WBCHSE: ফ্রি তে মিলবে হারানো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অ্যাডমিট ও মার্কশিট! সিদ্ধান্ত সংসদের, দেখে নিন

Arpita Paul

Published on:

Follow Us Share
WBCHSE HS Certificate Marksheet Free Duplicate Copy

পশ্চিমবঙ্গের একাধিক জেলায় সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। বহু ছাত্র-ছাত্রী তাদের গুরুত্বপূর্ণ নথি — যেমন Higher Secondary Registration Certificate, Admit Card, Marksheet, এবং Pass Certificate — হারিয়ে ফেলেছেন। এই অবস্থায়, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক কাউন্সিল (WBCHSE) মানবিক কারণে বড় সিদ্ধান্ত নিয়েছে।

বন্যায় হারানো HS সার্টিফিকেট, অ্যাডমিট ও মার্কশিট — বিনামূল্যে ডুপ্লিকেট দেবে সংসদ!

১০ অক্টোবর ২০২৫ তারিখে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে, WBCHSE জানিয়েছে —
বন্যা বা ভূমিধসে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীরা যদি তাঁদের হারানো নথিপত্র পুনরায় পেতে চান, তাহলে তাঁরা বিনামূল্যে (Free of Cost) ডুপ্লিকেট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা মার্কশিট পেতে পারবেন।

এই ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে শুধুমাত্র তাঁদের, যাঁদের আবেদন নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা (Head of the Institution – HOI)-এর মাধ্যমে করা হবে। অর্থাৎ কেউ যদি দু বছর তিন বছর আগেও উচ্চমাধ্যমিক পাস করে থাকেন, তিনিও এই সুযোগ-সুবিধা পাবেন – যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ হয়েছে সেখানে যোগাযোগ করতে হবে।

Application Process: কীভাবে আবেদন করতে হবে?

প্রক্রিয়াটি একদম সহজ — নিচের ধাপগুলো মেনে চললেই হবে

  1. ছাত্র-ছাত্রীকে নিজের বিদ্যালয়ের Head of the Institution (HOI)-এর কাছে আবেদন করতে হবে।
  2. আবেদনপত্রের সঙ্গে উল্লেখ করতে হবে যে, সাম্প্রতিক বন্যার কারণে নথিপত্র হারিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
  3. HOI আবেদনপত্রে একটি সার্টিফিকেট দেবেন, যেখানে তিনি লিখবেন যে, উক্ত ছাত্র/ছাত্রী সত্যিই বন্যার কারণে তাঁর নথি হারিয়েছে।
  4. তারপর স্কুলের পক্ষ থেকে সেই আবেদন WBCHSE-এ পাঠানো হবে।

সাধারণ ক্ষেত্রে ডুপ্লিকেট মার্কশিট বা সার্টিফিকেট পেতে ৬০০ টাকা পর্যন্ত ফি জমা করতে হতো। কিন্তু এক্ষেত্রে, বন্যা দুর্গত ছাত্র-ছাত্রীদের একটি সম্পূর্ণ বিনামূল্যের সুবিধা প্রদান করবে সংসদ।

মিস করবেন না: WBSSC Group C & D Recruitment 2025: স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ! সমস্ত তথ্য দেখে নিন

অফিসের বিজ্ঞপ্তি এবং সংসদের বক্তব্য

সংসদের সভাপতি প্রফেসর (ডঃ) চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন — “এই সিদ্ধান্ত সম্পূর্ণ মানবিক কারণে নেওয়া হয়েছে, যাতে বিপর্যস্ত ছাত্রছাত্রীরা তাঁদের একাডেমিক জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হন।”

বিষয়তথ্য
নোটিশের বিস্তারিত তথ্য
Memo No: L/PR/566/2025
Dated 10/10/2025
West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)
অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন

পরবর্তী দেখুন: Westbengal OBC List 2025: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2025, OBC-A, OBC-B কারা বাদ? নতুন লিস্ট

বন্যায় বহু পরিবারের পাশাপাশি ছাত্রছাত্রীদেরও শিক্ষা জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই WBCHSE-এর এই মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। যেসব ছাত্রছাত্রী তাঁদের নথি হারিয়েছেন, তাঁরা যেন দ্রুত বিদ্যালয়ের মাধ্যমে আবেদন করেন — যাতে তাঁদের ডুপ্লিকেট সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ও মার্কশিট যত তাড়াতাড়ি সম্ভব হাতে পৌঁছে যায়।

Join Group

Telegram