আগের নিয়মে উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Final Exam) আগে স্কুলের নির্বাচনী পরীক্ষা হতো যেটা সাধারণত আমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক উভয় ক্ষেত্রেই “টেস্ট পরীক্ষা” (Selection Test) বলে জানি। কিন্তু নতুন নিয়মে উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে হওয়ায় ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা কি হবে? বা হলেও কি নিয়ম? বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি।
WBCHSE HS 3rd Semester Test Exam: তৃতীয় সেমিস্টারের আগে স্কুলে হবে টেস্ট পরীক্ষা
সবার প্রথমেই সমস্ত ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য বিশেষভাবে বলা প্রয়োজন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) অর্থাৎ কাউন্সিলের তরফ থেকে এই টেস্ট পরীক্ষার সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হয়নি।
তবে অধিকাংশ স্কুলের শিক্ষক মহাশয়রা একসঙ্গে ঠিক করেছেন ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষা দিতে যাওয়ার আগে, নতুন প্যাটার্নে বাইরের সেন্টারে (Away Exam Center) ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে নিজেরা একবার অভ্যস্ত হয়ে যায়। তাই প্রত্যেক স্কুলেই আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে (1st Week of August) এই টেস্ট পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
আরো দেখবে: HS 3rd Semester Registration 2025: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন নতুন তারিখ ঘোষণা!
HS 3rd Sem Test Exam School 2025: এই টেস্ট পরীক্ষা কি নিয়ম থাকছে?
যেহেতু এটি সংসদের ফাইনাল উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার আগে চূড়ান্ত পর্যায়ের একটি প্রস্তুতি, সেক্ষেত্রের সম্পূর্ণ কাউন্সিলের নিয়ম মেনেই স্কুলগুলি পরীক্ষা নেবে –
- সম্পূর্ণ ওএমআর সিটে (OMR Sheet) মাল্টিপিল চয়েস প্রশ্ন (MCQ) পরীক্ষা দিতে হবে।
- প্রশ্নপত্র স্কুল নিজেরা করবে, সংসদের প্রশ্ন বিভাজন মেনে সম্পূর্ণ সিলেবাসের উপর (Full Syllabus)।
চূড়ান্ত পর্যায়ে নিজেদের প্রস্তুতিতে যাচিয়ে নিতে পরীক্ষা হওয়ার এক সপ্তাহের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে স্কুলগুলি, যার মাধ্যমে ছাত্ররা ছাত্রীরা নিজেদেরকে মূল্যায়নের সময় পাবে এবং কোন জায়গা তাদের আরো বেশি সময় দিতে হবে. তারা সেটা বুঝতে পারবে বা কোন ভুল ত্রুটি করে থাকলে সেটি তারা সংশোধন করার সুযোগ পাবে।
HS 3rd Semester Exam Preparation: প্রস্তুতি কিভাবে নেবে?
অবশ্যই আগে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে খুঁটিয়ে পড়তে হবে যেহেতু মাল্টিপিল চয়েস প্রশ্ন হবে, তারপর বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা পাঠ্য বইয়ের শেষে অনুশীলনী প্রশ্ন অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]
অন্যান্য বিষয়গুলির উপর কাজ চলছে যেগুলি ছাত্রছাত্রীরা প্র্যাকটিস করতে পারবে। আর শেষ মুহূর্তে স্মার্ট ভাবে প্রিপারেশন করতে অবশ্যই সংগ্রহ করতে হবে। থাকছে কম সময়ে প্রস্তুতি, রিভিশন স্মার্ট নোটস, বিভিন্ন প্যাটার্নের মাল্টিপিল চয়েস প্রশ্ন এবং প্র্যাকটিস সেট। আপনারা সংগ্রহ করে ডাউনলোড করে নিতে পারবেন, প্রয়োজনে প্রিন্ট আউট করতে পারবেন।
আরো দেখবে: WBCHSE HS 3rd Semester: পরীক্ষার পরেই OMR সিট কপি দেখা যাবে! দারুন সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক সংসদের
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »