HS 4th Semester Economics Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক ইকোনোমিক্স মডেল প্রশ্ন সংকলন

Nitya Gorai

Published on:

WBCHSE HS 4th Semester Economics Suggestion Model Question Paper

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ইকোনমিক্স (Economics) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সাজিয়ে নিচে দেওয়া হলো। সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে

— Advertisement —

WBCHSE HS 4th Semester Economics [ECON] উচ্চ মাধ্যমিক অর্থনীতি (Question Bank & Model Papers)

এখানে WBCHSE উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অফিসিয়াল ভাবে প্রকাশিত HS 4th Semester Economics Model Question Paper [PDF] শেয়ার করা হলো।
এই মডেল প্রশ্নপত্রগুলি আমাদের দ্বারা প্রস্তুত নয়—এগুলি সম্পূর্ণভাবে সংসদের অফিসিয়াল ডকুমেন্ট

HS 4th Semester Bengali Suggestion 2026 WBCHSE
উপরে ক্লিক করুন ➚

ECONOMICS Model Question Paper-1

Section-A (For 2 marks questions) 6×2=12

— Advertisement —

1. নিম্নে প্রদত্ত ছটি প্রশ্নের মধ্যে যে কোন তিনটির উত্তর দাও।

  • A) বাজেট কাকে বলে?
  • B) প্রত্যক্ষ করের দুটি উদাহরণ দাও।
  • C) প্রগতিশীল কর কাকে বলে?
  • D) পরোক্ষ কর কাকে বলে?
  • E) প্রাথমিক ঘাটতি কাকে বলে?
  • F) সরকারি ঋণের দুটি উৎস লেখ।

2. নিম্নে প্রদত্ত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটির উত্তর দাও।

  • A) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি উদ্দেশ্য লেখ।
  • B) মহালানাবিশ মডেলের দুটি লক্ষ্য কি ছিল?
  • C) দুটি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের নাম লেখ।
  • D) শিল্পায়নের প্রথম পর্যায়ে কেন বিদেশী সাহায্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেয়েছিল?

3. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যে কোন একটির উত্তর দাও।

  • A) অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দুটি পরিমাপ সূচক উল্লেখ কর।
  • B) টেক সই উন্নয়ন কাকে বলে?

Section-B (for 4 marks questions) 4×4=16

4. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটির উত্তর দাও।

A) অর্থ ‘মূল্যের সঞ্চয়’ হিসেবে কিভাবে কাজ করে?

B) রেখাচিত্রের মাধ্যমে মুদ্রা স্ফীতির ব্যবধান ব্যাখ্যা কর।

5. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যে কোন একটির উত্তর দাও।

A) প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখ।

B) অর্থনৈতিক উন্নয়নে সরকারী ঋণের ভূমিকা লেখ।

6. নিম্নে প্রদত্ত চারটি প্রশ্নের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

A) ভারতে পরিষেবা খাতের বৃদ্ধিতে অর্থনীতিতে যে কোন চারটি প্রভাব ব্যাখ্যা কর।

B) আউটসোর্সিং এর সুফল গুলি লেখ।

C) ভারতের সেবাক্ষেত্রের উদারীকরণের কয়েকটি সুবিধা লেখ।

D) তথ্য প্রযুক্তি খাতের দুটি প্রধান অবদান লেখো।

Section C (For 6 marks questions) 2×6=12

7. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটির উত্তর দাও।

A) কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী আলোচনা কর।

B) চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতির পার্থক্য লেখ।

8. নিম্নে প্রদত্ত প্রশ্নের মধ্যে যেকোনো একটির উত্তর দাও।

A) অর্থনৈতিক সংস্কার পরবর্তী পর্যায়ে ভারতে দারিদ্র দূরীকরণের জন্য গৃহীত কর্মসূচি গুলি আলোচনা করো।

B) নীতি আয়োগ এর উদ্দেশ্য গুলি আলোচনা করো।

Model Question Paper-2 | Class XII Semester 4

Section-A (For 2 marks questions) 6×2=12

1. নিম্নে প্রদত্ত ছটি প্রশ্নের মধ্যে যে কোন তিনটির উত্তর দাও।

A) কর কাকে বলে?

B) প্রগতিশীল কর ব্যবস্থা বলতে কী বোঝো?

C) প্রত্যক্ষ কর কাকে বলে?

D) পণ্য ও পরিসেবা কর (GST) বলতে কী বোঝো?

E) রাজকোষ ঘাটতি বা ফিসকাল ঘাটতি কাকে বলে?

F) অভ্যন্তরীণ ঋণ কাকে বলে?

2. নিম্নে প্রদত্ত চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটির উত্তর দাও।

A) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে ভারতে গৃহীত মহালনাবিশ মডেলের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখ।

B) ভারতে 1991 সালে গৃহীত নয়া শিল্প নীতির দুটি বৈশিষ্ট্য লেখ।

C) আমদানি পরিবর্ততা নীতি বলতে কী বোঝো?

D) ভারতে অবস্থিত ক্ষুদ্রতম শিল্প গুলির মধ্যে দুটি সমস্যা উল্লেখ কর।

3. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যে কোন একটির উত্তর দাও।

A) অন্তর্ভুক্তিমূলক প্রসার (Inclusive Growth) কাকে বলে?

B) দরিদ্র রেখা কাকে বলে?

Section-B (for 4 marks questions)

4×4=16

4. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি উত্তর দাও।

A) অর্থের কাজ কয় প্রকার ও কি কি?

B) চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি কিরূপে সৃষ্টি হয় তা সংক্ষেপে ব্যাখ্যা কর।

5. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যে কোন একটির উত্তর দাও।

A) অ-কর রাজস্বের যে কোন চারটি উৎসের সংক্ষিপ্ত বিবরণ দাও।

B) রাজকোষ ঘাটতিতে অর্থসংস্থানের দুটি সুপ্রভাব এবং দুটি কু প্রভাব লেখো।

6. নিম্নে প্রদত্ত চারটি প্রশ্নের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

A) ভারতে পরিষেবা ক্ষেত্রে উন্নয়নের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।

B) ভারতীয় অর্থনীতিতে তথ্যপ্রযুক্তি শিল্পের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর।

C) বহিঃ উৎস বা আউটসোর্সিং কি এবং কয় প্রকার?

D) ভারতের পরিষেবাক্ষেত্রে উদারীকরণ ও বিশ্বায়নের ইতিবাচক প্রভাব গুলি লেখ।

Section C (For 6 marks questions)

2×6=12

7. নিম্নে প্রদত্ত দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটির উত্তর দাও।

A) একটি উদাহরণের সাহায্যে দেখাও যে বাণিজ্যিক ব্যাংকগুলি যৌথভাবে ঋণ প্রদানের মাধ্যমে প্রাথমিক আমানতের কয়েক গুণ বেশি ঋণ সৃষ্টি করতে পারে।

B) কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী লেখ।

8. নিম্নে প্রদত্ত প্রশ্নের মধ্যে যেকোনো একটির উত্তর দাও।

A) স্থিতিশীল উন্নয়নের যে কোন ছয়টি (UNDP) প্রদত্ত লক্ষ্যমাত্রা বিবরণ দাও।

B) নীতি (NITI) আয়োগ এর উদ্দেশ্য গুলি লেখ।

Chapter-wise QUESTION BANK (ECONOMICS) SEM IV

Unit 1: Macroeconomics, Money Banking & Inflation

২ নম্বরের প্রশ্নাবলী

১. বিনিময়ের মাধ্যম হিসেবে অর্থ কীভাবে কাজ করে?

২. পরে দেনা শোধের মাপকাঠি হিসেবে অর্থ কীভাবে কাজ করে?

৩. পরিমাপের মানদণ্ড হিসেবে অর্থ কীভাবে কাজ করে?

৪. প্রামাণিক অর্থ ও টোকেন অর্থের মধ্যে পার্থক্য লেখ।

৫. কাগজী মুদ্রার সুবিধাগুলি লেখ।

৬. আমানত অর্থ বলতে কী বোঝ?

৭. প্রায় অর্থ ও অর্থের মধ্যে পার্থক্য দেখাও।

৮. ঋণ অর্থ বলতে কী বোঝ?

৯. অর্থের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

১০. অর্থের গৌণ কাজগুলি ব্যাখ্যা করো।

১১. ঋণ কার্ডকে (Credit Card) কি অর্থ হিসেবে গণ্য করা যায়?

১২. সংকীর্ণ অর্থ ও প্রশস্ত অর্থের মধ্যে পার্থক্য লেখ।

১৩. আমানত অর্থ বলতে কি বোঝায়?

১৪. বাণিজ্যিক ব্যাঙ্ক কীভাবে গ্রাহকদের প্রতিনিধি হিসাবে কাজ করে?

১৫. বাণিজ্যিক ব্যাঙ্ক কীভাবে সঞ্চয়, বিনিয়োগ ও মূলধন গঠন করে?

১৬. ঋণসৃষ্টির গুণকের সীমাবদ্ধতাগুলি লেখ।

১৭. উচ্চক্ষমতা সম্পন্ন অর্থ বলতে কি বোঝায়?

১৮. মুদ্রাস্ফীতির সংজ্ঞা দাও।

১৯. রেখাচিত্রের সাহায্যে ব্যয়বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ব্যাখ্যা করো।

২০. মুদ্রাস্ফীতিজনিত ব্যবধানের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।

২১. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চারটি উপায় নির্দেশ করো।

২২. দেনাদার ও পাওনাদারের উপর মুদ্রাস্ফীতির প্রভাব দেখাও।

২৩. সরকারের ব্যাঙ্কার হিসাবে কেন্দ্রীয় ব্যাঙ্কের কাজ উল্লেখ করো।

২৪. ব্যাঙ্করেট নীতির সীমাবদ্ধতা লেখ।

২৫. কীভাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক খোলাবাজার কার্যকলাপের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করে?

২৬. কেন্দ্রীয় ব্যাঙ্ককে কেন সর্বশেষ স্তরের ঋণদাতা বলা হয়?

২৭. কেন্দ্রীয় ব্যাঙ্ক কীভাবে নিকাশি ঘরের কাজ করে?

২৮. ব্যাঙ্ক রেটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাঙ্ক কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?

২৯. নগদ জমা অনুপাত ও বিধিবদ্ধ জমা অনুপাতের মধ্যে দুটি পার্থক্য লেখ।

৩০. নগদ জমা অনুপাতের মাধ্যমে কীভাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণ নিয়ন্ত্রণ করে?

৩১. রেপো রেট ও বিপরীত রেপো রেটের মধ্যে পার্থক্য লেখ।

৩২. মৌলিক সুদের হার বলতে কি বোঝায়?

৩৩. নৈতিক প্রণোদন বলতে কি বোঝায়?

৩৪. পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের যেকোনো দুটি হাতিয়ার ব্যাখ্যা করো।

৩৫. নির্বাচনমূলক ঋণ নিয়ন্ত্রণের যেকোনো দুটি হাতিয়ার ব্যাখ্যা করো।

৩৬. খোলাবাজারী কার্যকলাপের সীমাবদ্ধতা কি?

৩৭. মার্জিনের সাহায্যে কীভাবে কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণ নিয়ন্ত্রণ করে?

৩৮. নগদ জমার অনুপাত ও বিধিবদ্ধ নগদের অনুপাত এর মধ্যে পার্থক্য লেখো।

৬ নম্বরের প্রশ্নাবলী

১. বাণিজ্যিক ব্যাঙ্কের কার্যাবলি আলোচনা করো।

২. ঋণ সৃষ্টির গুণক কাকে বলে? এর নির্ধারক বিষয়গুলি কি কি?

৩. অর্থের শ্রেণীবিন্যাস আলোচনা কর।

৪. অর্থের গুরুত্ব আলোচনা করো।

৫. অর্থের গুণকের মাধ্যমে অর্থের যোগানের সূত্রটি আলোচনা করো।

৬. বিভিন্ন ধরণের মুদ্রাস্ফীতির উল্লেখ করে কারণগুলি লেখো।

৭. অর্থনীতিতে মুদ্রাস্ফীতির ফলাফলগুলি দেখাও।

৮. রাজস্বনীতির মাধ্যমে কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় তা আলোচনা করো।

৯. আর্থিক নীতির মাধ্যমে কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায় তা আলোচনা করো।

১০. স্থবিরতাযুক্ত মুদ্রাস্ফীতি কাকে বলে? এর কারণগুলি কি কি?

১১. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আর্থিক ও রাজস্ব নীতি ব্যতীত অন্যান্য পদ্ধতিগুলি আলোচনা করো।

১২. কেন্দ্রীয় ব্যাঙ্কের ঋণ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ দিকগুলি আলোচনা করো।

১৩. কেন্দ্রীয় ব্যাঙ্কের ঋণ নিয়ন্ত্রণের পরোক্ষ দিকগুলি আলোচনা করো।

১৪. বাণিজ্যিক ব্যাঙ্ক ও কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে ছয়টি পার্থক্য লেখ।

১৫. অর্থের যোগান পরিমাপের পদ্ধতিগুলি লেখ।

Unit 2: Macroeconomics: Financing of Government Budget

২ নম্বরের প্রশ্নাবলী

১. সরকারি আয়ব্যয় ও ব্যক্তিগত আয়ব্যয়ের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।

২. দুটি পরোক্ষ করের উদাহরণ দাও।

৩. প্রত্যক্ষ করের দুটি সুবিধা উল্লেখ করো।

৪. প্রত্যক্ষ করের দুটি অসুবিধা উল্লেখ করো।

৫. পরোক্ষ করের দুটি সুবিধা উল্লেখ করো।

৬. পরোক্ষ করের দুটি অসুবিধা উল্লেখ করো।

৭. দুটি অ-কর রাজস্বের উদাহরণ দাও।

৮. করপাত কাকে বলে?

৯. সমানুপাতিক কর ব্যবস্থা কাকে বলে?

১০. প্রগতিশীল কর ব্যবস্থার দুটি সুবিধা উল্লেখ করো।

১১. রাজস্ব খাত কাকে বলে?

১২. মূলধনিখাত কাকে বলে?

১৩. সরকারের দুটি রাজস্ব আয়ের উদাহরণ দাও।

১৪. সরকারের দুটি রাজস্ব ব্যয়ের উদাহরণ দাও।

১৫. সরকারের দুটি মূলধনি আয়ের উদাহরণ দাও।

১৬. সরকারের দুটি মূলধনি ব্যয়ের উদাহরণ দাও।

১৭. রাজস্ব ঘাটতি কাকে বলে?

১৮. ফিসকাল ঘাটতির আর্থিকিকরণের দুটি সুপ্রভাব লেখ।

১৯. ফিসকাল ঘাটতির আর্থিকিকরণের দুটি কুপ্রভাব লেখ।

২০. সরকারি ঋণ কাকে বলে?

২১. বাহ্যিক ঋণ কাকে বলে?

২২. স্বল্পমেয়াদী ঋণ কাকে বলে?

২৩. দীর্ঘমেয়াদী ঋণ কাকে বলে?

২৪. ভারসাম্য বাজেট গুণক কী?

২৫. কেন্দ্রীয় সরকারের দুটি কর রাজস্বের নাম বলো।

২৬. সরকারী বাজেটের দুটি প্রধান উপাদান কি কি?

২৭. পণ্য ও পরিষেবা করের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৪ নম্বরের প্রশ্নাবলী

১. সরকারি আয়ব্যয় ও ব্যক্তিগত আয়ব্যয়ের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।

২. সরকারের রাজস্বের উৎসগুলি কয়প্রকার ও কি কি?

৩. আরোপিত করের গড়হার অনুযায়ী প্রগতিশীল কর ও সমানুপাতিক করের মধ্যে পার্থক্য করো।

৪. অ-কর রাজস্ব কয় প্রকার ও কি কি?

৫. যেকোনো দুটি অ-কর রাজস্বের বিবরণ দাও।

৬. প্রত্যক্ষ করের সুবিধাগুলি লেখো।

৭. প্রত্যক্ষ করের অসুবিধাগুলি লেখো।

৮. পরোক্ষ করের সুবিধাগুলি লেখো।

৯. পরোক্ষ করের অসুবিধাগুলি লেখো।

১০. পণ্য ও পরিষেবা করের চারটি প্রধান বৈশিষ্ট্য লেখো।

১১. পূর্বের পরোক্ষ করের তুলনায় বর্তমান পণ্য ও পরিষেবা করের সুবিধা উল্লেখ করো।

১২. প্রগতিশীল কর ব্যবস্থার চারটি সুবিধা লেখো।

১৩. অভ্যন্তরীণ ও বাহ্যিক ঋণের মধ্যে পার্থক্য করো।

১৪. স্বল্পমেয়াদী ঋণ ও দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে পার্থক্য করো।

১৫. ‘অনুন্নত বা উন্নয়নশীল দেশে ফিসকাল ঘাটতিতে অর্থসংস্থান করলে তার অবশ্যম্ভাবী পরিণতি হল মুদ্রাস্ফীতি’- ব্যাখ্যা করো।

১৬. রাজকোশ নীতি প্রয়োগের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সরকারি হাতিয়ার গুলি কি কি?

১৭. একটি উদাহরণের সাহায্যে সুষম বাজেট গুণকের সাহায্যে জাতীয় আয় কিরূপ বৃদ্ধি পায় দেখাও।

১৮. অর্থনৈতিক উন্নয়নে সরকারি ঋণের গুরুত্ব লেখো।

Unit 3: Indian Economic Development: INDUSTRY

2 MARKS QUESTION

১. পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে?

২. শিল্পায়নের প্রথম পর্যায়ের (১৯৫০-৬৫) তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো।

৩. মহলানবিশ মডেলের মাধ্যমে কীভাবে ভারতের শিল্পের উন্নয়ন ঘটাতে চাওয়া হয়েছিল?

৪. মহলানবিশ মডেল গ্রহণের ফলে ভারতে কেন আন্তর্জাতিক প্রতিকূলতা তৈরী হয়েছিল?

৫. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য লেখ।

৬. ভারী শিল্প প্রসারের দুটি উদাহরণ দাও।

৭. ভারী শিল্প প্রসারে কৃষিজ উন্নয়নের দুটি উদাহরণ দাও।

৮. দুটি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো।

৯. অবকাঠামোগত উন্নয়নের দুটি উদাহরণ দাও।

১০. মহলানবিশ মডেলের দুটি সাফল্য উল্লেখ করো।

১১. মহলানবিশ মডেল গ্রহণের ফলে ভারতের অর্থনীতির দুটি ব্যর্থতা উল্লেখ করো।

১২. কাঠামোগত অধগমনের দুটি বাহ্যিক কারণ লেখো।

১৩. শিল্পায়নের দ্বিতীয় পর্যায়ের (১৯৬৫-১৯৯১) দুটি বৈশিষ্ট্য লেখো।

১৪. ১৯৬০ এর দশক থেকে শিল্পায়নের হার মন্থর হওয়ার দুটি কারণ লেখো।

১৫. বাণিজ্য উদারীকরণ কাকে বলে?

১৬. ১৯৯১ সালে শিল্প লাইসেন্স নীতিতে কি কি পরিবর্তন হয়েছিল?

১৭. বেসরকারিকরণ কাকে বলে?

১৮. ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের দুটি সুফল লেখো।

১৯. ভারতীয় অর্থনীতিতে উদারীকরণের দুটি কুফল লেখো।

২০. বিলগ্নীকরণ বলতে কি বোঝ?

২১. বিশ্বায়ন কাকে বলে?

২২. ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের দুটি সুফল লেখো।

২৩. ভারতীয় অর্থনীতিতে বিশ্বায়নের দুটি কুফল লেখো।

২৪. একচেটিয়া নিষেধমূলক কাজকর্ম (MRTP) আইন কি?

২৫. শিল্প ও আর্থিক পুনর্গঠন বোর্ড (BIFR) কি?

২৬. বহুজাতিক কর্পোরেশন কাকে বলে?

২৭. ১৯৯১ সালে গৃহীত নয়া শিল্পনীতি বলতে কি বোঝ।

২৮. ১৯৯১ সালে গৃহীত নয়া শিল্পনীতির দুটি বৈশিষ্ট্য লেখো।

২৯. ১৯৯১ সালের শিল্পনীতির দুটি সাফল্য লেখো।

৩০. ১৯৯১ সালের শিল্পনীতির দুটি ব্যর্থতা লেখো।

৩১. রপ্তানি প্রসারের নীতির দুটি পদক্ষেপ লেখো।

৩২. ১৯৯১ সালে গৃহীত নয়া শিল্পনীতিতে বাণিজ্য উদারীকরণের জন্য গৃহীত দুটি পদক্ষেপ উল্লেখ করো।

৩৩. বিশ্ববাণিজ্য সংস্থা কাকে বলে?

৩৪. বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কাজ উল্লেখ করো।

৩৫. GATT কাকে বলে?

৩৬. বিশ্ববাণিজ্য সংস্থা ও GATT এর মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো।

৩৭. বিশ্ববাণিজ্য সংস্থায় যোগদান করার ফলে ভারতের শিল্পক্ষেত্র যে সুবিধাগুলি পেয়েছে তার যেকোনো দুটি উল্লেখ করো।

৩৮. বিশ্ববাণিজ্য সংস্থায় যোগদান করার ফলে ভারতের শিল্পক্ষেত্র যে অসুবিধাগুলির সম্মুখীন হয়েছে তার যেকোনো দুটি উল্লেখ করো।

৩৯. বাণিজ্য উদারীকরণের দুটি সুবিধা উল্লেখ করো।

৪০. বাণিজ্য উদারীকরণের ফলে ভারতের শিল্পক্ষেত্র যে অসুবিধাগুলির সম্মুখীন হয়েছে তার যেকোনো দুটি উল্লেখ করো।

৪১. T.R.I.P.S কাকে বলে?

৪২. T.R.I.M.S কাকে বলে?

৪৩. বর্তমান ভারতের দুটি রপ্তানী পণ্যের নাম লেখো।

৪৪. বর্তমান ভারতের দুটি আমদানি পণ্যের নাম লেখো।

৪৫. দেশীয় মুদ্রার অবমূল্যায়ন ও রূপান্তর যোগ্যতা বলতে কি বোঝ?

৪৬. ক্ষুদ্রশিল্প বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও।

৪৭. ভারতীয় অর্থনীতিতে ক্ষুদ্রশিল্পের দুটি প্রয়োজনীয়তা লেখো।

৪৮. ভারতে ক্ষুদ্রশিল্পের সমর্থনে একটি সরকারি পদক্ষেপের উল্লেখ করো।

৪৯. ক্ষুদ্রশিল্প কীভাবে আয়বন্টনে সমতা আনে?

৫০. ক্ষুদ্রশিল্প কীভাবে বড় শিল্পের তুলনায় অধিক কর্মসংস্থান সৃষ্টি করে?

৫১. খাদি ও গ্রামীণ শিল্প কমিশন (KVIC) কী?

Unit 4: Indian Economic Development: Service Sector

৪ নম্বরের প্রশ্নাবলী

১. পরিষেবা খাত বলতে কি বোঝ? দুটি উদাহরণ দাও।

২. পরিষেবা খাতের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

৩. পরিষেবা খাতের ক্ষেত্রে ভারতে যে বৃদ্ধি হয়েছে তার চারটি কারণ লেখো।

৪. ভারতে পরিষেবা ক্ষেত্রের উন্নয়নের পথে যে বাধাগুলি রয়েছে তার যেকোনো চারটি উল্লেখ করো।

৫. পরিষেবা রপ্তানী কাকে বলে? পরিষেবা রপ্তানীর যেকোনো তিনটি মূল ধরণ লেখো।

৬. ভারতে আর্থিকখাতের বৃদ্ধির চারটি মূল কারণ লেখো।

৭. ব্যাঙ্কিং পরিষেবা রপ্তানী কি? কীভাবে এটি ঘটে?

৮. ক্রিপ্টোকারেন্সি ও ব্লকচেন বলতে কি বোঝ?

৯. ভারতে তথ্যপ্রযুক্তি খাতে বাণিজ্য বৃদ্ধির কারণগুলি উল্লেখ করো।

১০. তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানীমুখী বৃদ্ধির বৈশিষ্ট্য গুলি লেখো।

১১. ভারতে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানী বৃদ্ধির প্রধান চ্যালেঞ্জগুলি উল্লেখ করো।

১২. ভারতে তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানী বৃদ্ধির চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলি সংক্ষেপে লেখো।

১৩. আউট সোর্সিং কি এবং কত ধরণের হয়?

১৪. ভারতে আউটসোর্সিং এর বিকাশের কারণগুলি লেখো।

১৫. পরিষেবা খাত কীভাবে ভারতে নগরায়নের সংগে যুক্ত হয়েছে? একটি উদাহরণ দাও।

১৬. ভারতে আউটসোর্সিং এর দুটি সুফল ও দুটি কুফল লেখো।

১৭. ডিজিটাল পেমেন্ট ও ই-গভর্নেন্সের প্রসার সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখ।

১৮. BPO ও KPO কি? এদের মূল পার্থক্যগুলি লেখো।

১৯. প্রযুক্তিগত উন্নয়ন কীভাবে পরিষেবা খাতের বিকাশে সাহায্য করেছে?

Unit 5: Indian Economic Development: Inclusive Growth

২ নম্বরের প্রশ্নাবলী

১. আর্থিক বৈষম্য কাকে বলে?

২. পরম দারিদ্র্য বলতে কি বোঝ?

৩. মাথা গুনতির অনুপাত কাকে বলে?

৪. লোরঞ্জ রেখার দুটি বৈশিষ্ট্য লেখো?

৫. মানব উন্নয়ন সূচক কাকে বলে?

৬. আপেক্ষিক দারিদ্র্য বলতে কি বোঝ?

৭. মানব উন্নয়ন সূচকের তিনটি মৌলিক সূচকের নাম উল্লেখ করো।

৮. নীতি আয়োগ বলতে কি বোঝ?

৯. GII পুরো কথা লেখ।

১০. RLEGP পুরো কথা লেখো।

৬ নম্বরের প্রশ্নাবলী

১. সাধারণ অর্থনৈতিক উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির মূল পার্থক্য উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির চারটি প্রধান বৈশিষ্ট্য লেখো।

২. লোরঞ্জ রেখা কাকে বলে? আয়বৈষম্য পরিমাপে এটি কীভাবে সাহায্য করে তা ব্যাখ্যা করো।

৩. নীতি আয়োগ ও যোজনা কমিশনের মৌলিক পার্থক্যগুলি উল্লেখ করো।

৪. ভারতের মানব উন্নয়ন সূচকের অবস্থান উন্নয়নের ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলি রয়েছে তা আলোচনা করো।

৫. ভারতে দারিদ্র্য দূরীকরণে গৃহীত দুটি বিশেষ বা প্রধান কর্মসূচী সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৬. মানব উন্নয়ন সূচক কেন ঘরোয়া জাতীয় উৎপাদনের থেকে উন্নয়নের একটি উন্নত মানদণ্ড তা ব্যাখ্যা করো।

৭. নীতি আয়োগের প্রধান কার্যাবলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

৮. নীতি আয়োগের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতির সহায়তা কী কী ভাবে হয় সেগুলি সম্পর্কে লেখ।

৯. মানব উন্নয়ন সূচক কীভাবে পরিমাপ করা হয় তা একটি উদাহরণের সাহায্যে দেখাও।

১০. মানব উন্নয়ন সূচকের চারটি গুরুত্ব লেখ।

১১. ভারতের প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।

WBCHSE HS Class 12 4th Semester Economics Model Question Book PDF 2026

HS 4th Semester Suggestion Question Answer 2026
উপরের ছবির উপর ক্লিক করুন ➚
DetailsLink
HS 4th Semester Economics Model Question
Full PDF (Official Scan) – 3.62 MB
↓ Download
WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

Other Subjects: HS 4th Sem Model Question 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার)

WBCHSE HS 4th Semester English Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚

এই পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও যাতে সকলেই এই পিডিএফগুলো সহজেই সংগ্রহ করে নিতে পারে। আর \অন্যান্য বিষয়ের মডেল প্রশ্নপত্রের PDF সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদম ভুলবে না, সেখানে সব আপডেট পেয়ে যাবে।

Join Group

Telegram