উচ্চ মাধ্যমিক সেমিস্টার রেজাল্ট PPR PPS নেই, করতে হবে RTI? Answer Key, OMR চেক, Best of 5 নিয়ে প্রশ্ন!

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 3rd Semester Result PPR PPR RTI All Important Update Best of 5

উচ্চ মাধ্যমিক 2026 পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের ইতিমধ্যেই ৩১শে অক্টোবর তৃতীয় সেমিস্টার রেজাল্ট জানিয়েছে সংসদ – ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট চেক করেছে এবং পরবর্তীকালে স্কুল থেকে মার্কশিট প্রিন্ট কপি ও পেয়েছে। কিন্তু রেজাল্ট পরবর্তী PPR, PPS কিংবা মডেল আনসার কি, ছাত্র ছাত্রীদের মূল্যায়িত OMR দেখানো – এই সবকিছু নিয়ে সমস্ত আপডেট দেব আজকের পোস্টে।

WBCHSE HS 3rd Semester Result 2025-26: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট পরবর্তী আপডেট

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক সেমিস্টার সিস্টেম বছরে দু’বার হবে পরীক্ষা এবং ফলাফলও প্রকাশিত হবে দু’বার। যদিও চূড়ান্ত উচ্চমাধ্যমিকের ফলাফল বা মার্কশীট দুটি সেমিস্টার মিলেই হবে।

যেসব পরীক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন অথবা এক বা একাধিক পেপারে অনুর্তীর্ণ (Fail) হয়েছেন সেই পেপারটিতে তারা আবার চতুর্থ সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা সুযোগ পাবে।

PPR PPS কি তাহলে হবে না?

আপাতত সংসদ সূত্রে যেটুকু জানা যাচ্ছে, তৃতীয় সেমিস্টারে আলাদা করে কোন PPR/PPS থাকছে না! তাই যে সব ছাত্রছাত্রী ফলাফলে অসন্তুষ্ট বা তাদের রেজাল্ট নিয়ে দ্বিধা রয়েছে বা সঠিক মূল্যায়ন হয়নি বলে মনে হচ্ছে তাদের RTI পদ্ধতির মাধ্যমে নিজেদের ওএমআর শিট দেখার জন্য আবেদন করতে হবে

প্রায় সাত লক্ষের মতো পড়ুয়া যদি 10 শতাংশ ছাত্র-ছাত্রীও আবেদন করে এ ক্ষেত্রে কতটা দ্রুত এবং কার্যকরী ভাবে RTI সামলানো যাবে এ নিয়ে প্রশ্ন রয়েছে। তাই অবশ্যই সংসদের উচিত ছিল প্রাথমিক ধাপে অনলাইনে PPR PPS এর সুযোগ দেওয়া।

বিস্তারিত: Right to Information: RTI কি? কিভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক রেজাল্ট খাতা দেখবে? কত খরচ?

“Best of 5” নিয়ম কার্যকর হবে পরের সেমিস্টারে

এখন যেটা অনলাইনে প্রকাশিত হয়েছে, সেটা Semester-III পরীক্ষার প্রাথমিক ফলাফল
এখানে Optional (ঐচ্ছিক) সাবজেক্টের নম্বর গণনা করা হয়নি। মানে, টোটাল মার্কস হিসাব করার সময় ঐচ্ছিক বিষয়টা বাদ দেওয়া হয়েছে।

Notice: Marks in Optional Elective has not been included in the calculation of “Marks Obtained” and “Total Marks” for Semester-III. However, the marks in Optional Elective will be considered during publication of Final Higher Secondary Result after Semester-IV as per WBCHSE (Examination) Regulations, 2024.

তবে চিন্তার কিছু নেই — এই ঐচ্ছিক বিষয়ের নম্বর Final Higher Secondary Result প্রকাশের সময় (অর্থাৎ Semester-IV শেষে) গণনা করা হবে, যেমনটা WBCHSE Examination Regulations, 2024-এ নির্ধারিত আছে।

ক্লিক করে দেখো: WBCHSE HS 4th Subject (Optional Paper): উচ্চমাধ্যমিক ফোর্থ সাবজেক্ট কি? নম্বরে ভূমিকা, গুরুত্ব

Model Answer Key, OMR Sheet নিয়ে শুধুই প্রতিশ্রুতি

সাধারণত অন্যান্য প্রবেশিকা পরীক্ষাতে পরীক্ষা পরবর্তী মডেল উত্তরপত্র প্রকাশিত হয়, একইভাবে ছাত্রছাত্রীরা তাদের OMR অনলাইনে দেখতে পারে। কিন্তু এক্ষেত্রে কোনটাই ব্যবস্থা করেনি সংসদ – একাধিকবার এই বিষয়ে প্রতিশ্রুতি আসলেও দ্রুততার সঙ্গে রেজাল্ট বেরিয়ে গেল। তাই কম্পিউটার বা টেকনিক্যাল কোন ভুলভ্রান্তি হলে সে ক্ষেত্রে সংশোধনের কোন অপশন দেওয়া হয়নি।

তাই অন্যান্য প্রতিযোগিতা বা কম্পিটিটিভ পরীক্ষাতে যে রকম হয় সেই নিয়মেই যখন পরীক্ষা হচ্ছে – তখন OMR দেখার ব্যবস্থা কেন থাকছে না, ছাত্র-ছাত্রীদের অনলাইন লগইন করে বা স্কুলের মাধ্যমে যে কোন একটা ভাবে। এখানেই স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন শিক্ষক মহল এবং ছাত্র-ছাত্রী অভিভাবকদের মধ্যে।

অফিসিয়াল ওয়েবসাইট ও কিছু গুরুত্বপূর্ণ লিংক

তথ্যলিংক
WBCHSE সংসদের অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

অবশ্যই দেখবে: মিস করবে না: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত

31 অক্টোবরে প্রকাশিত এই ফলাফল (HS Result 2026 – Part 1) পরবর্তী অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখতে হবে। আমাদের সাথে যুক্ত থাকুন পরীক্ষার সমস্ত আপডেট থেকে প্রস্তুতি, সাজেশন, নোটস সমস্ত কিছু আমরা সহযোগিতা করব।

Join Group

Telegram