HS 3rd Semester Registration 2025: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন নতুন তারিখ ঘোষণা! দেখে নিন

Arpita Paul

Updated on:

WBCHSE HS Semester 3 Registration Notice Date Process 2025-26

নির্ধারিত তারিখের থেকে প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন! নতুন সেমিস্টার পদ্ধতিতে যেটাকে এনরোলমেন্ট (Enrollment) বলা হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য WBCHSE সংসদ একটি নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে,পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী এই এনরোলমেন্ট প্রক্রিয়া প্রায় এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে

— Advertisement —

WBCHSE HS Semester 3 Registration Notice: রেজিস্ট্রেশন পিছিয়ে গেল, নতুন সময়সূচি

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, ৩০শে জুন ২০২৫ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে (নম্বর: L/PR/349/2025) জানিয়েছে যে সেমিস্টার III-এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার নতুন তারিখ ১৪ই জুলাই থেকে ২৪শে জুলাই ২০২৫ পর্যন্ত।

একই সময়ে কন্টিনিউ ও স্পেশাল ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন ফর্মও গ্রহণ করা হবে। এছাড়া অনলাইন চেকলিস্ট, সংশোধন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুর নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সময়সূচি (Latest Date)

ক্র.বিবরণপূর্বের সময়সূচিসংশোধিত সময়সূচি
(Revised)***
সেমিস্টার III-এর এনরোলমেন্ট ফর্ম জমা07.07.2025 – 24.07.202514.07.2025 – 24.07.2025
কন্টিনিউ ও স্পেশাল প্রার্থীদের ফর্ম07.07.2025 – 24.07.202514.07.2025 – 24.07.2025
অনলাইন চেকলিস্ট ইস্যু (Council দ্বারা)11.07.202523.07.2025
ইনস্টিটিউশনের দ্বারা চেকলিস্ট সংশোধন28.07.202509.08.2025
রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু06.08.202513.08.2025
— Advertisement —

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]

WBCHSE HS 3rd Sem Bengali Smart Notes PDF Official
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড এর লিংক

WBCHSE-র এই আপডেট পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সময়মতো স্কুলের সমস্ত দরকারি তথ্য এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে অবশ্যই জমা করে দেবে

বিজ্ঞপ্তির বিষয়ডাউনলোড লিংক
দ্বাদশ শ্রেণির এনরোলমেন্ট ও চেকলিস্ট (New Notice)
Date: 30.06.2025
No: L/PR/349/2025
↓ Download Notice
কাউন্সিলের ওয়েবসাইটWBCHSE ↗

আরো দেখবে: WBCHSE HS 3rd Semester: পরীক্ষার পরেই OMR সিট কপি দেখা যাবে! দারুন সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক সংসদের

প্রস্তুতির জন্য আমাদের অ্যাপ: এই সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে EduTips App একদম উপযুক্ত। এখানে সেমিস্টার ভিত্তিক নোটস, প্রশ্নোত্তর, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে! এখনই গুগল প্লে স্টোরে গিয়ে – EduTips ইনস্টল করে নিও।

Join Group

Telegram