HS 3rd Semester Registration 2025: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজিস্ট্রেশন নতুন তারিখ ঘোষণা! দেখে নিন

Arpita Paul

Published on:

WBCHSE HS Semester 3 Registration Notice Date Process 2025-26

নির্ধারিত তারিখের থেকে প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশন! নতুন সেমিস্টার পদ্ধতিতে যেটাকে এনরোলমেন্ট (Enrollment) বলা হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য WBCHSE সংসদ একটি নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে,পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী এই এনরোলমেন্ট প্রক্রিয়া প্রায় এক সপ্তাহ পিছিয়ে শুরু হবে

WBCHSE HS Semester 3 Registration Notice: রেজিস্ট্রেশন পিছিয়ে গেল, নতুন সময়সূচি

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ, ৩০শে জুন ২০২৫ তারিখে জারি করা বিজ্ঞপ্তিতে (নম্বর: L/PR/349/2025) জানিয়েছে যে সেমিস্টার III-এর অনলাইন এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়ার নতুন তারিখ ১৪ই জুলাই থেকে ২৪শে জুলাই ২০২৫ পর্যন্ত।

একই সময়ে কন্টিনিউ ও স্পেশাল ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন ফর্মও গ্রহণ করা হবে। এছাড়া অনলাইন চেকলিস্ট, সংশোধন এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুর নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ সময়সূচি (Latest Date)

ক্র.বিবরণপূর্বের সময়সূচিসংশোধিত সময়সূচি
(Revised)***
সেমিস্টার III-এর এনরোলমেন্ট ফর্ম জমা07.07.2025 – 24.07.202514.07.2025 – 24.07.2025
কন্টিনিউ ও স্পেশাল প্রার্থীদের ফর্ম07.07.2025 – 24.07.202514.07.2025 – 24.07.2025
অনলাইন চেকলিস্ট ইস্যু (Council দ্বারা)11.07.202523.07.2025
ইনস্টিটিউশনের দ্বারা চেকলিস্ট সংশোধন28.07.202509.08.2025
রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু06.08.202513.08.2025

👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন – Notes PDF! [সকলের জন্য]

WBCHSE HS 3rd Sem Bengali Smart Notes PDF Official
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড এর লিংক

WBCHSE-র এই আপডেট পশ্চিমবঙ্গের সমস্ত উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সময়মতো স্কুলের সমস্ত দরকারি তথ্য এবং রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করে অবশ্যই জমা করে দেবে

বিজ্ঞপ্তির বিষয়ডাউনলোড লিংক
দ্বাদশ শ্রেণির এনরোলমেন্ট ও চেকলিস্ট (New Notice)
Date: 30.06.2025
No: L/PR/349/2025
↓ Download Notice
কাউন্সিলের ওয়েবসাইটWBCHSE ↗

আরো দেখবে: WBCHSE HS 3rd Semester: পরীক্ষার পরেই OMR সিট কপি দেখা যাবে! দারুন সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক সংসদের

প্রস্তুতির জন্য আমাদের অ্যাপ: এই সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে EduTips App একদম উপযুক্ত। এখানে সেমিস্টার ভিত্তিক নোটস, প্রশ্নোত্তর, মক টেস্ট এবং লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে! এখনই গুগল প্লে স্টোরে গিয়ে – EduTips ইনস্টল করে নিও।

Join Group

Telegram