WBCHSE Bengali Exam Question Pattern 2026: উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য আবারো বড় আপডেট! কয়েকদিন আগেই চতুর্থ সেমিস্টারের জন্য ফাইনাল প্যাটার্ন প্রকাশ করেছিল সংসদ, যেখানে পর একাধিক বিতর্ক সামনে এসেছিল বিশেষত বাংলা বিষয়ের ক্ষেত্রে – এবার আবারো পুরনো প্যাটার্নে পরীক্ষা বহাল থাকার নোটিশ দিল সংসদ!
উচ্চ মাধ্যমিক বাংলা পুরনো প্যাটার্ন প্রশ্নেই পরীক্ষা, নোটিশ সংসদের
আগের নোটিফিকেশন (Memo No: L/PR/560/25, তারিখ 03.10.2025)-এর কিছু পরিবর্তন করে নতুন করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি মূলত উচ্চমাধ্যমিক সেমেস্টার IV (চতুর্থ সেমেস্টার)-এর বাংলা-A (BENGALI-A) বিষয়ের প্রশ্নের ধরন (Question Pattern) নিয়ে। পরিবর্তনের মূল পয়েন্টগুলো:
- ২ এবং ৩ নম্বরের আলাদা আলাদা সেকশন থাকবে না। প্রশ্নগুলো (2+3) এই ফরম্যাটে আসবে।
অর্থাৎ একটি প্রশ্নের ভেতরেই দু’টি অংশ থাকতে পারে — প্রথম অংশ ২ নম্বরের এবং দ্বিতীয় অংশ ৩ নম্বরের।
যেমন: “(a) … (2 marks) (b) … (3 marks)” - যেসব টপিকে ৫ নম্বরের একটি প্রশ্ন নির্ধারিত আছে, সেখানে প্রশ্নদাতা (paper setter)-এর ইচ্ছা অনুযায়ী দুইভাবে প্রশ্ন আসতে পারে:
- হয় একটিমাত্র পূর্ণ ৫ নম্বরের প্রশ্ন,
- অথবা (2+3) ভাগে বিভক্ত প্রশ্ন।
অর্থাৎ ৫ নম্বরের প্রশ্নগুলো কখনও সরাসরি একটিমাত্র প্রশ্ন হতে পারে, আবার কখনও দুই ভাগে ভাগ হয়ে আসতে পারে — এটা সম্পূর্ণভাবে প্রশ্নদাতার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
HS 4th Semester Bengali Latest Question Pattern 2026
বাংলা বিষয়ের লেটেস্ট প্রশ্ন কাঠামো দেওয়া হল এই হিসাবেই তোমাদের পরীক্ষাতে আসবে –
বিষয় (Topic) | প্রশ্নের ধরন (Type of Questions) 5/10 Marks | মোট প্রশ্নের সংখ্যা | Total |
---|---|---|---|
গল্প | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 1 out of 2 questions | 05 |
কবিতা | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 1 out of 2 questions | 05 |
নাটক | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 1 out of 2 questions | 05 |
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ | 2×5 = 10 অথবা 2×(2+3) = 10 | 2 out of 4 questions | 10 |
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস | 1×5 = 5 অথবা 1×(2+3) = 5 | 1 out of 2 questions | 05 |
প্রবন্ধ রচনা | 1×10 = 10 | 1 out of 2 questions | 10 |
মোট (TOTAL) | — | — | 40 |
ছাত্র-ছাত্রীদের চিন্তার কোন বিষয় নেই, তারা যেইভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল সেভাবেই চালাবে। তার পাশাপাশি যে বিষয়গুলির প্রশ্ন প্যাটার্ন প্রকাশিত হয়নি যেমন সাইকোলজি, নেপালি এবং অন্য বিষয়গুলি সেগুলিও এই নোটিশে প্রকাশ করেছে সংসদ।
অবশ্যই দেখবে: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত দেখে নিন!
অফিসিয়াল নোটিস (Official Notice)
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
বিষয় | বিস্তারিত |
---|---|
WBCHSE অফিসিয়াল নোটিশ ও বাংলার প্রশ্ন প্যাটার্ন No: L/PR/563/25 Date: 09.10.2025 | Download PDF → |
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF) | HS 4th Sem Routine → |
উপরের বাটনে বাকি বিষয়গুলির প্রশ্ন প্যাটার্ন যেগুলি [03.10.2025] তারিখের সংসদ প্রকাশ করেছিল, বাংলা, এবং সাম্প্রতিক আপডেট করা বিষয়গুলি (ইংরেজি-A, নেপালি) এখান থেকে বাদ যাবে বাকিগুলো একই থাকছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »