উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার শেষ হওয়ার পর নম্বর, মডেল Answer Key এবং ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে একাধিকবার বিতর্ক ও বিভ্রান্তি তৈরি হয়েছিল। দীর্ঘদিন পর সংসদের পক্ষ থেকে Answer Key প্রকাশিত হওয়ার পর অনেক ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বর ও প্রত্যাশিত নম্বরের মধ্যে পার্থক্য ধরা পড়ে। অবশেষে সংসদ স্কুলের মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ দিয়েছে। এই আপডেটটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট সংশোধন গুরুত্বপূর্ণ আপডেট (Semester-III, 2025-26)
উচ্চ মাধ্যমিক কাউন্সিল (WBCHSE) একটি অফিসিয়াল নোটিফিকেশন (No: L/PR/647/2025, Date: 17/12/2025) জারি করে জানিয়েছে — প্রাপ্ত নম্বর (Obtained Marks) ও Answer Key অনুযায়ী প্রত্যাশিত নম্বর (Expected Marks)-এর মধ্যে গরমিল থাকলে তা স্কুলের মাধ্যমে কাউন্সিলকে জানানো যাবে।Answer Key নিয়ে আপত্তি বা চ্যালেঞ্জ (Challenge) জানানোর জন্যও নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে।
- আবেদন ব্যক্তিগতভাবে নয়, শুধুমাত্র স্কুল (Head of the Institution)-এর মাধ্যমে করতে হবে।
- দুটি আলাদা সময়সীমা রয়েছে—
- নম্বর ও Answer Key-এর মধ্যে গরমিল সংক্রান্ত আবেদন
- Answer Key চ্যালেঞ্জ সংক্রান্ত অভিযোগ
- নির্দিষ্ট তারিখ ও সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।
কারা আবেদন করতে পারবে?
- যেসব ছাত্র ছাত্রীর,
- প্রাপ্ত নম্বর ও Answer Key অনুযায়ী প্রত্যাশিত নম্বরের মধ্যে পার্থক্য রয়েছে
- অথবা কোনও নির্দিষ্ট বিষয়ের Answer Key ভুল বলে মনে হচ্ছে
- শুধুমাত্র Semester-III H.S. Examination, 2026-এর পরীক্ষার্থীরা এই সুযোগ পাবে।
★★ উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতির জন্য আমাদের Smart প্রস্তুতি নোটস, সাজেশন এখন উপলব্ধ ➦ ক্লিক করুন ⇓
কিভাবে আবেদন করবে? (Step-by-Step Guide)
A. নম্বর ও প্রত্যাশিত নম্বরের মধ্যে গরমিল থাকলে
- প্রথমে নিজের বিষয়ভিত্তিক Answer Key ভালোভাবে মিলিয়ে দেখো।
- কোথায় কত নম্বরের গরমিল আছে তা লিখিতভাবে নোট করো।
- সংশ্লিষ্ট স্কুলের Head of the Institution (HOI)-এর কাছে লিখিত আবেদন জমা দাও।
- স্কুল কর্তৃপক্ষ সেই আবেদন সংশ্লিষ্ট Deputy Secretary, Regional Office, WBCHSE-এর কাছে পাঠাবে।
- আবেদন অবশ্যই 24/12/2025-এর মধ্যে পৌঁছাতে হবে।
B. Answer Key চ্যালেঞ্জ করতে চাইলে
- একটি Plain Paper Application প্রস্তুত করো।
- আবেদনে নিচের তথ্যগুলি অবশ্যই থাকতে হবে—
- Subject Name
- Question Number
- Question Booklet Colour
- Candidate Name
- Roll Number
- Registration Number
- Address ও Mobile Number
- আবেদনটি অবশ্যই স্কুলের Head of the Institution দ্বারা Forwarded হতে হবে।
- ইমেলের মাধ্যমে পাঠাতে হবে নির্দিষ্ট মেল আইডিতে।
- শেষ সময়ের আগে (21/12/2025, রাত 11:59-এর মধ্যে) মেল পৌঁছানো বাধ্যতামূলক।
★★ HS 4th Semester Science Suggestion 2026 Notes Batch + Mock Test (Physics, Chemistry, Math, Biology) ➦ ক্লিক করুন ⇓
সংসদের অফিসিয়াল নোটিশ (Official Notice)
আনসার কি ডাউনলোড লিংক » HS 3rd Semester Answer Key 2025
| তথ্য | লিংক |
|---|---|
| WBCHSE সংসদের অফিসিয়াল নোটিশ Date: 12/12/2025 No: L/PR/647/2025 | |
| রেজাল্ট রিভিউ লাস্ট ডেট (Through School) | 24/12/2025 এর আগে |
| Answer Key চ্যালেঞ্জ লাস্ট ডেট | 21/12/2025, রাত 11:59-এর মধ্যে |
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ |
অবশ্যই দেখবে: HS 2026 Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা প্রকাশ! এডমিট, খাতা, নিয়ম কানুন
উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্বস্তিদায়ক এবং স্বচ্ছ পদ্ধতিতে সমস্যার সমাধানের পথ খুলে দিয়েছে। যাদের নম্বর নিয়ে সন্দেহ আছে বা Answer Key নিয়ে আপত্তি রয়েছে, তারা দ্রুত স্কুলের মাধ্যমে আবেদন করে।




