উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার রসায়ন/ কেমিস্ট্রি (Chemistry) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সাজিয়ে নিচে দেওয়া হলো। সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে।
WBCHSE HS 4th Semester Chemistry [CHEM] উচ্চ মাধ্যমিক জীববিদ্যা (Question Bank & Model Papers)
যেহেতু উচ্চ মাধ্যমিক সায়েন্স বাংলা এবং ইংরেজি উভয় মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের জন্যই সম্পূর্ণ পিডিএফ এর কপি দেয়া থাকল। পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক (Organic Chemistry) অংশটা বিশেষ করে গুরুত্ব দিতে হবে।
★★ HS Science Board Exam সাজেশন ও মক টেস্ট ব্যাচ নিচে ছবিতে ক্লিক করে ⇓
Model Question Paper – 1
Class XII | Semester 4 Time: 2 hrs | F.M. – 35
Section-A (২ নম্বরের প্রশ্নের জন্য) (5 × 2 = 10)
1. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) গাঢ়ত্ব বাড়লে তীব্র তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু মোলার পরিবাহিতা হ্রাস পায় কেন?
- (B) 0.1 M KCl দ্বারা পূর্ণ, একটি পরিবাহিতা কোশের রোধ ৪০ ওহম। পরিবাহিতা কোশটির কোশ ধ্রুবক 1.0 cm⁻¹ হলে, উক্ত KCl দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো।
2. নিচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আম্লিক মাধ্যমে এস্টারের আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়াটি এক ক্রমিকের ন্যায় আচরণ করে কেন?
- (B) A + B → P বিক্রিয়াটিতে A গাঢ়ত্ব স্থির রেখে B-র গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায় এবং B-র গাঢ়ত্ব স্থির রেখে A-র গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার চার গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়ার সামগ্রিক ক্রম কত?
3. নিচের দুটি প্রশ্নের মধ্যে থেকে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) হাইড্রেটেড CuSO₄ নীল বর্ণের কিন্তু অ্যানহাইড্রাস CuSO₄ সাদা বর্ণের কেন?
- (B) KI দ্রবণে আয়োডিন যোগ করলে হিমাঙ্ক পরিবর্তন হয় না, কিন্তু KI দ্রবণে মারকিউরিক আয়োডাইড যোগ করলে হিমাঙ্ক বৃদ্ধি পায় – কেন?
4. নিচের চারটি প্রশ্নের মধ্যে থেকে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- (A) নিচের কোনটি অধিক ক্ষারীয় এবং কেন?
- Aniline (C₆H₅NH₂) এবং Acetanilide (C₆H₅NHCOCH₃)
- (B) A থেকে D কে শনাক্ত করো:
- CH₃COOH → (NH₃) → A → (Δ) → B → (P₂O₅, Δ) → C → (LiAlH₄) → D
- (C) কিভাবে রূপান্তরিত করবে: Aniline → Nitrobenzene (Note: Direct conversion involves multiple steps like diazotization or oxidation).
- (D) হিন্সবার্গের বিকারক কি? এর দ্বারা কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্শিয়ারী অ্যামিনগুলিকে পার্থক্য করবে?
Section-B (৩ নম্বরের প্রশ্নের জন্য) (5 × 3 = 15)
5. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) Zn | Zn²⁺(2.0 M) || Cu⁺(x M) | Cu এই গ্যালভানীয় কোশটির 25°C উষ্ণতায় তড়িৎচালক বলের মান 0.86 V। যদি E°(Zn²⁺/Zn) = -0.76 V এবং E°(Cu⁺/Cu) = 0.15 V হয় তবে x এর মান নির্ণয় কর। [প্রদত্ত: log 2 = 0.3; antilog(-0.695) = 0.2018]
- (B)
- i) কোলরাশের সূত্রটি লেখ।
- ii) HCl, CH₃COONa এবং NaCl এর Λ° মান যথাক্রমে 426.1, 91.0 এবং 126.5 Ω⁻¹ cm² mol⁻¹ হলে, CH₃COOH এর Λ° কত হবে?
6. নিচের চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- (A) Cr²⁺ বিজারক কিন্তু Mn³⁺ জারক কেন, যদিও উভয়েরই d⁴ ইলেকট্রন বিন্যাস রয়েছে? ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখ।
- (B) Th⁴⁺ আয়নযুক্ত লবণ বর্ণহীন, কিন্তু U³⁺ আয়নযুক্ত লবণ লাল বর্ণের হয় কেন?
- (C) অ্যাক্টিনাইড সংকোচন ল্যান্থানাইড সংকোচনের তুলনায় বেশি মাত্রায় কেন ঘটে? Ti⁴⁺ বর্ণহীন কেন?
- (D) নিম্নলিখিত বিক্রিয়াগুলি লেখ:
- i) আম্লিক মাধ্যমে Cr₂O₇²⁻ দ্বারা Fe²⁺ এর জারণ।
- ii) প্রশম দ্রবণে MnO₄⁻ দ্বারা S₂O₃²⁻-এর জারণ।
7. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) [Co(NH₃)₆]³⁺ একটি d²sp³ সংকরায়িত কমপ্লেক্স কিন্তু [Ni(NH₃)₆]²⁺ একটি sp³d² সংকরায়িত কমপ্লেক্স—ব্যাখ্যা করো।
- (B) একটি জটিল যৌগের আণবিক সংকেত PtCl₄.2KCl সংযুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তড়িৎ পরিবাহিতার পরীক্ষা থেকে জানা যায় যৌগটির প্রতিটি অণু 3টি আয়নের সৃষ্টি করে। AgNO₃ দ্রবণের সঙ্গে যৌগটি কোন অধঃক্ষেপ উৎপন্ন করে না। যৌগটিকে শনাক্ত করো এবং যৌগটির IUPAC নাম লেখ।
8. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) A থেকে F কে শনাক্ত করো:
- i) Phthalimide → (KOH/EtOH) → A → (C₂H₅Br) → B → (KOH, Δ) → C + Ethyl amine
- ii) CH₃NC + (Na + C₂H₅OH) → D + CHCl₃ + KOH
- iii) Aniline → (NaNO₂/HCl, 0-5°C) → E
- iv) Benzenediazonium Chloride → (H₃PO₂) → F
- (B) A (C₆H₅O₂N) জৈব যৌগটি Sn এবং HCl দ্বারা বিজারিত হয়ে অন্য একটি জৈব যৌগ B (C₆H₇N) উৎপন্ন করে। B যৌগকে শীতল লঘু HCl এ দ্রবীভূত করে শীতল NaNO₂ দ্রবণ যোগ করা হলো। দ্রবণে উৎপন্ন পদার্থের সঙ্গে কিউপ্রাস সায়ানাইডের উপস্থিতিতে KCN এর বিক্রিয়া ঘটানোর পর এটিকে আর্দ্রবিশ্লেষণ করলে C পাওয়া গেল। যৌগটি সোডালাইম দ্বারা উত্তপ্ত করলে বেঞ্জিন উৎপন্ন হয়। A, B, C যৌগ তিনটিকে শনাক্ত করো।
Section-C (৫ নম্বরের প্রশ্নের জন্য) (2 × 5 = 10)
9. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A)
- i) দেখাও যে প্রথমক্রম বিক্রিয়ার অর্ধ জীবনকাল বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়।
- ii) প্রদত্ত লেখচিত্রগুলি থেকে বিক্রিয়ার ক্রম ব্যাখ্যা কর (t½ vs [A]₀ লেখচিত্র: একটি মূলবিন্দুগামী সরলরেখা এবং অন্যটি [A]₀-এর সমান্তরাল)।
- iii) প্রতি 10°C উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কিরূপে পরিবর্তিত হয়?
- (B)
- i) n-ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করো।
- ii) 3A → B + 2D এই বিক্রিয়ার সময় সাপেক্ষে A এর অন্তর্হিত হওয়ার হার 0.048 mol L⁻¹ s⁻¹ হলে সময়ের সাপেক্ষে B এবং D এর উৎপন্ন হওয়ার হার নির্ণয় কর।
- iii) বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি বলতে কী বোঝ?
10. নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A)
- i) নিচের বিক্রিয়াগুলিতে ব্যবহৃত বিকারকগুলি লেখ:
- (a) CH₃CHO → CH₃COOC₂H₅
- (b) CH₃COCl → CH₃CHO
- (c) CH₃COCH₃ → CH₃CH₂CH₃
- (d) Benzaldehyde → Benzaldehyde diethyl acetal
- (e) Benzene → Acetophenone
- (f) Mesitylene formation from Acetone
- ii) ব্রাডির বিকারক কি? এর একটি ব্যবহার লেখ।
- iii) HCHO এর সাথে NH₃ এর বিক্রিয়ায় উৎপন্ন যৌগটির সংকেত লেখ।
- i) নিচের বিক্রিয়াগুলিতে ব্যবহৃত বিকারকগুলি লেখ:
- (B)
- i) A থেকে D কে শনাক্ত করো:
- (a) Benzaldehyde → (50% NaOH) → A + Alcohol
- (b) Benzaldehyde → (KCN/EtOH) → B
- (c) Grignard Reagent → (CO₂, H₃O⁺) → C
- (d) CH₃COCl → (CH₂N₂ excess; H₂O/Ag₂O, heat) → D
- ii) উপযুক্ত রাসায়নিক বিক্রিয়া দ্বারা CH₃COOH এবং HCOOH এর মধ্যে পার্থক্য করো।
- iii) রূপান্তরিত করো:
- (a) ইথান্যাল → ল্যাকটিক অ্যাসিড
- (b) CH₃COOH → CH₃COCH₃
- i) A থেকে D কে শনাক্ত করো:
Model Question Paper – 2
Class XII | Semester 4 Time: 2 hrs | F.M. – 35
Section-A (২ নম্বরের প্রশ্নের জন্য) (5 × 2 = 10)
1. নীচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) মৃদু তড়িৎবিশ্লেষ্যের ক্ষেত্রে দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে তার মোলার পরিবাহিতা কীরূপে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো।
- (B) CuSO₄ দ্রবণকে সিলভার নির্মিত পাত্রে রাখা যায় কি? কারণসহ লেখো। (দেওয়া আছে E°(Cu²⁺/Cu) = +0.34V, E°(Ag⁺/Ag) = +0.80V)
2. নীচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) N₂ + 3H₂ → 2NH₃ বিক্রিয়াটিতে N₂ এবং H₂ এর অন্তর্হিত হওয়ার হার (rate of disappearance) নির্ণয় করো। (প্রদত্ত: ½ d[NH₃]/dt = 2 × 10⁻⁴ mol L⁻¹ s⁻¹)
- (B) কোনো বিক্রিয়ার ক্রম ও আণবিকতা এক নাও হতে পারে ব্যাখ্যা করো।
3. নীচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) [Co(en)₂Cl₂]⁺ আয়নটির জ্যামিতিক সমাবয়বদ্বয়ের গঠন সংকেত লেখো।
- (B) নিম্নলিখিত যৌগদুটির IUPAC নাম লেখো:
- (i) Na₄[Fe(CN)₅NOS]
- (ii) [Cu(NH₃)₄(H₂O)₂]²⁺
4. নীচের চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- (A) মিথাইল সায়ানাইড ও মিথাইল আইসোসায়ানাইডকে পৃথক ভাবে আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষিত করলে কী ঘটবে? সমীকরণ সহ লেখো।
- (B) C₃H₉N এই আণবিক সংকেতবিশিষ্ট সম্ভাব্য অ্যামিন যৌগগুলির গঠন সংকেত লেখো।
- (C) নাইট্রোজেন ঘটিত দুটি জৈব যৌগ পৃথকভাবে শীতল অবস্থায় HNO₂-এর সঙ্গে বিক্রিয়ায় একটি অ্যালকোহল এবং অপরটি এমন যৌগ উৎপন্ন করে যা ক্ষারীয় ফেনলের সাথে বিক্রিয়ায় লাল ডাই উৎপন্ন করে। যৌগ দুটিকে শনাক্ত করো।
- (D) A-D কে শনাক্ত করো: C₆H₅CONH₂ → (P₂O₅) → A → (H₂O/H⁺) → B → (NaOBr) → C → (F₃CCOOOH) → D
Section-B (৩ নম্বরের প্রশ্নের জন্য) (5 × 3 = 15)
5. নীচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A)
- (i) 0.20(M) KCl দ্রবণের পরিবাহিতা 298K উষ্ণতায় 0.0248 S cm⁻¹। দ্রবণের মোলার পরিবাহিতা নির্ণয় করো।
- (ii) ফ্যারাডের তড়িৎবিশ্লেষণ সংক্রান্ত প্রথম সূত্রটি লেখো।
- (B)
- (i) নিম্নলিখিত ধাতুগুলির বিজারনধর্মের উর্দ্ধক্রমে সাজাও: E°(Zn²⁺/Zn) = -0.75V; E°(Cu²⁺/Cu) = 0.34V; E°(Hg²⁺/Hg) = 0.79V
- (ii) 0.08g O²⁻ আয়ন দ্বারা বাহিত মোট আধান কত?
6. নীচের চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলগুলিকে নীচের ধর্মের ভিত্তিতে তুলনা করো: (i) ইলেকট্রন বিন্যাস, (ii) জারণ অবস্থা, (iii) রাসায়নিক ধর্ম।
- (B) ভিন্ন ভিন্ন pH-এর দ্রবণে KMnO₄ বিজারিত হয়ে কখনও একটি বর্ণহীন দ্রবণ, কখনও বাদামী বর্ণের অধঃক্ষেপ আবার কখনও সবুজ বর্ণের দ্রবণ উৎপন্ন করে। সম্ভাব্য pH সীমা উল্লেখ করে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলির আয়নীয় সমীকরণ দাও।
- (C) একটি কমলা রঙের ক্রোমিয়াম যৌগ A কে ক্লোরাইড আয়ন এবং গাঢ় H₂SO₄-এর উপস্থিতিতে উত্তপ্ত করলে B-যৌগের লালচে বাদামী রঙের বাষ্প উৎপন্ন হয়। B-কে NaOH-এর বর্ণহীন দ্রবণের মধ্যে দিয়ে চালনা করলে হলুদ রঙের C যৌগ উৎপন্ন হয়। A, B এবং C-কে শনাক্ত করো এবং সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলির সমীকরণ লেখো।
- (D) জলীয় দ্রবণে Cu⁺ আয়ন সুস্থিত নয় কেন? CrO₅ এ Cr-এর জারণ স্তর কত?
7. নীচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) [Ni(CO)₄] যৌগে কেন্দ্রীয় ধাতব পরমানু Ni-সঙ্গে চারটি CO-লিগ্যান্ডে যুক্ত থাকে। EAN-নিয়মের সাহায্যে বিষয়টির যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাও।
- (B) হাইস্পিন d⁴ অক্টাহেড্রাল যৌগের CFSE-র মান নির্ণয় করো।
8. নীচের চারটি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- (A)
- (i) বেঞ্জাইল অ্যামিন এবং অ্যানিলিনকে কীরূপে পার্থক্য নির্দেশ করবে?
- (ii) নিম্নলিখিত বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো: Nitrobenzene → (Conc. H₂SO₄ / fuming HNO₃) → ? → (Na₂S) → ? → (Sn/HCl) → ? → (Br₂/H₂O) → ?
- (B)
- (i) নীচের যৌগগুলিকে ক্ষারকীয়তার উর্দ্ধক্রমে সাজাও: p-Nitroaniline, p-Toluidine, Aniline.
- (ii) নীচের বিক্রিয়াগুলির একটি করে উদাহরণ দাও: কার্বিল অ্যামিন বিক্রিয়া; স্টিফেন বিক্রিয়া।
Section-C (৫ নম্বরের প্রশ্নের জন্য) (2 × 5 = 10)
9. নীচের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও:
- (A)
- (i) একটি প্রথম ক্রম বিক্রিয়ার t¾ -এর মান বিক্রিয়াটির t½ -র কত গুণ?
- (ii) কোনো বিক্রিয়ার সক্রিয়ন শক্তি শূণ্য হতে পারে কি?
- (iii) একটি শূণ্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি?
- (B)
- (i) একটি বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব 3 গুণ করলে বিক্রিয়ার আয়ুকাল 1/9 গুণ হয়। বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো।
- (ii) A → B → C মৌলিক বিক্রিয়ার উষ্ণতা 27°C থেকে 10°C বৃদ্ধি করলে হার ধ্রুবক 10 গুণ বৃদ্ধি পায়। বিক্রিয়াটির সক্রিয়ন শক্তির মান কত?
- (iii) সূচনা শক্তি কি?
10. নীচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:
- (A)
- (i) নীচের বিক্রিয়াগুলিতে A থেকে F পর্যন্ত যৌগগুলিকে শনাক্ত করো:
- (a) HC≡CH → (Hg²⁺, dil H₂SO₄) → A → (Cl₂/NaOH, then H₃O⁺) → B + C
- (b) CH₃CH₂COOH → (Red P/Br₂) → D → (KCN) → E → (H₂O/H⁺) → F
- (ii) বিকারকটির রাসায়নিক পরিচয় দাও এবং তার একটি ব্যবহার লেখ: টোলেন্স বিকারক।
- (iii) IUPAC নামকরণ করো: 4-hydroxy-4-methylpentan-2-one
- (i) নীচের বিক্রিয়াগুলিতে A থেকে F পর্যন্ত যৌগগুলিকে শনাক্ত করো:
- (B)
- (i) একটি তরল জৈব যৌগ (A) ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করলেও টোলেন্স বিকারকের সাথে বিক্রিয়া করে না। (A) যৌগটি I₂ এবং কষ্টিক সোডার সাথে বিক্রিয়ায় হলুদ অধঃক্ষেপ দেয়। যৌগটির আণবিক ওজন ৫৮। উপযুক্ত কারণ সহ (A) যৌগটি শনাক্ত করো। (A) যৌগটিকে প্রপেনে পরিবর্তন করে দেখাও।
- (ii) (a) বিক্রিয়াটি সম্পূর্ণ করো: C₆H₅CHO + HCHO → (50% NaOH) → ? (b) পার্থক্য নির্দেশ করো: HCOOH এবং HCHO
Topic-wise Question Bank (Bengali Version) WBCHSE HS 4th Semester Chemistry
নিচে শুধুমাত্র বাংলা ভার্সন প্রশ্নগুলি দেয়া থাকলেও মূল পিডিএফটি তে বাংলা এবং ইংরেজি (Bengall & English Both version) উভয় মিডিয়াম রয়েছে, তাই চিন্তা করার কারণ নেই এগুলি শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুবিধার্থে প্রশ্নগুলিকে লিস্ট ডাউন করে দেয়া হয়েছে।
Aldehyde, Ketone & Carboxylic Acid
- (i) পার্থক্য কর: ফেনল ও অ্যাসেটিক অ্যাসিড। (ii) A থেকে H পর্যন্ত শনাক্ত কর: (বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চিত্র ভিত্তিক)। অথবা, একটি জৈব যৌগ A (C₂H₄O) Ca(OH)₂ এর উপস্থিতিতে অতিরিক্ত ফরম্যালডিহাইড-এর সঙ্গে বিক্রিয়া করে B (C₅H₁₂O₄) উৎপন্ন করে। A, Al(OEt)₃ এর সঙ্গে বিক্রিয়া করে C (C₄H₈O₂) উৎপন্ন করে। শুষ্ক ইথার মাধ্যমে LiAlH₄ এর সঙ্গে বিক্রিয়া ঘটালে A ও C উভয়েই যৌগ D (C₂H₆O) উৎপন্ন করে। A অ্যামোনিয়াক্যাল AgNO₃ এর সঙ্গে বিক্রিয়া করে E (C₂H₇NO₂) উৎপন্ন করে। শুষ্ক HCl-এর উপস্থিতিতে D-এর সঙ্গে A-এর বিক্রিয়ায় F (C₆H₁₄O₂) উৎপন্ন হয়। উপরের বিক্রিয়াগুলির তিরচিহ্ন সমীকরণসহ A থেকে F-এর গঠন লেখো।
- (i) রূপান্তর করো: (a) ইথানোয়িক অ্যাসিড থেকে প্রোপানোয়িক অ্যাসিড, (b) অ্যাসিটোন থেকে ফর্মালডিহাইড। (ii) বিক্রিয়া দ্বারা পার্থক্য কর: ফর্মিক অ্যাসিড ও ফর্মালডিহাইড। অথবা, বেঞ্জোয়িক অ্যাসিড SOCl₂-এর সঙ্গে বিক্রিয়ায় (A) উৎপন্ন করে। (A)-কে কুইনোলিনের উপস্থিতিতে Pd-BaSO₄ ও H₂ দিয়ে বিজারিত করলে ‘B’ পাওয়া যায়। (B) জলীয় ইথানলে CH₃COONa এর উপস্থিতিতে NH₂OH, HCl-এর সঙ্গে বিক্রিয়া করে (C) দেয়, PCl₅-এর সঙ্গে বিক্রিয়া করে D উৎপন্ন করে। A, B, C, D এর গঠন লেখো। B কে C-তে পরিবর্তনে CH₃COONa এর ভূমিকা কী? অ্যাসিট্যালডিহাইডের সঙ্গে লঘু জলীয় NaOH দ্রবণের বিক্রিয়ায় নিম্নলিখিত ধাপগুলিতে A, B, C, D উৎপন্ন হয়। এদের শনাক্ত করো।
- অথবা, (i) C₆H₁₄O₂ আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ A-কে আম্লিক আর্দ্রবিশ্লেষণ করলে এক অণু A থেকে এক অণু ইথান্যাল ও দুই অণু ইথানল উৎপন্ন হয়। A-কে শনাক্ত করো। A-কে কীভাবে প্রস্তুত করা যায়? (ii) ফেলিং দ্রবণ A এবং ফেলিং দ্রবণ B কী? ওদের সমঅনুপাতে মেশালে কী চাক্ষুষ পরিবর্তন লক্ষিত হয়? মিশ্রণটির একটি ব্যবহার লেখো।
- (i) রূপান্তর কর: অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড। অথবা, রূপান্তর করো: (i) অ্যাসিট্যালডিহাইড থেকে বিউটান-2-অল (ii) অ্যাসিটোন থেকে মেসিটাইল অক্সাইড ও ফোরন প্রস্তুত করো। (iii) পার্কিন বিক্রিয়ার উদাহরণ দাও।
- (i) উদাহরণ দাও: মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া। (ii) মিথানল বাষ্পকে উত্তপ্ত কপার চূর্ণের ওপর দিয়ে চালনা করা হল এবং উৎপন্ন যৌগটিকে অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করানো হল। উৎপন্ন যৌগটির নাম ও সংকেত লেখো। অথবা, (i) একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা পার্থক্য করো: (x) অ্যাসিট্যালডিহাইড ও বেঞ্জালডিহাইড (y) অ্যাসিটিক অ্যাসিড ও ফর্মিক অ্যাসিড। (ii) অ্যাসিটোনকে ব্যারাইটা সহযোগে উত্তপ্ত করলে কি ঘটে সমীকরণ লেখ।
- (i) ব্রাডির বিকারক কি? এটির একটি ব্যবহার লেখ। অথবা, (i) এক মোল একটি যৌগের আম্লিক আর্দ্রবিশ্লেষণে 1 মোল বেঞ্জালডিহাইড ও 2 মোল ইথানল পাওয়া গেল, যৌগটি কী? সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখো। (ii) ইথানোয়িক অ্যাসিড ও মিথানোয়িক অ্যাসিডের মধ্যে কিরূপে পার্থক্য করবে?
- (a) রোজেনমান্ড বিজারণ পদ্ধতিতে ফর্মালডিহাইড তৈরি করা যায় না কেন? (b) ফর্মিক অ্যাসিড টোলেন্স বিকারককে বিজারিত করে কেন? (c) নিম্নলিখিত বিক্রিয়ায় বিক্রিয়কগুলির নাম লেখ: ক্লেইসেন-স্মিড বিক্রিয়া। অথবা, (i) রূপান্তর করো: অ্যাসিট্যালডিহাইড → ল্যাকটিক অ্যাসিড। (ii) পার্থক্য লেখো: বেঞ্জোয়িক অ্যাসিড ও ফেনল। (iii) (a) উদাহরণ দাও: টিসেংঙ্কো বিক্রিয়া, উলফ কিশনার বিজারণ। (b) একটি অ্যালকিন A ওজোন বিশ্লেষণের ফলে অ্যাসিটোন এবং একটি অ্যালডিহাইড B উৎপন্ন করে। অ্যালডিহাইডটি জারিত হয়ে একটি অ্যাসিড উৎপন্ন করে। অ্যাসিডটি লাল ফসফরাস ও ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করালে C যৌগ পাওয়া যায়, তার আর্দ্রবিশ্লেষণের ফলে হাইড্রক্সি অ্যাসিড D উৎপন্ন করে। অ্যাসিটোনের সঙ্গে হাইড্রোজেন সায়ানাইডের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন যৌগকে আর্দ্রবিশ্লেষিত করলেও D অ্যাসিডটি পাওয়া যায়। A, B, C ও D শনাক্ত করো।
- (ii) ফেনল অপেক্ষা অ্যাসিটিক অ্যাসিড অধিক আম্লিক কেন? অথবা, (i) একটি জৈব যৌগের নাম ও সংকেত লেখো যা আম্লিক অথচ বিজারক। (ii) ফর্মালডিহাইডের সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন যৌগের গঠন সংকেত ও ব্যবহার লেখো। (iii) বায়ার ভিলিগার জারণ ও টিশেঙ্কো বিক্রিয়ার উদাহরণ দাও।
- (i) ফর্মিক অ্যাসিড অপেক্ষা অ্যাসেটিক অ্যাসিডের আম্লিক ধর্ম বেশি কেন? (ii) রূপান্তর কর: অ্যাসিট্যালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড। অথবা, (i) অ্যালডিহাইড ও কিটোন সহজেই নিউক্লিওফিলিক যুত-বিক্রিয়ায় অংশগ্রহণ করে কেন? (ii) রূপান্তর করো: বেঞ্জালডিহাইড থেকে বেঞ্জিন। (iii) কী ঘটে সমীকরণসহ লেখো: অ্যাসিট্যালডিহাইডকে ফেলিং দ্রবণ সহযোগে ফোটানো হল।
- অথবা, (i) একটি বিক্রিয়া দ্বারা পার্থক্য কর: (a) অ্যাসিড অ্যানহাইড্রাইড ও অ্যাসিডক্লোরাইড (b) ফর্ম্যালডিহাইড ও অ্যাসিটালডিহাইড। (ii) ক্যালশিয়াম ফর্মেট ও ক্যালসিয়াম অ্যাসিটেটের মিশ্রনকে পাতিত করালে কি ঘটবে সমীকরণসহ লেখ। (iii) একটি বিশিষ্ট গন্ধযুক্ত যৌগ (A), NaOH-এর সঙ্গে বিক্রিয়ায় B (C₂H₅O) এবং C যৌগ গঠন করে। B জারিত হয়ে C উৎপন্ন করে। C সোডালাইম সহযোগে উত্তপ্ত করলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন D পাওয়া যায়। A, B, C, D-কে শনাক্ত করো। ইথাইল অ্যালকোহল ও অ্যাসিট্যালডিহাইডের মধ্যে কীভাবে পার্থক্য করবে?
N-Containing Compounds (অ্যামিন ও অন্যান্য)
- C₂H₅NO সংকেতযুক্ত একটি জৈব যৌগ A-কে P₂O₅ সহ উত্তপ্ত করলে অপর একটি জৈব যৌগ (B) উৎপন্ন হয়। (B) যৌগকে Na/C₂H₅OH দ্বারা বিজারিত করলে অপর একটি যৌগ (C) উৎপন্ন হয়। ‘C’ যৌগকে আবার HNO₂-এর সঙ্গে বিক্রিয়া ঘটালে অপর একটি যৌগ (D) উৎপন্ন হয় যা আয়োডোফর্ম বিক্রিয়াতে সাড়া দেয়। A, B, C, D-কে শনাক্ত করো।
- (i) (CH₃)₂NH ও (CH₃)₃N-কে একটি রাসায়নিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করো। (ii) বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিম্নলিখিত বিকারকগুলির সঙ্গে বিক্রিয়া করলে প্রধান বিক্রিয়াজাত পদার্থগুলি কী হবে: (I) CuCN/KCN, (ii) CH₃CH₂OH।
- C₃H₇NO আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ (A) P₂O₅-এর সঙ্গে বিক্রিয়া করে (B) উৎপন্ন করে। (A) ও (B) উভয়েই LiAlH₄ এর সঙ্গে বিক্রিয়ায় (C) দেয়। A ও B উভয়েই আম্লিক আর্দ্রবিশ্লেষণে বেঞ্জোইক অ্যাসিড উৎপন্ন করে। যুক্তিসহ A, B, C-কে শনাক্ত করো। অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অপেক্ষা অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিন অধিক ক্ষারীয়—ব্যাখ্যা করো। কাপলিং বিক্রিয়ার একটি উদাহরণ দাও।
- একটি বর্ণহীন পদার্থ ‘A’ (C₆H₇N) জলে প্রায় অদ্রাব্য কিন্তু খনিজ অম্লের সঙ্গে বিক্রিয়া করে জলে দ্রাব্য যৌগ ‘B’ উৎপন্ন করে। ‘A’ যৌগটি CHCl₃ ও অ্যালকোহলীয় KOH-এর সঙ্গে বিক্রিয়ায় দুর্গন্ধযুক্ত যৌগ C উৎপন্ন করে। ‘A’ যৌগটি আবার বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারে দ্রাব্য যৌগ ‘D’ উৎপন্ন করে। A থেকে D পর্যন্ত যৌগগুলিকে শনাক্ত করো।
- C₄H₁₁N আণবিক সংকেতবিশিষ্ট একটি যৌগ A, HNO₂ এর সঙ্গে বিক্রিয়ায় N₂ গ্যাস নির্গত করে এবং C₄H₁₀O সংকেতবিশিষ্ট অপর একটি যৌগ ‘B’ উৎপন্ন করে। ‘B’ যৌগটি আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয় না। A-এর সঙ্গে p-টলুইন সালফোনিল ক্লোরাইডের বিক্রিয়ায় উৎপন্ন ‘C’ যৌগটি KOH দ্রবণে দ্রাব্য হবে। A, B ও C-কে শনাক্ত করো।
- C₈H₉N আণবিক সংকেতযুক্ত একটি জৈব যৌগ ক্ষারীয় H₂O₂ এর সঙ্গে বিক্রিয়ায় B উৎপন্ন করে। A ও B উভয়েই আম্লিক আর্দ্রবিশ্লেষণে C₇H₆O₂ আণবিক সংকেতযুক্ত একটি অ্যারোমেটিক অ্যাসিড C উৎপন্ন হয়। A ও B উভয়েই LiAlH₄-এর সঙ্গে বিক্রিয়ায় C₈H₁₁N আণবিক সংকেতযুক্ত একটি প্রাইমারি অ্যামিন D উৎপন্ন করে। A, B, C, D-কে শনাক্ত করো।
- একটি জৈব যৌগ C₃H₇NO (A) কে জলীয় NaOH দিয়ে উত্তপ্ত করলে NH₃ নির্গত হয় এবং P₂O₅-সহ উত্তপ্ত করলে অপর একটি জৈব যৌগ (B) উৎপন্ন হয়। (A)-এর সঙ্গে Br₂/KOH এর বিক্রিয়ায় (C) উৎপন্ন হয়, যাকে CHCl₃ এবং অ্যালকোহলীয় KOH সহ উত্তপ্ত করলে (B) এর সমাবয়বী যৌগ (D) উৎপন্ন হয়। যুক্তিসহ A, B, C ও D কে শনাক্ত করো। অথবা, (i) নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশনে m-ডাইনাইট্রোবেঞ্জিন উৎপন্ন হয়—ব্যাখ্যা করো।
- C₄H₁₁N সংকেত বিশিষ্ট আলোক নিষ্ক্রিয় যৌগ (A) HNO₂ এর সঙ্গে বিক্রিয়ায় একটি অ্যালকোহল (B) উৎপন্ন করে। B-কে 440K উষ্ণতায় উত্তপ্ত করলে একটি অ্যালকিন (C) পাওয়া যায়। C-এর সঙ্গে HBr-এর বিক্রিয়ায় একটি আলোক সক্রিয় যৌগ (D) পাওয়া যায়। A, B, C, D শনাক্ত করো। অথবা, (i) প্রশম মাধ্যমে নাইট্রোবেঞ্জিনের বিজারণে কী উৎপন্ন হবে? (ii) প্যারাসিটামল তৈরির ধাপগুলি লেখো। (iii) মিথাইল আইসোসায়ানাইড থেকে মিথাইল আইসোসায়ানেট (MIC) তৈরিতে ব্যবহৃত বিকারকের সংকেত লেখো। (iv) R-NC ক্ষারীয় দ্রবণে আর্দ্রবিশ্লেষিত হয় না কেন? জলীয় মাধ্যমে CH₃NH₂, (CH₃)₂NH, (CH₃)₃N-কে ক্ষারকত্বের উর্দ্ধক্রমে সাজিয়ে কারণ লেখো।
- (A) ও (B) হলো C₃H₇NO এই একই আণবিক সংকেতবিশিষ্ট দুটি সমাবয়বী যৌগ। (A) ও (B)-কে পৃথকভাবে P₂O₅ দিয়ে উত্তপ্ত করলে আণবিক সংকেত C₃H₅N বিশিষ্ট একটি যৌগ (C) পাওয়া যায়। (C)-কে অ্যাসিড দ্বারা আর্দ্রবিশ্লেষিত করলে অ্যাসেটিক অ্যাসিড উৎপন্ন হয়। (A), (B) ও (C)-কে শনাক্ত করো। অথবা, (i) রাসায়নিক বিক্রিয়ার দ্বারা পার্থক্য করো: CH₃CN এবং CH₃NC. (ii) অ্যাসিড ও ক্ষার উভয় দ্বারাই অ্যালকিল সায়ানাইড আর্দ্রবিশ্লেষিত হয়, কিন্তু ক্ষার দ্বারা অ্যালকিল আইসোসায়ানাইডকে আর্দ্রবিশ্লেষিত করা যায় না কেন? (iii) উদাহরণ দাও: স্যান্ডমিয়ার বিক্রিয়া।
- একটি যৌগ A (C₃H₇NO) আর্দ্রবিশ্লেষণের ফলে একটি অ্যামিন B ও একটি কার্বক্সিলিক অ্যাসিড C উৎপন্ন করে। অ্যামিন B বেঞ্জিনসালফোনিল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত দেয় তা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে অদ্রাব্য। অ্যাসিড C টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়ায় রূপালি আয়না উৎপন্ন করে। A, B ও C-এর গঠন লেখো। অথবা, নাইট্রোবেঞ্জিনকে ক্ষারীয়, প্রশম ও অ্যাসিড মাধ্যমে বিজারিত করলে কী কী যৌগ উৎপন্ন হবে?
ছোট প্রশ্ন (2 নম্বরের):
- মিথাইল অ্যামিন, অ্যানিলিন অপেক্ষা তীব্র ক্ষারক—ব্যাখ্যা করো।
- -NH₂ গ্রুপ অর্থো, প্যারা নির্দেশক হলেও অ্যানিলিনের নাইট্রেশনে যথেষ্ট পরিমাণ মেটা নাইট্রো অ্যানিলিন উৎপন্ন হয় কেন?
- ডায়াজো বিক্রিয়ায় উষ্ণতা 0-5°C রাখা হয় কেন?
- -NH₂ মূলকের উপস্থিতিতে -NO₂ মূলককে কীভাবে শনাক্ত করবে?
- অ্যানিলিন ফ্রিডেল ক্র্যাফটস্ বিক্রিয়াতে অংশগ্রহণ করে না কেন?
- একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা অ্যানিলিন এবং মিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য কর।
- একটি রাসায়নিক বিক্রিয়া দ্বারা মিথাইল সায়ানাইড এবং আইসোসাইনাইড এর মধ্যে পার্থক্য কর।
- গাব্রিয়াল থ্যালামাইড সংশ্লেষ পদ্ধতিতে অ্যানিলিন প্রস্তুত করা যায় না কেন?
- AgCl জলে অদ্রাব্য কিন্তু ইথাইলামিন দ্রাবকে দ্রাব্য কেন?
- অ্যানিলিনকে খোলা বাতাসে রাখলে কালচে বাদামী বর্ণ ধারণ করে কেন?
- ডায়াজোটাইজেশন বিক্রিয়ার সময় সামান্য অ্যাসিড উদ্বৃত্ত রাখা হয় কেন?
- নাইট্রোবেঞ্জিনকে গলিত পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগে উত্তপ্ত করা হলে কি ঘটবে সমীকরণসহ লেখ।
- মিথাইল সায়ানাইড এবং মিথাইল আইসোসায়ানাইডের বিজারণে উৎপন্ন যৌগ গুলি কি কি?
- মিথাইল সায়ানাইড অপেক্ষা মিথাইল অ্যামিনের ক্ষার ধর্ম বেশি কেন?
- নাইট্রোবেনজিনের মেটা অবস্থানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে কেন?
- ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় নাইট্রোবেঞ্জিনকে দ্রাবক রূপে ব্যবহার করা হয় কেন?
- টীকা লেখ: কার্বিল অ্যামিন বিক্রিয়া। ক্লোরোপিকরিন কি?
- RCN এবং RNC এর সাথে পৃথক পৃথকভাবে Ni/H₂ বিক্রিয়ায় কি কি উৎপন্ন হবে?
- রূপান্তর কর: অ্যানিলিন থেকে বেঞ্জোয়িক অ্যাসিড। রাসায়নিকভাবে পার্থক্য কর: অ্যানিলিনিয়াম হাইড্রোক্লোরাইড এবং প্যারাক্লোরো অ্যানিলিন।
- রূপান্তর কর: অ্যানিলিন থেকে ফেনল। পিকরিক অ্যাসিডের সংকেত এবং IUPAC নাম লেখো?
- রূপান্তর কর: নাইট্রোবেঞ্জিন থেকে ফ্লুরোবেঞ্জিন।
- প্যারাসিটামলের রাসায়নিক নাম এবং সংকেত লেখো।
- অ্যানিলিনের নাইট্রেশনের পূর্বে এর অ্যাসিটাইলেশন করতে হয় কেন?
- অ্যালকিল হ্যালাইডের অ্যামিনোলিসিস বিক্রিয়া দ্বারা বিশুদ্ধ প্রাইমারি অ্যামিন তৈরি করা যায় না কেন?
- ভিনাইল সায়ানাইডের গঠন সংকেত এবং IUPAC লেখ।
- একটি যৌগের উদাহরণ দাও যেক্ষেত্রে নাইট্রো গ্রুপের শনাক্তকরণের জন্য মুলিকেন বার্কার পরীক্ষা প্রয়োগ করা যায় না।
- মিথাইল সায়ানাইড এবং মিথাইল আইসোসায়ানাইডের মধ্যে জলীয় দ্রবণে কার দ্রাব্যতা বেশি?
- বেনজিনের নাইট্রেশন এর ক্ষেত্রে প্রকৃত ইলেক্ট্রোফাইল কোনটি? এই বিক্রিয়ায় হার নির্ণায়ক ধাপ কোনটি?
- নিউক্লিয়ফিলিক এবং ইলেক্ট্রফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে নাইট্রো গ্রুপ কি নির্দেশক রূপে আচরণ করে এবং কেন?
- রূপান্তর কর: CH₃CN → CH₃CHO
- অ্যালকিল আইসোসায়ানাইড যৌগের আর্দ্রবিশ্লেষণে সর্বদা কোন অ্যাসিড তৈরি হয়?
- হিন্সবার্গের বিকারক কী? এর দ্বারা কিভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারী অ্যামিনের মধ্যে পার্থক্য করবে?
d and f block elements
- Cr²⁺ এবং Mn³⁺ উভয়েরই d-উপকক্ষের ইলেকট্রন বিন্যাস d⁴ তবুও এরা যথাক্রমে বিজারক এবং জারক দ্রব্য হিসেবে কাজ করে কেন? ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো।
- সন্ধিগত মৌলের পারমাণবিক আয়তন পার্শ্ববর্তী প্রথম এবং দ্বিতীয় গ্রুপের মৌলের তুলনায় কম হয় কেন? জিগল্যার ন্যাটা অনুঘটক কী?
- প্রথম সন্ধিগত সারির একটি ধাতব আয়নের চৌম্বক ভ্রামক 3.87 B.M.। আয়নটিতে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা গণনা করো। প্রথম সন্ধিগত সারির কোন্ মৌল সাধারণত পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে না?
- একটি কমলা রঙের ক্রোমিয়াম যৌগ A কে ক্লোরাইড আয়ন এবং গাঢ় H₂SO₄ এর উপস্থিতিতে উত্তপ্ত করলে B যৌগের লালচে বাদামি রঙের বাষ্প উৎপন্ন হয়। B কে NaOH এর বর্ণহীন দ্রবণের মধ্য দিয়ে চালনা করলে হলুদ রঙের C যৌগ উৎপন্ন হয়। A, B এবং C কে শনাক্ত করো এবং সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলির সমীকরণ লেখো।
- জলীয় দ্রবণে Cu⁺ আয়ন সুস্থিত নয় কেন? CrO₅ এ Cr এর জারণ স্তর কত?
- সিলভার পরমাণুর ভূমিস্তরে (ground state) d-কক্ষপথ সম্পূর্ণভাবে পূর্ণ থাকে (4d¹⁰)। তা হলে, এটি কি আদৌ সন্ধিগত মৌল? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও।
- KMnO₄ দ্রবণকে বিজারিত করলে দ্রবণের pH-এর উপর নির্ভর করে কখনো বর্ণহীন দ্রবণ, কখনও বাদামি রঙের অধঃক্ষেপ আবার কখনও বা সবুজ রঙের দ্রবণ তৈরি হয়। সংশ্লিষ্ট বিক্রিয়াগুলোর আয়নিক সমীকরণ দাও এবং প্রায় pH-এর সীমা উল্লেখ করো।
- ইলেকট্রনিক বিন্যাস, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ এবং রাসায়নিক সক্রিয়তার ভিত্তিতে অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইডের রাসায়নিক ধর্মের তুলনা করো।
- অসমঞ্জস্য বিক্রিয়া বলতে কী বোঝায়? জলীয় দ্রবণে সন্ধিগত ধাতব আয়নের একটি অসমঞ্জস্য বিক্রিয়ার উদাহরণ দাও।
- ক্রোমাইট আকরিক থেকে K₂Cr₂O₇ প্রস্তুতির বিভিন্ন ধাপ উল্লেখ করো।
- পাইরোলুসাইট আকরিক থেকে KMnO₄ প্রস্তুতির ধাপগুলো উল্লেখ করো।
- অ্যাক্টিনাইড সিরিজের শেষ মৌল কোনটি? মৌলটির ইলেকট্রনিক বিন্যাস লেখো এবং এর সম্ভাব্য জারণ অবস্থার উল্লেখ করো।
- একটি কালচে বাদামী বর্ণের কঠিন (A) কে ক্ষার ধাতুর অক্সাইডসহ বায়ুতে দহন করলে একটি গাঢ় সবুজ বর্ণের যৌগ (B) উৎপন্ন হয় যেটি ক্ষারীয় মাধ্যমে জারিত হয়ে গাঢ় বেগুনি বর্ণের একটি যৌগ (C) উৎপন্ন করে। রাসায়নিক সমীকরণ সহ A, B ও C-কে চিহ্নিত করো।
- Th⁴⁺ আয়ন সমন্বিত লবণ গুলি বর্ণহীন কিন্তু U³⁺ আয়ন সমন্বিত যৌগগুলি লাল বর্ণের হয় কেন?
- ল্যান্থানাইড সংকোচনের তুলনায় অ্যাক্টিনাইড সংকোচন বেশি মাত্রায় হয় কেন? Ti⁴⁺ বর্ণহীন কেন?
- অ্যাসিড মাধ্যমে Cr₂O₇²⁻ দ্বারা Fe²⁺ -এর জারণ এবং প্রশম দ্রবণে MnO₄⁻ দ্বারা S₂O₃²⁻ এর জারণের বিক্রিয়া গুলি লেখ।
- Lu(OH)₃ এবং La(OH)₃ এর মধ্যে কোনটি অধিক ক্ষারীয় এবং কেন?
- Eu²⁺, Ce²⁺ এর তুলনায় অধিকতর সুস্থিত কেন?
- 3d ব্লকের কোন্ M²⁺ আয়নের পরাচৌম্বকত্বের মান সর্বাধিক? কারণ সহ লেখো।
- KMnO₄ দ্রবণকে কালো কাঁচের বোতলে রাখা হয় কেন? আম্লিক মাধ্যমে এটি অক্সালিক অ্যাসিডের সঙ্গে কী রূপ বিক্রিয়া করে? (কেবলমাত্র সমীকরণ লিখবে)।
Coordination Compounds (জটিল যৌগ)
- আর্দ্র কপার সালফেটের কেলাস নীল বর্ণের অথচ অ্যানহাইড্রাস কপার সালফেট সাদা কেন?
- একটি জটিল যৌগের আণবিক সংকেত PtCl₄.2KCl সংযুক্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তড়িৎ পরিবাহিতার পরীক্ষা থেকে জানা যায় যৌগটির প্রতিটি অনু 3টি আয়নের সৃষ্টি করে। AgNO₃ দ্রবণের সঙ্গে যৌগটি কোন অধঃক্ষেপ উৎপন্ন করে না। যৌগটিকে শনাক্ত করো এবং IUPAC নাম লেখো।
- KI দ্রবণে আয়োডিন যোগ করলে হিমাঙ্কের অবনমন ঘটে না কিন্তু KI দ্রবণে মারকিউরিক আয়োডাইড যোগ করলে হিমাঙ্ক বৃদ্ধি পায় কেন?
- [Co(en)₂Cl₂]⁺ আয়নটির জ্যামিতিক সমাবয়বদ্বয়ের গঠন সংকেত লেখ।
- নিম্নলিখিত যৌগদুটির IUPAC নাম লেখ: (i) [Ni(NH₃)₆]Cl₂ (ii) K₂[PtF₆]
- অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।
- [Cu(NH₃)₄]²⁺ আয়নটি রঙিন কিন্তু [Cu(CN)₄]³⁻ আয়নটি বর্ণহীন কেন ব্যাখ্যা করে লেখো।
- [Pt(NH₃)₆]Cl₄ এবং [PtCl₂(NH₃)₄]Cl₂ এর মধ্যে কোনটির মোলার তড়িৎ পরিবাহিতা বেশি হবে কারণ সহ লেখো।
- জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ার ধাতব জটিল যৌগের যে কোনো দুইটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখ।
- [Pt(NH₃)₂Cl₂] এর জ্যামিতিক সমাবয়বদ্বয়ের গঠন সংকেত লেখ।
- [Cr(ox)₃]³⁻ আয়নের আলোকীয় সমাবয়ব দুইটির গঠন সংকেত লেখ।
- টেট্রাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের বিভাজন শক্তি অক্টাহেড্রাল ক্রিস্টাল ফিল্ডের তুলনায় কম হওয়ার সম্ভাব্য কারণ কী?
- [Co(NH₃)₆]³⁺ একটি ইনার অর্বিটাল কমপ্লেক্স কিন্তু [Ni(NH₃)₆]²⁺ একটি আউটার অরবিটাল কমপ্লেক্স; ব্যাখ্যা করো।
- [Fe(H₂O)₆]³⁺ কমপ্লেক্সে থাকা H₂O লিগ্যান্ডগুলিকে ইথিলিন ডাই অ্যামিন (en) দ্বারা ধাপে ধাপে প্রতিস্থাপিত করো এবং সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণগুলি লেখো। log k₁ = 4.34, log k₂ = 3.31 এবং log k₃ = 2.05 হলে [Fe(en)₃]³⁺ কমপ্লেক্সের সামগ্রিক স্থায়িত্ব ধ্রুবক β₃ এর মান নির্ণয় করো।
- একটি মনোডেন্টেড, একটি বাই ডেন্টেড এবং একটি ফ্লেক্সি ডেন্টেড লিগ্যান্ডের উদাহরণ দাও।
- IUPAC নাম লেখো: I. K₂[HgI₄], ii. [Fe(H₂O)₆]Cl₃, iii. K₃[Fe(CN)₆]
- কেন্দ্রীয় ধাতব আয়নগুলির কার্যকরী পারমাণবিক সংখ্যা (EAN) নির্ণয় করো: I. K₂[Fe(CN)₆], ii. K₂[PtCl₆], iii. Ni(CO)₄
- K₂[HgI₄] যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে চারটি I⁻ লিগ্যান্ড যুক্ত থাকে। Hg-র পারমাণবিক সংখ্যা 80 হলে EAN নিয়মের সাহায্যে বিষয়টির যুক্তিসঙ্গত ব্যাখ্যা দাও।
- EAN সূত্রের সাহায্যে জটিল যৌগের জারন কিংবা বিজারণ ধর্মের কী ধারণা পাওয়া যায়?
- EAN সূত্রের সাহায্যে [Mn(CN)₆]³⁻ যৌগের স্পিন অনলি চৌম্বক ভ্রামক নির্ণয় করো।
- হাইস্পিন d⁴ অক্টাহেড্রাল যৌগের CFSE র মান নির্ণয় করো।
- IUPAC নাম লেখো: I. [Pt(NH₃)₄][PtCl₄], ii. [CoCl₂(en)₂]SO₄, iii. [Cr(CN)₆][Co(NH₃)₆]
- গঠন সংকেত লেখ: i. পটাশিয়াম টেট্রাক্লোরিডোপ্যালাডেট (II), ii. টেট্রাব্রোমিডো কিউপ্রেট (II) আয়ন, iii. ট্রিস (ইথিলিন ডাই অ্যামিন) কোবাল্ট (III) সালফেট।
- X এবং Y দুইটি সমাবয়বের সাধারণ সংকেত Cr(H₂O)₅ClBr₂। হিমাঙ্কের অবনমন পরীক্ষায় দেখা গেল 1 মোল X, 2 মোল কণার সমতুল্য অবনমন প্রদর্শন করে এবং 1 মোল Y, 3 মোল কণার সমতুল্য অবনমন প্রদর্শন করে। যৌগ দুটিতে Cr এর সবর্গাঙ্ক সংখ্যা 6 হলে X এবং Y এর সঠিক রাসায়নিক সংকেত কী হবে?
- দ্বিলবন বলতে কী বোঝ? দ্বিলবন এবং জটিল যৌগের পার্থক্য বুঝিয়ে লেখ।
- একটি চিলেটিং লিগ্যান্ডের উদাহরণ দাও। এই জাতীয় লিগ্যান্ডের যৌগের অস্বাভাবিক স্থায়িত্বের কারণ কী?
- হোমোলেপটিক এবং হেটারোলেপটিক জটিল যৌগ বলতে কী বোঝ? একটি করে উদাহরণসহ বুঝিয়ে দাও।
Electrochemistry (তড়িৎ রসায়ন)
- 25°C উষ্ণতায় একটি গ্যালভানীয় কোশে অর্ধকোশরূপে Al/Al³⁺ (0.001M) এবং Ni/Ni²⁺ (0.50M) উপস্থিত আছে। কোশ বিক্রিয়া লেখো এবং কোশের তড়িচালক বলের মান নির্ণয় করো। [প্রদত্ত: E°(Ni²⁺/Ni) = -0.25V, E°(Al³⁺/Al) = -1.66V এবং log 2 = 0.3]
- 293K উষ্ণতায় 0.01M অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান 1.65 × 10⁻⁴ S cm⁻¹ হলে দ্রবণটির মোলার পরিবাহিতা ও অ্যাসিডটির বিয়োজন মাত্রা গণনা করো। (দেওয়া আছে λ°(H⁺) = 349.1 এবং λ°(CH₃COO⁻) = 40.9 S cm² mol⁻¹)
- একটি পরিবাহী কোশে 0.05 M KCl দ্বারা পূর্ণ করা হলে কোশটির রোধ হয় 100 ohm। একই উষ্ণতায় ওই একই কোশে 0.02 M AgNO₃ পূর্ণ করা হলে রোধ হয় 90 ohm। AgNO₃ দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা এবং মোলার পরিবাহিতা নির্ণয় করো। (প্রদত্ত: 0.05 M KCl দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা = 1.35 × 10⁻² ohm⁻¹ cm⁻¹)
- i) কখন E°cell = 0 এবং একই সাথে ΔG° = 0 হয়? ii) একটি Pt পাতকে pH=1.0 মান সম্পন্ন HCl দ্রবণে আংশিক নিমজ্জিত করে এবং এই দ্রবণে 1 বায়ুমন্ডলীয় চাপে বিশুদ্ধ H₂ গ্যাস চালনা করে একটি H-গ্যাস তড়িদ্বার প্রস্তুত করা হলে তড়িদ্বারটির জারণ বিভবের মান কত হবে?
- ফ্যারাডের প্রথম ও দ্বিতীয় সূত্র থেকে W = Ect/F সম্পর্কটি প্রতিষ্ঠা করো। লবণ সেতুতে KNO₃ ব্যবহৃত হয় কেন?
- i) জ্বালানী কোশ কাকে বলে? H₂-O₂ জ্বালানী কোশে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত রাসায়ণিক বিক্রিয়াগুলি লেখো। ii) তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো।
- Cu²⁺/Cu এবং Ag⁺/Ag তড়িদ্বার দুটির প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে 0.34V এবং 0.80V। 25°C উষ্ণতায় Ag⁺ আয়নের কোন্ গাঢ়ত্বে কোশটির emf-এর মান শূণ্য হবে? (দেওয়া আছে, Cu²⁺ আয়ণের গাঢ়ত্ব 0.01M)
- নির্জল কোশে তড়িৎবিশ্লেষ্যরূপে কোন্ কোন্ যৌগ উপস্থিত থাকে? Li আয়ণ ব্যাটারিতে চার্জিং এবং ডিসচার্জিং প্রক্রিয়া রাসায়নিক সমীকরণ সহ সংক্ষেপে আলোচনা করো।
- i) প্রমাণ করো কোনো আয়ণের চার্জ, F/Nᴀ রাশিটির পূর্ণ সংখ্যার গুণিতক হয়। ii) এক মোল H₂O কে O₂ তে বিজারিত করতে কত পরিমাণ তড়িতের প্রয়োজন?
- কোলরাশের সূত্রটির দুটি উপযোগিতা লেখো। Li⁺, Na⁺, Rb⁺ আয়ণগুলিকে মোলার পরিবাহিতার উর্দ্ধক্রমে সাজাও।
- 1 মোল ইলেকট্রনের আধান কত কুলম্ব? 1 মোল MnO₄⁻ আয়নকে Mn²⁺ আয়নে বিজারিত করতে কত কুলম্ব তড়িতের প্রয়োজন?
- গলিত MgCl₂ এর মধ্য দিয়ে 30 min ধরে কত অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে ক্যাথোডে 1.2 g Mg জমা হবে?
- তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলতে কী বোঝ? এর সঙ্গে রাসায়নিক তুল্যাঙ্কের সম্পর্কটি কী?
- অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎবিশ্লেষণে তড়িৎদ্বারে উৎপন্ন গ্যাসগুলির মোট আয়তন STP তে 33.6 ml হলে জলের মধ্যে কত কুলম্ব তড়িৎ চালনা করা হয়েছিল? যদি 38.6 Sec-এর জন্য তড়িৎ প্রবাহ চালনা করা হয়, তবে প্রবাহমাত্রা কত?
- 10 amp তড়িৎপ্রবাহ 3 মিনিট 13 সেকেন্ডের জন্য চালনা করে কত গ্রাম জলের তড়িৎ বিশ্লেষণ করা যাবে?
- গ্যালভানীয় কোশে লবণ সেতুর কার্যপ্রণালী বর্ণনা করো।
- 12.3 g নাইট্রোবেঞ্জিনকে অ্যানিলিনে বিজারিত করতে প্রয়োজনীয় তড়িতাধাণের পরিমাণ গণনা করো। এই বিক্রিয়ার প্রবাহমাত্রার কার্যকারিতা যদি 50% এবং ব্যবহৃত কোশের দুই প্রান্তের বিভবপ্রভেদ 3V হয়, তবে কী পরিমাণ শক্তি ব্যয়িত হবে?
- তীব্র ও মৃদু তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা দ্রবণের গাঢ়ত্বের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয় তা লেখচিত্রের মাধ্যমে দেখাও।
- প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের অর্ধকোশটি প্রচলিত রীতি অনুসারে প্রকাশ করো। এটির তড়িৎ বিভাবের মান উল্লেখ করো।
Chemical Kinetics (রাসায়নিক গতিবিদ্যা)
- a) একটি প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না – ব্যাখ্যা করো। b) ½A + 3/2B → 2C বিক্রিয়াটির বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব পরিবর্তনের সাপেক্ষে বিক্রিয়াটির তাৎক্ষণিক বিক্রিয়ার হার প্রকাশ করো। c) কোনো রাসায়নিক বিক্রিয়ার হার ও হার ধ্রুবকের একক একই হলে বিক্রিয়াটির ক্রম কত?
- a) ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে কী বোঝ? উদাহরণসহ ব্যাখ্যা করো। b) 2A + B → P বিক্রিয়াটির ক্ষেত্রে উভয় বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার ৮ গুণ বৃদ্ধি পায়; আবার কেবলমাত্র B-এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়। বিক্রিয়াটির হার সমীকরণ নির্ণয় করো। c) একটি শূণ্য ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সঙ্গে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের লেখচিত্র অঙ্কন করো।
- a) কোনো রাসায়নিক বিক্রিয়ার 27°C এবং 127°C উষ্ণতায় বিক্রিয়চার হার ধ্রুবকের মান যথাক্রমে 1.5 × 10⁷ s⁻¹ এবং 4.5 × 10⁷ s⁻¹। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করো। (দেওয়া আছে log 3 = 0.477) b) একটি প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখাও যে, t₉₉% = 2 × t₉₀%
- 2NO + Br₂ → 2NOBr বিক্রিয়াটির ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফল থেকে NO এবং Br₂ এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম নির্ণয় করো, হার ধ্রুবক (k)-এর মান নির্ণয় করো এবং নির্দিষ্ট গাঢ়ত্বে বিক্রিয়ার হার বের করো। 10°C উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার কীভাবে পরিবর্তিত হয়?
- a) একটি প্রথম ক্রম বিক্রিয়ার 50% সম্পূর্ণ হতে 40 মিনিট সময় লাগে। বিক্রিয়াটি 90% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? b) একটি তৃতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করো। c) উষ্ণতা বৃদ্ধিতে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন?
- a) ‘A’ বিক্রিয়কের সাপেক্ষে একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক 5 min⁻¹। যদি 5 mol L⁻¹ A নিয়ে বিক্রিয়াটি শুরু করা হয়, তবে কতক্ষণ পর A-এর গাঢ়ত্ব 0.05 mol L⁻¹ হবে? b) এক বিক্রিয়ক সমন্বিত শূণ্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণটি প্রতিষ্ঠা করো।
- a) একটি প্রথম ক্রম বিক্রিয়ার t½ = 100s হলে, বিক্রিয়াটির 90% সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়োজন? b) একটি শূণ্য ক্রমের বিক্রিয়ার অর্ধজীবনকাল x সেকেন্ড। বিক্রিয়াটি সম্পূর্ণ হতে t সেকেন্ড সময় লাগে। t-কে x-এর সাপেক্ষে গণনা করো। c) প্রদত্ত হার ধ্রুবকের একক থেকে বিক্রিয়ার ক্রম নির্ণয় করো: L⁻¹ mol s⁻¹
- a) একটি শূণ্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে দেখাও যে বিক্রিয়কের প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে অর্ধায়ু সমানুপাতিক। b) বিক্রিয়ার উষ্ণতা গুণাঙ্ক বলতে কী বোঝ? c) সম অনুঘটন ও বিষম অনুঘটন বিক্রিয়ার একটি করে উদাহরণ দাও।
- a) অনুঘটিত বিক্রিয়ার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো – (i) সাম্যের সাপেক্ষে ও (ii) সক্রিয়তাকরণ শক্তি সাপেক্ষে। b) একটি প্রথম ক্রম বিক্রিয়া শুরু হবার 10 min এবং 20 min পর বিক্রিয়ার হার যথাক্রমে 0.04 mol L⁻¹ s⁻¹ এবং 0.03 mol L⁻¹ s⁻¹। বিক্রিয়াটির অর্ধায়ু নির্ণয় করো। c) একটি অতি মন্থর বিক্রিয়ার উদাহরণ দাও।
- a) একটি প্রথম ক্রম বিক্রিয়ার জন্য আরহেনিয়াস লেখ (ln k vs 1/T) এর নতি -5 × 10³ K। বিক্রিয়াটির সক্রিয়তাকরণ শক্তির মান কত? b) বিক্রিয়ার ক্রম ও আণবিকতার দুটি পার্থক্য লেখো। কোন্ ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম ও আণবিকতার মান সমান হয়?
- A + B + C → P বিক্রিয়াটি A-এর সাপেক্ষে প্রথম ক্রমের, B-এর সাপেক্ষে দ্বিতীয় ক্রমের এবং C-এর সাপেক্ষে শূণ্য ক্রমের। বিক্রিয়াটির সামগ্রিক ক্রম কত? প্রতিটি বিক্রিয়কের গাঢ়ত্ব তাদের প্রাথমিক গাঢ়ত্বের দ্বিগুণ করা হলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে?
- প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে k = (2.303/t) log(a/a-x) সমীকরণটি প্রতিষ্ঠা করো।
- কোনো বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি কীভাবে বিক্রিয়ার হার নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো।
- 2SO₂ + O₂ → 2SO₃ বিক্রিয়াটির নির্দিষ্ট উষ্ণতায় বিক্রিয়ার হার X mol L⁻¹ s⁻¹ হলে SO₂ এবং O₂ এর অন্তর্হিত হওয়ার হার নির্ণয় করো।
- একটি বিক্রিয়ার সামগ্রিক ক্রম 3/2 এবং বিক্রিয়াটির হার ধ্রুবকের একক (mol)⁻ˣ (dm)³ˣ s⁻ˣ হলে, x-এর মান কত?
- একটি প্রথম ক্রম বিক্রিয়ার 75% সম্পূর্ণ হতে 1 ঘন্টা সময় লাগে। বিক্রিয়াটির অর্ধজীবণকাল নির্ণয় করো।
- একটি বিক্রিয়ার হার ধ্রুবক 2.8 × 10⁻⁴ mol⁻½ L½ s⁻¹ হলে বিক্রিয়াটির ক্রম কত?
- বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব অনুযায়ী সকল আণব সংঘর্ষই কেন কার্যকরী সংঘর্ষে রূপান্তরিত হয় না?
WBCHSE HS Class 12 4th Semester Chemistry Model Question Book PDF 2026
★★ Chemistry উত্তর সহ লাস্ট মিনিট ক্যাপসুল সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ক্লিক করে ⇓
এটি আমাদের HS 4th Sem Science প্র্যাকটিস সাজেশন ব্যাচে দেওয়া হচ্ছে, অন্য ছাত্রছাত্রীরা এটি আলাদা করে সংগ্রহ করতে পারবে। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ Revision মডেল প্রশ্নের সাজেস্টিভ সলিউশন এবং কিছু টেস্ট পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। অর্গানিক কেমিস্ট্রি সম্পূর্ণ তালিকা সহজ special বিস্তারিত জানতে WhatsApp করে নেবেন।
| Details | Link |
|---|---|
| HS 4th Semester Chemistry Model Question Full PDF (Official Scan) – 10 MB | ↓ Download |
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
তো সায়েন্সের সমস্ত বিষয় মডেল প্রশ্নপত্র শেয়ার করা হয়ে গেল, নিজেদের প্রস্তুতি কারো ভালো করতে অবশ্যই আমাদের প্র্যাকটিস ব্যাচে জয়েন করে যাবে… আর লাস্ট মিনিট সাজেশন টিপস স্ট্র্যাটেজি পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


![HS 4th Semester Chemistry Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি মডেল প্রশ্ন সংকলন 1 HS 4th Semester Science Suggestion 2026 Notes Batch Mock Test Physics, Chemistry, Math, Biology](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJPIo6lK9JE5kLLhzGdWJL3CpK0_kvCYwS-yejmwGxNgVO5IYvRpmqNjzGh2ZV69FVMQcNNDtnnwEtw7rXprQWLapBloAx63n1-oL17Wb9SMn0XjippoY4DIf9mHxBMA4TOcAfCO892zGjMjxuVLszlp8T8-qTFEdnYcgahS32wb0N8_o_GIVgX2TV9ZA/s1600/hs-4th-semester-science-batch.jpg)
![HS 4th Semester Chemistry Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি মডেল প্রশ্ন সংকলন 2 WBCHSE HS 4th Semester Chemistry Notes Question Answer Model Board Exam Final Suggestion](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhjLTD55fsPlQvW3DKGoDDN5nsT-vyxaE9U1gFcZVezP4ml3KMUDYmAS0QtDSBYDw3_9Cq-aiFpWN3vLNuSYRsbiIFjOtE4kHMOkwBH4j1dqADntz9X0prYWQHJHA93ejuQ-FoucV6kcm4Jloe22upTJl1vu5ij4mS9h33FlHNnZ9Bh5Ag1Y6_-E2H0lM8/s1600/hs-4th-sem-chemistry-suggestion-notes.jpg)
