HS 3rd Semester History Suggestion MCQ Question Answer PDF: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন PDF

Anjan Mahata

Published on:

Follow Us Share
HS Class 12 3rd Semester History Suggestion MCQ Question Answer

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণির তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় নতুন প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষার প্রস্তুতিতে MCQ ভিত্তিক সাজেশন শিক্ষার্থীদের দ্রুত রিভিশন ও অনুশীলনে বিশেষভাবে সাহায্য করবে। তাই এখানে ইতিহাস বিষয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ One Liner প্রশ্নোত্তর দেওয়া হলো, যা ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও সহজতা আনবে এবং পরীক্ষার সময় সঠিকভাবে উত্তর দিতে সহায়তা করবে।

HS Class 12 Semester-3 History Suggestion: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস সাজেশন

উচ্চমাধ্যমিক ইতিহাসের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য সঠিক প্রস্তুতি নিতে হলে আগে সিলেবাসটি ভালোভাবে জানা জরুরি। নিচে টেবিল আকারে সম্পূর্ণ সিলেবাস দেওয়া হলো, যাতে ছাত্রছাত্রীরা এক নজরে বুঝতে পারে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এবং সেই অনুযায়ী পড়াশোনা গুছিয়ে নিতে পারে।

Unit – অধ্যায় বিষয়বস্তু
Unit – 1 :পর্যটকদের চোখে, সাংস্কৃতিক সমন্বয় ও সাম্রাজ্যিক রাজধানী20 Marks
অধ্যায় ১পর্যটকদের চোখে ভারত
অধ্যায় ২সংস্কৃতির মিলন
অধ্যায় ৩সাম্রাজ্যের রাজধানী
Unit – 2 : ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রকসমূহ 20 Marks
অধ্যায় ৪ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
অধ্যায় ৫ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ

অধ্যায় ১: পর্যটকদের চোখে ভারত

১) ভারত ভ্রমণ বিষয়ক ইবন বতুতার বিখ্যাত গ্রন্থ কোনটি? – কিতাব-উল-রিহলা
২) ‘দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো’ গ্রন্থের লেখক কে? – মার্কো পোলো
৩) মার্কো পোলোর সময়ে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য কী ছিল? – ধান
৪) অল-বিরুনির ভারত ভ্রমণ সংক্রান্ত বিখ্যাত গ্রন্থের নাম কী? – তহকিক-ই-হিন্দ
৫) ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থের লেখক কে? – অল-বিরুনি
৬) মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ কোন ঐতিহাসিকের বর্ণনায় পাওয়া যায়? – বার্নিয়ে
৭) ‘দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণির লোক নেই’ – কে বলেছিলেন? – বার্নিয়ে
৮) মার্কো পোলো কত সালে ভারতের করমণ্ডল উপকূলে আসেন? – ১২৯২ খ্রিস্টাব্দে
৯) ইউরোপীয় কোন পর্যটক প্রথম রেশম পথ পাড়ি দিয়ে চিনে পৌঁছেছিলেন? – মার্কো পোলো
১০) বার্নিয়ে পেশায় কী ছিলেন? – চিকিৎসক
১১) আবদুর রজ্জাকের বিবরণ থেকে কোন সাম্রাজ্যের প্রশাসন ও সমাজজীবনের কথা জানা যায়? – বিজয়নগর সাম্রাজ্য
১২) দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্তো ও রত্ন উৎপাদনের জন্য বিখ্যাত ছিল? – পাণ্ড্য (মাবার) রাজ্য
১৩) ‘খাম্বাত’ শহরকে গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র বলে কে উল্লেখ করেছেন? – মার্কো পোলো
১৪) মার্কো পোলো কী ছিলেন? – বণিক
১৫) ১৩শ শতকে ভারতের সমাজ, অর্থনীতি ও ধর্ম সম্পর্কে কাদের বিবরণ থেকে জানা যায়? – মার্কো পোলো
১৬) দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও সমৃদ্ধির কথা কার বিবরণে জানা যায়? – আবদুর রজ্জাক
১৭) শাহজাহানের আমলের প্রশাসনিক কাঠামোর বর্ণনা কে দিয়েছেন? – বার্নিয়ে
১৮) অল-বিরুনি ‘কিতাব-উল-হিন্দ’ কোন সালে রচনা করেন? – ১০৩০ খ্রিস্টাব্দে
১৯) মার্কো পোলো কার শাসনকালে চিনে এসেছিলেন? – কুবলাই খান
২০) ইবন বতুতা কোন সালে সিন্ধু নদের তীরে পৌঁছান? – ১৩৩৩ খ্রিস্টাব্দে
২১) কোন রাজবংশের আমলে মার্কো পোলো দক্ষিণ ভারতে আসেন? – পাণ্ড্য রাজবংশ
২২) বিজয়নগরের সমাজজীবনে দেবদাসী প্রথার উল্লেখ কার বিবরণে আছে? – আবদুর রজ্জাক
২৩) ইবন বতুতা দিল্লির কাজি কত বছর ছিলেন? – ৭ বছর
২৪) Father of Modern Geodesy কাকে বলা হয়? – অল-বিরুনি
২৫) সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন? – ১৭ বার
২৬) ‘একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত’ বলে বিজয়নগরকে কে উল্লেখ করেন? – আবদুর রজ্জাক
২৭) ইবন বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? – মরক্কোর তাঙ্গিয়ার
২৮) বার্নিয়ে-এর মতে শাহজাহানের আমলে সাধারণ মানুষ দরিদ্র ছিল এবং অত্যাচার থেকে রক্ষা পেতে কোথায় আশ্রয় নিত? – হিন্দু রাজ্যে
২৯) বার্নিয়ে-এর সময়ে বাংলার কোন শিল্প সবচেয়ে উন্নত ছিল? – সুতি ও রেশম শিল্প
৩০) গঙ্গার মোহানার দ্বীপগুলো জনশূন্য হয়েছিল কাদের অত্যাচারে? – আরাকানের জলদস্যুদের

অধ্যায় ২: সংস্কৃতির মিলন

১) ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি কে রচনা করেন? – কৃষ্ণদাস কবীরাজ
২) ভক্তিবাদী ধর্মপ্রচারকরা কিসে বিশ্বাসী ছিলেন? – একেশ্বরবাদে
৩) দোঁহা কে রচনা করেন? – কবির
৪) ভক্তি আন্দোলনের সূচনা ভারতে প্রথম কোন অঞ্চলে হয়েছিল? – দাক্ষিণাত্যে
৫) সুফিবাদে শিষ্যকে কী বলা হত? – মুরিদ
৬) কবিরের উপদেশ হিন্দিতে ছোট ছোট দুই পঙক্তির কবিতায় লেখা হত, তাকে কী বলে? – দোঁহা
৭) ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? – মইনউদ্দিন চিশতি
৮) শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কী? – গুরুগ্রন্থ সাহিব
৯) ‘বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র’ বলা হত কোন জায়গাকে? – নবদ্বীপকে
১০) শ্রীচৈতন্যদেব ভক্তি আন্দোলনে কী বিশেষত্ব যোগ করেছিলেন? – কীর্তন
১১) নানকের উপদেশাবলি কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে? – আদি গ্রন্থ / গুরুগ্রন্থ
১২) চিশতি কোথায়? সুরাবর্দি কোথায়? ফিরদৌসি কোথায়? কবির কোথায়? – চিশতি–দিল্লি, সুরাবর্দি–সিন্ধু ও মুলতান, ফিরদৌসি–বিহার, কবির–কাশী
১৩) মীরাবাঈ-এর আরাধ্য দেবতা কে ছিলেন? – শ্রীকৃষ্ণ
১৪) সুফিবাদের অনুগামীদের কী বলা হত? – ফকির
১৫) বাংলায় বৈষ্ণবধর্ম / ভক্তি আন্দোলনের প্রসারে নেতৃত্ব দেন কে? – শ্রীচৈতন্যদেব
১৬) অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনের নেতা কে ছিলেন? – শ্রীমন্ত শঙ্করদেব
১৭) গৌড়ীয় বৈষ্ণবধর্ম মতের প্রধান প্রচারক কে ছিলেন? – শ্রীচৈতন্যদেব
১৮) শ্রীচৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার কোন শতকে করেছিলেন? – খ্রিস্টীয় যোড়শ শতকে
১৯) ভারতে সুরাবর্দি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? – শেখ সিহাবুদ্দিন উমর সুহরাবর্দি
২০) “রাম ও রহিম একই ঈশ্বরের দুটি ভিন্ন নাম” – কে বলেছিলেন? – কবির
২১) শ্রীচৈতন্যদেব সম্পর্কিত তথ্য – পুরীতে মৃত্যু, ঈশ্বরপুরীর কাছে দীক্ষা, মুসলিম শিষ্য যবন হরিদাস, সমসাময়িক সুলতান আলাউদ্দিন হোসেন শাহ → সবই সত্য
২২) একেশ্বরবাদী শ্রীমন্ত শঙ্করদেব কার উপাসক ছিলেন? – শ্রীকৃষ্ণ
২৩) পূর্ব ভারতে ভক্তিবাদের প্রধান প্রচারক কে ছিলেন? – শ্রীচৈতন্যদেব
২৪) শ্রীচৈতন্যদেবের আবির্ভাব কবে হয়? – ১৪৮৬ খ্রিস্টাব্দে
২৫) শ্রীচৈতন্য কাদের কাছে সন্ন্যাস গ্রহণ করেন? – কেশব ভারতী

অধ্যায় ৩: সাম্রাজ্যের রাজধানী

১) বাংলায় ইলিয়াস শাহি শাসনের সূচনা করেছিলেন কে – শামসউদ্দিন ইলিয়াস শাহ
২) ইলিয়াস শাহি বংশের শেষ সুলতান ছিলেন কে – জালালউদ্দিন ফতে শাহ
৩) বাংলায় হোসেন শাহি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে – আলাউদ্দিন হোসেন শাহ
৪) কোন সম্রাট ‘দনুজমর্দনদেব’ নামে খ্যাত – রাজা গণেশ
৫) কাকে ‘গুণরাজ খাঁ’ উপাধি দেন সুলতান বারবক শাহ – মালাধর বসুকে
৬) কাকে ‘বাংলার আকবর’ বলা হয় – হোসেন শাহকে
৭) ‘সত্যরাজ খাঁ’ উপাধি দেন কাকে আলাউদ্দিন হোসেন শাহ – মালাধর বসুর পুত্রকে
৮) সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন কে – বিরূপাক্ষ
৯) কত সালে ইলিয়াস শাহি বংশের অবসান ঘটে – 1487 খ্রিস্টাব্দে
১০) ‘আমুক্তমাল্যদা’ গ্রন্থটির ভাষা কোনটি – তেলুগু
১১) বাণীহাটির যুদ্ধ হয়েছিল কত সালে – 1565 খ্রিস্টাব্দে
১২) ইলিয়াস শাহের আমলে দিল্লির কোন সুলতান বাংলা আক্রমণ করেন – ফিরোজ তুঘলক
১৩) বারবক শাহ কাকে ‘পণ্ডিত সার্বভৌম’ উপাধি দেন – বৃহস্পতি মিশ্রকে
১৪) কোন সুলতান চিনা সম্রাট ইয়ুংলোর কাছে দূত পাঠান – গিয়াসউদ্দিন আজম শাহ
১৫) বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন কে – ফিরোজ শাহ
১৬) শ্রীচৈতন্যদেবের আবির্ভাব হয় কোন সুলতানের আমলে – আলাউদ্দিন হোসেন শাহ
১৭) ‘শরফনামা’ শব্দকোষের রচয়িতা কে – ইব্রাহিম ফারুকি
১৮) ইলিয়াস শাহি বংশের রাজধানী ছিল কোথায় – পাণ্ডুয়া
১৯) বাংলার কোন সুলতান হাবসি সেনাদের দমন করে শান্তি আনেন – আলাউদ্দিন হোসেন শাহ
২০) হোসেন শাহ কাকে ‘সাকর মল্লিক’ উপাধি দেন – সনাতন গোস্বামীকে
২১) বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হত – দক্ষিণী
২২) কত সালে বাংলায় হোসেন শাহি বংশের শাসন শুরু হয় – 1493 খ্রিস্টাব্দে
২৩) কৃষ্ণদেব রায়ের তেলুগু ভাষার রাজনীতি বিষয়ক গ্রন্থ কোনটি – আমুক্তমাল্যদা
২৪) বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় কত সালে – 1336 খ্রিস্টাব্দে
২৫) বাংলায় হোসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন কে – আলাউদ্দিন হোসেন শাহ
২৬) হাম্পিতে বিঠ্ঠলস্বামী মন্দির নির্মাণ করেন কে – কৃষ্ণদেব রায়

তোমাদের সেমিস্টারের প্রস্তুতি, মক টেস্ট, প্র‍্যাকটিস MCQ জন্য অবশ্যই EduTips App – বিনামূল্যে কোর্সে জয়েন করতে পারো।

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

অধ্যায় ৪: ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ

১) আফ্রিকায় সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করে কারা – পোর্তুগিজরা
২) 1843 সালে চিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় – বগের সন্ধি
৩) ‘নতুন বিশ্ব’ কথাটি প্রথম ব্যবহার করেন কে – আমেরিগো ভেসপুচি
৪) ভাস্কো-দা-গামা ভারতে প্রথম কোন বন্দরে আসেন – কালিকট
৫) যে নীতির মাধ্যমে শক্তিশালী দেশ অন্য দেশে শাসন করে – সাম্রাজ্যবাদ
৬) ‘দ্য ওয়েলথ অব নেশনস’-এর লেখক কে – অ্যাডাম স্মিথ
৭) চিনে ইউরোপীয় বাণিজ্যিক সম্পর্ক শুরু হয় কোন বন্দর দিয়ে – ম্যাকাও
৮) বর্ণবৈষম্য নীতি কোন দেশে চালু ছিল – ভারত ও দক্ষিণ আফ্রিকা
৯) ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল – হল্যান্ডের
১০) পিকিং কনভেনশন কবে স্বাক্ষরিত হয় – 1860 খ্রিস্টাব্দে
১১) পাবলো পিকাসো কোন দেশের শিল্প দ্বারা প্রভাবিত হন – আফ্রিকার
১২) 1842 সালের 29 আগস্ট চিনে কোন চুক্তি স্বাক্ষরিত হয় – নানকিং-এর সন্ধি
১৩) শিল্পবিপ্লব প্রথম শুরু হয়েছিল কোথায় – ইংল্যান্ডে
১৪) ‘শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ ধারণাটি প্রচার করেন কে – রুডইয়ার্ড কিপলিং
১৫) শিমনোসেকি চুক্তি কার মধ্যে হয়েছিল – চিন ও জাপান
১৬) ‘রেড ইন্ডিয়ান’ নামে পরিচিত কারা – উত্তর আমেরিকার অধিবাসীরা
১৭) ভাস্কো-দা-গামা ছিলেন কোন দেশের – পর্তুগিজ
১৮) “সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের প্রত্যক্ষ সম্প্রসারিত রূপ”— এই উক্তি কার – লেনিন
১৯) ভারতবর্ষে উপনিবেশ ছিল কোন দেশের – ব্রিটেনের
২০) ‘ইম্পিরিয়ালিজম: এ স্টাডি’ বইটির লেখক কে – জে এ হবসন
২১) চিনে বিদেশিদের উপর কঠোর নীতি কী নামে পরিচিত ছিল – রুদ্ধদ্বার নীতি

অধ্যায় ৫: ঔপনিবেশিক নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক সমূহ

১) আলিনগরের চুক্তি স্বাক্ষরিত হয় – ইংরেজ ও সিরাজ-উদ-দৌলার মধ্যে
২) ‘স্বত্ববিলোপ নীতি’ চালু হয় – ১৮৪৮ খ্রিস্টাব্দে
৩) অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন – লর্ড ওয়েলেসলি
৪) নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন – লর্ড কর্নওয়ালিশ
৫) বাংলায় ‘দ্বৈত শাসন ব্যবস্থা’ চালু করেন – রবার্ট ক্লাইভ
৬) বক্সারের যুদ্ধ সংঘটিত হয় – ১৭৬৪ খ্রিস্টাব্দে
৭) প্রথম চা-শিল্পের সূচনা হয়েছিল – আসামে
৮) অবশিল্পায়ন হল শিল্পায়নের বিপরীত অবস্থা—এর কারণ – ব্রিটিশ শোষণে কুটিরশিল্প ধ্বংস
৯) ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় – ১৮৫৩ খ্রিস্টাব্দে
১০) সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
১১) ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন – ওয়ারেন হেস্টিংস
১২) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় – ১৮০০ খ্রিস্টাব্দে
১৩) বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান – ওয়ারেন হেস্টিংস
১৪) ভারতীয় রেলপথের সূচনা করেন – লর্ড ডালহৌসি
১৫) ভারতে ব্রিটিশ শাসনের “ইস্পাত কাঠামো” বলা হয় – আমলাতন্ত্রকে
১৬) TISCO প্রতিষ্ঠিত হয় – ১৯০৭ খ্রিস্টাব্দে জামশেদপুরে
১৭) ছিয়াত্তরের মন্বন্তরের সময় বাংলার গভর্নর ছিলেন – লর্ড কার্টিয়ার
১৮) কলকাতা দখলের পর সিরাজ-উদ-দৌলা নতুন নামকরণ করেন – আলিনগর
১৯) বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন – মুর্শিদকুলি খাঁ
২০) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন – স্যার এলিজা ইম্পে
২১) Tata Iron and Steel Company (TISCO) প্রতিষ্ঠিত হয় – ১৯০৭ খ্রিস্টাব্দে
২২) ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় – বোম্বাই – থানে
২৩) গ্যারান্টি প্রথা যুক্ত ছিল – রেলপথের প্রসারের সঙ্গে

✅ তোমরা সংগ্রহ করতে পারো অধ্যায় ভিত্তিক Chapterwise MCQ All Types)👇নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 40 টাকা]

WBCHSE HS 3rd Sem Philosophy Darshan MCQ Suggestion Smart Notes PDF
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

WBCHSE HS 3rd Semester History Suggestion 2025 PDF: উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ডাউনলোড

তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে শুধু মুখস্থ নয়, প্রতিটি অধ্যায় পরিষ্কারভাবে বুঝতে হবে। পরীক্ষার আগে One Liner প্রশ্নোত্তর অনুশীলন করলে দ্রুত রিভিশন হবে ও উত্তর দেওয়ার দক্ষতা বাড়বে

সাজেশনতথ্য
HS 3rd Semester History Suggestion (অধ্যায় ভিত্তিক ইতিহাস তৃতীয় সেমিস্টার প্রশ্ন উত্তর) 10 Pages
↓ PDF Download 1.5 MB
উচ্চমাধ্যমিক 3rd Sem সমস্ত বিষয়ের সাজেশনClick Here

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

ইতিহাস পড়ার সময় বিশেষ করে তারিখ, ঘটনা ও ব্যক্তিত্বগুলিকে গল্পের মতো করে পড়লে মনে রাখা অনেক সহজ হয়। তবে পাঠ্যবই ভালোভাবে পড়াও অত্যন্ত জরুরি।

HS 3rd Semester History Suggestion, HS 3rd Semester History MCQ, HS 3rd Semester Exam History Suggestion, HS History 3rd Semester Notes, HS 3rd Semester History MCQ Question Answer PDF, উচ্চ মাধ্যমিক ৩য় সেমিস্টার ইতিহাস সাজেশন, উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর PDF

Join Group

Telegram