HS 3rd Semester Mathematics Question Paper 2025 PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার গণিত প্রশ্নপত্র উত্তর সহ!

Anjan Mahata

Published on:

Follow Us Share
HS 3rd Semester Mathematics Question Paper MCQ Answer Solution PDF

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। তৃতীয় ও চতুর্থ সেমিস্টার মিলিয়ে গণনা করা হবে উচ্চমাধ্যমিকের নাম্বার। ইতিমধ্যে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ও একাধিক বিষয়ের পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক পিওর সাইন্স বিভাগের মূল বিষয় হলো গণিত আর এই বিষয়ের পরীক্ষা ছিল ১৯শে সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Mathematics Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার গণিত প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Mathematics Question Paper 2025 PDF

১৯শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ছিল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের গণিত পরীক্ষা, পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ১ ঘন্টা ১৫ মিনিট অর্থাৎ পরীক্ষা শেষ হয় ১১:১৫ মিনিটে। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার অংক পরীক্ষার পূর্ণমান ছিল 40 নাম্বার

বিষয়তথ্য
বিষয়গণিত
পূর্ণমান40
পরীক্ষার তারিখ19th September, 2025

HS 3rd Sem Mathematics Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার গণিত প্রশ্নপত্র ডাউনলোড

সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকে। তাই স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা সবার মধ্যেই মধ্যে কৌতূহল রয়েছে প্রশ্নপত্র কেমন হয়েছে। সেই কারণে আজকের প্রতিবেদনে দেওয়া হল HS 3rd Semester Mathematics Question Paper PDF, নিচে থাকা ডাউনলোড লিংকে ক্লিক করে সহজেই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।

উচ্চমাধ্যমিকের গণিত পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পরীক্ষার ধরন ও প্রশ্নের প্রবণতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। তাই ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য নিচে দেওয়া হল তৃতীয় সেমিস্টারের গণিত প্রশ্নপত্রের পিডিএফ

ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোডতথ্য
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার গণিত প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Mathematics Question Paper pdf) 2MB
↓ Download Pdf 35 Pages ✅

মাস্টারক্লাস সাজেশনটি নিচের লিংকে সংগ্রহ করে নাও 👇

WBCHSE HS 3rd Sem Biology Science Smart Notes PDF Official
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram