HS 4th Semester Environmental (ENVS) Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা মডেল প্রশ্ন

Nitya Gorai

Published on:

WBCHSE HS 4th Semester ENVS Environmental Model Question PDF

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে চতুর্থ সেমিস্টারের পরিবেশবিদ্যা (Environmental Studies) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক। এর মধ্যে থেকে শুধুমাত্র মডেল প্রশ্নপত্র অংশটুকু সুন্দরভাবে সাজিয়ে নিচে দেওয়া হলো। সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে

— Advertisement —

WBCHSE HS 4th Semester Environmental Studies [ENVS] উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা (Question Bank & Model Papers)

এখানে WBCHSE উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত HS 4th Semester Environmental Studies (ENVS) Model Question Paper সম্পূর্ণভাবে সংসদের, আমরা শুধুমাত্র পরীক্ষার্থীদের রেফারেন্স ও অনুশীলনের সুবিধার জন্য সংকলন আকারে উপস্থাপন করছি।

Model Question Paper – 1

Class XII Semester 4 | মার্কস: 40 | সময়: 2 ঘণ্টা

SECTION-A (For 2 marks question)

— Advertisement —

1. নিম্নলিখিত সে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) মানব স্বাস্থ্যর ওপর ওজোনস্তর হ্রাসের দুটি প্রভাব উল্লেখ করো।

খ) কৃষিক্ষেতজাত বৃষ্টির জলবাহিত বর্জ্য কি ভাবে জলদূষণ ঘটায় তা লেখো।

গ) মৃত্তিকা দূষণ-নিয়ন্ত্রণের দুটি উপায় আলোচনা করো।

ঘ) শব্দ প্ররোচিত শ্রবণ-শক্তি হ্রাস (Noise Induced hearing loss) কাকে বলে?

ঙ) তেজস্ক্রিয় দূষণের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো।

চ) দুটি জলবাহিত রোগের নাম উল্লেখ করে তাদের প্রাদুর্ভাবের কারণ লেখো।

ছ) ‘নমামি গঙ্গে’ কর্মসূচির উদ্দেশ্যগুলি লেখো।

জ) ভারতে বাস্তবায়িত দুটি CDM প্রকল্পের নাম উল্লেখ করো।

2. নিম্নলিখিত যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো:

ক) পরিবেশ-ব্যবস্থাপনা কেন প্রয়োজনীয় তা সংক্ষেপে আলোচনা করো।

খ) কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অন্তর্গত দুটি কৌশল-কম্পোস্টিং এবং পৃথকীকরণ-বলতে কী বোঝো?

গ) 4R ব্যবস্থাপনা কাকে বলে?

ঘ) ব্যাঘ্র প্রকল্প (Project-Tiger) বাস্তবায়নের মূল উদ্দেশ্য কী ছিল?

ঙ) ‘দূষণ-কারীর ক্ষতিপূরণ-প্রদান’ নীতিটি উল্লেখ করো।

চ) ভারতের ‘জৈব বৈচিত্র্য আইন ২০০২’ এর গুরুত্ব কী?

ছ) ‘ভারতীয় বন আইন 1927 মুখ্য বিষয়বস্তু কী?

জ) শব্দদূষণ (নিয়ন্ত্রণ) নিয়মাবলী, 2002 অনুযায়ী ‘নীরবতা অঞ্চল’ বলতে কী বোঝো?

SECTION-B (For 6 marks question)

3. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসগুলি কী কী? জলবায়ু পরিবর্তনে এর ভূমিকা আলোচনা করো। (2+4)

খ) ভূগর্ভস্থ জল দূষণ কি ভাবে রোধ করা যায়? তেজস্ক্রিয় দূষণের প্রভাবগুলি আলোচনা করো। (2+4)

গ) ভারী ধাতু দ্বারা কিভাবে মৃত্তিকা-দূষণ হয়? মানবস্বাস্থ্যে এর প্রভাব ব্যাখ্যা করো। (2+4)

ঘ) অম্ল বর্ষা কীভাবে সৃষ্টি হয়? এর ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। (2+4)

4. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) জৈব-চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা-করো। সবুজ উদ্ভাবন বলতে কী বোঝো? (4+2)

খ) পরিবেশ ব্যবস্থাপনার প্রধান অভিমুখগুলি বর্ণনা করো। (6)

গ) বন্য প্রাণী (সংরক্ষণ) আইন, 1972 এর সাফল্য ও প্রভাবগুলি আলোচনা করো। বায়ু (দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন, 1981 এর মূল বিধানগুলি লেখো। (3+3)

ঘ) বন (সংরক্ষণ) আইন, 1980 এর প্রধান উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো। মোটর ভেহিকল আইন, 1988 অনুযায়ী নাবালকের অপরাধের জন্য কী বিধান রয়েছে? (4+2)

Model Question Paper – 2

মার্কস: 40 | সময়: 2 ঘণ্টা

সেকশন A – সংক্ষিপ্ত উত্তর (২মার্কস)

1. নিম্নলিখিত সে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) পরিবেশ দূষণ কী?

খ) বায়ু দূষণের দুইটি প্রধান উৎস লেখো।

গ) জলের মান যাচাই করার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থিতিমাপ লেখো।

ঘ) গ্লোবাল ওয়ার্মিং কী?

ঙ) দূষণজনিত রোগের একটি উদাহরণ এবং তার কারণ লেখো।

চ) মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি লেখো।

ছ) ওজোন স্তর হ্রাসের দুটি ক্ষতিকর প্রভাব লেখো।

জ) শব্দ দূষণের দুটি সাধারণ উৎস লেখো।

2. নিম্নলিখিত সে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) পরিবেশ ব্যবস্থাপনা কী? সংজ্ঞা লেখো।

খ) বর্জ্য ব্যবস্থাপনার ৪টি R কী কী?

গ) জলদূষণ নিয়ন্ত্রণের জন্য দুটি আইন লেখো।

ঘ) Wildlife (Protection) Act, 1972-এর দুটি উদ্দেশ্য লেখো।

ঙ) পরিবেশ ব্যবস্থাপনায় একটি সামাজিক এবং একটি নৈতিক দৃষ্টিভঙ্গি লেখো।

চ) বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন আইন প্রযোজ্য তা লেখো।

ছ) Environment (Protection) Act, 1986-এর দুটি উদ্দেশ্য লেখো।

জ) Public Liability Insurance Act, 1991-এর উদ্দেশ্য কী?

সেকশন B – বিশদ উত্তর (৬ মার্কস)

3. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) ওজোন হ্রাস, UV বিকিরণ এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর। এই সমস্যাগুলো কমানোর জন্য দুটি আন্তর্জাতিক উদ্যোগ লেখো। (4+2)

খ) Clean Development Mechanism (CDM) কী এবং বৈশ্বিক পরিবেশ ব্যবস্থাপনায় কী ভূমিকা রাখে তা ব্যাখ্যা কর। CDM প্রকল্পের দুটি উদাহরণ এবং সুবিধা লেখো। (4+2)

গ) Ganga Action Plan-এর প্রধান উদ্দেশ্য, কৌশল এবং বাস্তবায়নের চ্যালেঞ্জ লেখো। (6)

ঘ) শহুরে পরিবেশে বায়ু দূষণের উৎস, প্রভাব এবং পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর। বাস্তবায়নযোগ্য দুটি উন্নত নিয়ন্ত্রণ কৌশল লেখো। (4+2)

4. নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখোঃ

ক) কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা ব্যাখ্যা কর। প্রতিটি ক্ষেত্রে একটি উদাহরণ দাও (Biomedical এবং Hazardous Waste)। (4+2)

খ) Water (Prevention and Control of Pollution) Act, 1974-এর আইনগুলি ব্যাখ্যা কর। এই বিধানগুলো দূষণ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে, দুটি উদাহরণ দাও। (4+2)

গ) Motor Vehicle Act, 1988 এবং Noise Pollution Rules, 2000 কীভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে তা লেখো। (6)

ঘ) কেন পরিবেশ ব্যবস্থাপনা সমাজের সমন্বিত দায়িত্ব হিসাবে বিবেচিত হয় তা ব্যাখ্যা কর। (6)

WBCHSE HS Class 12 4th Semester ENVS Model Question Book PDF 2026

★★ HS পরীক্ষা উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ক্লিক করে ⇓

HS 4th Semester Suggestion Question Answer 2026
উপরের ছবির উপর ক্লিক করুন ➚
DetailsLink
HS 4th Semester Environmental Studies Question
Full PDF (Official Scan) – 10 MB
↓ Download
WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

Other Subjects: HS 4th Sem Model Question 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার)

এই পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও আর অন্যান্য বিষয়ের মডেল প্রশ্নপত্র PDF পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলবে না, সেখানে সব আপডেট পেয়ে যাবে।

Join Group

Telegram