HS 3rd Semester Education Question Paper 2025 PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সহ!

Anjan Mahata

Updated on:

Follow Us Share
HS 3rd Semester Education Question Paper Answer MCQ WBCHSE

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এরপর উচ্চ মাধ্যমিক আর্টস বিভাগের গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষাবিজ্ঞান (Education) এর পরীক্ষা ছিল ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Education Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শেয়ার করা হলো।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার শিক্ষাবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Education Question Paper 2025 PDF

উচ্চ মাধ্যমিক আর্টস বিভাগের জনপ্রিয় একটি বিষয় হল এডুকেশন, উচ্চমাধ্যমিক আর্টস বিভাগের একাধিক ছাত্র-ছাত্রী এই বিষয়টি নিয়ে থাকে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এই বিষয়ের পরীক্ষাটি ছিল ১২ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। এক্ষেত্রে অন্যান্য বিষয়ের মতই এই বিষয়ের ক্ষেত্রেও নির্ধারিত সময় ছিল 1 ঘন্টা 15 মিনিট।

বিষয়তথ্য
বিষয়শিক্ষাবিজ্ঞান
পূর্ণমান40
পরীক্ষার তারিখ12th September, 2025

HS 3rd Semester Education Answer 2025: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্নপত্র সমাধান

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের এডুকেশন পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখার জন্য এখানে সঠিক সমাধান দেওয়া হলো।

(১) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো 👉 রাধাকৃষ্ণান কমিশন
(২) কোন্ কমিশন ‘বহুমুখী (Multipurpose) বিদ্যালয়’ প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? 👉 মুদালিয়র কমিশন
(৩) ‘ত্রিভাষা সূত্রের’ কথা প্রথম কোন্ কমিশন উল্লেখ করেছিল? 👉 কোঠারী কমিশন
(৪) শিক্ষা কমিশন (1964-66) প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো 👉 10+2+3
(৫) ‘অপারেশন ব্ল্যাকবোর্ড’ কার সাথে সংযুক্ত 👉 প্রাথমিক শিক্ষা
(৬) 2020 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হলো 👉 5+3+3+4
(৭) ‘DIET’ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল 👉 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে
(৮) সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় 👉 উল্লম্ব সাম্যাবস্থা
(৯) নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও 👉 (i) 21A নং ধারা – শিক্ষার অধিকার আইন, (ii) 338 নং ধারা – তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য জাতীয় কমিশন প্রতিষ্ঠা, (iii) 29(2) নং ধারা – সরকারী সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশাধিকারে কোনো নাগরিককে বঞ্চিত করা, (iv) 15(4) নং ধারা – প্রশ্চাৎপদ শ্রেণীর নাগরিকদের সামাজিক উন্নয়নে রাজ্য সরকারগুলি বিশেষ ব্যবস্থা নেবে
(১০) EWS শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় 👉 8 লক্ষ
(১১) ‘মাতৃভাষাই মাতৃদগ্ধ’ – একথা বলেছিলেন 👉 রবীন্দ্রনাথ ঠাকুর
(১২) ‘নঈ-তালিম’ শিক্ষা প্রবর্তন করেন 👉 মহাত্মা গান্ধী
(১৩) নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? 👉 ভারত পথিক
(১৪) শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলেন 👉 রুশো
(১৫) “Education is the manifestation of perfection already in man.” – একথা বলেছিলেন 👉 বিবেকানন্দ
(১৬) ‘Laboratory School’ প্রতিষ্ঠা করেন 👉 জন ডিউই
(১৭) “School is a miniature of society.” – একথা বলেছিলেন 👉 জন ডিউই
(১৮) ‘নেতিবাচক শিক্ষা’র কথা বলেছিলেন 👉 রুশো
(১৯) নীচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও 👉 (i) এমিল – রুশো, (ii) ওয়ার্ধা পরিকল্পনা – গান্ধীজী, (iii) শ্রীনিকেতন – রবীন্দ্রনাথ, (iv) গণতন্ত্র ও শিক্ষা – জন ডিউই
(২০) বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় 👉 1921
(২১) ‘CWSN’-এর সম্পূর্ণ রূপ হলো 👉 Children with Special Needs
(২২) লেখার ক্ষেত্রে স্টাইলাস (Stylus) সাহায্যে নেয় 👉 দৃষ্টিহীন শিশুরা
(২৩) সম্পূর্ণ বধির শিশুরা ………………. ডেসিবেল-এর বেশি শব্দ শুনতে পারে না। 👉 40
(২৪) ‘শিখন অক্ষমতা’ শব্দটির জনক হলেন 👉 সামুয়েল কার্ক
(২৫) ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় চালু হয় 👉 বোম্বাই
(২৬) স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও 👉 (i) ভাষা ও প্রক্রিয়াকরণ সমস্যা – ডিসলেক্সিয়া, (ii) গণিত সম্পর্কিত সমস্যা – ডিসক্যালকুলিয়া, (iii) লেখার সমস্যা – ডিসগ্রাফিয়া, (iv) সুক্ষ্ম সঞ্চালনমূলক সমস – ডিসপ্রাক্সিয়া
(২৭) ‘অকটেভ ব্যান্ড’ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়? 👉 বধিরতা
(২৮) নিম্নলিখিত কোনোটি দৃষ্টিহীনদের শিক্ষার প্রয়োজনীয় নয়? 👉 ছোটো অক্ষরে বই
(২৯) নিম্নলিখিত কোন্ বিষয়টি ইনক্লুসিভ শিক্ষার মূল নীতির মধ্যে পড়ে না? 👉 বৈচিত্র একটি সম্পদ
(৩০) নিচের কোনাটি ‘অটিজম’-এর বৈশিষ্ট্য নয়? 👉 সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা
(৩১) UEE-এর পূর্ণ রূপ কী? 👉 Universalization of Elementary Education
(৩২) ডেলরস কমিশন গঠন করেছিল 👉UNESCO
(৩৩) নিচের কোনটি ডেলরস রিপোর্টের চারটি স্তম্ভের অন্তর্গত নয়? 👉 সু-স্বাস্থ্যের জন্য শিখন
(৩৪) কোন্ আন্তর্জাতিক সম্মেলনে ‘Education for All’ কর্মসূচীটি গৃহীত হয়েছিল? 👉 জমটিয়েন, থাইল্যান্ড
(৩৫) ডেলরস কমিশনের প্রতিবেদনটির নাম হলো 👉 শিখন: একটি অন্তর্নিহিত সম্পদ
(৩৬) RTE Act কার্যকরী হয় 👉 2010 সালে
(৩৭) ইতিবাচক মনোবিজ্ঞানের জনক ছিলেন 👉 মার্টিন সেলিগম্যান
(৩৮) সেলিগম্যানের ‘PERMA’ মডেলের ‘A’ কথাটির অর্থ হলো 👉 Accomplishment
(৩৯)নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? 👉 আশা
(৪০) নিচের কোন্ বিষয়টি ‘Well-being’-এর উপাদান নয়? 👉 ক্রমাগত ভয় ও উদ্বেগ

HS 3rd Sem Education Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্নপত্র ডাউনলোড

২০২৫-২৬ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকে নতুন সেমিস্টার ভিত্তিক পরীক্ষার সূচনা হয়েছে। এর ফলে অনেক ছাত্রছাত্রী ও অভিভাবকের মনে প্রশ্ন জেগেছে, নতুন পদ্ধতিতে প্রশ্নপত্র কেমন হচ্ছে। তাই উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের Education (শিক্ষাবিজ্ঞান) বিষয়ের আসল বোর্ড প্রশ্নপত্রের PDF এখানে দেওয়া হলো। নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই প্রশ্নপত্রটি সহজেই সংগ্রহ করে নিতে পারবেন।

যারা আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, পরীক্ষার আগে আগের বছরের প্রশ্নপত্র দেখে প্রস্তুতি নিলে বোঝা যায় কী ধরনের প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে ইত্যাদি। ফলে পড়াশোনায় সহজে পরিকল্পনা করা যায়। এই প্রশ্নপত্রটি ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের জন্যও উপকারী হবে।

পরবর্তী সমস্ত বিষয়ের সাজেশন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার All Subjects সাজেশন (Click Here →)

ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোডতথ্য
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার এডুকেশন প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Education Question Paper pdf) 3 MB
↓ Download Pdf

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

WBCHSE HS 3rd Sem Bengali Smart Notes PDF Official
 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram