Graduation PhD: কলেজ পাশ করেই সরাসরি হওয়া যাবে প্রফেসরও! UGC নতুন ঘোষণা দেখে নিন

Graduation PhD Check UGC New Announcement 2024

Graduation PhD directly become a professor after passing college! Check UGC New Announcement: 2022 সালে UGC – র চালু করা 04 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে সম্প্রতি নতুন নিয়ম আনলো UGC বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। নতুন নিয়ম অনুযায়ী এবার গ্র্যাজুয়েশনের পরেই PhD-র জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে UGC-র চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী নতুন নিয়মে 04 বছরের গ্র্যাজুয়েশন কোর্সে যদি 75% নম্বর থাকে, তাহলেই PhD-র জন্য আবেদন করা যাবে।

   

গ্রাজুয়েশনের পর সরাসরি পিএইচডি! UGC নতুন নিয়ম

UGC-র নতুন নিয়ম অনুযায়ী, 04 বছরের গ্র্যাজুয়েশন – এর শিক্ষার্থীরা সর্বভারতীয় স্তরের পরীক্ষা National Eligibility Test (NET)– এর মাধ্যমে PhD-র জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে উল্লেক্ষ্য, তফশিলি জাতি ও উপজাতি, পিছিয়ে পড়া সম্প্রদায় এবং বিশেষ ভাবে সক্ষম ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য PhD- তে আবেদন করার ক্ষেত্রে স্নাতকে 5% কম অর্থাত্‍ 70% নম্বর রাখার কথা বলা হয়েছে।

আগে PhD-র জন্য স্নাতক স্তরে নূন্যতম 55% নম্বরের প্রয়োজন ছিল, পাশাপাশি মাস্টার্স ডিগ্রি শেষ করে তবেই PhD-র জন্য আবেদন করা যেত। তবে সম্প্রতি নিয়মের পরিবর্তন হয়েছে, এখন থেকে স্নাতক স্তরে নূন্যতম 75% নম্বর পেলেই PhD-র জন্য আবেদন করা যাবে।

আরো দেখুন: Amar Karmadisha ‘আমার কর্মদিশা’ রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন অনেক সুবিধা, অনলাইনে আবেদন করবেন? জানুন

ছাত্রছাত্রীদের জন্য UGC NET পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন:

এখন থেকে স্নাতকে ৭৫% নম্বর পেলেই NET পরীক্ষায় বসতে পারবেন। আগে মাস্টার্স ডিগ্রি বাধ্যতামূলক ছিল। কোন বিষয়ে স্নাতক করেছেন তার সাথে মিল থাকা বাধ্যতামূলক নয়। এখন আপনি যেকোন বিষয়ে NET পরীক্ষা দিতে পারবেন।

কিভাবে আবেদন করবেন?

  • UGC NET পরীক্ষার জন্য NTA-র ওয়েবসাইটে (https://ugcnet.nta.nic.in/) অনলাইনে আবেদন করতে হবে।

অবশ্যই দেখুন: Utkarsh Bangla: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ! কি চালু হচ্ছে জেনে নিন

পরীক্ষা বিষয়ক বিস্তারিত একটি পোস্ট খুব তাড়াতাড়ি আমাদের তরফ থেকে পাবলিশ করা হবে. আমাদের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তী সমস্ত প্রকারের সুযোগ সুবিধা সহ আপডেট পাওয়ার জন্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram