HS 2026 Practical Exam & Project: উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রজেক্ট তারিখ ঘোষণা! নোটিশ

Nitya Gorai

Published on:

WBCHSE HS Exam 2026 Project Practical Exam School Date Rules Guidelines

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির শেষ পর্যায়ে দাঁড়িয়ে ছাত্রছাত্রী ও বিদ্যালয়গুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চতুর্থ সেমিস্টার ও পুরনো বার্ষিক পদ্ধতির অন্তর্গত প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষার একগুচ্ছ স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে।

— Advertisement —

HS 2026 Practical Exam Date: কবে থেকে শুরু প্র্যাকটিক্যাল পরীক্ষা? জানাল WBCHSE সংসদ

সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা শুরু হবে ২ মার্চ (2nd March 2026) থেকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে। এই পরীক্ষা চলবে ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত। সেমিস্টার পদ্ধতি ও পুরনো বার্ষিক—দুই ব্যবস্থার পরীক্ষার্থীরাই এই সূচির আওতায় পড়বে।

Guidelines: কোন বিষয়ের পরীক্ষা কীভাবে হবে, শিক্ষক গার্ড স্পষ্ট নির্দেশ

বিদ্যালয়গুলিকেই নিজেদের ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ ও নিয়ন্ত্রিত থাকে। সংসদের নির্দেশিকা অনুযায়ী—

  • সব প্র্যাকটিক্যাল-ভিত্তিক বিষয়, যেমন বিজ্ঞানভিত্তিক বিষয়ের পাশাপাশি মিউজিক (MUSC) এবং ফিজিক্যাল এডুকেশন (PHED/HPED)-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিদ্যমান বিষয় শিক্ষকরাই (School Subject Teachers) নেবেন
  • শিক্ষক স্থায়ী (Permanent) বা চুক্তিভিত্তিক (Contractual) দু’ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।
বিশেষভাবে জানানো হয়েছে, পরিসংখ্যান (Statistics) বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ৬ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নির্দিষ্ট সময়ে।
— Advertisement —

যদি কোনও বিদ্যালয়ে নির্দিষ্ট বিষয়ে শিক্ষক না থাকেন, সেক্ষেত্রে পার্শ্ববর্তী বিদ্যালয়ের যোগ্য বিষয় শিক্ষককে নিয়োগ করা যাবে। তবে তার জন্য—

  • সংশ্লিষ্ট শিক্ষকের লিখিত সম্মতি এবং বিদ্যালয় প্রধানের ‘নো অবজেকশন’ সহ সংসদের আঞ্চলিক অফিসের অনুমতি নেওয়া বাধ্যতামূলক
★★ HS 4th Semester Suggestion 2026 Notes ➦ ক্লিক করুন ⇓
WBCHSE HS 4th Semester Suggestion Notes 2026
উপরের ছবির উপর ট্যাপ বা ক্লিক করুন

প্রশ্নপত্র, উত্তরপত্র ও মূল্যায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

সংসদ জানিয়েছে, ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিভিন্ন ডিস্ট্রিবিউশন ক্যাম্প থেকে বিদ্যালয়গুলিকে খালি উত্তরপত্র (৪ পাতার ও ২ পাতার) এবং প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র সরবরাহ করা হবে।

তবে PHED ও HPED বিষয়ের ক্ষেত্রে কোনও প্র্যাকটিক্যাল প্রশ্নপত্র থাকবে না। সংশ্লিষ্ট বিষয় শিক্ষকরা সিলেবাস, কারিকুলাম অনুসরণ করে পরীক্ষা নেবেন।

প্র্যাকটিক্যাল উত্তরপত্রে পরীক্ষকের স্বাক্ষর এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাউন্টার সিগনেচার অবশ্যই থাকতে হবে, বলে কড়া নির্দেশ দিয়েছে সংসদ।

পুরনো সিস্টেমের পরীক্ষার্থীদের জন্য ছাড়

সংসদের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত পরীক্ষার্থী আগের বছরে পুরনো সিস্টেমে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পাশ করেছেন, তাঁদের পুনরায় প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে না

নম্বর আপলোড ও সংরক্ষণ নিয়ে নির্দেশ (Marks Submit)

প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষার পরে সব ছাত্রছাত্রীর নম্বর অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে, সমস্ত কিছু স্কুল সময়মতো দায়িত্ব সহকারে করবে।

  • সময়সীমা: ৫ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬

এক্ষেত্রে হার্ড কপি জমা দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে সংসদ জানিয়েছে, মূল্যায়িত উত্তরপত্র ও প্রজেক্ট কপি আপাতত বিদ্যালয় প্রধানের হেফাজতেই সংরক্ষিত থাকবে, রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর অনুযায়ী। প্রয়োজন হলে পরে সেগুলি সংগ্রহ করবে সংসদ।

নম্বর এন্ট্রির সময় বিশেষ সতর্কতা

  • অনলাইন পোর্টালে সর্বাধিক ২ অঙ্কের নম্বর এন্ট্রি করা যাবে।
  • অনুপস্থিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে লিখতে হবে “AB”
  • কোনও ভুল এড়াতে প্রতিষ্ঠান প্রধান ও পরীক্ষকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে

সংগ্রহ করুন: HS 4th Semester ABTA Testpaper 2026 [বাংলা & English] 

অফিসিয়াল নোটিফিকেশন PDF ও এক নজরে

বিষয়তথ্য
প্র্যাকটিক্যাল শুরুর তারিখ02 মার্চ 2026
প্র্যাকটিক্যাল শেষের তারিখ23 মার্চ 2026
Statistics Practical06 মার্চ 2026 (12 PM – 3 PM)
নম্বর আপলোডের সময়05 – 28 মার্চ 2026
WBCHSE অফিসিয়াল নোটিশ No.: L/PR/016/2026
Date: 13/01/2026
↓ Download
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →

উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ স্তরে প্র্যাকটিক্যাল ও প্রজেক্টের সঠিক মূল্যায়ন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেই কারণেই আগেভাগে স্পষ্ট ও বিস্তারিত নির্দেশিকা জারি করে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে চাইছে সংসদ

Join Group

Telegram