HS 3rd Semester Biology Question Paper 2025 PDF (Solved): উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বায়োলজি প্রশ্নপত্র উত্তর সহ!

Anjan Mahata

Updated on:

Follow Us Share
HS 3rd Semester Biology Question Paper MCQ Answer Solution PDF

২০২৫২৬ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক সেমিস্টার ভিত্তিক পরীক্ষা। এই শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার শেষ দিন ছিল 22,শে সেপ্টেম্বর 2025 সোমবার। এই দিন সাইন্স বিভাগের শেষ পরীক্ষার বিষয় ছিল বায়োলজি। আজকের এই প্রতিবেদনে WBCHSE HS 3rd Semester Biology Question Paper PDF টি ছাত্র-ছাত্রীদের মধ্যে শেয়ার করলাম।

— Advertisement —

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বায়োলজি প্রশ্নপত্র ২০২৫: HS 3rd Semester Biology Question Paper 2025 PDF

উচ্চ প্রাথমিক সায়েন্স বিভাগের বায়োলজি বিষয়টি একটি প্রাকটিক্যাল ভিত্তিক বিষয় হওয়ায় এই বিষয়ের তৃতীয় সেমিস্টারের পূর্ণমান হল ৩৫ নাম্বার। অন্যান্য বিষয়ের মতই এই বিষয়ের জন্য নির্ধারিত সময় হল ১ ঘন্টা ১৫ মিনিট, এক্ষেত্রে পরীক্ষা শুরু হয় সকাল ১০ টা থেকে এবং পরীক্ষা শেষ হয় সকাল ১১:১৫ মিনিটে।

বিষয়তথ্য
বিষয়জীববিদ্যা
পূর্ণমান35
পরীক্ষার তারিখ22th September, 2025

HS 3rd Sem Biology Question Paper Answer Key Solution: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বায়োলজি উত্তরপত্র

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার 2025 সালের বায়োলজি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান দেখে নিন-

— Advertisement —

১. বায়ুপরাগী ফুলকে পতঙ্গপরাগী ফুল থেকে আলাদা করা যায়- বর্ণহীন পাপড়ি ও হালকী পরাগরেণু বৈশিষ্ট্যের সাহায্যে।
২. দেওয়া চিত্রে, – X= সহকারী কোশ (n); Y= নির্ণীত নিউক্লিয়াস (2n); Z= প্রতিপাদ কোশ (n)
৩. ট্যাপেটাম দেখা যায় – পরাগধানীর প্রাচীরে
৪. পেঁপের ক্ষেত্রে ফুল – অটোগ্যামী এবং গেইটোনোগ্যামী দুটোই নিরুদ্ধ করে
৫. পরাগরেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম কারণ পরাগরেণুর এক্সাইনে থাকে – স্পোরোপোলেনিন
৬. নিম্নলিখিত চিত্র অনুসারে, হরমোনগুলির নাম হলো: – (I) – GnRH, (II) – FSH, (III) – টেস্টোস্টেরন, (IV) – ইনহিবিন
৭. বিবৃতি (A) এবং কারণ (R) উভয়েই সঠিক এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা নয়।

  • বিবৃতি (A): জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত।
  • কারণ (R): জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়।

৮. বিবৃতি (A) এবং কারণ (R) উভয়েই সঠিক এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা।

  • বিবৃতি (A): কিছু ফল বীজবিহীন হয়, এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান।
  • কারণ (R): এই ফলগুলি নিষেক ছাড়াই উৎপন্ন হয় ।

৯. যদি ডাক্তারবাবু ভ্রুণের লিঙ্গ বলে দিতে চাইতেন, তাহলে তিনি – অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি অবলম্বন করতেন ।
১০. ম্যালেরিয়া একটি যৌন রোগ নয়।
১১. i) সারটোলি কোষ – b) স্পার্মিওজেনেসিস
ii) জোনা পেলুসিডা – a) ডিপ্লোয়ড স্তর
iii) অমরা বা প্লাসেন্টা – d) হিউম্যান কোরিওনিক গোনাডোট্রোপিন (HCG)
iv) ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম – c) ইমপ্ল্যান্টেশন
১২. যে স্তর থেকে জননকোশ উৎপন্ন হয় তা হলো প্রজনন আবরণী কলা
১৩. (a) স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন, (b)অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে – উভয় বাক্য সত্য
১৪. রজঃচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম হল: রজঃস্রাবী দশা → ডিম্বথলি দশা → ডিম্বাণুনিঃসরণ দশা → লিউটিয়াল দশা
১৫. ডিম্বাণুনিঃসরণের পর ডিম্বাশয়ে অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে – কর্পাস লুটিয়াম এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে
১৬. হার্ডি ও উইনবার্গ মূল নীতিকে প্রভাবিত করে না এমন প্রভাবটি হলো জিনপ্রবাহ
১৭. সন্ধ্যা মালতী (Mirabilis sp.) উদ্ভিদে লাল (RR) এবং সাদা (rr) ফুলযুক্ত জনিতৃর সংকরায়ণে গোলাপি (Rr) ফুলযুক্ত সংকর উদ্ভিদের উৎপত্তি – অসম্পূর্ণ প্রকটতা নির্দেশ করে
১৮. AaBb x aabb ক্রস করে সৃষ্ট জীবগুলির অনুপাত হবে – 1:1:1:1

১৯. তালিকা-I এবং তালিকা-II এর সঠিক উত্তর হল

  • i) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম – V আকৃতির
  • ii) অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম – J আকৃতির
  • iii) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম – L আকৃতির
  • iv) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম – V আকৃতির (প্রশ্নপত্রে ভুল অপশন রয়েছে যে সমস্ত ছাত্র-ছাত্রী এই প্রশ্নটি Attempt করবে তাদের বোর্ডের তরফ থেকে নাম্বার দিয়ে দেওয়া হবে।)

২০. বিবৃতি (A) এবং কারণ (R) উভয়েই সঠিক এবং (R) হল (A)-এর সঠিক ব্যাখ্যা

  • বিবৃতি (A): স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়
  • কারণ (R): স্ত্রী পাখির সেক্স ক্রোমোজোম ZW এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম ZZ

২১. পলিজেনিক বংশগতির উদাহরণ নয় এমন বিকল্পটি হল – ABO রক্তশ্রেণী
২২. XxYyZz জিনোটাইপ যুক্ত জীব থেকে প্রকারের গ্যামেট সৃষ্টি হতে পারে
২৩. (a) RNA ভাইরাসে জেনেটিক RNA বর্তমান, (b) mRNA হল non-জেনেটিক RNA – উভয়বাক্য দুটি সত্য
২৪. E. coli তে Lac operon সক্রিয় হয় যখন – RNA পলিমারেজ Operater -এর সঙ্গে যুক্ত হয়
২৫. E.coli-এর প্রতিলিপিকরণ সম্পর্কে সঠিক বিবৃতিটি হলো: – DNA নির্ভরশীল RNA পলিমারেজ বহুশৃঙ্খলীকরণ অনুঘটিত করে একটি অভিমুখে যা হল 5’→3′

HS 3rd Sem Biology Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার বায়োলজি প্রশ্নপত্র ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বায়োলজি পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই যারা আগামী বছর এই সেমিস্টারে পরীক্ষায় অংশ নেবে, তাদের জন্য এই প্রশ্নপত্রটি বিশেষভাবে সহায়ক হবে। নিচে দেওয়া HS 3rd Semester Biology Question Paper PDF লিংকে ক্লিক করে সহজেই ডাউনলোড করা যাবে।

বর্তমানে একাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্র-ছাত্রীরা পরবর্তী বছর বায়োলজি পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আগের বছরের প্রশ্ন বিশ্লেষণ করে পড়াশোনা করলে পরীক্ষার্থীরা প্রশ্নের ধরণ ও গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। তাই ভবিষ্যতের ছাত্রছাত্রীদের সুবিধার্থে উচ্চমাধ্যমিক বায়োলজি তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র PDF নিচে দেওয়া করা হলো।

জেনে রাখুন: HS Class 12 4th Semester Routine 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষার রুটিন! কবে কোন পরীক্ষা?

ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।
ডাউনলোডতথ্য
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বায়োলজি প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Biology Question Paper pdf) 4 MB
↓ Download Pdf 48 Pages ✅

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

Join Group

Telegram