উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে ২০২৫২৬ শিক্ষাবর্ষ থেকে ইতিমধ্যে এই শিক্ষাবর্ষে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং একাধিক বিষয়ের পরীক্ষাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে গত ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ছিল আর্টস বিভাগের গুরুত্বপূর্ণ একটি বিষয় সংস্কৃত বিষয়ের পরীক্ষা। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Sanskrit Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Sanskrit Question Paper 2025 PDF
উচ্চমাধ্যমিক সংস্কৃত বিষয়ের পূর্ণমান হল ৪০ নাম্বার। অন্যান্য বিষয়ের মতই এই বিষয়েও পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ১ ঘন্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হয় সকাল ১০ টা থেকে এবং পরীক্ষা শেষ হয় সকাল ১১ টা ১৫ মিনিটে। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি ছিল MCQ টাইপের প্রশ্ন এবং OMRভিত্তিক
বিষয় | তথ্য |
---|---|
বিষয় | সংস্কৃত |
পূর্ণমান | 40 |
পরীক্ষার তারিখ | 19th September, 2025 |
HS 3rd Semester Sanskrit Answer Key: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র সমাধান
২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত (Sanskrit) পরীক্ষার সম্পূর্ণ সমাধান নিচে One Liner প্রশ্নপত্র হিসেবে করে দেওয়া হলো।
1. রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? উত্তর: পদ্মমৃণালের দ্বারা
2. শূন্যস্থান পূরণ করো: বালচন্দ্রিকার স্বামী হলেন পুষ্পোদ্ভব
3. ‘তমোইহস্ত্বয়া দন্তো জ্ঞানপ্রদীপঃ ‘ – এখানে ‘ত্বয়া’ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: রাজবাহনকে
4. রাজবাহনকে কে ‘ব্রাহ্মণাধম’ বলেছিলেন? উত্তর: চণ্ডবর্মা
5. রাজবাহন কোন্ রাজ্যের রাজপুত্র ছিলেন? উত্তর: মগধ
6. ‘বিন্দতি’ শব্দের অর্থ হলো লাভ করা
7. সন্ধি বিচ্ছেদ করো – ‘লোকস্তদনুবর্ততে’ উত্তর: লোকঃ + তদ্ + অনুবর্ততে
8. মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ? উত্তর: বুদ্ধি
9. কর্মেন্দ্রিয় কয়টি? উত্তর: পাঁচটি
10. কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? উত্তর: সাধারণ মানুষেরা
11. শকুন্তলার পালক পিতা হলেন কণ্ব
12. “কো নামোষ্ণোদকেন নবমালিকা সিঞ্চতি?” — একথা কে বলেছিলেন? উত্তর: প্রিয়ংবদা
13. দুষ্যন্ত-শকুন্তলার কোন্ মতে বিবাহ হয়েছিল? উত্তর: গান্ধর্ব
14. সত্য-মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো:
(i) অনসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করে
(ii) প্রিয়ংবদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে
(iii) শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন
(iv) দুর্বাসা শাপমুক্তির উপায় বলে দেয়
উত্তর: (i), (ii), (iv) সত্য; (iii) মিথ্যা
15. শূন্যস্থান পূরণ করো: শকুন্তলোপাখ্যান বর্ণিত হয়েছে মহাভারতে
16. ‘ভার্গব’ শব্দটির বুৎপত্তি নির্ণয় করো: উত্তর: ভৃগু + অণ
17. আত্মপ্রীতি অর্থে অশ্ব, ক্ষীর, বৃষ এবং লবণ শব্দের উত্তর ক্যচ্ প্রত্যয় হয়
18. শূন্যস্থান পূরণ করো: বুদ্ধি + মতুপ্ – বুদ্ধিমান্
19. স্তম্ভ মেলানো: পিতৃমৎ → মতুপ্ ; বৈশ্বামিত্র → অণ্ ; গরীয়াস্ → ঈয়সুন্ ; মহিষ্ঠ → ইষ্ঠন্
20. ‘শ্রেষ্ঠ’ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? উত্তর: প্রশস্য
21. স্তম্ভ মেলানো: অক্ষ্ণা কাণঃ → যেনাঙ্গবিকারঃ ; শোকেন দুঃখম্ → হেতৌ ; জটাভিঃ তাপসঃ → ইত্থম্ভূতলক্ষণে ; পিত্রা আগতঃ পুত্রঃ → সহযুক্তেহপ্রধানে
22. রেখাঙ্কিত শব্দটির কারক-বিভক্তি নির্ণয় করো: ‘নাম বনং গচ্ছতি’ উত্তর:কর্মে দ্বিতীয়া
23. ‘কারক’ পদের বুৎপত্তি হলো কৃ + ণ্বুল
24. ‘স্বতন্ত্রঃ কর্তা’ – সূত্রটি কোন কারকের? উত্তর: কর্তৃকারকের
25. ‘অপবর্গে’ কোন্ বিভক্তি হয়? উত্তর: তৃতীয়া
26. চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদ কোনটি? উত্তর: যূপদারুঃ
27. ‘রাজপুত্র’ – এটি কোন সমাসের উদাহরণ? উত্তর: ষষ্ঠী তৎপুরুষ
28. পানিনির মতে সমাস কয় প্রকার? উত্তর: চার প্রকার
30. অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হল নির্জনম্
31. শূন্যস্থান পূরণ করো: ‘ভাসের’ ছদ্মনাম জলনমিত্র।
32. কবি ভবভূতির প্রথম নাটকের নাম মালতিমাধব।
33. সঠিক ক্রমবিন্যাস নির্ণয় করো: উত্তর: স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্যন্তর।
34. সংস্কৃত সাহিত্যের সর্বশ্রেষ্ঠ পুরাণের নাম কি? উত্তর: স্কন্দপুরাণ।
35. ‘বামন’ শব্দের অর্থ কি? উত্তর: ক্ষুদ্রাকৃতির।
36. দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আসে যার হাত ধরে, তিনি হলেন আর্যভট্ট।
37. ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়? উত্তর: ব্রহ্মগুপ্তের।
38. কুমারসম্ভব-এর রচয়িতা কে? উত্তর: কালিদাস।
39. ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত।
40. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভবভূতির রচনা নয়? উত্তর: মুদ্রা রাক্ষস।
HS 3rd Sem Sanskrit Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র ডাউনলোড
চলতি শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে শুরু হয়েছে নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষা ব্যবস্থা। তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদেরও কৌতূহল রয়েছে সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র কেমন হয়েছে। সেই কারণে আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্রের PDF। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই সহজে প্রশ্নপত্র সংগ্রহ করে নিতে পারবেন।
সংস্কৃতের প্রশ্নপত্র আসন্ন পরীক্ষার্থীদের জন্য খুবই উপকারী। কারণ পরীক্ষার আগে আগের বছরের প্রশ্ন অনুশীলন করলে ছাত্রছাত্রীরা প্রশ্নের ধরণ, গুরুত্বপূর্ণ অধ্যায় এবং নম্বর বিভাজন সম্পর্কে ভালো ধারণা পায়। তাই শুধু ছাত্রছাত্রী নয়, HS Sem 3 Sanskrit Question Paper 2025 শিক্ষকদের কাছেও সমানভাবে সহায়ক প্রস্তুতি ও পড়ানোয়।
ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোড | তথ্য |
---|---|
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Sanskrit Question Paper pdf) | 3 MB |
↓ Download Pdf | 26 Pages ✅ |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »