“সিলেবাসই পরীক্ষার রোডম্যাপ” একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার (Semester II) শুরু থেকেই সিলেবাস জানা ও বোঝা অত্যন্ত জরুরি। কারণ সিলেবাস দেখেই বোঝা যায় কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তাই ছাত্রছাত্রীদের সুবিধার জন্য এখানে দেওয়া হলো Class 11 2nd Semester (Semester II) All Subjects Syllabus PDF Download লিঙ্ক। কিভাবে ডাউনলোড করবে?
প্রতিটি বিষয়ের পাশে Download বাটন দেওয়া আছে।
যে বিষয়টি দরকার, সেই ডাউনলোড বাটনে ক্লিক করলেই ফাইল ওপেন হবে।
গুগল ক্রোম (Google Chrome) ব্যবহার করলে PDF প্রথমে প্রিভিউ হবে। তখন ডান দিকের উপরে থাকা থ্রি-ডট (⋮) এ ক্লিক করে Download অপশন চাপলেই ফাইলটি তোমার মোবাইল বা কম্পিউটারে সেভ হয়ে যাবে।
ভাষা বিভাগে মূলত বাংলা (Bengali) ও ইংরেজি (English) অন্তর্ভুক্ত রয়েছে। ল্যাংগুয়েজ সাবজেক্টটা সমস্ত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রেই কমন তাই বাংলা ইংরেজি আলাদা আলাদা করে দেওয়া রইল, অবশ্যই ডাউনলোড করে নেবে এবং প্রয়োজন হলে ভালো করে প্রিন্ট আউট করে নিতে পারো।
একাদশ শ্রেণি (Class 11) সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” WhatsApp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗
Science Subjects (সায়েন্স গ্রুপের সিলেবাস)
বিজ্ঞান বিভাগে রয়েছে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা, কম্পিউটার সায়েন্স, ভূগোল, পরিসংখ্যান, পুষ্টিবিজ্ঞান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, রিসার্চ বা টেকনোলজি সম্পর্কিত পড়াশোনা করতে চাইলে এই সিলেবাস বিশেষভাবে দরকারি। 👉 প্রতিটি বিষয়ের পাশে থাকা Download বাটনে ক্লিক করলে সিলেবাস খুলবে। প্রয়োজনে PDF ডাউনলোড করে নাও।
Class 11 Semester 2 Physics Syllabus (ফিজিক্স / পদার্থবিদ্যা)
কমার্স বিভাগের ছাত্রছাত্রীরা হিসাববিদ্যা, ব্যবসায় অধ্যয়ন, কস্টিং-ট্যাক্সেশন, কমার্শিয়াল ল, ইকোনমিক্স ইত্যাদি বিষয় পড়ে থাকে। ভবিষ্যতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, বিজনেস ম্যানেজমেন্ট, ফাইন্যান্স বা অডিটিংয়ের মতো পেশায় যেতে চাইলে এই বিভাগ খুবই কার্যকর। 👉 প্রতিটি বিষয়ের সিলেবাস PDF আকারে দেওয়া আছে। Download বাটনে ক্লিক করলেই তা ডাউনলোড করা যাবে।
Class 11 Semester 2 Accountancy Syllabus (হিসাব শাস্ত্র)
কলা বিভাগে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা, সংস্কৃত, দর্শন, ইতিহাস, ভূগোল, সমাজবিদ্যা, সাংবাদিকতা ও গণযোগাযোগসহ নানা বিষয়। যারা ভবিষ্যতে প্রশাসনিক পরীক্ষা (যেমন WBCS, UPSC), শিক্ষা বা গবেষণার দিকে যেতে চায়, তাদের জন্য এই সিলেবাস খুবই প্রয়োজনীয়। 👉 যে বিষয় দরকার, তার পাশের Download বাটনে ক্লিক করলে সিলেবাস খুলে যাবে এবং সেখান থেকে PDF সেভ করা যাবে।
Class 11 Semester 2 Political Science Syllabus (রাষ্ট্রবিজ্ঞান)
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার স্কুল এই প্রশ্ন হবে স্কুলে পরীক্ষা হবে তবুও প্রথম থেকে ভালো প্রস্তুতি নিতে হবে। তাই আমাদের দেওয়া এই সিলেবাসের PDF গুলো আগে থেকেই সংগ্রহ করে ডাউনলোড করে রাখো। Edutips এর সঙ্গে যুক্ত থাকো সমস্ত পরীক্ষার আপডেট, সাজেশন সময়মতো পৌঁছে দেব।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -