HS 4th Semester Business Studies Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডিজ মডেল প্রশ্ন

Nitya Gorai

Published on:

WBCHSE HS 4th Semester Business Studies Question Answer Model Question

ছাত্রছাত্রীদের সহায়তার জন্য এখানে WBCHSE কাউন্সিল কর্তৃক অফিসিয়াল ভাবে প্রকাশিত 4th Semester Business Studies Model Question Paper [PDF] শেয়ার করা হলো। সেমিস্টার সিস্টেম চালু হওয়ার পর প্রশ্নপত্রের ধরণ, প্রশ্নের গঠন এবং নম্বর বিভাজনে বেশ কিছু পরিবর্তন এসেছে, যা অনেক ছাত্রছাত্রীর কাছেই নতুন অভিজ্ঞতা।

— Advertisement —

WBCHSE Class 12 HS 4th Semester Business Studies Model Question Paper [BSTD]

উল্লেখ্য, এই মডেল প্রশ্নপত্রগুলি আমাদের দ্বারা তৈরি নয়। এগুলি সম্পূর্ণভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ডকুমেন্ট, আমরা কেবলমাত্র পরীক্ষার্থীদের রেফারেন্স ও অনুশীলনের সুবিধার জন্য শেয়ার করছি।

বোর্ড পরীক্ষার প্রস্তুতিকে সেরা করতে অবশ্যই PDF সংগ্রহ করতে হবে ⇓

HS 4th Semester Suggestion Question Answer 2026
উপরের ছবির উপর ক্লিক করুন ➚

MODEL QUESTION PAPER-1

— Advertisement —

পূর্ণমান: 40 | সময়: ২ ঘণ্টা

বিভাগ-ক (দুই নম্বরের প্রশ্নের জন্য)

১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কর্মীপদপূরণের গুরুত্ব বোঝায় এমন যে কোন দুটি বিষয় উল্লেখ কর।

B) কাজের বাইরে প্রশিক্ষণের যে কোন দুটি সুবিধা লেখ।

২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) একজন তদারককারীর যে কোন দুটি কাজ লেখ।

B) নির্দেশনায় একটি উপাদান হিসাবে ‘নেতৃত্বের’ ধারণাটি সংক্ষেপে ব্যাখ্যা কর।

৩. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) “নিয়ন্ত্রণ হল একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া”- কেন?

B) নিয়ন্ত্রণের যে কোন দুটি সীমাবদ্ধতা লেখ।

৪. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) টাকার বাজারের দুইটি প্রকারভেদ সম্পর্কে সংক্ষেপে লেখ।

B) টাকার বাজারের দলিলগুলি কি কি?

৫. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) বিক্রয় প্রসারের যে কোন দুটি উদ্দেশ্য লেখ।

B) বিজ্ঞাপনের যে কোন দুটি সামাজিক সুবিধা লেখ।

বিভাগ-খ (তিন নম্বরের প্রশ্নের জন্য)

৬. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখ।

B) নিয়ন্ত্রণ ব্যবস্থার ধাপগুলি সংক্ষেপে লেখ।

৭. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) একটি প্রতিষ্ঠানের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন তিনটি বিষয় লেখ।

B) স্থায়ী মূলধন এবং কার্যকরী মূলধনের মধ্যে যে কোন তিনটি পার্থক্য লেখ।

৮. নিম্নলিখিত চারটি প্রশ্ন থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ

A) স্টক এক্সচেঞ্জের যে কোন তিনটি কাজ লেখ।

B) BSE এর উদ্দেশ্য গুলি কি?

C) নতুন বিলি বাজার ও গৌণ বাজারের মধ্যে যে কোন তিনটি পার্থক্য লেখ।

D) মূলধন বাজারের গুরুত্ব বোঝায় এমন তিনটি বিষয় সংক্ষেপে লেখ।

৯. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) ব্যক্তিগত বিক্রয়ের যে কোন তিনটি বৈশিষ্ট্য লেখ।

B) একজন উত্তম বিক্রয়কর্মীর যে কোন তিনটি গুণ সম্পর্কে আলোচনা কর।

বিভাগ-গ (পাঁচ নম্বরের প্রশ্নের জন্য)

১০. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) প্রবেশনের বাহ্যিক উৎসগুলি সম্পর্কে সংক্ষেপে লেখ।

B) প্রশিক্ষণের সুবিধাগুলি লেখ।

১১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) যে কোন পাঁচটি আর্থিক উৎসাহপ্রদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

B) কার্যকরী জ্ঞাতকরণের পথে যে বাধাগুলি রয়েছে সেগুলি আলোচনা কর।

১২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) কোন কারবারের স্থায়ী মূলধন নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি সম্পর্কে আলোচনা কর।

B) আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখ।

WBCHSE HS 4th Semester English Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚

MODEL QUESTION PAPER-2

পূর্ণমান: 40 | সময়: ২ ঘণ্টা

বিভাগ-ক (দুই নম্বরের প্রশ্নের জন্য)

১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) উপ প্রকোষ্ঠ প্রশিক্ষণ বলতে কি বোঝ?

B) বদলি এবং পদোন্নতির মধ্যে যে কোন দুটি পার্থক্য লেখ।

২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) অনিয়মমাফিক জ্ঞাতকরণ বলতে কি বোঝ?

B) অনুপ্রেরণার যে কোন দুটি বৈশিষ্ট্য লেখ।

৩. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণকে কেন একটি অগ্রমুখী ও পশ্চাদমুখী প্রক্রিয়া হিসাবে গণ্য করা হয়?

B) নিয়ন্ত্রণের যে কোন দুটি বৈশিষ্ট্য লেখ।

৪. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) ‘তলবি অর্থ’-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

B) সেনসেক্স (Sensex) কী?

৫. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রচার বলতে কি বোঝ?

B) ঠেলা কৌশল কি?

বিভাগ-খ (তিন নম্বরের প্রশ্নের জন্য)

৬. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) কেন নিয়ন্ত্রণকে একটি গতিশীল প্রক্রিয়া বলা হয়?

B) কেন নিয়ন্ত্রণকে একটি সর্বব্যাপী কাজ হিসাবে ধরা হয়?

৭. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কোন ফার্মের বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন তিনটি বিষয় উল্লেখ কর।

B) কার্যকরী মূলধন কি?

৮. নিম্নলিখিত চারটি প্রশ্ন থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাও:

A) মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলি লেখ।

B) টাকার বাজার ও মূলধনের বাজারের মধ্যে পার্থক্য লেখ।

C) ডিম্যাট অ্যাকাউন্ট এর সুবিধাগুলি লেখ।

D) সেবির কাজগুলি লেখ।

৯. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রচার এবং বিজ্ঞাপনের মধ্যে যে কোন তিনটি পার্থক্য লেখ।

B) বিক্রয় প্রসারের উপাদানগুলি লেখ।

বিভাগ-গ (পাঁচ নম্বরের প্রশ্নের জন্য)

১০. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) অভ্যন্তরীণ উৎস থেকে প্রবেশনের সুবিধাগুলি লেখ।

B) প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য নির্দেশ কর।

১১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) ম্যাসলোর তত্ত্বটি বর্ণনা কর।

B) একজন উত্তম নেতার গুণাবলী আলোচনা কর।

১২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কার্যকরী মূলধন নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা কর।

B) আর্থিক পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি লেখ।

MODEL QUESTION PAPER-3

পূর্ণমান: 40 | সময়: ২ ঘণ্টা

বিভাগ-ক (দুই নম্বরের প্রশ্নের জন্য)

১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কর্মী সংগ্রহ কেন একটি ধণাত্মক প্রক্রিয়া?

B) কর্মীনির্বাচন কেন একটি ঋণাত্মক প্রক্রিয়া?

২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) Maslow এর তত্ত্ব অনুযায়ী যে কোন দুটি শারীরবৃত্তীয় প্রয়োজনের নাম লেখ।

B) ম্যাসলো তত্ত্বে যেকোনো দুটি সমালোচনা লেখো।

৩. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণের যে কোন দুটি সীমাবদ্ধতা লেখো।

B) নিয়ন্ত্রণকে কি একটি পশ্চাদমুখী প্রক্রিয়া বলা চলে?

৪. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) Jobber কে?

B) শেয়ার দালাল কে?

৫. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) একজন আদর্শ বিক্রয়কর্মীর যে কোন দুটি সামাজিক গুণ লেখো।

B) বিক্রয় প্রসার বলতে কি বোঝ?

বিভাগ-খ (তিন নম্বরের প্রশ্নের জন্য)

৬. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণের ধারণাটি ব্যক্ত করো।

B) নিয়ন্ত্রণের যে কোন তিনটি বৈশিষ্ট্য লেখো।

৭. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) মোট কার্যকরী মূলধন এবং নীট কার্যকরী মূলধন সম্পর্কে আলোচনা করো।

B) স্থির মূলধনের ধারণাটি ব্যাখ্যা কর।

৮. নিম্নলিখিত চারটি প্রশ্ন থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ

A) আর্থিক বাজারের ধরণগুলি সম্পর্কে লেখো।

B) তলবি ঋণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।

C) টাকার বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো।

D) প্রাথমিক বাজারের কার্যাবলী লেখো।

৯. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) বিক্রয় প্রসারের উদ্দেশ্যগুলি লেখো।

B) প্রচারের ভূমিকা আলোচনা করো।

বিভাগ-গ (পাঁচ নম্বরের প্রশ্নের জন্য)

১০. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) কর্মীপদপূরণের প্রক্রিয়াটি বর্ণনা করো।

B) কর্মী নির্বাচনের পদ্ধতিগুলি আলোচনা করো।

১১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কয়েকটি অনার্থিক উৎসাহপ্রদ সম্পর্কে আলোচনা করো।

B) নেতৃত্বের গুরুত্ব আলোচনা করো।

১২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) মূলধন কাঠামোর গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।

B) আর্থিক পরিকল্পনার বৈশিষ্ট্যগুলি লেখ।

MODEL QUESTION PAPER-4

পূর্ণমান: 40 | সময়: ২ ঘণ্টা

বিভাগ-ক (দুই নম্বরের প্রশ্নের জন্য)

১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) কর্মীপদপূরণের যে কোন দুটি কাজ লেখো।

B) প্রবেশন (Recruitment) বলতে কি বোঝ?

২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) অনুপ্রেরণা বলতে কি বোঝ?

B) আকার ইঙ্গিতের মাধ্যমের জ্ঞাতকরণ বলতে কি বোঝ?

৩. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণকে কেন একটা লক্ষমুখী প্রক্রিয়া বলা হয়?

B) কেন পরিকল্পনা ও নিয়ন্ত্রণকে কেন ‘সংযুক্ত যমজ সন্তান’ বলা হয়?

৪. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) শেয়ার বাজারে ফাটকা কারবারী বলতে কি বোঝ?

B) Stag কি?

৫. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রচার বলতে কি বোঝ?

B) বিক্রয় প্রসারের জন্য কেন বিন্যামূল্যে দ্রব্য বিতরণ করা হয়?

বিভাগ-খ (তিন নম্বরের প্রশ্নের জন্য)

৬. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণের যে কোন তিনটি সীমাবদ্ধতা লেখো।

B) “নিয়ন্ত্রণ ব্যবস্থাপকদের সাংগঠনিক লক্ষ্যপূরণে সহায়তা করে।”- ব্যাখ্যা করো।

৭. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) আর্থিক ব্যবস্থাপনার ধারণা দাও।

B) আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য সংক্ষেপে লেখো।

৮. নিম্নলিখিত চারটি প্রশ্ন থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রাথমিক বাজার ও গৌণ বাজারের মধ্যে পার্থক্য নির্দেশ করো।

B) Stock Exchange এর বৈশিষ্ট্যগুলি লেখো।

C) Stock Exchange এর যে কোন তিনটি কাজ লেখো।

D) BSE এর উদ্দেশ্যসমূহ বর্ণনা করো।

৯. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রসারের উপাদানগুলি লেখো।

B) একজন আদর্শ বিক্রয়কর্মীর চারিত্রিক গুণাবলী আলোচনা করো।

বিভাগ-গ (পাঁচ নম্বরের প্রশ্নের জন্য)

১০. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:

A) “কর্মীপদপূরণ হল মানবসম্পদ ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অংশ”- ব্যাখ্যা করো।

B) মানবসম্পদের চাহিদা ও যোগানের মধ্যে পূর্বাভাস করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলি আলোচনা করো।

১১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) জ্ঞাতকরণের প্রক্রিয়া (Process) আলোচনা করো।

B) জ্ঞাতকরণের প্রাতিষ্ঠানিক বাধাগুলি লেখো।

১২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কোন প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন বিষয়গুলি সম্পর্কে যা জান লেখো।

B) সম্পদ সর্বাধিকরণের পক্ষে যুক্তি দাও।

MODEL QUESTION PAPER-5

পূর্ণমান: 40 | সময়: ২ ঘণ্টা

বিভাগ-ক (দুই নম্বরের প্রশ্নের জন্য)

১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রশিক্ষণের যেকোনো দুটি সুবিধা লেখো।

B) শিক্ষানবিশি প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ প্রশিক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখো।

২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) আর্থিক প্রণোদনা কাকে বলে?

B) নির্দেশদানের যে কোনো দুটি উপাদান সংক্ষেপে লেখো।

৩. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো।

B) নিয়ন্ত্রণকে একটা সর্বব্যাপী কাজ হিসাবে গণ্য করা হয় কেন?

৪. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) অসংগঠিত টাকার বাজার কাকে বলে?

B) গৌণ বাজার কাকে বলে?

৫. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) বিজ্ঞাপনের যে কোনো দুটি সামাজিক সুবিধা লেখো।

B) প্রসারের যে কোনো দুটি মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

বিভাগ-খ (তিন নম্বরের প্রশ্নের জন্য)

৬. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) নিয়ন্ত্রণ প্রক্রিয়া কি ভাবে প্রকৃত কর্মক্ষমতাকে মানদণ্ডের সাথে তুলনা করে?

B) সংক্ষেপে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করো।

৭. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) সর্বোত্তম মূলধন কাঠামো কি?

B) কার্যকরী মূলধন চক্র কি?

৮. নিম্নলিখিত চারটি প্রশ্ন থেকে যে কোন দুটি প্রশ্নের উত্তর দাওঃ

A) স্টক এক্সচেঞ্জের বৈশিষ্ট্যগুলি লেখো।

B) NSE কর্তৃক প্রদত্ত পরিষেবাগুলি লেখো।

C) ভারতীয় টাকার বাজারের যে কোনো তিনটি দুর্বলতা লেখো।

D) NSDL-এর উপর টীকা লেখো।

৯. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) বিক্রয় প্রচারের যে কোনো তিনটি উদ্দেশ্য লেখো।

B) বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে যেকোনো তিনটি পার্থক্য লেখো।

বিভাগ-গ (পাঁচ নম্বরের প্রশ্নের জন্য)

১০. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো।

B) প্রবেশনের বাহ্যিক উৎসের অসুবিধাগুলি লেখো।

১১. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) তত্ত্বাবধায়কের কাজগুলি লেখো।

B) অনুপ্রেরণার বৈশিষ্ট্যগুলি লেখো।

১২. নিম্নলিখিত দুইটি প্রশ্ন থেকে যে কোন একটি প্রশ্নের উত্তর দাওঃ

A) কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিতকারী বিষয়গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।

B) আর্থিক পরিকল্পনার গুরুত্ব লেখো।

WBCHSE HS Class 12 4th Semester Business Studies [BSTD] Model Question Paper PDF 2026

বোর্ড পরীক্ষার প্রস্তুতিকে সেরা করতে অবশ্যই PDF সংগ্রহ করতে হবে ⇓

HS 4th Semester Suggestion Question Answer 2026
উপরের ছবির উপর ক্লিক করুন ➚
DetailsLink
HS 4th Semester Business Studies Model Question
(Both Bengali & English Version)
Full PDF (Official Scan) – 4.94 MB
↓ Download
WB Class 12 Commerce প্রস্তুতি whatsapp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

Others সাবজেক্টগুলি: Bengali English | Accountancy | Computer Application

Join Group

Telegram