2025-26 শিক্ষাবর্ষে ইতিমধ্যে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের একাধিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সায়েন্স বিভাগের পদার্থবিদ্যা কম্পিউটার সায়েন্স বিষয়ের পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সায়েন্স বিভাগের গুরুত্বপূর্ণ একটি বিষয় রসায়ন পরীক্ষা ছিল। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Chemistry Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Chemistry Question Paper 2025 PDF
উচ্চমাধ্যমিক সায়েন্স বিভাগের রসায়ন বিষয়টি যেহেতু একটি প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয় তাই এই বিষয়ের পূর্ণমান হলো ৩৫ নাম্বার এবং পরীক্ষায় এই বিষয়ের জন্য নির্ধারিত সময় 1 ঘন্টা 15 মিনিট। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রসায়ন পরীক্ষাটি ছিল ১৬ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার এবং পরীক্ষা শুরু হয়েছিল সকাল ১০ টা থেকে ও পরীক্ষা শেষ হয় 11:15 মিনিট।
| বিষয় | তথ্য |
|---|---|
| বিষয় | রসায়ন |
| পূর্ণমান | 35 |
| পরীক্ষার তারিখ | 16th September, 2025 |
HS 3rd Sem Chemistry Question Paper Answer Key Solution: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কেমিস্ট্রি উত্তরপত্র
1. (A) নীচের বিক্রিয়াতে উৎপন্ন যৌগ X ও Y-কে শনাক্ত করো: উত্তর: (A) X: R-OH, Y: CH3I – Anisole on reaction with HI forms phenol and methyl iodide 
2. নীচের কোন্ পলিমারটি সংঘনন পলিমারাইজেশান (condensation polymerization) দ্বারা প্রস্তুত করা হয়? সঠিক উত্তর: (C) নাইলন-6, 6
3. প্রোটিনের প্রতিটি পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামাইনো অ্যাসিডগুলি নির্দিষ্ট ক্রমিক বিন্যাসে সংযুক্ত থাকে। অ্যামাইনো অ্যাসিডগুলির এই নির্দিষ্ট বিন্যাসকে কী বলে? সঠিক উত্তর: (A) প্রোটিনের প্রাইমারী গঠন
4. নীচের কোন্ ক্ষারকটি DNA-তে অনুপস্থিত? উত্তর: (C) ইউরাসিল
5. সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠনটি হলো: উত্তর: (D) H3N+ −CH2−COO−
6. নীচের দ্বিমেরু ভ্রামক (Dipole moment) শূন্য (zero)? উত্তর: (C) XeF4
7. নীচের কোন্টির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? উত্তর: (D) O
8. নীচের কোনটি সবচেয়ে বেশী আম্লিক? উত্তর: (C) HClO4
9. নীচের কোন্টি বিজারণ দ্বারা অস্থায়ী বিরঞ্জন ঘটায়? উত্তর: (C) SO2
ব্যাখ্যা: সালফার ডাইঅক্সাইড (SO2) বিজারণের মাধ্যমে অস্থায়ী বিরঞ্জন ঘটায়, কারণ এটি জলীয় মাধ্যমে একটি বিজারক পদার্থ হিসেবে কাজ করে এবং রঙিন পদার্থকে বর্ণহীন পদার্থে পরিণত করে।
10. XeF6 যৌগটির ক্ষেত্রে নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয়? উত্তর: (A) Xe-এর জারণ সংখ্যা +6
ব্যাখ্যা: XeF6 যৌগটিতে জেনন (Xe)-এর জারণ সংখ্যা +6। কিন্তু এটি XeF6 এর একটি সঠিক বৈশিষ্ট্য, ভুল নয়। অন্য বিকল্পগুলি পরীক্ষা করলে দেখা যায়, XeF6-তে Xe-এর সংকরায়ন sp3d3 এবং এর আকৃতি বিকৃত অষ্টতলকীয়। জলীয় মাধ্যমে এটি আদ্রবিশ্লেষিত হয়ে Xe, HF ও O2 উৎপন্ন করে না।
11. নীচের কোন্ দ্রবণটির হিমাঙ্ক সর্বনিম্ন? উত্তর: (C) 1(m) MgCl2
ব্যাখ্যা: হিমাঙ্ক অবনমন একটি সংখ্যাগত ধর্ম (colligative property), যা দ্রবণের কণার সংখ্যার উপর নির্ভরশীল। MgCl2 দ্রবণে প্রতি অণুতে তিনটি কণা (Mg2+ এবং দুটি Cl−) উৎপন্ন হয়, যা অন্যান্য বিকল্পের (গ্লুকোজ, সুক্রোজ এবং KCl) তুলনায় বেশি। তাই, MgCl2 দ্রবণের হিমাঙ্ক সর্বনিম্ন হবে।
12. নীচের কোন্ গ্যাসটি হেনরির সূত্র মেনে চলে না? উত্তর: (B) NH3
ব্যাখ্যা: হেনরির সূত্র এমন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য যা দ্রাবকের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। অ্যামোনিয়া (NH3) জলীয় দ্রবণে জলীয় মাধ্যমের সাথে বিক্রিয়া করে, তাই এটি হেনরির সূত্র মেনে চলে না।
13. কীভাবে লায়োফোবিক সল সংরক্ষণ করা যায়? উত্তর: (D) লায়োফিলিক সল যোগ করে
ব্যাখ্যা: লায়োফোবিক সলগুলি তুলনামূলকভাবে কম স্থিতিশীল। লায়োফিলিক সল যোগ করলে লায়োফোবিক কণাগুলির চারপাশে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি হয়, যা সেগুলিকে জমাট বাঁধা থেকে রক্ষা করে।
14. নীচের কোন্ ক্ষেত্রে তঞ্চন (coagulation) হয় না? উত্তর: (C) পেপটাইজেশান
15. যদি 100 গ্রাম জলে, 10 গ্রাম অ-বিয়োজিত, অ-সমযোজিত একটি কঠিন দ্রাব (আণবিক ভর 100) যোগ করা হলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় ΔTb, তবে জলের স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক ‘Kb’ হবে।
সঠিক উত্তর: (B) ΔTb
ব্যাখ্যা: স্ফুটনাঙ্ক উন্নয়নের সূত্র অনুযায়ী, ΔTb=Kb×m, যেখানে m হলো মোলালিটি। এখানে, দ্রাবের ভর = 10 গ্রাম দ্রাবের আণবিক ভর = 100 দ্রাবকের ভর = 100 গ্রাম মোলালিটি (m) = (দ্রাবের ভর / আণবিক ভর) / (দ্রাবকের ভর / 1000) = (10 / 100) / (100 / 1000) = (0.1) / (0.1) = 1 সুতরাং, ΔTb=Kb×1 বা, Kb=ΔTb
16. সঠিক বিকল্পটি হল: (B) OCH3-C₆H₄-CH₂-OCH₃
17. নিম্নলিখিত যৌগগুলির আম্লিকতার ক্রম সঠিক ক্রমটি হলো: (B) II > IV > I > III
18. The correct IUPAC name for the given compound is (A) (1R)-1-bromoethan-1-ol.
19. (A) i) CHCl3, NaOH, 60-80°C ii) dil. HCI
এই রূপান্তরটি, যেখানে ফেনল থেকে স্যালিসিলিক অ্যালডিহাইড তৈরি হচ্ছে, এটি রাইমার-টিম্যান বিক্রিয়া (Reimer-Tiemann reaction) নামে পরিচিত। এই বিক্রিয়ায় ব্যবহৃত বিকারকটি হলো ক্লোরোফর্ম (CHCl3CHCl sub 3CHCl3) এবং একটি ক্ষার, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOHNaOHNaOH)।
20. নীচের কোন্ যৌগটি ক্ষারীয় মাধ্যমে I2-র সঙ্গে বিক্রিয়ায় হলুদ বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে? – সঠিক উত্তর: (C) প্রোপান-2-অল
21. নীচের কোন্ বিকারক ব্যবহার করে গ্লুকোজ ও ফুক্টোজ-এর মধ্যে পার্থক্য করা যাবে? – B) ফেলিং’স বিকারক
22. সুক্রোজের আদ্রবিশ্লেষণে গ্লুকোজ এবং ফ্রূকটোজ উৎপন্ন হয় এবং আপেক্ষিক আলোকীয় আবর্তন (specific optical rotation)-এর পরিবর্তন ঘটে। এই ঘটনাটি হলো – (B) ইনভার্সন
[সুক্রোজ এর আর্দ্র বিশ্লেষণে আপেক্ষিক আলোকীয় আবর্তনের পরিবর্তনকে “চিনির উল্টো” (Inversion of Sugar) বা “আলোকীয় আবর্তনের বিপরীতকরণ” (Optical Inversion) বলা হয়। এই ঘটনায়, সুক্রোজের ডেক্সট্রোরোটেটরি দ্রবণ (যা আলোর ডানদিকে ঘুরিয়ে দেয়) আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়, যা একটি লিভোরোটেটরি মিশ্রণ (যা আলোর বামদিকে ঘুরিয়ে দেয়), ফলে মোট আপেক্ষিক আলোকীয় আবর্তন পরিবর্তিত হয়।]
23. অলিফিনের যুত পলিমারাইজেশান-এ ব্যবহৃত অনুঘটক – (A) জিগলার–নাট্টা অনুঘটক
24. অ্যাক্রাইলো-নাইট্রাইল (Acrylonitrile) মনোমার দ্বারা গঠিত পলিমার হলো (A) অরলন (Orlon)।
25. The correct option is (A) (i)-(d), (ii)-(a), (iii)-(b), (iv)-(c).
- (i) P-F রেজিন – (d) নোভোল্যাক: P-F রেজিন (Phenol-Formaldehyde resin) নোভোল্যাক নামেও পরিচিত, যা একটি থার্মোপ্লাস্টিক পলিমার.
- (ii) নিওপ্রিন – (a) ক্লোরোপ্রিন: নিওপ্রিন হলো ক্লোরোপ্রিনের পলিমার, যা সিন্থেটিক রাবার হিসেবে ব্যবহৃত হয়.
- (iii) প্রাকৃতিক রবার – (b) আইসোপ্রিন: প্রাকৃতিক রবার আইসোপ্রিনের পলিমার.
- (iv) নাইলন-6 – (c) ক্যাপ্রোল্যাকটাম: নাইলন-6 ক্যাপ্রোল্যাকটামের পলিমারাইজেশন দ্বারা তৈরি হয়.
26.কুয়াশা কি ধরনের কোলয়েড? উত্তর: (C) গ্যাসের মধ্যে তরল
27. Answer: সুক্রোজ দ্রবণের গাঢ়ত্ব হল- (C) 0.2 M
28. সদ্য প্রস্তুত অধঃক্ষেপে উপযুক্ত তড়িৎবিশ্লেষ্য পদার্থ যোগ করে কোলয়েড দ্রবণ প্রস্তুত
করার প্রক্রিয়াকে বলা হয় (B) পেপটাইজেশান
29. নিচের কোন্ যৌগটিতে পার-অক্সো বন্ধন অনুপস্থিত? Ans – (D) H₂S₂O₇
30. নিচের কোন্ যৌগ-যুগ্ম জারণ ও বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করে? সঠিক উত্তর হল (C) CO₂, SO₂।
31. অনিয়তাকার কঠিন পদার্থ, গ্যাস (Y) এবং গ্যাস (Z) সনাক্তকরণ উত্তর: (A) X-S; Y- SO2; Z – SO3
32. Fe-এর উপস্থিতিতে Cl₂-এর সঙ্গে টলুইনের বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য বিক্রিয়াজাত জৈব যৌগটি হলো (C) টলুইনের প্যারা-ক্লোরো ডেরিভেটিভ।
33. কোন যৌগটি SN1 বিক্রিয়ায় রেসিমিক মিশ্রণ দেবে? সঠিক উত্তর: (B) II
34. যেই বিক্রিয়াটি ভুল – (C) CH3Br + AgF △→ CH3F + AgBr; সটেন-ব্যোমান বিক্রিয়া
35. গ্যাটারম্যান বিক্রিয়ায় নীচের কোন বিকারকটি ব্যবহৃত হয়? উত্তর: (C) HC1/Cu
গ্যাটারম্যান বিক্রিয়ায় অ্যারাইল হ্যালাইড তৈরি করার জন্য তামার গুঁড়া (Cu powder) এবং সংশ্লিষ্ট হ্যালোজেন অ্যাসিড (যেমন HCl বা HBr) ব্যবহার করা হয়, যা স্যান্ডমেয়ার বিক্রিয়ার একটি পরিবর্তন। এই বিক্রিয়াটি অ্যারাইল ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যারাইল হ্যালাইড সংশ্লেষণে ব্যবহৃত হয়।
HS 3rd Sem Chemistry Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র ডাউনলোড
সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে চলতি শিক্ষাবর্ষ থেকে তাই প্রশ্নপত্র কেমন হয়েছে এটা জানার ইচ্ছা সকলের থাকে, তাই আজকের এই প্রতিবেদনে উচ্চমাধ্যমিক সায়েন্স বিভাগের গুরুত্বপূর্ণ একটি বিষয় HS 3rd Semester Chemistry Question Paper এর PDF দেওয়া হল। নিচে ডাউনলোড অপশন এ ক্লিক করে সহজেই প্রশ্নপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন।
এই প্রশ্নপত্রটি বিগত বছরগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার আগে বিগত বছরের প্রশ্ন এনালাইস করা খুবই জরুরী, এক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র সম্পর্কে সম্পূর্ণ ধারণা সৃষ্টি হয়। তাই ছাত্রছাত্রী অভিভাবক অবিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে প্রশ্নপত্রের পিডিএফ নিচে দেওয়া হল।
পরবর্তী সমস্ত বিষয়ের সাজেশন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার All Subjects সাজেশন (Click Here →)
ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
| ডাউনলোড | তথ্য |
|---|---|
| উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার রসায়ন প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Chemistry Question Paper pdf) | 3 MB |
| ↓ Download Pdf | 47 Pages ✅ |
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
মাস্টারক্লাস সাজেশনটি নিচের লিংকে সংগ্রহ করে নাও 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »





