উচ্চ মাধ্যমিক (WBCHSE) 4th Semester Modern Computer Application পরীক্ষার প্রস্তুতির জন্য সঠিক Model Question Paper খুবই গুরুত্বপূর্ণ। নতুন সেমিস্টার সিস্টেম, পরিবর্তিত প্রশ্নপত্রের প্যাটার্ন এবং নম্বর বিভাজন ছাত্রছাত্রীদের জন্য সংসদের অফিসিয়াল এই মডেল প্রশ্নপত্রগুলি শেয়ার করা হলো।
HS 4th Semester Modern Computer Application (MCA) Model Question Paper
আর যারা উত্তরসহ Last Minute Premium Suggestion খুঁজছো—যেখানে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য সাজেশন ও এক্সাম-ফোকাসড প্রস্তুতি—তাদের জন্য আমরা আলাদা একটি Premium PDF রেখেছি। সেই PDF-এর ডাউনলোড লিংক এই পেজের শেষেই দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো।
MODEL QUESTION-1 [COMA] Class XII Semester 4
বিভাগ-ক (সংক্ষিপ্ত উত্তরধর্মী) 3×2=6
1. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) মাল্টিট্যাস্কিং ও টাইম শেয়ারিং অপেরাটিং সিস্টেম এর মধ্যে পার্থক্য লেখো।
b) কেন ইউজার মোড থেকে কার্ণেল মোডে যাওয়ার দরকার হয়?
2. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) ডোবেস স্কিমা ও ইনস্ট্যান্সের মধ্যে পার্থক্য লেখো।
b) ER মডেলে STUDENT এবং CLASS এনটিটি সেটের মধ্যে দুটি সম্ভাব্য রিলেশনশিপের নাম লেখো।
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) Chatbot বলতে কি বোঝায়?
b) Clustering-এর কাজ কী?
বিভাগ-খ (সংক্ষিপ্ত উত্তরধর্মী) 3×3=9
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) ‘Coffman conditions’ গুলি কী কী?
b) প্রসেস কন্ট্রোল ব্লক (PCB) কী? এটি প্রসেস পরিচালনায় কিভাবে কাজ করে?
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) উদাহরণসহ প্রাইমারি কী (Primary Key) ও ফরেন কী (Foreign Key) এর মধ্যে পার্থক্য লেখো।
b) রেফারেন্সিরাল ইনটিগ্রিটি কনস্ট্রেইন্টেসের প্রয়োজনীয়তা কী? উদাহরণ সহ ব্যাখ্যা করো।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) উদাহরণ সহ Supervised Learning ও Unsupervised Learning এর মধ্যে পার্থক্য লেখো।
b) Generative AI কী? এর দুটি ব্যবহার ক্ষেত্র লেখো।
বিভাগ-গ (রচনাধর্মী) 4×5=20
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) একটি প্রসেস তার জীবনচক্রে কোন্ কোন্ State-এর মধ্য দিয়ে যায় তা চিত্রসহ ব্যাখ্যা করো।
b) Memory Management-এ Segmentation পদ্ধতি ব্যাখ্যা করো এবং একটি উদাহরণসহ দেখাও কিভাবে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে রূপান্তর ঘটে?
8. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :-
a) রিলেশনাল অ্যালজেব্রা (Relational Algebra)-র প্রধান সেট অপারেশনগুলি কী কী? প্রতিটি অপারেটরের কাজ উদাহরণসহ ব্যাখ্যা করো। (3+2)
b) নিম্নোক্ত টেবিল-এর স্কিমাটি লক্ষ্য কর:-
EMPLOYEE (emp-id, emp-name, department, salary, hire-date)
উপরের রিলেশনটির ভিত্তিতে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :-
i) EMPLOYEE TABLE তৈরীর SQL Statement লেখো।
ii) যেসব কর্মচারীর বেতন 40000 টাকার বেশি, তাদের নাম ও বিভাগ (Name and Department) দেখাও।
iii) HR Department-এ নিযুক্ত কর্মচারীর নাম এবং hire-rate দেখাও। (2+1.5+1.5)
c) ER Model-এ 1:1, 1:N ও M:N Relationship ব্যাখ্যা করো। প্রতিটির জন্য একটি করে উদাহরণ দাও। (3+2)
d) SQL-এ TRUNCATE, DROP, DELETE কমান্ডের মধ্যে পার্থক্য লেখো। প্রতিটির উপযুক্ত উদাহরণ দাও। (2+3)
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) শিক্ষাক্ষেত্রে AI এর প্রয়োগগুলি উদাহরণসহ আলোচনা করো।
b) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে চাকরির জগতে কী ধরণের পরিবর্তন এসেছে তা বর্ণনা করো।
MODEL QUESTION-2 [COMA]
বিভাগ-ক (সংক্ষিপ্ত উত্তরধর্মী) 3×2=6
1. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) ডিসট্রিবিউটেড অপারেটিং সিস্টেম বলতে কী বোঝ? দুটি উদাহরণ দাও।
b) প্রিএম্পটিভ (Pre-emptive) শিডিউলিং-এর দুটি অসুবিধা বিবৃত করো।
2. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) ডিগ্রি এবং কার্ডিনালিটি বলতে কী বোঝ?
b) রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কন্সট্রেন্টস-এর দুটি সুবিধা লেখো।
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) শিক্ষার সাথে জড়িত AI-এর দুটি স্কোপ উল্লেখ করো।
b) মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং-এর একটি করে প্রযুক্তির নাম লেখো।
বিভাগ-খ (সংক্ষিপ্ত উত্তরধর্মী) 3×3=9
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) FCFS এবং SJF সিডিউলিং-এর পার্থক্য লেখো।
b) ফার্স্ট ফিট এবং বেস্ট ফিটের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো।
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) DML-এর অন্তর্গত যেকোনো তিনটি কম্যান্ডের সিনট্যাক্স ও কাজ লেখো।
b) কার্টেসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারেল জয়েন অপারেশনের পার্থক্য লেখো।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) AI এর বিকাশে Turing টেস্টের বর্ণনা দাও।
b) অ্যালগোরিদিমিক্ ট্রেডিং (Algorithmic Trading) বা অটোমেটেড ট্রেডিং (Automated Trading) এ AI কীভাবে সাহায্য করে?
বিভাগ-গ (রচনাধর্মী) 4×5=20
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) নিচের টেবিলটি লক্ষ্য করো:
| প্রক্রিয়া (Process) | আগমন সময় (Arrival Time) | বার্স্ট সময় (Burst Time) |
| P1 | 0 | 6 |
| P2 | 4 | 10 |
| P3 | 5 | 4 |
| P4 | 7 | 4 |
উপরের টেবিল অনুযায়ী SJF পদ্ধতির মাধ্যমে Average Turnaround Time এবং Average Waiting Time নির্ণয় করো। (উপযুক্ত Gantt Chart সহযোগে)
b) নন-কন্টিগুয়াস মেমরি অ্যালোকেশন কী? ভেরিয়েবেল সাইজ পার্টিশনের সুবিধা ও অসুবিধাগুলি বিবৃত করো। (2+3)
8. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :-
a) ত্রি-স্তরীয় ডেটাবেস আর্কিটেকচার চিত্রসহ ব্যাখ্যা করো।
b) হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটি ER diagram অঙ্কন করো। মিনিমাল সুপার কী (key) কাকে বলে এবং কেন?
c) নীচের Relational Algebraic Operation-গুলি করে দেখাও :-
Relation: R
| Reg-no | Name | Course |
| 12022-128 | AMIT | BCA |
| 12022-228 | PRITI | BBA |
| 12022-328 | KAJOL | BSC |
Relation: S
| Reg-no | Percent Marks |
| 12022-128 | 80 |
| 12022-328 | 75 |
| 12022-425 | 67 |
i) উপরিউক্ত Relation দুটির মধ্যে Set Difference Operation করার Syntax টি লেখো এবং Output দেখাও।
ii) Relation : R এবং Relation: S এর মধ্যে Natural Join Operation করার Syntax টি লেখো ও Output দেখাও।
d) Select কমান্ডের মাধ্যমে কীভাবে WHERE, ORDER BY এবং GROUP BY ক্লজ ব্যবহার করা যায়। একটি পূর্ণাঙ্গ উদাহরণসহ ব্যাখ্যা করো।
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) Chatbot কী? একটি উদাহরণ দাও। Convolutional Neural Network (CNN)-এর কার্যপ্রণালী সংক্ষেপে বিবৃত করো। (2+3)
b) AI প্রযুক্তি ব্যবহারে সামাজিক বৈষম্য কীভাবে সৃষ্টি হয়, তা লেখো। এটি কমাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? (3+2)
MODEL QUESTION-3 [COMA]
বিভাগ-ক (সংক্ষিপ্ত উত্তরধর্মী) 3×2=6
1. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) মাল্টিপ্রসেসিং অপারেটিং সিস্টেমের দুটি বৈশিষ্ট্য লেখো।
b) সিস্টেম কল ও সিস্টেম প্রোগ্রামের মধ্যে পার্থক্য লেখো।
2. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) Hierarchical মডেলের দুটি বৈশিষ্ট্য লেখো।
b) Read-only এবং Updateable View এর মধ্যে পার্থক্য লেখো।
3. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) বাস্তব জীবনে Chat Bot এর দুটি উদাহরণ দাও।
b) Deep Learning বলতে কী বোঝ?
বিভাগ-খ (সংক্ষিপ্ত উত্তরধর্মী) 3×3=9
4. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) Legacy System-এর যে কোনো তিনটি ত্রুটি সম্পর্কে লেখো।
b) Composite অ্যাট্রিবিউট বলতে কি বোঝ উদগাহরণসহ লেখো। Single Valued ও Multivalued Attribute এর মধ্যে পার্থক্য কী?
5. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) I/O Bound Process ও CPU Bound Process এর মধ্যে পার্থক্য লেখো।
b) Virtual Memory এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো।
6. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) GANS কত সালে আবিস্কৃত হয় এবং এর কাজ কী?
b) Reinforcement Learning বলতে কী বোঝ? উদাহরণ দাও।
বিভাগ-গ (রচনাধর্মী) 4×5=20
7. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) চিত্রসহ ডেডলক বলতে কী বোঝ ব্যাখ্যা করো। ডেডলক সনাক্তকরণের দুটি পদ্ধতি কী কী?
b) ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ও এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশনের পার্থক্য লেখো। কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন-চিত্রসহ বর্ণনা করো।
8. যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও :-
a) ‘প্রতিটি Super Key একটি Key, কিন্তু প্রতিটি Key, Super Key নয়’-ব্যাখ্যা করো। উদাহরণ সহ Many to Many relationship ব্যাখ্যা করো।
b) নিম্নলিখিত চিহ্নগুলি কী ধরণের অপারেটর এবং এদের কীজন্য ব্যবহার করা হয় (রিলেশনাল অ্যালজেব্রাতে):- σ, π, ⋈, ∩, ∪ c) নিম্নলিখিত Relation Algebric Operation গুলি করো –
Relation: T1
| Id | City |
| 001 | DELHI |
| 002 | MUMBAI |
| 003 | KOLKATA |
Relation: T2
| Id | City |
| 003 | KOLKATA |
| 004 | CHENNAI |
| 005 | BANGALORE |
i) T2 এর সমস্ত City-এর Projection Operation ব্যবহার করে দেখাও।
ii) T1 ও T2 এর Union Operation করার Syntax লেখো ও Output দেখাও।
iii) T1 এবং T2 এর Cartesian Product করার Syntax লেখ ও Output দেখাও।
d) নিম্নলিখিত স্কিমাটি লক্ষ্য করো:-
Student (Roll, Name, Class, Sec, Address, Marks) SQL এর সাহায্যে সমাধান করো-
i) যে সকল ছাত্রছাত্রীরা কলকাতাতে থাকে এবং ‘B’ Section এ পড়ে তাদের সমস্ত রেকর্ড দেখাও।
ii) যে সকল ছাত্রছাত্রীরা 50 থেকে 70 এর মধ্যে নম্বর পায়নি, যাদের নাম ‘y’ দিয়ে শেষ হয়েছে এবং Class ‘XII’ তাদের সমস্ত রেকর্ড দেখাও।
9. যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও :-
a) পক্ষপাত (Bias) ও নায্যতার (Fairness) মধ্যে পার্থক্য কী? AI তে পক্ষপাত দূর করার কৌশলগুলি লেখো।
b) ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও কম্পিউটার ভিশনের মধ্যে পার্থক্য কী? AI এর দুটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব ব্যাখ্যা করো।
WBCHSE HS Class 12 4th Semester Computer Application Model Question Book PDF 2026
★★ Computer উত্তর সহ লাস্ট মিনিট ক্যাপসুল সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ক্লিক করে ⇓
| Details | Link |
|---|---|
| HS 4th Semester Modern Computer Application Model Question Full PDF (Official Scan) – 10 MB | ↓ Download |
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
Others সাবজেক্টগুলি: Bengali | English | Geography | Biology | Chemistry
HS 4th Semester Computer Application Model Question Paper PDF শুধুমাত্র একটি প্রশ্নপত্র নয়, বরং এটি তোমার পরীক্ষার প্রস্তুতির একটি সম্পূর্ণ গাইড। নিয়মিত এই মডেল প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনই ভালো নম্বর পাওয়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


![HS 4th Semester Computer Application Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক কম্পিউটার মডেল প্রশ্ন 1 HS 4th Semester Modern Computer Application Suggestion 2026 WBCHSE](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBlZMUwCmSLfT6VlN7L9iXWYlzueh5D275r2dwoqEKjK5-DkSCVxCrh4kM8PdQe-f6LZoj1-SVmgrBIx1AltT7Ik1I83Cpgr7muhdji36P9ok74q5WKCsONxgTvcm7CtC5iqqDvqRLAgw_Dpwl2-0JI14CZ0vKk-fy2vPfVK6BEOBoZTy6WNyPdOwhsTo/s1600/hs-4th-sem-computer-notes.jpg)
