HS 4th Semester Costing & Taxation Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক CSTX মডেল প্রশ্ন সংকলন

Nitya Gorai

Published on:

WBCHSE HS 4th Semester Costing & Taxation Model Question Paper PDF

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে চতুর্থ সেমিস্টার কস্টিং এন্ড ট্যাক্সেশন/পরিব্যয় ও আয়কর (Costing & Taxation) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক, সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে।

— Advertisement —

WBCHSE HS 4th Semester Costing & Taxation উচ্চ মাধ্যমিক পরিব্যয় ও আয়কর (Model Question Papers)

WBCHSE উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অফিসিয়াল প্রকাশিত HS 4th Semester Costing & Taxation Model Question Paper [PDF] সংকলন আকারে শেয়ার করা হলো। আমরা কেবলমাত্র পরীক্ষার্থীদের রেফারেন্স ও প্র্যাকটিসের সুবিধার জন্য শেয়ার করছি।

WBCHSE HS 4th Semester English Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚

MODEL QUESTION PAPER-1

সময়: 2 ঘন্টা | পূর্ণমান-40

— Advertisement —

Section-A (2 নম্বর মানের প্রশ্নাবলী)

১. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) হ্যালসে প্রিমিয়াম প্ল্যানের দুটি সুবিধা উল্লেখ করো।
B) হ্যালসে ও রোয়ান প্রিমিয়াম প্ল্যানের সূত্র দুটি বিবৃত করো।

২. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) মুখ্য ব্যয় (প্রাইম কস্ট) ও উপরি ব্যয় (ওভার হেড) এর মধ্যে যেকোন দুটি পার্থক্য উল্লেখ করো।
B) অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়ের দুটি উদাহরণ দাও।

৩. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) গৃহসম্পত্তি থেকে আয় গণনার ক্ষেত্রে যেকোন দুটি আবশ্যিক শর্ত উল্লেখ করো।
B) ভাড়ায় দেওয়া গৃহসম্পত্তি (Let out) র ক্ষেত্রে কোন অবস্থায় মানক ছাড় (Standard Deduction) অনুমোদিত হয় না তা উল্লেখ করো।

৪. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) পণ্য ও পরিষেবা কর (GST) এর যেকোন দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করো।
B) পণ্য ও পরিষেবা করের বিভিন্ন প্রকার বা ধরণ কী কী?

Section-B (3 নম্বর মানের প্রশ্নাবলী)

৫. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) কোন কাজ সম্পন্ন করার মানক সময় 10 ঘন্টা এবং কর্মী সন্তোষ কাজটি সম্পন্ন করেছে 8 ঘন্টায়। যদি মজুরির হার ঘন্টায় 30 টাকা হয়, তবে হ্যালসে প্রিমিয়াম পরিকল্পনা অনুসারে সন্তোষের বোনাসের পরিমাণ গণনা করো।
B) হ্যালসে প্রিমিয়াম পরিকল্পনা এবং রোয়ান প্রিমিয়াম পরিকল্পনার মধ্যে যেকোন তিনটি পার্থক্য লেখো।

৬. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) কার্যক্রমের (Function) ভিত্তিতে উপরিব্যয় (overhead) এর বিভিন্ন শ্রেণী সংক্ষেপে লেখো।
B) উৎপাদন প্রক্রিয়ায় উপরিব্যয় (overhead) এর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

৭. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) মি. দক্ষিণা পাল এর একটি গৃহসম্পত্তি ধৌলাগড়ে অবস্থিত। এই সম্পত্তিটির পৌরমূল্য ₹ 40,000 এবং ন্যায্য ভাড়া 35,000। বাড়িটি সম্পূর্ণভাবে ভাড়ায় দেওয়া হয়েছে এবং মাসিক ভাড়া 4,000। মূল্যায়ন বছর 2025-26 এর জন্য বাড়ি সম্পত্তিটির মোট বাৎসরিক মূল্য (Gross Annual Value) গণনা করো।

B) ভাড়ায় দেওয়া গৃহসম্পত্তির নীট বাৎসরিক মূল্য (Net Annual value) গণনা করো নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে: মোট বাৎসরিক মূল্য (Gross Annual Value) = ₹ 2,40,000 পৌরকর (Municipal tax) = ₹ 30,000; এর মধ্যে 40% কর বছরের মধ্যে মালিক পরিশোধ করেছেন।

৮. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) জি এস টি (GST) এর অন্তর্ভুক্ত নয় এমন তিনটি পরোক্ষ করের (Indirect Tax) নাম লেখো।
B) GST এর তিনটি অসুবিধা বিবৃত করো।

Section-C (5 নম্বর মানের প্রশ্ন)

৯. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5) A) নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে হ্যালসে প্রিমিয়াম পরিকল্পনা অনুসারে কর্মী A ও B এর মোট মজুরি (Total wages) এবং কার্যকর মজুরির হার (Effective Rate of wages) গণনা করো। তথ্য:

  • মানক সময় (Standard time) = 50 ঘন্টা
  • প্রতি ঘন্টায় স্বাভাবিক মজুরির হার (Normal wage Rate) = ₹ 15
  • বাস্তব সময় (Actual time taken): A – 30 ঘন্টা, B – 40 ঘন্টা

B) নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে রোয়ান প্রিমিয়াম পরিকল্পনা (Rowan Premium Scheme) অনুসারে কর্মী P এবং Q এর মোট উপার্জন নির্ণয় করো। এছাড়াও তাদের কার্যকর মজুরির হার গণনা করো। তথ্য:

  • নির্ধারিত সময় (time allowed): 100 ঘন্টা
  • প্রতি ঘন্টায় স্বাভাবিক মজুরির হার (Normal wage rate per hour): ₹ 30
  • বাস্তব সময় (Actual time taken): P – 80 ঘন্টা, Q – 60 ঘন্টা

১০. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)

A) নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে সুহাসিনী ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রাইমারি ওভারহেড বন্টন সারসংক্ষেপ (Primary Overhead Distribution Summary) প্রস্তুত করো।

তথ্যপরিমাণ (₹)তথ্যপরিমাণ (₹)
ভাড়া42,000পরোক্ষ মজুরি30,000
সাধারণ ব্যয়12,000তত্ত্বাবধায়কের বেতন20,000
যন্ত্রপাতির বীমা16,000
ভিত্তিমোটউৎপাদন বিভাগ (X)উৎপাদন বিভাগ (Y)
ফ্লোর স্পেস (sq.m)7,0004,0003,000
যন্ত্রপাতির মূল্য (₹)8,00,0005,00,0003,00,000
কর্মচারীর সংখ্যা20012080
প্রত্যক্ষ মজুরি (₹)80,00050,00030,000

B) নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রাইমারি ওভারহেড বন্টন সারসংক্ষেপ (Primary overhead Distribution Summary) প্রস্তুত করো।

তথ্যপরিমাণ (₹)তথ্যপরিমাণ (₹)
আলোকসজ্জা12,000মেরামত6,000
কর্মচারীর কল্যাণ ব্যয়7,000স্টোরস ওভারহেড7,500
অবচয়18,000
বিভাগীয় বিবরণউৎপাদন বিভাগ (Q1)উৎপাদন বিভাগ (Q2)পরিষেবা বিভাগ (S)
সম্পদের মূল্য (₹)8,00,0006,00,0001,00,000
প্রত্যক্ষ কাঁচামাল (₹)40,00030,0005,00,000
আলোকবিন্দুর সংখ্যা504010
কর্মচারীর সংখ্যা12010030

১১. চারটি প্রশ্নের মধ্যে যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও: (5×2=10)

A) শ্রী সুমন দে চুঁচুড়ায় একটি বাড়ির মালিক। মূল্যায়ন বছর 2025-26 এর জন্য গৃহসম্পত্তি থেকে আয় নির্ণয় করো। বাড়িটি ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়ায় দেওয়া হয়েছে।

বিষয়পরিমাণ (₹)
পৌরমূল্য (Municipal value)70,000
ন্যায্য ভাড়া (Fair rent)60,000
প্রাপ্ত ভাড়া (Rent received)50,000
মানক ভাড়া (Standard rent)65,000
পৌরকর (Municipal tax)পৌরমূল্যের 12% হারে পরিশোধিত
অগ্নিবীমা প্রিমিয়াম (Fire insurance premium paid)1,500
বাড়ি নির্মাণের জন্য নেওয়া ঋণের উপর সুদ (Interest on loan)10,500
বাড়িখালি থাকার সময়কাল (Vacancy period)2 মাস

B) মি. অভিজিত নন্দী দুইটি বাড়ির মালিক; একটি তিনি নিজের বসবাসের জন্য ব্যবহার করেন এবং অপরটি ভাড়ায় দিয়েছেন। মূল্যায়ন বছর 2025-26 এর জন্য মি. নন্দীর গৃহসম্পত্তি থেকে আয় গণনা করো।

বিষয়বাড়ি-১ (নিজের বসবাসের জন্য)বাড়ি-২ (ভাড়া দেওয়া)
পৌরমূল্য (Municipal value)2,20,0002,40,000
ন্যায্য ভাড়া (Fair rent)2,44,0002,28,000
প্রাপ্ত ভাড়া (Rent received)2,30,000
মেরামতের খরচ (Repairs)35,00018,000
পৌরকর (Municipal tax)22,00024,000
অগ্নিবীমা (Fire insurance premium)18,00020,000
ঋণের সুদ (Interest on loan)25,00037,500
খালি থাকার সময়কাল (Vacancy period)2 months

অতিরিক্ত তথ্য: i) বাড়ি-২ এর পৌর করের 25% ভাড়াটিয়া পরিশোধ করেছে। ii) বাড়ি-২ এর ঋণের সুদ নন্দীর বোনের বিবাহের জন্য নেওয়া ঋণ, যা বাড়ি বন্ধক রেখে নেওয়া হয়েছে।

C) মি. সমীর ভট্টাচার্য দুইটি বাড়ির মালিক এবং উভয় বাড়িই ভাড়ায় দেওয়া আছে। 31st March, 2025 সমাপ্ত বছরের জন্য গৃহসম্পত্তি থেকে আয় গণনা করো।

বিষয়বাড়ি-১ (₹)বাড়ি-২ (₹)
মাসিক ভাড়া22,00030,000
পৌরমূল্য (Municipal Value)3,00,0003,36,000
ন্যায্য ভাড়া (Fair rent)2,40,0003,12,000
মেরামতের খরচ (Repairs)12,70025,200
পৌরকর (Municipal Tax)30,00033,600
ঋণের সুদ (Interest on loan)75,00037,000

D) মিস. সুজাতা প্রামানিক দুইটি বাড়ির মালিক। মূল্যায়ন বছর 2025-26 এর জন্য গৃহসম্পত্তি থেকে মোট আয় নির্ণয় করো।

বিষয়বাড়ি-১ (ভাড়া দেওয়া) (₹)বাড়ি-২ (নিজের বসবাস) (₹)
পৌরমূল্য (Municipal Value)3,07,2003,84,000
ন্যায্য ভাড়া (Fair rent)2,88,0004,14,000
প্রকৃত ভাড়া প্রাপ্তি (Actual rent received)2,65,000
মেরামতের জন্য ঋণের সুদ (Interest on Loan)45,70063,900
বাড়ি খালি থাকার সময়কাল (Vacancy period)2 মাস
পৌরকর (Municipal tax)10%10%

দ্রষ্টব্য: বাড়ি-১ এর পৌরকরের 5,200 এখনো পরিশোধিত হয়নি।

নিচে আপনার দেওয়া কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন (Costing and Taxation) মডেল কোশ্চেন পেপার-২ এর সম্পূর্ণ টেক্সট ফরম্যাট দেওয়া হলো। আপনার নির্দেশমতো টেবিল এবং ছকগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে:

MODEL QUESTION PAPER-2

সময়: 2 ঘন্টা | পূর্ণমান-40

Section-A (2 নম্বর মানের প্রশ্নাবলী)

১. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) উৎসাহবর্ধক ভাতা কী?

B) রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের হার নির্ণয়ের ভিত্তি কী?

২. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) উপরিব্যয়ের সংজ্ঞা দাও।

B) উপরিব্যয়ের আনুপাতিক বন্টন বলতে কী বোঝো?

৩. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) ন্যায্য ভাড়া কী?

B) “গৃহসম্পত্তির উপভাড়া থেকে আয় অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য হয়” – কেন?

৪. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও: (2×1=2)

A) GSTIN কী?

B) পণ্য ও পরিষেবা করের দুটি উদ্দেশ্য লেখো।

Section-B (3 নম্বর মানের প্রশ্নাবলী)

৫. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) হ্যালসে ও রোয়ান বোনাস প্রদান পদ্ধতিতে মজুরির পরিমাপ একই হওয়ার শর্তটি কী?

B) নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে একজন শ্রমিকের রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে মোট উপার্জন নির্ধারণ করো:

তথ্যমান
Standard Time for the job: 12 hours
Actual time taken: 8 hours
Rate per hour: ₹50

৬. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) “পরিবর্তনশীল উপরিব্যয় কখনোই স্থির হতে পারে না” তুমি কি এই বক্তব্যের সাথে একমত? ব্যাখ্যা করো।

B) উপরিব্যয়ের আনুপাতিক বন্টনের ক্ষেত্রে সঠিক ভিত্তি নির্বাচনের গুরুত্ব লেখো।

৭. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) কখন ইজারাদারকে সম্পত্তির মালিক হিসাবে গণ্য করা হয়?

B) ভাড়া দেওয়া বাড়ির ক্ষেত্রে নীট বার্ষিক মূল্য থেকে কী কী ছাড় দেওয়া হয়?

৮. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (3×1=3)

A) পণ্য ও পরিষেবা করের উদ্দেশ্যগুলি লেখো।

B) কেন্দ্র ও রাজ্য সরকারগুলির ক্ষেত্রে পণ্য ও পরিষেবা করের তিনটি সুবিধা উল্লেখ করো।

Section-C (5 নম্বর মানের প্রশ্ন)

৯. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)

A) একজন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরির হার হল 20 টাকা। ঐ শ্রমিক কোনো একটি কাজ শেষ করতে 100 ঘন্টা সময় নেয়। হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে ঐ শ্রমিকের কার্যকর মজুরির হার প্রতি ঘন্টায় 50 টাকা হলে:

i) হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের পরিমাণ নির্ণয় করো।

ii) উপরিউক্ত কাজটির মানক সময় (Standard Time) নির্ণয় করো।

B) একটি কাজ শেষ করার মানক সময় (Standard Time) 20 ঘন্টা এবং ঘন্টা প্রতি মজুরির হার 20 টাকা। যদি কোনো শ্রমিক হ্যালসে প্রিমিয়াম পদ্ধতিতে (50%) 50 টাকা বোনাস পেয়ে থাকে, তবে ঐ শ্রমিকের রোয়ান প্রিমিয়াম পদ্ধতিতে মোট উপার্জন কত হবে?

১০. দুটি প্রশ্নের মধ্যে যেকোন একটি প্রশ্নের উত্তর দাও: (5×1=5)

A) শ্যাম স্টীল উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যয় সংক্রান্ত নিম্নলিখিত তথ্যগুলি সরবরাহ করেছে। ঐ তথ্যগুলি থেকে একটি প্রাথমিক উপরিব্যয় বন্টন তালিকা প্রস্তুত করো:

ব্যয়সমূহ: Rent ₹30,000; Power – 15,000; Depreciation – 36,000; Personal expenses – 14,400.

Basis of distributionProduction deptts. (X)Production deptts. (Y)Production deptts. (Z)Service deptts. (S1)Service deptts. (S2)
Floor Area (sq.ft)10,0008,0006,0004,0002,000
KW consumed25,00020,00015,0008,0007,000
Assets value (₹)1,80,0001,50,0001,20,00060,00030,000
No. of workers2001601208040

B) একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের দুটি উৎপাদন বিভাগ রয়েছে। নিম্নলিখিত তথ্য সমূহ থেকে একটি প্রাথমিক উপরিব্যয় বন্টনের বিবরণী প্রস্তুত করো:

ব্যয়সমূহ: Insurance on stock – 5,200; Electricity – 3,000; Rent, Rates and Taxes – 8,000; Power – 6,000.

Basis of distributionP1P2
Floor space (sq.ft.)50003000
Average stock value (₹)14,00012,000
Light points (No.)105
H.P. of machines5010

১১. চারটি প্রশ্নের মধ্যে যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও: (5×2=10)

A) শ্রী অসিত জানা কলকাতায় একটি বাড়ির মালিক। 2024-25 পূর্ববর্তী বছরে বাড়ি সম্পর্কিত তথ্যগুলি হল:-

বিষয়বিবরণ/পরিমাণ
Building used forTenants residence
Actual rent received (₹)3,00,000
Net municipal value (₹)2,70,000
Fair rent (₹)3,40,000
Interest on Loan (For Construction) (₹)80,000
Vacancy period2 months
Municipal tax@10%

দ্রষ্টব্য: 2024-25 পূর্ববর্তী বছরে পৌরকরের (Municipal tax) 10% প্রদান করা হয়নি। 2025-26 কর নির্ধারণ বছরের জন্য শ্রী অসিত জানার গৃহসম্পত্তি থেকে আয় নির্ধারণ করো।

B) মিস সানিয়া সুলতানার দিল্লীতে একটি বাড়ি আছে, যা তিনি ভাড়াটিয়াকে তার ব্যবসার জন্য ভাড়া দিয়েছেন। 2025-26 কর নির্ধারণ বছরের জন্য গৃহসম্পত্তি থেকে আয় নির্ধারণ করো।

বিষয়তথ্য
Construction Completed1.4.2021
Municipal tax@10% on Municipal value (₹ 25,000)
Rent received for 10 months₹ 2,50,000
Fair rent₹ 2,00,000
Standard rent₹ 2,10,000
Interest on Loan (taken for construction)₹ 15,000

C) টীকা লেখো: i) অনাদায়ী ভাড়া, ii) প্রাপ্ত অনাদায়ী ভাড়া।

D) গৃহসম্পত্তিখাতে আয় নির্ধারণে কাকে “বাড়ির মালিক” বলে বিবেচনা করা হবে?

WBCHSE HS Class 12 4th Semester Costing & Taxation Model Question Paper PDF 2026

বোর্ড পরীক্ষার প্রস্তুতিকে সেরা করতে অবশ্যই PDF সংগ্রহ করতে হবে ⇓

HS 4th Semester Suggestion Question Answer 2026
উপরের ছবির উপর ক্লিক করুন ➚
DetailsLink
HS 4th Semester Costing & Taxation Model Question
(Both Bengali & English Version)
Full PDF (Official Scan) – 5.56 MB
↓ Download
WB Class 12 Commerce প্রস্তুতি whatsapp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

Others সাবজেক্টগুলি: Bengali English | Accountancy | Business Studies | Computer Application

কমার্সের অন্যান্য বিষয়ের মডেল প্রশ্নপত্রের PDF ইতিমধ্যেই আপলোড হয়ে গিয়েছে, যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি উপরের লিঙ্ক থেকে সংগ্রহ করে নেবে।

Join Group

Telegram