাতিগত বৈচিত্র্যর দুটি গুরুত্ব লেখো৷
- আলফাবৈচিত্র্য ও গামা বৈচিত্র্য বলতেকী বোঝো?
- জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র কাকে বলে?
- অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ ও বহিঃ ক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে?
- জিন ভান্ডারকি?
- ইন-ভিট্রোসংরক্ষণ বলতে কী বোঝো?
- জীববৈচিত্র্যের বিনাশ বলতেকী বোঝো?
প্রশ্নমান ৩
- জীববৈচিত্র্যের তিনটি সাধারণ বৈশিষ্ট্য লেখ।
- জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখ।
- বাস্ততান্ত্রিক জীববৈচিত্র্যেরতিনটি সাধারণ বৈশিষ্ট্য লেখ।
- জীববৈচিত্র্যের সামাজিক তাৎপর্য লেখা
- জীববৈচিত্র্যের বিনাশের কারণ হিসাবে চোরাশিকার, কৃষি ভূমির সম্প্রসারণ এবং বহুমুখী নদী পরিকল্পনা
কতটা দায়ী? - অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণ ও বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ এর মধ্যে পার্থক্য নিরূপণ করো।
- ক্রান্তীয় অঞ্চলে জীববৈচিত্র্যেরসমৃদ্ধির কারণ কি?
- নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য লক্ষ্য করাযায় কেন?
প্রশ্নমান ৫
- জীববৈচিত্র্যের গুরুত্ব যথাযথ ভাবে আলোচনাকরা
- জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করা
- জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল হিসাবে অন্তঃক্ষেত্রীয় সংরক্ষণের বিবিধ প্রয়াস সম্পর্কে লেখ।
- বহিঃক্ষেত্রীয় জীববৈচিত্র্যের সংরক্ষণ পদ্ধতির সম্পর্কের সবিস্তারে আলোচনা কর।
Topic -2 FUNDAMENTALS OF HUMAN GEOGRAPHY
Unit-1 Population Geography
প্রশ্নমান ২
- ম্যালথাসের মতবাদ এর ইতিবাচক নিয়ন্ত্রক (ম্যালথুসিয়ান বিপর্যয়) বলতে কী বোঝো?
- শূন্য জনসংখ্যা বৃদ্ধিকী?
- জনবহুল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের দুটি পদ্ধতির উল্লেখকরো।
- ম্যালথাসের তত্ত্বে উল্লেখিত প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে কীবোঝ?
প্রশ্নমান ৩
- কোনোদেশের বয়সকাঠামো পরিবর্তনে পরিব্রাজনের প্রভাব ব্যাখ্যাকরো।
- জনসংখ্যাবিবর্তন তত্ত্ব অনুযায়ী তৃতীয় ও চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য গুলোব্যাখ্যা করো।
- 2000 সালে ভারতের গৃহীত জনসংখ্যানীতির লক্ষ্য গুলি উল্লেখ করো।
- জনস্বল্পতার তিনটি প্রভাব লেখ।
- শিক্ষার প্রসার ও অর্থনৈতিক উন্নয়নের দ্বারা কীভাবে কোন দেশেরজনসংখ্যা নিয়ন্ত্রিত হতে পারে?
Unit-2 Human Development
- মানব উন্নয়নের যেকোনো দুটি পরিমাপকের সম্বন্ধে লেখ।
- প্রত্যাশিত আয়সূচকের নির্ণয়ক পদ্ধতি কি?
- শিক্ষাসূচক কিভাবে গণনাকরা হয়?
- মানব উন্নয়ন সূচকের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানকত?
- মানব উন্নয়নে আয়সূচক গণনার প্রয়োজনীয়তাগুলিকি কি?
- মানব উন্নয়ন সূচক নির্ণয়ের সূত্রটি লেখ।
প্রশ্নমান ৩
- মানব উন্নয়ন সূচক গণনারবিভিন্ন মাত্রাসমূহ সম্পর্কেসংক্ষেপে লেখ।
- HPI1 ও HP12 এর মধ্যে তিনটি পার্থক্য লেখ।
- ‘বিদ্যালয় গড়বছর সূচক ও বিদ্যালয় প্রত্যাশিত বছর সূচক এক নয়’-কারণ ব্যাখ্যাকর।
- কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ও সক্ষমতা দৃষ্টিভঙ্গির মধ্যে একটি যুক্তিনির্ভর তুলনামূলক আলোচনা কর৷
Topic-3 GEOGRAPHY OF INDIA
Unit1: Indian Industry
প্রশ্নমান ২
- ভারতে দুগ্ধ ও দুগ্ধজাত খাদ্য উৎপাদনের দুটি কেন্দ্রের ও সংশ্লিষ্ট কেন্দ্রের সংস্থার নাম লেখ৷
- ভারতে কাগজ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালগুলি কী কী?
- TISCO কী?
- ভারতে পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্পগুলি কী কী?
- কাকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় এবং কেন?
- ভারতে বাণিজ্যিক মৎস্যশিকারের উন্নতির জন্য গৃহীত দুটি ব্যবস্থার উল্লেখ কর।
- মিনিস্টিল প্ল্যান্ট কী?
প্রশ্নমান ৩
- ভারতে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্যশিকার গড়ে ওঠার কারণ কী কী?
- ক্রান্তীয় অঞ্চলে অবস্থানের জন্য ভারতে বাণিজ্যিক মৎস্যশিকারে কি ধরনের অসুবিধে পরিলক্ষিত হয় তা সংক্ষেপে আলোচনা কর।
- দক্ষিণও পশ্চিম ভারতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ গুলি কি কি?
- দুর্গাপুরকে ‘ভারতের রূঢ়’ বলা হয় কেন?
Unit 2: Human Settlement and Development in Indian context
প্রশ্নমান ২
- আদমশুমারি অনুসারে ভারতে পৌরবসতি কাকে বলে?
- মৌজাকাকে বলে?
- ভারতের দুটি মেট্রোপলিটন সিটির উদাহরণ দাও।
- ভূমিব্যবহার কাকে বলে?
- ভূমি ব্যবহারের প্রধান দুটি উদ্দেশ্য লেখ।
- একটি গ্রামাঞ্চলে ভূমিকে সাধারণত কিকি কাজে ব্যবহার করা হয় তার একটি তালিকাতৈরি কর
- ভারতে ভূমি ব্যবহারের দুটি সমস্যা উল্লেখ করা
- ভারতীয়কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজোতের দুটি সমস্যারউল্লেখ করা
- জমিএকত্রীকরণ বলতে কী বোঝ?
- স্থিতিশীল উন্নয়ন কাকে বলে?
- “এ্যাজেন্ডা ২১” কী?
প্রশ্নমান ৩
- ভারতের যেকোনো তিনটি ভূমি আচ্ছাদনের প্রকার উল্লেখ করো।
- আদম শুমারি অনুসারে ভারতের গ্রামীণ ও পৌর বসতির তিনটে পার্থক্য লেখ।
- ভারতের কৃষিভূমি ব্যবহারের প্রকৃতিগত বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
- কোনো অঞ্চলের ভূপ্রকৃতি সেই অঞ্চলের ভূমির ব্যবহারকেকিভাবে নিয়ন্ত্রণ করে?
- গ্রাম ও শহরাঞ্চলে ভূমি ব্যবহারের তিনটে পার্থক্য লেখ৷
- স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা বলতে কী বোঝ?
Unit 3: Geographical perspectives on selected issues and problems.
প্রশ্নমান ২
- গঙ্গা অ্যাকশন প্ল্যান কি?
- আর্সেনিক দূষণ বলতে কি বোঝ?
- আর্সেনিকোসিসকি?
- নমামী গঙ্গা প্রকল্প সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনাকরা
- ধোঁয়াশা কি?
- জঙ্গলমহলের খনি খনন সম্পর্কীত ভূমিক্ষয় বলতে কী বোঝ?
- গঙ্গানদীতে কিকি ধরনের বর্জ্য নিক্ষেপিত হয়? উদাহরণ দাও।
- কলকাতায় বায়ুদূষণ স্বাস্থ্যের উপরে কি কি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে?
- জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুদূষণ প্রতিরোধের জন্য গৃহীত দুটিব্যবস্থাপনার উল্লেখ কর।
- নালিক্ষয় কাকে বলে?
প্রশ্নমান ৩
- সুন্দরবন অঞ্চলে মনুষ্যবসতিতে বাঘের অনুপ্রবেশের কারণগুলি আলোচনাকর।
- জঙ্গলমহল অঞ্চলে ভূমিক্ষয়রোধে গৃহীত তিনটি ব্যবস্থাপনার উল্লেখ কর।
WBCHSE HS Class 12 4th Semester Geography Model Question Book PDF 2026
★★ ভূগোল গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ছবিতে ক্লিক করে ⇓
| Details | Link |
|---|---|
| HS 4th Semester Geography Model Question (Both Bengali & English Version) Full PDF (Official Scan) – 5.56 MB | ↓ Download |
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
Other Subjects Link: HS 4th Sem Suggestion 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


![HS 4th Semester Geography Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন ডাউনলোড 1 HS 4th Semester Suggestion Question Answer 2026](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinpFrTkfyLDCy4HE43TwpNtL8vxAVSK0szIff9w8147HDKsQM-bUwB8YsbBZE8Vpl3kiQ1MMNawju8bCm_jlp9-FF4Zsa3jH3OIRWGF76vMSs2F0bCduSFkod9oe33gsGi3MJOiaItlX7vU84xUBJtbtdT3pnG85dd_EW2LJ8AZlkpbl78GJVeBbR1Ehc/s1600/hs-4th-semester-suggestion.jpg)
![HS 4th Semester Geography Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন ডাউনলোড 2 WBCHSE HS 4th Semester Geography Notes Question Answer Model Board Exam Final Suggestion](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqDVm39JMMe3f_co9mI9L3VctDJimgMjxu7HHosNberP1STK7osnEnV9s5HkXQhqivnRLaxaN4uN-v0v6G4LeeWblHBVlp6QP37f4LlPUsTqvWorhTQzcHsrpeZrLMb6mBlVtv4VsVXG8rWa8vEsvp-yQBfxxUEekfnnTl8FvY5CTb3RmSpqVqZs8hyPA/s1600/hs-4th-semester-geography-notes.jpg)
