HS 3rd Semester Bengali Question Paper 2025 PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র উত্তর সহ! সংগ্রহ করে নাও

Anjan Mahata

Updated on:

Follow Us Share
HS 3rd Sem Bengali Question Paper PDF Download Class 12

WBCHSE 3rd Semester Bengali: এবছর দ্বাদশ শ্রেণীতে পাঠরত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরা প্রথম সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ৮ই সেপ্টেম্বর ২০২৫ সোমবার ছিল উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা। আগামী বর্ষের পরীক্ষার্থীদের জন্য আমরা HS 3rd Semester Bengali Question Paper 2025 শেয়ার করতে চলেছি।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন পত্র ২০২৫: HS 3rd Semester Bengali Question Paper 2025 PDF

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রথম দিনেই ছিল বাংলা বিষয়ের পরীক্ষা পরীক্ষা। HS 3rd Semester এর বাংলা পরীক্ষা ছিল মোট ৪০ নম্বর এবং পরীক্ষাটি MCQ টাইপ OMR ভিত্তিক ছিল। পরীক্ষার জন্য বরাদ্দ সময় ছিল ১ ঘণ্টা ১৫ মিনিট।

বিষয়তথ্য
বিষয়বাংলা
পূর্ণমান৪০
পরীক্ষার তারিখ৮ই সেপ্টেম্বর, ২০২৫ সোমবার

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন পত্র সমাধান: HS 3rd Semester Bengali Answer 2025

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখার জন্য এখানে সঠিক সমাধান দেওয়া হলো।

(১) কবীরের ধর্ম ছিল 👉 সত্যের বয়ান
(২) শাণিত  ইস্পাতদন্ড | অভঙ্গুর | নাম 👉 ভালোবাসা
(৩) নিশ্চিত পৌঁছুবো সেই …. খর্জুরের  দ্বীপে। 👉 তৃষ্ণাহর
(৪) যাঁরা  …. এসেছেন, তাঁরা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন 👉 লোকহিতায়
(৫) দূরপত মারী-আই-কে ভোগের সঙ্গে দিত 👉 নারকেল
(৬) প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে 👉 নাসিক্য ধ্বনি
(৭) স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ 👉 নিষ্কাশন
(৮) ‘সংস্কৃত’ শব্দটি ক’টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে? 👉 চারটি
(৯) খণ্ডধ্বনির নাম 👉 বিভাজ্য ধ্বনি
(১০) বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা 👉 ২০০ টির বেশি
(১১) আমরা আমাদের চার হাত চার ….. একে যুঝবোই 👉 চোখে
(১২) বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা 👉 চারটি
(১৩) রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট রচনা করেছেন 👉 ৭৭ টি ধ্রুপদ
(১৪) ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো 👉 1. ডালপালা প্রভৃতি মামুলী খাদ্য শেষ হইলে, মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়ালেন। 2. আদরিণীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। 3. আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। 4. আদরিণীর সেই নবজলধরবর্ণ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে- তাহা আজ নিশ্চল-নিস্পন্দ।
(১৫) সত্য ও মিথ্যা নির্ণয় করো 👉 1. আমাদের ভাষা সংস্কৃতর গদাই-প্রস্করি চাল ঐ এক চাল নকল করে ∞ অস্বাভাবিক হয়ে যাচ্ছে। (সত্য) 2. কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট, সে কথাই হচ্ছে। (মিথ্যা) 3. সমস্ত দেশের যাতে কুল্যাণ, সেথা তোমার গ্রাম্য জেলা বা গ্রামের প্রাধান্যটি মনে রাখতে হবে। (মিথ্যা) 4. এগুলো শোধরাবার লক্ষণ এখন হচ্ছে, এখন ক্রমে বুঝবে যে, যেটা ভাবহীন, প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনও কাজের নয়। (সত্য)
(১৬) বাংলা গানের জগতের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টিকারী ‘তোমাকে চাই’ অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক 👉 কবীর সুমন (সুমন চট্টোপাধ্যায়)
(১৭) ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স’ গড়ে তোলেন 👉 মেঘনাদ সাহা
(১৮) ‘বেটন কাপ’ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট? 👉 হকি
(১৯) ‘আদর’ যাও মা …… মেলা দেখে এসো 👉 বামুনহাটের
(২০) অত্যাচারিত …… গরীব লোকের মোকর্দমা তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়াছেন। 👉 উৎপীড়িত
(২১) জরিমানা মকুবের জন্য মোক্তার মহাশয় কত টাকা ব্যয় করেছিলেন? 👉 ১৭০০ টাকা
(২২) আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 👉 দুই মাস
(২৩) আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল 👉 পাঁচ টাকা
(২৪) জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনী কিনেছিলেন? 👉 দুই হাজার
(২৫) ‘ধর্ম’ কবিতাটির মূল গ্রন্থ 👉 অন্ধকার লেখাগুচ্ছ
(২৬) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো – 1. জয়রাম মুখোপাধ্যায় 👉 মোক্তার  2. কুঞ্জবিহারী বাবু – জুনিয়ার উকিল 3. নগেন – ডাক্তার 4. উমাচরণ লাহিড়ী – জমিদার
(২৭) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো 👉 1. আবদুল করিম খাঁ – সংগীত শিল্পী 2. আইনস্টাইন – বিজ্ঞানী 3. ভ্যান গঘ – চিত্রশিল্পী 4. গার্সিয়া লোরকা – কবি ও নাট্যকার
(২৮) স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো 👉 1. ঝুলন গোস্বামী –  ক্রিকেট 2. দিব্যেন্দু বড়ুয়া – দাবা 3. গোষ্ঠ পাল – ফুটবল 4. আরতি সাহা – সাঁতার
(২৯) বিবৃতি (Assertion) ও কারণ (Reason) -এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো: নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি (A) এবং দ্বিতীয় অংশটি কারণ (R)। নির্দেশ অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো:
বিবৃতি (A): গ্রামের লোকেরা ভেবেছিল পোটরাজ মারী-আই-এর কুনজরে পড়েছে।
কারণ (R): গ্রামের মানুষেরা মারী আইকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিল। 👉  A) ভুল, (R) ঠিক
(৩০) সমার্থকতার উদাহরণ হিসেবে কোনগুলি ঠিক? 👉 পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ এবং আনন্দ, হর্ষ, পুলক, প্রফুল্লতা
(৩১) ‘পোটরাজ’ গল্পটি অনুবাদ করেছেন 👉 সুনন্দন চক্রবর্তী
(৩২) আমাদের দু’জনের হাতগুলোই লাগবে 👉 ধুয়ে মুছে আগুন বানানোর জন্য
(৩৩) ‘ক’ থেকে ‘ম’ পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বল হয় 👉 স্পর্শধ্বনি
(৩৪) ‘মিঠু কাল স্কুলে যাবে’ এবং ‘মিঠু কাল স্কুলে যাবে?’ এই দুটি বাক্যের উচ্চারণ 👉 সুরতরঙ্গ
(৩৫) দারুণ’ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত। পরিবর্তিত অর্থ ‘অত্যন্ত’। এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ নিয়মে হয়েছে? 👉 রূপান্তর 
(৩৬) ‘দিগ্বিজয়ে যেতে হবে’ দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিলেন? 👉 দুয়োরানী
(৩৭) ‘খজুরের দ্বীপ’ আসলে কী? 👉 যেখানে কবি পৌঁছতে চান
(৩৮) ‘চলিতভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না?’ ‘চলিতভাষা’ বলতে বোঝায় 👉 মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা 
(৩৯) সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকনিন্দ বলেছেন 👉 মরা ভাষা
(৪০) দুটো চলিতভাষায় যে ভাবরাশি আসবে, তাই পাওয়া যাবে না 👉 দু’হাজার ছাঁদি বিশেষণে

HS 3rd Sem Bengali Question Paper Download: Class 12 তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ডাউনলোড

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। কেমন হয়েছে উচ্চমাধ্যমিক সেমিস্টারের প্রশ্নপত্র সেটি নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

আগামী বছর যে সমস্ত পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রেফারেন্স হিসেবে ২০২৫ ২৬ পরীক্ষার প্রশ্নপত্র টি এনালাইস করা খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের সুবিধার জন্য এবং একাধিক অভিভাবক অভিভাবিকা ও শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র PDF টি নিচে দেওয়া হল। ডাউনলোড অপশন এ ক্লিক করে সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন।

ফাইনাল উত্তরপত্র এখনো প্রকাশ হয়নি, প্রকাশ হলে আপডেট করে দেওয়া হবে। প্রশ্নপত্রের মধ্যে থাকা উত্তরগুলি ছাত্র-ছাত্রীর নিজস্ব তৈরি করা অফিশিয়াল নয়।

পরবর্তী সমস্ত বিষয়ের সাজেশন: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার All Subjects সাজেশন (Click Here →)

ডাউনলোডতথ্য
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ডাউনলোড লিংক (HS 3rd Semester Bengali Question Paper pdf)3 MB
↓ Download Pdf

✅ তোমরা সংগ্রহ করতে পারো অধ্যায় ভিত্তিক স্মার্ট নোটস (Chapterwise MCQ All Types)👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 40 টাকা]

WBCHSE HS 3rd Sem English MCQ Suggestion Smart Notes PDF
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

Join Group

Telegram