GDS Online Engagement 2026 Schedule-I: মাধ্যমিক পাস সকল যুবক-যুবতীদের জন্য সুখবর! শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনরকম পরীক্ষা ছাড়াই ভারতীয় পোস্ট অফিসে ৩০ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। কবে থেকে আবেদন শুরু হবে? কিভাবে আবেদন করবেন? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
India Post GDS Recruitment 2026: পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ
গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ডাক ভবনের তরফ থেকে সমস্ত পোস্ট অফিসে নির্দেশ দেওয়া হয়েছে যে কোন পোস্ট অফিসে কতজন স্টাফ কম আছে তার লিস্ট তৈরি করতে।
এই লিস্ট আগামী ১ লা জনুয়ারি থেকে ১০ই জানুয়ারির মধ্য জমা করতে হবে। এরপর আগামী ১৫ই জানুয়ারি ২০২৬ পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে।
| কার্যক্রম | তারিখ |
|---|---|
| সার্কেলের মাধ্যমে কনফিগারেশন/পুনঃযাচাই ও ভুলত্রুটি সংশোধন | 08.12.2025 থেকে 20.12.2025 |
| GDS Online Engagement Portal-এর ২য় পর্যায়ের UAT (User Acceptance Test) | 22.12.2025 থেকে 24.12.2025 |
| বিভিন্ন ডিভিশনের মাধ্যমে শূন্যপদ (Vacancy) আপলোড/রেকর্ড করা | 01.01.2026 থেকে 10.01.2026 |
| বিস্তারিত বিজ্ঞপ্তি (Descriptive Notification) প্রকাশ | 15.01.2026 (১৫ জানুয়ারি ২০২৬) |
মোট শূন্যপদ ( Total Vacancy)
অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি শূন্য পদে নিয়োগ করানো হবে কারণ একাধিক GDS কর্মচারীরা প্রমোশন নিয়ে MTS পদে উত্তীর্ণ হয়েছে তাই অনেক ভেকেন্সি খালি রয়েছে সেক্ষেত্রে বিপুল সংখ্যক নিয়োগের সম্ভাবনা রয়েছে। আনুমানিক ৩০ হাজার বেশি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে।
অবশ্যই পড়ুন: GDS Application Document Required: গ্রামীণ ডাক সেবক আবেদনের জন্য কি কি লাগবে? দেখে নাও
আবেদন শুরুর তারিখ (Application Date) ও নোটিশ
আগামী ১৫ই জানুয়ারি পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের বিস্তারিত নোটিফিকেশন প্রকাশ করা হবে। এরপর সেই নোটিফিকেশন প্রকাশের পর দু-তিন দিনের মধ্যেই আবেদন শুরু হবে। আনুমানিক ধরা যেতে পারে আগামী ১৮ই জানুয়ারি থেকে ২০ই জানুয়ারি ২০২৬ এর মধ্য আবেদন শুরু হবে।
| বিবরণ | লিংক |
|---|---|
| বিজ্ঞপ্তি ডাউনলোড করুন (Circular) | Download PDF |
| পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক (GDS) অফিসিয়াল ওয়েবসাইট | indiapostgdsonline.gov.in |
বিস্তারিত দেখুন: Post Office Jobs: পোস্ট অফিসে কিভাবে চাকরি পাবে? যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত দেখে নাও
ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে ২০২৬ সালে জানুয়ারি মাসে নিয়োগ হবে এ সম্পর্কে বিস্তারিত নোটিফিকেশনের মধ্যেই জানানো হবে। সমস্ত আপডেট সময় মত পেতে Edutips -এর সঙ্গে যুক্ত থাকুন, অবশ্যই অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


