উচ্চ মাধ্যমিক (HS) 3rd Semester Business Studies পরীক্ষা ২০২৫ যারা কমার্স (Commerce) মাধ্যমে পড়াশোনা করছে তাদের জন্য এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকালই রয়েছে বিজনেস স্টাডিস পরীক্ষা, আর শেষ মুহূর্তে সঠিক সাজেশন দেখে নেওয়া খুবই প্রয়োজন। এখানে দেওয়া হলো HS 3rd Semester Business Studies Suggestion 2025 (Last Minute) — যা পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নেওয়া প্রতিটি ছাত্রছাত্রীর জন্য কার্যকরী হবে।
HS 3rd Semester Business Studies Suggestion 2025 | উচ্চ মাধ্যমিক বিজনেস স্টাডিস সাজেশন (Last Minute Important Questions)
👉 বিশেষ কারণে এই সাজেশন পিডিএফ আকারে দেওয়া হচ্ছে না, যাতে ছাত্রছাত্রীরা সরাসরি এই পেজ থেকেই দেখে নিতে পারে। আর যারা ইংরেজি মাধ্যমে পড়ে তারা সহজেই ট্রান্সলেট অপশনের মাধ্যমে পড়তে পারবে।
1. ব্যবস্থাপনার মূল গুরু কে?
(ক) এফ. ডব্লিউ. টেলর
(খ) হেনরি ফেওল
(গ) পিটার ড্রাকার
(ঘ) লুথার গ্যালিক
উত্তর: (খ) হেনরি ফেওল
2. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে?
(ক) লরেন্স এ. অ্যাপ্লি
(খ) এফ. ডব্লিউ. টেলর
(গ) হেনরি ফেওল
(ঘ) জেমস ডি. মুনি
উত্তর: (খ) এফ. ডব্লিউ. টেলর
3. ‘Management’ শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
(ক) ইতালীয়
(খ) ফরাসি
(গ) ইংরেজি
(ঘ) হিন্দি
উত্তর: (ক) ইতালীয়
4. ‘General Industrial Management’ গ্রন্থটি কে লিখেছেন?
(ক) আব্রাহাম মাসলো
(খ) অলিভার শেলডন
(গ) হেনরি ফেওল
(ঘ) হ্যারাল্ড কুনজ
উত্তর: (গ) হেনরি ফেওল
5. “ব্যবস্থাপনা প্রশাসনের তুলনায় ব্যাপক অর্থ বহন করে”—এই উক্তিটি কে করেছেন?
(ক) স্পিগেল
(খ) ই. এফ. এল. ব্রিচ
(গ) অলিভার শেলডন
(ঘ) জে. এল. ম্যাসি
উত্তর: (খ) ই. এফ. এল. ব্রিচ
6. ব্যবস্থাপনার শেষ ধাপ কোনটি?
(ক) নির্দেশ
(খ) সমন্বয়
(গ) নিয়ন্ত্রণ
(ঘ) সংগঠন
উত্তর: (গ) নিয়ন্ত্রণ
7. “Management-এর প্রতিটি কাজই সমন্বয়ের অনুশীলন”—এই সংজ্ঞাটি কে দিয়েছেন?
(ক) হেনরি ফেওল
(খ) জে. এল. ম্যাসি
(গ) এম. পি. ফোলেট
(ঘ) কুনজ ও ও’ডোনেল
উত্তর: (গ) এম. পি. ফোলেট
8. Management কী?
(ক) শিল্প (Art)
(খ) বিজ্ঞান (Science)
(গ) বিজ্ঞান ও শিল্প উভয়ের সমন্বয়
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (গ) বিজ্ঞান ও শিল্প উভয়ের সমন্বয়
9. আধুনিক বিপণনের ধারণা কোনটি?
(ক) উৎপাদন ভিত্তিক
(খ) পণ্য ভিত্তিক
(গ) সামাজিকভাবে ভিত্তিক
(ঘ) বিক্রয় ভিত্তিক
উত্তর: (গ) সামাজিকভাবে ভিত্তিক
10. ‘Marketing Maye Piya’ বইয়ের রচয়িতা কে?
(ক) পিটার ড্রাকার
(খ) এফ. ই. ক্লার্ক
(গ) এল. এইচ. হ্যানি
(ঘ) থিওডর লেভিট
উত্তর: (ঘ) থিওডর লেভিট
11. পিটার ড্রাকারের মতে ব্যবসার প্রধান লক্ষ্য হওয়া উচিত—
(ক) মুনাফা অর্জন
(খ) জনকল্যাণ
(গ) ক্রেতা সৃষ্টি
(ঘ) বিক্রয় বৃদ্ধি
উত্তর: (গ) ক্রেতা সৃষ্টি
12. পণ্যের নামকরণ বা বর্ণনায় ব্যবহৃত হয়—
(ক) প্রতীক
(খ) নাম
(গ) নকশার চিহ্ন
(ঘ) উল্লিখিত সবগুলো
উত্তর: (ঘ) উল্লিখিত সবগুলো
13. ভোক্তা সুরক্ষা আইন কার্যকর হয়—
(ক) ১৫ এপ্রিল ১৯১৯
(খ) ১৫ এপ্রিল ২০১২
(গ) ২০ জুলাই ২০১৪
(ঘ) ২০ জুলাই ২০২০
উত্তর: (ঘ) ২০ জুলাই ২০২০
14. রাজ্য কমিশনের সভাপতি নিয়োগ করেন—
(ক) সুপ্রিম কোর্ট
(খ) রাজ্য সরকার
(গ) কেন্দ্র সরকার
(ঘ) রাজ্যপাল
উত্তর: (খ) রাজ্য সরকার
15. জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন করা হয়—
(ক) ১৫ মার্চ
(খ) ৫ জুন
(গ) ২৩ সেপ্টেম্বর
(ঘ) ২৫ সেপ্টেম্বর
উত্তর: (ক) ১৫ মার্চ
16. ভোক্তা সুরক্ষা আন্দোলনের অগ্রদূত কে?
(ক) রালফ নাডার
(খ) এল. এইচ. হ্যানি
(গ) রিচার্ড ক্যান্টিলন
(ঘ) আর. এন. ওয়েন
উত্তর: (ক) রালফ নাডার
17. ‘ইকো মার্ক’ প্রকল্প চালু করেছে—
(ক) রাজ্য সরকার
(খ) কেন্দ্র সরকার
(গ) মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়
(ঘ) পরিবেশ ও বন মন্ত্রণালয়
উত্তর: (ঘ) পরিবেশ ও বন মন্ত্রণালয়
18. জাতীয় কমিশন সেইসব অভিযোগ শুনতে পারে যেখানে ক্ষতিপূরণের পরিমাণ—
(ক) ১ কোটির বেশি
(খ) ১০ কোটির বেশি
(গ) ১০ কোটির কম
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (খ) ১০ কোটির বেশি
19. রাজ্য কমিশনের আদেশের বিরুদ্ধে জাতীয় কমিশনে আপিল করা যায়—
(ক) ৩০ দিনের মধ্যে
(খ) ৬০ দিনের মধ্যে
(গ) ৬ মাসের মধ্যে
(ঘ) ১ বছরের মধ্যে
উত্তর: (খ) ৬০ দিনের মধ্যে
20. ‘PIL’-এর পূর্ণরূপ কী?
(ক) প্রোটেকশন অব ইন্ডিয়ান লেবারস
(খ) পাবলিক ইন্টারেস্ট লাইবিলিটি
(গ) প্রোটেকশন অব ইন্টারেস্ট অন লোন
(ঘ) পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন
উত্তর: (ঘ) পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন
21. ভারতে ভোক্তা সুরক্ষা আইন চালু হয়—
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮৪ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯১ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
22. ভোক্তা সুরক্ষা আইনের কোন ধারা শাস্তিযোগ্য?
(ক) ধারা ২৭
(খ) ধারা ২১
(গ) ধারা ১৭
(ঘ) ধারা ১৬
উত্তর: (ক) ধারা ২৭
23. ‘এনজিও লিগ্যাল এইড সোসাইটি’ কোথায় অবস্থিত?
(ক) মুম্বাই
(খ) তামিলনাড়ু
(গ) কলকাতা
(ঘ) নয়াদিল্লি
উত্তর: (ঘ) নয়াদিল্লি
24. জাতীয় কমিশন গঠনের নির্বাচনী কমিটির সদস্য সংখ্যা কত?
(ক) ৩ জন
(খ) ৫ জন
(গ) ৭ জন
(ঘ) ১০ জন
উত্তর: (খ) ৫ জন
25. __________ উদ্দেশ্য ও নীতিমালার তত্ত্বাবধান করে সেগুলি হিসাববিদ্যায় প্রয়োগ করে।
(ক) প্রশাসন
(খ) ব্যবস্থাপনা
(গ) ব্যবস্থাপক
(ঘ) প্রশাসক
উত্তর: (খ) ব্যবস্থাপনা
26. __________ কর্মীদের মধ্যে দ্বন্দ্ব মীমাংসায় সাহায্য করে।
(ক) পরিকল্পনা
(খ) অনুপ্রেরণা
(গ) সহযোগিতা
(ঘ) নিয়ন্ত্রণ
উত্তর: (গ) সহযোগিতা
27. ব্যবস্থাপনার কোন স্তরে ব্যবস্থাপনা পরিচালক অবস্থান করেন?
(ক) উচ্চ স্তর
(খ) মধ্য স্তর
(গ) নিম্ন স্তর
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর: (ক) উচ্চ স্তর
28. Management কোন শাখার অন্তর্গত?
(ক) বিশুদ্ধ বিজ্ঞান
(খ) পরিবেশ বিজ্ঞান
(গ) সমাজবিজ্ঞান
(ঘ) চিকিৎসা বিজ্ঞান
উত্তর: (গ) সমাজবিজ্ঞান
29. ‘PODSCORB’ শব্দটি প্রথম ব্যবহার করেন—
(ক) লরেন্স এ. অ্যাপ্লি
(খ) সি. এম. জর্জ
(গ) লুথার গ্যালিক
(ঘ) এল. অ্যারউইক
উত্তর: (গ) লুথার গ্যালিক
30. একটি প্রতিষ্ঠানের পরিচালক হচ্ছেন—
(ক) শীর্ষ স্তরের ব্যবস্থাপক
(খ) মধ্য স্তরের ব্যবস্থাপক
(গ) নিম্ন স্তরের ব্যবস্থাপক
(ঘ) ব্যবস্থাপক নন
উত্তর: (ক) শীর্ষ স্তরের ব্যবস্থাপক
31. কর্ম ও কর্মীর মধ্যে সুসম্পর্ক স্থাপন করে—
(ক) পরিকল্পনা
(খ) সংগঠন
(গ) সমন্বয়
(ঘ) নিয়ন্ত্রণ
উত্তর: (খ) সংগঠন
32. নিচের কোনটি সমন্বয়ের বৈশিষ্ট্য নয়?
(ক) ব্যক্তিগত প্রচেষ্টা
(খ) দলগত প্রচেষ্টা
(গ) উদ্দেশ্যমূলক প্রচেষ্টা
(ঘ) অবিচ্ছিন্ন প্রক্রিয়া
উত্তর: (ক) ব্যক্তিগত প্রচেষ্টা
33. ব্যবসা ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো বিভিন্ন প্রয়োজন ও লক্ষ্যের মধ্যে ভারসাম্য রক্ষা করা—
(ক) ভারসাম্য বজায় রাখা
(খ) সম্পর্ক স্থাপন করা
(গ) সম্পর্ক উন্নত করা
(ঘ) উল্লিখিত সবগুলো
উত্তর: (ঘ) উল্লিখিত সবগুলো
34. ‘Shop Management’ বইটির রচয়িতা কে?
(ক) হেনরি ফেওল
(খ) এফ. ডব্লিউ. টেলর
(গ) পিটার ড্রাকার
(ঘ) আর্নেস্ট ডেল
উত্তর: (খ) এফ. ডব্লিউ. টেলর
35. টেলরের গবেষণায় নিচের কোন জরিপ সম্পর্কিত নয়?
(ক) গতি অধ্যয়ন (Motion Study)
(খ) সময় জরিপ (Time Study)
(গ) কর্মদক্ষতা জরিপ (Performance Study)
(ঘ) ক্লান্তি জরিপ (Fatigue Study)
উত্তর: (গ) কর্মদক্ষতা জরিপ (Performance Study)
36. ব্যবস্থাপনার নীতি হলো—
(ক) ব্যবহারিক নয়
(খ) সর্বজনীন নয়
(গ) নিরপেক্ষ নয়
(ঘ) নমনীয় নয়
উত্তর: (ঘ) নমনীয় নয়
37. একটি অর্থনীতিকে বিশ্বের অন্যান্য অর্থনীতির সঙ্গে যুক্ত করার প্রক্রিয়াকে কী বলে?
(ক) উদারীকরণ (Liberalization)
(খ) বেসরকারীকরণ (Privatization)
(গ) বিশ্বায়ন (Globalization)
(ঘ) একত্রীকরণ (Consolidation)
উত্তর: (গ) বিশ্বায়ন (Globalization)
38. নতুন শিল্পনীতি ঘোষিত হয়—
(ক) জুলাই ১৯৭৮
(খ) জুলাই ১৯৯১
(গ) জুলাই ১৯৯৬
(ঘ) জুলাই ২০০১
উত্তর: (খ) জুলাই ১৯৯১
39. FDI-এর পূর্ণরূপ কী?
(ক) ফরেন ডিপোজিটরস ইনভেস্টমেন্ট
(খ) ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট
(গ) ফরেন ডাইরেক্ট ইনভেস্টরস
(ঘ) ফরেন ডিপোজিট ইনভেস্টমেন্ট
উত্তর: (খ) ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট
40. ভারতের প্রথম শিল্পনীতি ঘোষণা করা হয়—
(ক) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৫১ খ্রিস্টাব্দে
(গ) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
উত্তর: (ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে
41. কারবারিক পরিবেশ (Business Environment)-এর বৈশিষ্ট্য কোনটি?
(ক) চলমানতা (Mobility)
(খ) অনিশ্চয়তা (Uncertainty)
(গ) জটিলতা (Complexity)
(ঘ) উপরিউক্ত সকলই (All of the above)
উত্তর: (ঘ) উপরিউক্ত সকলই
42. FEMA-এর পূর্ণরূপ কী?
(ক) ফরেন এক্সচেঞ্জ মানি অ্যাক্ট (Foreign Exchange Money Act)
(খ) ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (Foreign Exchange Management Act)
(গ) ফরেন এক্সচেঞ্জ মার্কেট অ্যাক্ট (Foreign Exchange Market Act)
(ঘ) ফ্রি এন্ট্রান্স মার্কেট অ্যাক্ট (Free Entrance Market Act)
উত্তর: (খ) ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট
43. পি. এফ. ড্রাকার (P. F. Drucker)-এর মতে কারবারের (Business) প্রধান লক্ষ্য কী হওয়া উচিত?
(ক) ক্রেতা সৃষ্টি করা (Creation of Customer)
(খ) মুনাফা অর্জন (Profit Making)
(গ) জনকল্যাণ (Public Welfare)
(ঘ) বিক্রয় বৃদ্ধি (Sales Growth)
উত্তর: (ক) ক্রেতা সৃষ্টি করা
44. বিশ্বায়ন (Globalization) কোনটি বাড়াতে সাহায্য করে?
(ক) মুক্ত বাণিজ্য (Free Trade)
(খ) পুঁজির অবাধ গতি (Free Movement of Capital)
(গ) প্রযুক্তির অবাধ গতি (Free Movement of Technology)
(ঘ) উপরিউক্ত সকলই (All of them)
উত্তর: (ঘ) উপরিউক্ত সকলই
45. প্রযুক্তিগত পরিবেশ (Technical Environment) কেমন?
(ক) স্থায়ী (Permanent)
(খ) পরিবর্তনশীল (Variable)
(গ) অচিহ্নিত (Unidentified)
(ঘ) এর কোনোটিই নয় (None of these)
উত্তর: (খ) পরিবর্তনশীল
46. কর্মচারীদের কাজে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করাকে কী বলে?
(ক) ব্যবস্থাপনা (Management)
(খ) পরিকল্পনা (Planning)
(গ) সংগঠন (Organisation)
(ঘ) প্রেরণা (Motivation)
উত্তর: (ঘ) প্রেরণা
47. ফোরম্যান (Foreman) ও ইন্সপেক্টর (Inspector) কোন স্তরের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত?
(ক) শীর্ষ স্তর (Top Level)
(খ) মধ্য স্তর (Middle Level)
(গ) কার্যকরী স্তর (Operational Level)
(ঘ) উপরিউক্ত সকলই (All of these)
উত্তর: (গ) কার্যকরী স্তর
48. “Management is what a manager does.” — উক্তিটি ব্যবস্থাপনার কোন ধারণার অন্তর্ভুক্ত?
(ক) মানবিক সম্পর্কের ধারণা (Human Relations Concept)
(খ) কার্যভিত্তিক ধারণা (Functional Concept)
(গ) উৎপাদনশীলতার ধারণা (Productivity Concept)
(ঘ) একতাবোধ (Sense of Solidarity)
উত্তর: (খ) কার্যভিত্তিক ধারণা
49. কোনো কাজ করার নির্দিষ্ট উপায়কে কী বলা হয়?
(ক) নিয়ন্ত্রণ (Control)
(খ) সংগঠন (Organisation)
(গ) কৌশল (Strategy)
(ঘ) পদ্ধতি (Method)
উত্তর: (ঘ) পদ্ধতি
50. মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষার জন্য কোনটি ব্যবহৃত হয়?
(ক) পরিকল্পনা (Planning)
(খ) নিয়ম (Rules)
(গ) নিয়ন্ত্রণ (Control)
(ঘ) কৌশল (Strategy)
উত্তর: (খ) নিয়ম
51. পরিকল্পনা (Planning) ও নিয়ন্ত্রণের (Control) সঙ্গে সম্পর্কিত কোনটি?
(ক) কৌশল (Strategy)
(খ) কর্মীব্যবস্থা (Staffing)
(গ) প্রেরণা (Motivation)
(ঘ) বাজেট (Budget)
উত্তর: (ঘ) বাজেট
52. কোনটি ভুল বোঝাবুঝি ও বিরোধ কমাতে সাহায্য করে?
(ক) সংগঠন (Organisation)
(খ) কর্মীব্যবস্থা (Staffing)
(গ) দিকনির্দেশ (Directing)
(ঘ) নীতি (Policy)
উত্তর: (ঘ) নীতি
53. নিয়মিত কয়েকটি ধাপের মাধ্যমে কাজ সম্পন্ন করাকে কী বলে?
(ক) বাজেট (Budget)
(খ) উদ্দেশ্য (Purpose)
(গ) প্রক্রিয়া (Procedure)
(ঘ) প্রণালি (Pranali)
উত্তর: (গ) প্রক্রিয়া
54. কোন প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের জীবনরস প্রবাহিত হয়?
(ক) কারবার (Business)
(খ) সংগঠন (Organisation)
(গ) বিপণন (Marketing)
(ঘ) ব্যবস্থাপনা (Management)
উত্তর: (ঘ) ব্যবস্থাপনা
55. ক্ষমতা (Power) দ্রুত সিদ্ধান্ত গ্রহণে কোনটিকে সাহায্য করে?
(ক) বিকেন্দ্রীকরণ (Decentralization)
(খ) কেন্দ্রীকরণ (Centralization)
(গ) প্রকৃত ব্যবহার (Actual Use)
(ঘ) অপব্যবহার (Abuse)
উত্তর: (খ) কেন্দ্রীকরণ
56. কোনটি ছাড়া আমরা অর্থহীন?
(ক) কর্তৃত্ব (Authority)
(খ) আচরণবিধি (Code of Conduct)
(গ) নিয়ন্ত্রণ (Control)
(ঘ) প্রক্রিয়া (Procedure)
উত্তর: (ক) কর্তৃত্ব
57. সামাজিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন বিপণনে (Socially Oriented Marketing) কোন বিষয়ে জোর দেওয়া হয়?
(ক) ভোক্তা কল্যাণ (Consumer Welfare)
(খ) গ্রাহক সন্তুষ্টি (Customer Satisfaction)
(গ) জনকল্যাণে ক্রয় (Purchase of Public Welfare)
(ঘ) উপরিউক্ত সকলই (All of the above)
উত্তর: (ঘ) উপরিউক্ত সকলই
58. বিজ্ঞাপন কারবারে (Advertising) কোন বিক্রয়পদ্ধতির (Sales Method) মাধ্যমে সাহায্য করে?
(ক) সংকীর্ণ (Narrow)
(খ) সীমিত (Limited)
(গ) ক্ষতিপূরণমূলক (Compensation)
(ঘ) মাধ্যম (Medium)
উত্তর: (ঘ) মাধ্যম
59. বিজ্ঞাপন কেমন ধরনের?
(ক) ব্যক্তিকেন্দ্রিক (Individualized)
(খ) জনসংখ্যাভিত্তিক (Population Based)
(গ) অ-ব্যক্তিক (Impersonal)
(ঘ) দর্শনভিত্তিক (Philosophy Based)
উত্তর: (গ) অ-ব্যক্তিক
60. বিক্রয়োন্নয়ন (Sales Promotion) সম্ভাব্য ক্রেতাকে কোন ধরনের ক্রেতায় রূপান্তরিত করে?
(ক) স্থায়ী (Permanent)
(খ) অস্থায়ী (Temporary)
(গ) সংকীর্ণ (Narrow)
(ঘ) বিনামূল্যে (Free)
উত্তর: (খ) অস্থায়ী
61. ঔষধ, শিশু খাদ্য, রাসায়নিক ইত্যাদির ক্ষেত্রে কোনটি বাধ্যতামূলক?
(ক) লেবেলিং (Labelling)
(খ) প্যাকেজিং (Packaging)
(গ) অভিজ্ঞতা (Experience)
(ঘ) মোড়ক ও বাঁধাই (Wrapping and Binding)
উত্তর: (ক) লেবেলিং
62. বিপণন মিশ্রণ (Marketing Mix)-এর ধারণাকে কে জনপ্রিয় করেন?
(ক) ছদ্মনাম লেভিট (Pseudonym Levitt)
(খ) ফিলিপ কটলার (Philip Kotler)
(গ) ই. জেরোম ম্যাকার্থি (E. Jerome McCarthy)
(ঘ) রবার্ট লুথারবর্ন (Robert Lutherborn)
উত্তর: (গ) ই. জেরোম ম্যাকার্থি
63. ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোন পণ্যটি বোঝায়?
(ক) হাতুড়ি মার্ক ফেনাইল (Hammer Mark Phenyl)
(খ) সানলাইট (Sunlight)
(গ) পেপসি (Pepsi)
(ঘ) হিরো সাইকেল (Hero Cycle)
উত্তর: (খ) সানলাইট
64. একজন দক্ষ বিক্রয়কর্মীর (Salesman) বক্তৃতা কোন গুণের অন্তর্ভুক্ত?
(ক) শারীরিক গুণ (Physical Qualities)
(খ) মানসিক গুণ (Mental Qualities)
(গ) পেশাগত গুণ (Professional Qualities)
(ঘ) এর কোনোটিই নয় (None of these)
উত্তর: (গ) পেশাগত গুণ
65. খাদ্যপণ্যের মান কোন চিহ্ন দ্বারা নির্ধারিত হয়?
(ক) আই. এস. আই. মার্ক (ISI Mark)
(খ) হলমার্ক (Hallmark)
(গ) এফ. পি. ও. (FPO)
(ঘ) গাজর (Carrot)
উত্তর: (গ) এফ. পি. ও.
66. 1991 সালের আর্থিক নীতির (Monetary Policy) কোনটি উপাদান নয়?
(ক) বিশ্বায়ন (Globalization)
(খ) উদারীকরণ (Liberalization)
(গ) রাষ্ট্রীকরণ (Nationalization)
(ঘ) বেসরকারীকরণ (Privatization)
উত্তর: (গ) রাষ্ট্রীকরণ
67. একচেটিয়া ব্যবসা (Monopoly) প্রতিরোধের জন্য প্রণীত আইন কোনটি?
(ক) এম. আর. পি. (MRP)
(খ) এম. আর. টি. পি. (MRTP)
(গ) এম. টি. পি. (MTP)
(ঘ) এম. সি. সি. পি. (MCCP)
উত্তর: (খ) এম. আর. টি. পি. (MRTP)
68. নিচের কোনটি পরিকল্পনার (Planning) বৈশিষ্ট্য নয়?
(ক) অতীতের প্রকাশ (Revelation of the Past)
(খ) উদ্দেশ্যনিষ্ঠ (Purpose Oriented)
(গ) ব্যয় হ্রাস (Cost Reduction)
(ঘ) ভবিষ্যতমুখী (Future Oriented)
উত্তর: (ক) অতীতের প্রকাশ
69. “সর্বজনীন স্থানে ধূমপান নিষিদ্ধ।” — এটি কোনটির উদাহরণ?
(ক) নীতি (Policy)
(খ) কর্মসূচি (Program)
(গ) কৌশল (Strategy)
(ঘ) নিয়ম (Rules)
উত্তর: (ঘ) নিয়ম
70. পরিকল্পনা প্রক্রিয়ার (Planning Process) শেষ ধাপ কোনটি?
(ক) আনুগত্য (Compliance)
(খ) বিকল্প পথ অনুসন্ধান (Finding Alternative Routes)
(গ) সহায়ক পরিকল্পনা প্রণয়ন (Development of Supporting Plans)
(ঘ) সময়সূচি ও কর্মসূচি চূড়ান্তকরণ (Finalize the Schedule and Program)
উত্তর: (ঘ) সময়সূচি ও কর্মসূচি চূড়ান্তকরণ
71. পরিকল্পনাকে সফল করতে কাজ করার আদেশকে কী বলে?
(ক) কর্ম-কৌশল (Work Strategy)
(খ) নীতি (Policy)
(গ) কর্মপরিকল্পনা (Action Plan)
(ঘ) প্রক্রিয়া (Procedure)
উত্তর: (গ) কর্মপরিকল্পনা
72. “Delegation মানে হলো অন্যকে কাজ অর্পণ করা এবং কাজ করার ক্ষমতা দেওয়া।” — এই উক্তির বক্তা কে?
(ক) থিও হ্যানিম্যান (Theo Hahneamann)
(খ) এফ. জি. মারে (F. G. Murray)
(গ) লুইস এ. অ্যালেন (Lewis A. Allen)
(ঘ) হেনরি ফেওল (Henry Fayol)
উত্তর: (গ) লুইস এ. অ্যালেন
73. “Decentralization (বিকেন্দ্রীকরণ)-এ অধস্তনদের ভূমিকা বাড়ার মূল কারণ” — উক্তিটি কার?
(ক) পি. এফ. ড্রাকার (P. F. Drucker)
(খ) এল. এ. অ্যালেন (L. A. Allen)
(গ) এফ. জি. মোরে (F. G. Morre)
(ঘ) হেনরি ফেওল (Henry Fayol)
উত্তর: (খ) এল. এ. অ্যালেন
74. নিচের কোনটি দায়িত্ব অর্পণের (Delegation) উপাদান নয়?
(ক) কর্তৃত্ব (Authority)
(খ) দায়িত্ব (Responsibility)
(গ) জবাবদিহিতা (Accountability)
(ঘ) যোগ্যতা (Eligibility)
উত্তর: (ঘ) যোগ্যতা
75. কোনটি সবচেয়ে পুরনো ধরনের সংগঠন?
(ক) শ্রমভিত্তিক সংগঠন (Workforce Organisation)
(খ) কাজভিত্তিক সংগঠন (Task-Based Organisation)
(গ) সরল সংগঠন (Linear Organisation)
(ঘ) সরল ও কর্মীব্যবস্থা (Linear and Staffing)
উত্তর: (গ) সরল সংগঠন
76. কেন্দ্রীকরণ (Centralization) বলতে কী বোঝায়?
(ক) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বজায় রাখা (Maintain Decision-Making Authority)
(খ) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস করা (Reduce Decision-Making Authority)
(গ) কাজের চাপ ভাগ করে দেওয়া (Division of Workload)
(ঘ) এর কোনোটিই নয় (None)
উত্তর: (ক) সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বজায় রাখা
77. সামাজিক সম্পর্কের কাঠামো কোনটির সৃষ্টি করে?
(ক) আনুষ্ঠানিক সংগঠন (Formal Organisation)
(খ) অনানুষ্ঠানিক সংগঠন/আঙুরলতা সংগঠন (Informal Organisation/Vineyard Organisation)
(গ) কার্যভিত্তিক সংগঠন (Functional Organisation)
(ঘ) বিভাগীয় সংগঠন (Departmental Organisation)
উত্তর: (খ) অনানুষ্ঠানিক সংগঠন
78. সংগঠন কাঠামো (Organisational Structure) আসলে কী?
(ক) সংগঠন তৈরির উপায় (Ways to Build an Organisation)
(খ) সংগঠন পরিকল্পনা (Organisational Planning)
(গ) সংগঠনের ভিত্তি (Foundation of Organisation)
(ঘ) এর কোনোটিই নয় (None of these)
উত্তর: (গ) সংগঠনের ভিত্তি
79. নিচের কোনটি সংগঠনের বৈশিষ্ট্য নয়?
(ক) উদ্দেশ্যনিষ্ঠতা (Purposefulness)
(খ) কঠোরতা (Rigidity)
(গ) কর্তৃত্ব ও দায়িত্ব (Authority and Responsibility)
(ঘ) নির্দিষ্ট সীমানা (Specific Boundaries)
উত্তর: (খ) কঠোরতা
80. বিপণনের (Marketing) মূল চাবিকাঠি কী?
(ক) মুনাফা (Profit)
(খ) পণ্য (Product)
(গ) ব্যবস্থাপনা (Management)
(ঘ) বাজার (Market)
উত্তর: (ঘ) বাজার
81. নিম্নলিখিত কোনটি 4P-এর উপাদান নয়?
(ক) পণ্য (Product)
(খ) ভৌত বিতরণ (Physical Distribution)
(গ) প্রচার (Promotion)
(ঘ) মুনাফা (Profit)
উত্তর: (ঘ) মুনাফা (Profit)
82. মার্কেটিং মিক্স (Marketing Mix) শব্দটি প্রথম ব্যবহার করেন—
(ক) ফিলিপ কটলার (Philip Kotler)
(খ) হেনরি ফেওল (Henry Fayol)
(গ) পি. এফ. ড্রাকার (P. F. Drucker)
(ঘ) নিল বোর্ডেন (Neil Borden)
উত্তর: (ঘ) নিল বোর্ডেন (Neil Borden)
83. ভোক্তা সুরক্ষা আইন (Consumer Protection Act)-এ ভোক্তার মৌলিক অধিকার কতটি?
(ক) 5
(খ) 6
(গ) 8
(ঘ) 10
উত্তর: (খ) 6
84. জেলা ফোরামের রায়ের বিরুদ্ধে রাজ্য কমিশনে আপিল করার সময়সীমা কত দিনের মধ্যে?
(ক) 16 দিন (16 days)
(খ) 21 দিন (21 days)
(গ) 10 দিন (10 days)
(ঘ) 45 দিন (45 days)
উত্তর: (খ) 21 দিন (21 days)
85. রাজ্য বা জাতীয় কমিশনের একজন সদস্য হওয়ার ন্যূনতম বয়স হতে হবে—
(ক) 35 বছর (35)
(খ) 25 বছর (25)
(গ) 45 বছর (45)
(ঘ) 60 বছর (60)
উত্তর: (ক) 35 বছর (35)
86. সৌম্য সুন্দর ঘোষ জেলায় ভোক্তা ফোরামে প্রতারণার অভিযোগ করেছিলেন কিন্তু সিদ্ধান্তে সন্তুষ্ট হননি। এখন তিনি কোথায় আপিল করবেন?
(ক) হাই কোর্ট (High Court)
(খ) রাজ্য কমিশন (State Commission)
(গ) জাতীয় কমিশন (National Commission)
(ঘ) সুপ্রিম কোর্ট (Supreme Court)
উত্তর: (খ) রাজ্য কমিশন (State Commission)
87. কাজল ঘোষ হাবরায় মিষ্টির কারবার শুরু করেছেন এবং গুণগত মানের জন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি দাম নিচ্ছেন। এখানে মার্কেটিং মিক্সের কোন উপাদান প্রতিফলিত হয়েছে?
(ক) পণ্য (Goods)
(খ) মূল্য (Price)
(গ) ভৌত বিতরণ (Physical Distribution)
(ঘ) প্রসার (Proliferation)
উত্তর: (খ) মূল্য (Price)
88. সুপ্রিম কোর্ট তাজমহলের 500 মিটার এলাকায় কারবার নিষিদ্ধ করেছে। এখানে কোন পরিবেশ প্রতিফলিত?
(ক) সামাজিক পরিবেশ (Social Environment)
(খ) প্রযুক্তিগত পরিবেশ (Technical Environment)
(গ) আইনগত পরিবেশ (Legal Environment)
(ঘ) রাজনৈতিক পরিবেশ (Political Environment)
উত্তর: (গ) আইনগত পরিবেশ (Legal Environment)
89. উক্তি (A): ব্যবস্থাপনা হলো আচরণগত সমাজবিজ্ঞান।উক্তি (B): ব্যবস্থাপনা একটি সার্বজনীন প্রক্রিয়া।
(ক) A সত্য, B মিথ্যা
(খ) A মিথ্যা, B সত্য
(গ) A এবং B উভয়ই সত্য
(ঘ) A এবং B উভয়ই মিথ্যা
উত্তর: (খ) A মিথ্যা, B সত্য
90. উক্তি (A): ব্যবস্থাপনা হলো শিল্প ও বিজ্ঞানের সমন্বয়।উক্তি (B): সমন্বয় হলো একটি চিন্তাপূর্ণ প্রক্রিয়া।
(ক) A সত্য, B মিথ্যা
(খ) A মিথ্যা, B সত্য
(গ) A এবং B উভয়ই সত্য
(ঘ) A এবং B উভয়ই মিথ্যা
উত্তর: (গ) A এবং B উভয়ই সত্য
91. উক্তি (A): বৈজ্ঞানিক ব্যবস্থাপনা টেলরের প্রচেষ্টার ফল।উক্তি (B): প্রশাসনিক ব্যবস্থাপনা ফেওলের প্রচেষ্টার ফল।
(ক) A এবং B উভয়ই সত্য
(খ) A সত্য, B মিথ্যা
(গ) A মিথ্যা, B সত্য
(ঘ) A এবং B উভয়ই মিথ্যা
উত্তর: (ক) A এবং B উভয়ই সত্য
92. উক্তি (A): ক্রোনোলজি একটি মাইক্রো-ক্রোনোমিটার যন্ত্রে যুক্ত ক্যামেরা দ্বারা করা হয়।উক্তি (B): কাইনেটিক্স আবিষ্কার করেন গিলব্রেথ।
(ক) A ও B উভয়ই সত্য
(খ) A মিথ্যা, B সত্য
(গ) A সত্য, B মিথ্যা
(ঘ) A ও B উভয়ই মিথ্যা
উত্তর: (খ) A মিথ্যা, B সত্য
93. উক্তি (A): SWOC বিশ্লেষণ কারবারের সমষ্টিগত পরিবেশকে প্রতিফলিত করে।উক্তি (B): রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল অবস্থায় কারবারকে অনুকূল করে।
(ক) A সত্য, B মিথ্যা
(খ) A ও B উভয়ই মিথ্যা
(গ) A ও B উভয়ই সত্য
(ঘ) A মিথ্যা, B সত্য
উত্তর: (গ) A ও B উভয়ই সত্য
94. উক্তি (A): নিয়ম ভঙ্গ করলে শাস্তিযোগ্য।উক্তি (B): প্রক্রিয়া ভঙ্গ করলে শাস্তিযোগ্য নয়।
(ক) A ও B উভয়ই সত্য
(খ) A সত্য, B মিথ্যা
(গ) A মিথ্যা, B সত্য
(ঘ) A ও B উভয়ই মিথ্যা
উত্তর: (ক) A ও B উভয়ই সত্য
95. উক্তি (A): 1991 সালের নতুন শিল্পনীতি ভারতকে বিশ্বায়নের পথে এগিয়ে দেয়।উক্তি (B): উদারীকরণ বিদেশি প্রযুক্তি প্রবেশের সুযোগ দেয় না।
(ক) A সত্য, B মিথ্যা
(খ) B সত্য, A মিথ্যা
(গ) A ও B উভয়ই সত্য
(ঘ) A ও B উভয়ই মিথ্যা
উত্তর: (ক) A সত্য, B মিথ্যা
96. উক্তি (A): ক্ষমতা অর্পণ হলো অধস্তনদের মধ্যে কাজ বণ্টনের প্রক্রিয়া।উক্তি (B): ক্ষমতা অর্পণ হলো অন্যদের দ্বারা কাজ সম্পাদনের কৌশল।
(ক) A সত্য, B মিথ্যা
(খ) A মিথ্যা, B সত্য
(গ) A ও B উভয়ই সত্য
(ঘ) A ও B উভয়ই মিথ্যা
উত্তর: (গ) A ও B উভয়ই সত্য
97. উক্তি (A): বিকেন্দ্রীকরণে শীর্ষস্তরের স্তর বৃদ্ধি পায় না।উক্তি (B): বিকেন্দ্রীকরণে শীর্ষস্তর কর্তৃক অধিকার অর্পণ করা হয়।
(ক) A ও B উভয়ই সত্য
(খ) A সত্য, B মিথ্যা
(গ) A মিথ্যা, B সত্য
(ঘ) A ও B উভয়ই মিথ্যা
উত্তর: (ক) A ও B উভয়ই সত্য
98. উক্তি (A): মার্কেটিং-এর মূল হলো বিনিময় প্রক্রিয়া।উক্তি (B): মার্কেটিং একটি গতিশীল প্রক্রিয়া।
(ক) A মিথ্যা, B সত্য
(খ) A ও B উভয়ই মিথ্যা
(গ) A সত্য, B মিথ্যা
(ঘ) A ও B উভয়ই সত্য
উত্তর: (ঘ) A ও B উভয়ই সত্য
99. এম. বি. এ পাশ করে এ. দত্ত একটি কোম্পানিতে নিযুক্ত হন। তিনি নীতিমালা বোঝানো ও বিভাগগুলির মধ্যে সহযোগিতা সৃষ্টি করার দায়িত্ব পান। তিনি কোন স্তরের ম্যানেজার?
(ক) শীর্ষস্তর (Top Level)
(খ) নিম্নস্তর (Low Level)
(গ) মধ্যস্তর (Middle Level)
(ঘ) উপরিউক্ত নয় (None of these)
উত্তর: (গ) মধ্যস্তর (Middle Level)
100. পশ্চিমবঙ্গ সরকার পলিথিনের পরিবর্তে জুট ব্যাগ উৎপাদনে ভর্তুকি দিচ্ছে। এখানে কারবারিক পরিবেশের কোন দিক প্রতিফলিত?
(ক) প্রযুক্তিগত পরিবেশ (Technological Environment)
(খ) সামাজিক পরিবেশ (Social Environment)
(গ) রাজনৈতিক পরিবেশ (Political Environment)
(ঘ) আইনগত পরিবেশ (Legal Environment)
উত্তর: (গ) রাজনৈতিক পরিবেশ (Political Environment)
✅ তোমরা সংগ্রহ করতে পারো অধ্যায় ভিত্তিক👇Chapterwise নতুন সেমিস্টার All Types MCQ + Mock Test PDF! [মাত্র 59 টাকা]
101. “Mr. Agarwal কলকাতার একজন বিখ্যাত ভুজিয়াওয়ালা। তিনি বিশ্বাস করেন যে, উচ্চমানের দ্রব্য সবসময় গ্রাহকরা গ্রহণ করেন। তাই তিনি উচ্চমানের দ্রব্যই উৎপাদন করেন।”
এই উক্তির সঙ্গে সম্পর্কিত মার্কেটিং দর্শন কোনটি?
(a) উৎপাদন-ধর্মী মতবাদ (Productive concept)
(b) পণ্য-ধর্মী মতবাদ (Product-oriented concept) 👍
(c) বিক্রয়-ধর্মী মতবাদ (Sales-oriented concept)
(d) গ্রাহক-ধর্মী মতবাদ (Customers-oriented concept)
102.
বিবৃতি (A): বিলাস সামগ্রী (BMW cars) ভোগ উচ্চ মানের জীবনযাত্রার ইঙ্গিত দেয়।
বিবৃতি (B): মানুষের পূর্বনির্ধারিত মানসিকতা থাকে কোনো বাজারজাত দ্রব্য (mobile phone) কেনার জন্য।
(a) A সঠিক, B ভুল
(b) B সঠিক, A ভুল
(c) A এবং B দুটোই সঠিক 👍
(d) A এবং B দুটোই ভুল
103.
বিবৃতি (A): দ্রব্য বিতরণের শূন্য-স্তরের পথে কোনো মধ্যবর্তী থাকে না।
বিবৃতি (B): তিন-স্তরের চ্যানেলে বিতরণকারীরা (Distributors) নিযুক্ত থাকেন।
(a) A ভুল, B সঠিক
(b) A সঠিক, B ভুল
(c) A এবং B দুটোই সঠিক 👍
(d) A এবং B দুটোই ভুল
104.
বিবৃতি (A): ভোক্তাদের সুরক্ষার জন্য NGO গঠিত হয়েছে।
বিবৃতি (B): ভোক্তা সুরক্ষা আইন প্রণয়ন হয়েছে দ্রব্যের ত্রুটি দূর করতে এবং ভোক্তাদের সুরক্ষিত রাখতে।
(a) A সঠিক, B ভুল
(b) A ভুল, B সঠিক
(c) A এবং B দুটোই সঠিক 👍
(d) A এবং B দুটোই ভুল
105.
বিবৃতি (A): ভোক্তা সুরক্ষা আইন অসাধু ব্যবসায়ীদের (traders) প্রতিরোধ করতে এবং শোষণ দূর করতে কঠোর ব্যবস্থা নিয়েছে।
বিবৃতি (B): অসাধু ব্যবসায়ীরা জীবন ও সম্পত্তির জন্য ক্ষতিকর দ্রব্য বিক্রি করার চেষ্টা করে।
(a) A এবং B পরস্পরবিরোধী
(b) B হলো A-এর বিপরীত
(c) A এবং B দুটোই সঠিক 👍
(d) A এবং B দুটোই ভুল
106. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
বিষয় (Subject) | বিষয়বস্তু (Content) |
(i) প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে | (A) নির্দেশনা/প্ররোচনা (Instruction/Directing) |
(ii) নীতিকে কাজে রূপ দেয় | (B) পরিকল্পনা (Planning) |
(iii) অগ্রিম সিদ্ধান্ত নেয় কে, কবে, কোথায়, কীভাবে কাজ হবে | (C) প্রশাসন (Administration) |
(iv) দক্ষ নেতৃত্বের মাধ্যমে অধীনস্ত কর্মীদের পথ দেখানো | (D) ব্যবস্থাপনা (Management) |
অপশন:
(a) (i)—(B), (ii)—(C), (iii)—(D), (iv)—(A)
(b) (i)—(D), (ii)—(C), (iii)—(A), (iv)—(B)
(c) (i)—(C), (ii)—(D), (iii)—(B), (iv)—(A)
(d) (i)—(A), (ii)—(B), (iii)—(D), (iv)—(C)
107. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
বিষয় (Subject) | বিষয়বস্তু (Subject matter) |
(i) “Management is the oldest art and the newest science”— তিনি বলেছেন | (A) Munio Reilly |
(ii) “Management has a broader meaning”— মন্তব্য করেছেন | (B) Laures A. Appli |
(iii) উক্তি: “Management is the art of getting others to do work.” | (C) Lawerence |
(iv) ব্যবস্থাপনা হলো মানুষকে পরিচালনা ও প্রেরণা দেওয়ার শিল্প— উদ্ধৃত করেছেন | (D) E. F. L. Breach |
108. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
সংস্থা (Association) | সুবিধা (Convenience) |
(i) কার্যকরী সংগঠন (Functional organization) | (A) বিশেষীকরণ (Specialization) |
(ii) বিভাগীয় সংগঠন (Department Organization) | (B) দক্ষতা বিকাশ (Skill development) |
(iii) আনুষ্ঠানিক সংগঠন (Formal Organization) | (C) দ্রুত বিনিময় (Expedited Exchange) |
(iv) অনানুষ্ঠানিক সংগঠন (Informal Organization) | (D) নির্দিষ্ট দায়িত্ব (Specific Responsibilities) |
109. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
সংস্থা (Organization) | অসুবিধা (Difficulty) |
(i) আইনসিদ্ধ সংস্থা (Statutory Organization) | (A) অতিরিক্ত কাজ (Overwork) |
(ii) অনিয়ন্ত্রিত সংস্থা (Unregulated Organizations) | (B) জটিল সম্পর্ক (Complex relationships) |
(iii) বিভাগীয় সংগঠন (Departmental Organization) | (C) কর্তৃত্ব প্রয়োগের অভাব (Lack of authority exercise) |
(iv) কার্যকরী সংগঠন (Functional Organization) | (D) সংকীর্ণ মানসিকতা (Narrow mindedness) |
110. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
অভিজ্ঞতা (Experience) | উদাহরণ (Example) |
(i) জাতীয় অভিজ্ঞতা (National experience) | (A) Hammer Marca Phenyl |
(ii) ব্যক্তিগত অভিজ্ঞতা (Personal experience) | (B) Hero Cycle |
(iii) বিজ্ঞাপনী অভিজ্ঞতা (Advertising experience) | (C) Pepsi |
(iv) বিশ্ব অভিজ্ঞতা (Global experience) | (D) Sunlight |
111. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
বিষয় (Subject) | বিষয়বস্তু (Content) |
(i) ক্রেতার প্রয়োজন আবিষ্কার | (A) বিক্রয়ের বৈশিষ্ট্য (Characteristics of Sale) |
(ii) দ্রব্য ও পরিষেবার অধিকারের হস্তান্তর | (B) মার্কেটিং লক্ষ্য (Marketing Objectives) |
(iii) গ্রাহকের চাহিদা পূরণ করে মুনাফা অর্জন | (C) বিক্রয়ের উদ্দেশ্য (Purpose of Sale) |
(iv) বিক্রয় পরিমাণ বাড়িয়ে মুনাফা অর্জন | (D) মার্কেটিং-এর বৈশিষ্ট্য (Characteristics of Marketing) |
112. বাজার অর্থনীতির রাজা কাকে বলা হয়?
(a) ভোক্তা (Consumer)
(b) বিক্রেতা (Seller)
(c) ঋণগ্রহীতা (Debtor)
(d) ঋণদাতা (Creditor)
113. পরিকল্পনার (Planning) শেষ ধাপে কী করা হয়?
(a) প্রণয়ন (Formulation)
(b) নির্দেশনা (Directing)
(c) সময় নির্ধারণ (Timing)
(d) পরিকল্পনা (Planning)
114. “Higher Secondary পরীক্ষা প্রতি বছর নতুন করে সময়সূচি তৈরি করা হয় না”— এটি কোন ধরনের পরিকল্পনা?
(a) স্থায়ী পরিকল্পনা (Standing plan)
(b) কৌশলগত পরিকল্পনা (Strategic planning)
(c) প্রয়োগ পরিকল্পনা (Tactical planning)
(d) স্থায়ী পরিকল্পনা (Permanent planning)
115. নিচের Column Matching প্রশ্নটি মিলাও:
Column-I | Column-II |
(i) হলমার্ক (Hallmark) | (D) মূল্যবান ধাতু (Precious metals) |
(ii) ইকো মার্ক (Eco mark) | (C) পরিবেশ-বান্ধব দ্রব্য (Environment friendly products) |
(iii) আই.এস.আই. মার্ক (ISI Mark) | (B) ইলেকট্রনিক দ্রব্য (Electronic products) |
(iv) এগ্রিমার্ক (Agmark) | (A) কৃষিজ পণ্য ও গবাদি পশু (Agricultural products and livestock) |
116. “বিজয় একটি কোম্পানির নিম্নস্তরের ম্যানেজার। তিনি সব স্তরের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং নিজের ও অন্য বিভাগের কর্মীদের বারবার নির্দেশ দেন।” এখানে কোন ব্যবস্থাপনার নীতি উপেক্ষা করা হয়েছে?
(a) সমতা (Equality)
(b) কমান্ড চেইন (Chain of Command)
(c) শৃঙ্খলা (Discipline)
(d) একক নির্দেশ (Unity of Command)
উত্তর: (d) একক নির্দেশ (Unity of Command)
117. আতিনবাবু একটি আতশবাজি কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি কর্মীদের নির্দেশ দিলেন যে, কারখানায় ধূমপান নিষিদ্ধ। এটি কোন ধরনের পরিকল্পনা?
(a) নিয়ম (Rules)
(b) কৌশল (Strategy)
(c) নীতি (Policy)
(d) কর্মসূচি (Program)
উত্তর: (a) নিয়ম (Rules)
118. “তারুণ দাস একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে তিনি সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করেন। তারা একসাথে পার্টিতে যান এবং নানা বিষয়ে আলোচনা করেন। তাই তিনি সেখানে কাজ করতে ভালোবাসেন।” এখানে কোন ধরনের সংগঠন বোঝানো হয়েছে?
(a) আইনসিদ্ধ সংগঠন (Statutory organization)
(b) অ-আইনসিদ্ধ সংগঠন (Non-statutory organization)
(c) বিভাগীয় সংগঠন (Departmental organization)
(d) কার্যকরী সংগঠন (Functional organization)
উত্তর: (b) অ-আইনসিদ্ধ সংগঠন (Non-statutory organization)
119. বিবৃতি: প্যাকেজিং (Packaging) পণ্যের ধারক হিসেবে কাজ করে।কারণ:
(a) দ্রব্যকে অক্ষত অবস্থায় গন্তব্যে ক্রেতার কাছে পৌঁছাতে সুবিধা দেয়।
(b) অভিজ্ঞতা তৈরি ও বিক্রয় বৃদ্ধিতে সাহায্য করে।
(c) প্যাকেজিং হলো মার্কেটিং উপাদান ও কৌশল।
(d) দ্রব্যকে ক্ষতি ও ভাঙন থেকে রক্ষা করে।
উত্তর: (a) দ্রব্যকে অক্ষত অবস্থায় গন্তব্যে ক্রেতার কাছে পৌঁছাতে সুবিধা দেয়।
120. বিবৃতি: ভোক্তা সুরক্ষা আইন ভোক্তার অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ায়।কারণ:
(a) ক্রেতা-বিক্রেতার মধ্যে পারস্পরিক বিবাদ নিষ্পত্তির জন্য।
(b) অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।
(c) দ্রব্য বা পরিষেবার মানের অধিকার প্রতিষ্ঠার জন্য।
(d) ক্রেতার পণ্যের পরিমাণ বা দামের ধারণা দ্বিগুণ করার জন্য।
উত্তর: (b) অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য।
121. “Nike হলো এক shoe manufacturer, যারা তাদের product নিজেদের showroom আর website-এর মাধ্যমে বিক্রি করে।” — এখানে distribution route (বিতরণ পথ) কোন ধরনের?
(a) শূন্য স্তরের চ্যানেল (Zero level channel)
(b) এক স্তরের চ্যানেল (One-level channel)
(c) দুই স্তরের চ্যানেল (Two-level channel)
(d) তিন স্তরের চ্যানেল (Three-level channel)
উত্তর: (a) শূন্য স্তরের চ্যানেল (Zero level channel)
122. জেলা আদালতের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত?
(a) 60 বছর
(b) 62 বছর
(c) 65 বছর
(d) 70 বছর
উত্তর: (b) 62 বছর
123. দাবি (Claim): Maruti venture ছোট গাড়ির বাজারে অগ্রদূত।যুক্তি (Rationale): কারবার পরিবেশ (Business environment) প্রতিষ্ঠানকে সুযোগ চিহ্নিত করতে সাহায্য করে এবং প্রাথমিক পর্যায়েই সুবিধা গ্রহণের সুযোগ দেয়।
(a) দাবি ও যুক্তি দুটোই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
(b) দাবি ও যুক্তি দুটোই সত্য কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়
(c) দাবি সত্য কিন্তু যুক্তি মিথ্যা
(d) দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য
উত্তর: (a) দাবি ও যুক্তি দুটোই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
124. কর্মীদের ক্ষমতা অনুযায়ী বৈজ্ঞানিকভাবে দায়িত্ব বণ্টন করলে কোনটি বাড়ে?
(a) কাজের গতি
(b) কর্মীর অলসতা
(c) দক্ষতা (Efficiency)
(d) মানসিক চাপ
উত্তর: (c) দক্ষতা (Efficiency)
125. Flipkart হলো একটি e-commerce company, যেটি display ও mobile apps-এ কাজ করে এবং প্রতি click-এ টাকা পায়। এটি technological innovation-এর মাধ্যমে গ্রাহককে ভালো মান ও পরিষেবা দিয়ে মুনাফা বাড়াতে চায়। এই নির্দেশনা কোন ধরনের পরিকল্পনা (Planning) এর উদাহরণ?
(a) কৌশলগত (Strategic)
(b) কার্যকরী (Operational)
(c) কৌশলগত ধাপ (Tactical)
(d) নির্দেশমূলক (Directive)
উত্তর: (a) কৌশলগত (Strategic)
126. ভোক্তার চাহিদা (Consumer demand) বলতে কী বোঝায়?
(a) উৎপাদকের চাহিদা
(b) উদ্যোক্তার চাহিদা
(c) ভোক্তার চাহিদা
(d) উপর্যুক্ত সবকটি
উত্তর: (c) ভোক্তার চাহিদা
127. বিশ্বের ভোক্তা অধিকার দিবস (Consumer Rights Day) কবে পালিত হয়?
(a) March 15
(b) April 15
(c) July 15
(d) January 15
উত্তর: (a) March 15
128. “Getting work done by others through effective participation” — ব্যবস্থাপনা (Management) সংজ্ঞাটি দিয়েছেন কে?
(a) লরেন্স এ. অ্যাপ্লে (Lawrence A. Appley)
(b) জর্জ আর. টেরি (George R. Terry)
(c) পিটার এফ. ড্রকার (P.F. Drucker)
(d) এফ.ডব্লিউ. টেলর (F.W. Taylor)
উত্তর: (b) জর্জ আর. টেরি (George R. Terry)
129. নিচের কোনটি কারবার পরিবেশের বৈশিষ্ট্য নয়?
(a) কর্মীবর্গ (Personnel)
(b) প্রতিযোগিতা (Comparativeness)
(c) জটিলতা (Complexity)
(d) অনিশ্চয়তা (Uncertainty)
উত্তর: (a) কর্মীবর্গ (Personnel)
130. দাবি (Disclaimer): বহিঃশক্তির মোট যোগফল কারবার পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।যুক্তি (Logic): কারবার পরিবেশ হলো প্রতিষ্ঠানের বাইরে সব কিছুর যোগফল।
(a) দাবি ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
(b) দাবি ও যুক্তি উভয়ই সত্য কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়
(c) দাবি সত্য কিন্তু যুক্তি মিথ্যা
(d) দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য
উত্তর: (a) দাবি ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
131. “Bengal Food Products Ltd. শিশু খাদ্য উৎপাদন করে এবং তাদের agent, wholesaler ও retailer-এর মাধ্যমে সারা দেশে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।” — এটি marketing mix-এর কোন সিদ্ধান্তের উদাহরণ?
(a) পণ্য (Product)
(b) স্থান (Place)
(c) মূল্য (Price)
(d) প্রচার (Promotion)
উত্তর: (b) স্থান (Place)
132. জেলা কমিশন সর্বোচ্চ কত টাকা পর্যন্ত বিরোধ নিষ্পত্তি করতে পারে?
(a) ₹25 Lakh পর্যন্ত
(b) ₹50 Lakh পর্যন্ত
(c) ₹75 Lakh পর্যন্ত
(d) ₹1 Crore পর্যন্ত
উত্তর: (d) ₹1 Crore পর্যন্ত
133. নিচের কোনটি একটি পণ্য (Product)?
(a) ঋণ (Loan)
(b) ব্যাংকের প্রদত্ত পরিষেবা
(c) মেরামত কাজ
(d) উপর্যুক্ত সবকটি
উত্তর: (d) উপর্যুক্ত সবকটি
134. পরিকল্পনার ভিত্তি হিসেবে ধারণা করা বা কল্পনা করা বিষয়গুলোকে কী বলা হয়?
(a) সময়সীমা (Time limits)
(b) পূর্বধারণা (Presumption)
(c) প্রতিযোগিতা (Competition)
(d) মিলন (Matching)
উত্তর: (b) পূর্বধারণা (Presumption)
135. বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কোন আইনের (Act) অধীনে হয়?
(a) FERA
(b) FERRARI
(c) FEMA
(d) FUMA
উত্তর: (c) FEMA
136. কোনটির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না?
(a) বিভাগীয় সংগঠন (Divisional organization)
(b) কার্যনির্ভর সংগঠন (Functional organization)
(c) প্রকল্প সংগঠন (Project organization)
(d) অনানুষ্ঠানিক সংগঠন (Informal organization)
উত্তর: (d) অনানুষ্ঠানিক সংগঠন (Informal organization)
137. “পণ্য সস্তা হলে সহজে বিক্রি হবে” — এই ধারণাকে কোন দর্শন বলা হয়?
(a) ভোক্তাকেন্দ্রিক দর্শন (Customer-oriented philosophy)
(b) বিক্রিকেন্দ্রিক দর্শন (Sales-oriented philosophy)
(c) উৎপাদকেন্দ্রিক দর্শন (Production-oriented philosophy)
(d) পণ্যকেন্দ্রিক দর্শন (Product-oriented philosophy)
উত্তর: (c) উৎপাদকেন্দ্রিক দর্শন (Production-oriented philosophy)
138. দাবি (Statement): Packaging পণ্যের জন্য container হিসেবে কাজ করে।কারণ (Reason):
(a) এটি
পণ্যকে অক্ষত অবস্থায় ক্রেতার কাছে পৌঁছাতে সাহায্য করে
(b) সচেতনতা ও বিক্রয় বাড়ায়
(c) এটি বিপণনের একটি কৌশল
(d) পণ্যকে ক্ষতি থেকে রক্ষা করে
উত্তর: (a) এটি পণ্যকে অক্ষত অবস্থায় ক্রেতার কাছে পৌঁছাতে সাহায্য করে
139. কারবারের ভিত্তি হলো —
(a) সংগঠন (Organization)
(b) নির্দেশনা (Directive)
(c) নিয়ন্ত্রণ (Control)
(d) প্রেরণা (Inspiration)
উত্তর: (a) সংগঠন (Organization)
140. নিচের কোনটি কারবার পরিবেশের অংশ নয়?
(a) ভোক্তা (Customer)
(b) সরকার (Government)
(c) প্রতিযোগী (Competitors)
(d) এগুলির কোনোটিই নয়
উত্তর: (d) এগুলির কোনোটিই নয়
141. “The Practice of Management” — এর লেখক কে?
(a) হেনরি ফেয়োল (Henry Fayol)
(b) পিটার এফ. ড্রকার (Peter F. Drucker)
(c) লরেন্স এ. অ্যাপ্লে (Lawrence A. Appley)
(d) জন এফ. মি (John F. Mee)
উত্তর: (b) পিটার এফ. ড্রকার (Peter F. Drucker)
142. যে পদ্ধতিতে একটি কারবার সামনে এগোয় তাকে কী বলা হয়?
(a) উদ্দেশ্য (Objective)
(b) নীতি (Policy)
(c) পরামর্শ পরিষদ (Council)
(d) নির্বাহী (Executive)
উত্তর: (b) নীতি (Policy)
143. দাবি (Claim): নষ্টযোগ্য পণ্যের বিতরণ পথ সংক্ষিপ্ত হয়।যুক্তি (Rationale): স্থায়ী পণ্য তুলনামূলকভাবে দীর্ঘ দূরত্বে বিতরণ করা যায়।
(a) দাবি ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
(b) দাবি ও যুক্তি উভয়ই সত্য কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়
(c) দাবি সত্য কিন্তু যুক্তি মিথ্যা
(d) দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য
উত্তর: (a) দাবি ও যুক্তি উভয়ই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
144. “Higher Secondary পরীক্ষার সময়সূচি প্রতি বছর নতুন করে তৈরি হয় না।” — এটি কোন ধরনের পরিকল্পনা?
(a) স্থায়ী পরিকল্পনা (Standing plan)
(b) কৌশলগত পরিকল্পনা (Strategic planning)
(c) কার্যকৌশল পরিকল্পনা (Tactical planning)
(d) স্থায়ী পরিকল্পনা (Permanent planning)
উত্তর: (a) স্থায়ী পরিকল্পনা (Standing plan)
145. দাবি (Statement): ব্যবস্থাপনার (Management) মৌলিক নীতি হলো সার্বজনীনতা।কারণ (Reason):
(a) মালিক ও কর্মীর মধ্যে সুসম্পর্ক গড়ে তোলে
(b) সব প্রতিষ্ঠানে প্রযোজ্য
(c) বহুমুখী উদ্দেশ্য পূরণ করে
(d) ব্যবস্থাপনার নীতি স্থির
উত্তর: (b) সব প্রতিষ্ঠানে প্রযোজ্য
146. টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় motion study কোনটির সঙ্গে সম্পর্কিত?
(a) Work study
(b) Method study
(c) Motion study
(d) Time study
উত্তর: (c) Motion study
147. নিচের কোনটি সামাজিক পরিবেশের (Social environment) উদাহরণ?
(a) শ্রমিক সুরক্ষা আইন
(b) পরিবারের গঠন
(c) অর্থনৈতিক উন্নয়নের স্লোগান
(d) সংবিধান
উত্তর: (b) পরিবারের গঠন
148. কোনো দেশে আইনের দ্বারা অনুমোদিত পণ্যকে কী বলা হয়?
(a) ট্রেডমার্ক (Trademark)
(b) সার্টিফিকেশন (Certification)
(c) ব্র্যান্ডিং (Branding)
(d) লেবেলিং (Labelling)
উত্তর: (b) সার্টিফিকেশন (Certification)
149. “গ্রামীণ এলাকায় কম খরচের মোবাইল পরিষেবার মাধ্যমে তথ্য পৌঁছে দিতে Flipkart উৎসবের সময় একটি পরিকল্পনা নিয়েছিল।” — এটি কোন ধরনের পরিকল্পনার (Planning) উদাহরণ?
(a) নিয়ম (Rule)
(b) কার্যকৌশল (Tactical)
(c) নীতি (Policy)
(d) কৌশলগত (Strategic)
উত্তর: (b) কার্যকৌশল (Tactical)
150. দাবি (Claim): নানাবিধ সংগঠন (Miscellaneous organizations) শ্রমিকদের উদ্যোগ নেওয়া ঠেকায়।যুক্তি (Rationale): নানাবিধ সংগঠন অধীনস্তদের সৃজনশীল স্বাধীনতা দেয়।
(a) দাবি ও যুক্তি দুটোই সত্য এবং যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা
(b) দাবি ও যুক্তি দুটোই সত্য কিন্তু যুক্তি দাবির সঠিক ব্যাখ্যা নয়
(c) দাবি সত্য কিন্তু যুক্তি মিথ্যা
(d) দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য
উত্তর: (d) দাবি মিথ্যা কিন্তু যুক্তি সত্য।
Special Credit & Thanks to: Govind Kr. Jha Sir (GKJ Sir on YouTube)
উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার Commerce প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট কমার্স” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
✅ তোমরা সংগ্রহ করতে পারো অধ্যায় ভিত্তিক👇Chapterwise নতুন সেমিস্টার All Types MCQ + Mock Test PDF! [মাত্র 59 টাকা]
এগুলি হলো উচ্চ মাধ্যমিক 3rd Semester Business Studies পরীক্ষার জন্য শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সাজেশন। ছাত্রছাত্রীদের অনুরোধ, এগুলি খুব মনোযোগ সহকারে পড়ে নাও এবং পরীক্ষায় নিজের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করো।
মনে রেখো, সাজেশন কখনোই মূল পড়াশোনার বিকল্প নয়, বরং এটি শুধুমাত্র একটি সহায়ক মাধ্যম।
✨ তোমাদের আগামীকালের বিজনেস স্টাডিস পরীক্ষার জন্য রইল অনেক শুভেচ্ছা। আশা করি এই সাজেশন তোমাদের সাফল্যের পথে সাহায্য করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »