HS 4th Semester Class: স্কুলে অনলাইন ক্লাসের নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক সংসদ! সিলেবাস শেষ করতে পরামর্শ

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 4th Semester Syllabus Online Class 2025

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে ফেব্রুয়ারি মাসে, হাতে মাত্র চার মাস সময়! তার মধ্যে রয়েছে অনেক ছুটি, স্কুলের ফাইনাল পরীক্ষা, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তাই সিলেবাস শেষ করার জন্য ছাত্রছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকারা প্রথম থেকেই চাপে রয়েছেন। তাই সিলেবাস শেষ করতে অনলাইন ক্লাসে ভরসা রাখছে সংসদ।

WBCHSE HS 2026: পাঠক্রম শেষ করতে অনলাইন ক্লাসের পরামর্শ উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতির

স্কুলগুলিতে এখনো চলছে পূজোর ছুটি, আর এই দিকে ছাত্র-ছাত্রীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হয়ে একমাস হতে গেল। যদিও ছাত্র ছাত্রীরা অনেকেই প্রাইভেট টিউশনের বা কোচিং সেন্টারের উপরেই ভরসা রাখছে, তবুও স্কুলেরও দায়িত্ব থাকছে পাঠ্যক্রম শেষ করার জন্য।

সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়েছেন “পড়ুয়াদের স্বার্থ ভেবে স্কুলগুলিকে অনলাইন ক্লাস নিতে হবে। যতদিন ছুটি চলছে সেই ছুটির ফাঁকে অনলাইন নিয়মিত ক্লাস নিলে ছাত্রছাত্রীদের পাঠক্রম দ্রুত শেষ করা যাবে।”

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার (HS 4th Semester 2026) পরীক্ষা১২ ফেব্রুয়ারি- ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
পরীক্ষার ধরণলিখিত পরীক্ষা (Descriptive Pattern)

বিস্তারিত দেখো: আইআইটি (IIT) কীভাবে ভর্তি হবে? যোগ্যতা, পরীক্ষা UG/PG/Phd রিসার্চ সমস্ত বিষয়! জেনে নাও

WBCHSE HS 4th Semester Syllabus অনলাইন ক্লাসেই ভরসা, থাকছে সংসদের YouTube চ্যানেল

ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই একাদশ শ্রেণীতে থাকাকালীন তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের ১০ হাজার টাকা করে পেয়ে গিয়েছে (Taruner Swapna Tablet Scheme) তাই সকলের কাছে স্মার্টফোন বা ট্যাবলেট রয়েছে কাজে অনলাইন ক্লাসে কোন অসুবিধা থাকার কথা নয়।

তার পাশাপাশি সংসদের YouTube চ্যানেলেও নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর ক্লাস করাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, সংসদের পরামর্শের ছাত্র ছাত্রীরা সেই ভিডিওগুলো দেখতে পারে

যদিও অনলাইন ক্লাস সংক্রান্ত এখনো কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি বা নির্দেশিকা আসেনি সংসদের তরফ থেকে। সংসদ সভাপতি বলেছেন খুব তাড়াতাড়ি এই বিষয়ে অফিশিয়াল ভাবেই বিজ্ঞপ্তি বের করে সকল স্কুলকেই নির্দেশ দেওয়া হবে অনলাইনে নিয়মিত ক্লাস করার জন্য

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

ডিটেইলসলিংক
উচ্চ মাধ্যমিক সংসদের ইউটিউব চ্যানেলWatch on YouTube →
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbchse.wb.gov.in/
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

মিস করবে না: CUET (UG) Exam Eligibility: উচ্চ মাধ্যমিকের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন! CUET পরীক্ষা জেনে নাও

যেহেতু হাতে সময় কম তাই পাঠ্যক্রম শেষ করতে অনলাইন ক্লাস ভরসা। শিক্ষক-শিক্ষিকা মহাশয়দের সদিচ্ছা এবং সহযোগিতা থাকলে, সময়কে সঠিকভাবে কাজে লাগালে সিলেবাস সময়েই শেষ করা যাবে।

Join Group

Telegram