উচ্চ মাধ্যমিক ২০২৬ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট! চতুর্থ সেমিস্টার পরীক্ষা (4th Semester) এবং একই সঙ্গে তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্ট (Supplementary) পরীক্ষা, এনরোলমেন্ট ফর্ম ফিলাপ শুরু হতে চলেছে। লাস্ট ডেট কবে? কত টাকা ফি লাগবে? স্কুলের মাধ্যমে কিভাবে হবে? সমস্ত কিছু বিস্তারিত জেনে নাও।
WBCHSE HS 4th Semester Enrolment 2025-26: উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার এনরোলমেন্ট ফর্ম ফিলাপ
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) কর্তৃক 18 নভেম্বর 2025 তারিখে প্রকাশিত অফিসিয়াল নোটিশে বলা হয়েছে যে, Semester-IV এবং Semester-III (সাপ্লিমেন্টারি) সহ H.S. (Regular/CC/Special under Old System) পরীক্ষার জন্য অনলাইন এনরোলমেন্ট ফর্ম জমা নেওয়া হবে 02/12/2025 থেকে 24/12/2025 পর্যন্ত।
নিজে ছাত্রছাত্রী সরাসরি ফর্ম পূরণ করবে না (নিয়ম অনুযায়ী)। সকল প্রতিষ্ঠান প্রধানগণ তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কনসার্ন্ড কোরসার্টের মাধ্যমে ফর্ম পূরণ ও ফি আদায় সম্পন্ন করবেন।
| বিষয় | তারিখ / বিবরণ |
|---|---|
| এনরোলমেন্ট ফর্ম শুরু (Start) | 02-12-2025 (2রা ডিসেম্বর) |
| এনরোলমেন্ট ফর্ম ফিলাপ লাস্ট ডেট | 24-12-2025 (24 শে ডিসেম্বর) |
| এনরোলমেন্ট ফর্ম ফিলাপের ফি (Fees) | ₹ 215/- [দুই শত পনেরো টাকা] |
| সাপ্লিমেন্টারি (Supplementary Semester III) | 50 টাকা প্রতি পেপার |
ছাত্র/ছাত্রীদের জন্য কি করণীয়? কত টাকা লাগবে? (Fees)
স্কুল-মাধ্যমেই সাবমিট হবে — নিয়ম অনুযায়ী স্কুল কর্তৃপক্ষই টেকনিক্যাল অংশটি পরিচালনা করবে; তাই সব তথ্য-দ্রুত নিশ্চিত করতে স্কুল-অফিস-এর সাথে যোগাযোগ রাখতে হবে।
- প্রাথমিকভাবে তথ্য একবার দেখে নিতে হবে, যেহেতু আগে থেকেই তৃতীয় সেমিস্টারের সমস্ত তথ্য জমা দেওয়া রয়েছে।
- সময়মতো স্কুলের অফিসে এনরোলমেন্ট ফি জমা করে দিতে হবে।
ফি জমা ও রশিদ নেবে — স্কুল থেকে প্রদত্ত রশিদ সংরক্ষণ করবে; পরে প্রয়োজন হলে রেফারেন্স হিসেবে কাজ দিবে। সংসদ নির্ধারিত ২১৫ টাকা বেশি নেওয়া যাবে না। কোন ছাত্র বা ছাত্রীর তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারি থাকলে অতিরিক্ত ৫০ টাকা প্রত্যেক পেপার হিসেবে দিতে হবে।

লেটেস্ট সিলেবাস PDF: WBCHSE Class 12 4th Semester All Subjects Syllabus
অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক (Notice)
| তথ্য | লিংক |
|---|---|
| WBCHSE সংসদের অফিসিয়াল নোটিশ No: L/PR/601/2025 Date: 18/11/2025 | |
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ | |
| উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF) | HS 4th Sem Routine → |
তাই স্কুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখ, প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন ফি সময়ের আগেই জমা করে দেবে। সমস্ত পরবর্তী আপডেট এবং পরীক্ষার প্রস্তুতির জন্য Edutips এর সাথে যুক্ত থাকো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




