Class 11 2nd Semester Bengali Question Pattern & Marks: একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা নম্বর বিভাজন, প্রশ্ন প্যাটার্ন

Nitya Gorai

Published on:

Follow Us Share
HS Class 11 2nd Semester Question Pattern and Marks

উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমে দ্বিতীয় সেমিস্টার বাংলা বিষয়ের (প্রথম ভাষা) সম্পূর্ণ নম্বর বিভাজন প্রশ্ন প্যাটার্ন তার সঙ্গে নমুনা প্রশ্ন – আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছে। নতুন সিলেবাসওয় ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের অনেকেরই অসুবিধা হচ্ছে এই নতুন প্যাটার্ন বা ধারণ ধাঁচ বুঝতে – তাই বেশি দেরি না করে মন দিয়ে সম্পূর্ণটা বুঝে নাও।

উচ্চ মাধ্যমিক একাদশ দ্বিতীয় সেমিস্টার বাংলা প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বিভাজন

একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের বাংলা ‘ক’ সিলেবাসে রয়েছে– ২টি গল্প, ৩টি কবিতা, ১টি নাটক ও পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের ৪টি গল্প। সাথেই রয়েছে ‘বাংলা শিল্প-সাহিত্য সংস্কৃতির ইতিহাস’ বইটির ৬টি অংশ এবং প্রবন্ধ রচনা

নাটক বা কবিতা বা গল্পগুলি থেকে কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে? প্রতিটি প্রশ্ন কি সম্পূর্ণ থাকবে? নাকি প্রশ্নগুলোকে ছোট ছোট অংশে বিভক্ত করা হবে? –নিচে প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বিভাজন দেওয়া রইল:

নম্বর বিভাজন এবং প্রশ্নের ধরন ও বিভাজন (Class 11 2nd Semester Bengali)

পাঠ্যনম্বর বিভাজনপ্রশ্নের ধরন ও বিভাজন
গল্পমোট প্রশ্নমান ৫ নম্বরদুটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে।
কবিতামোট প্রশ্নমান ৫ নম্বরতিনটি কবিতা থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে
নাটকমোট প্রশ্নমান ৫ নম্বরএকটি নাটক থেকে দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে
পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থমোট প্রশ্নমান ৫*২=১০ নম্বরচারটি গল্প থেকে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে।
বাংলা শিল্প-সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসমোট প্রশ্নমান ৫ নম্বরতিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে
প্রবন্ধ রচনামোট প্রশ্নমান ১০ নম্বর দুইটি বিষয় দেওয়া থাকবে তার মধ্যে একটি বিষয় নির্বাচন করে সেই বিষয়ের উপর প্রবন্ধ রচনা করতে হবে

রচনাধর্মী প্রশ্ন ধরন এবং নমুনা প্রশ্ন (Sample Questions)

✅ বাংলা প্রশ্নে 5 নম্বরের যে প্রশ্নগুলি থাকবে সেগুলি সম্পূর্ণ রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী প্রশ্ন (Descriptive answer type) থাকবে।

গল্প এবং নাটক

◾বাংলা পাঠ্যের গল্প এবং নাটক থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি আসবে সেগুলি ২+৩ -এ বিভক্ত থাকতে পারে অথবা সরাসরি 5 নম্বরের প্রশ্নও থাকতে পারে; যেমন-

  1. ‘ছুটি’ গল্পে মামাবাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখ। ০৫
  2. ‘আগুন’ নাটকের চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ। ২+৩

কবিতা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ

◾তবে বাংলা পাঠ্যের কবিতা এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি আসবে সেগুলি অবশ্যই ২+৩ -এ বিভক্ত থাকবে, এতে সরাসরি ৫ নম্বরের প্রশ্ন থাকবে না; যেমন-

  1. ভাবসম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা কর। ২+৩
  2. ‘পঁচিশে বৈশাখ’ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলি গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন্ কোন্ গুণের উল্লেখ করেছেন? তাঁর কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় না কেন? ২+৩

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস

বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে যে 5 নম্বরের প্রশ্নগুলি আসবে সেগুলি সরাসরি 5 নম্বরের প্রশ্নও থাকবে, এতে কোন বিভাজন থাকবে না; যেমন-

  1. বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর। ০৫
  2. বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখ। ০৫
  3. ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। ০৫

একাদশ শ্রেণি (Class 11) সেমিস্টার প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” WhatsApp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

কিভাবে কম সময় পড়বে? পড়ার জন্য টিপস (Tips)

ছাত্র-ছাত্রীরা তোমাদের মধ্যে অনেকেই রয়েছো, যারা এই বিশাল পরিমাণ সিলেবাস সম্পূর্ণ শেষ করার যথেষ্ট চাপের। তো তাদের জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের এই বিষয়ে কিছু টিপস দেওয়া হল।

  1. দুটি গল্পের মধ্যে প্রতিটি গল্প থেকে একটি করে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে যদি তোমরা যেকোনো একটি গল্প খুব ভালো করে পড়াশোনা করো তাহলে তোমরা অবশ্যই একটি প্রশ্নের উত্তর দিতে পারবে।
  2. তিনটি কবিতা থেকে মোট দুটি প্রশ্ন আসবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্ষেত্রে তোমরা যেকোনো দুটি কবিতা খুব ভালো করে পড়লে অবশ্যই তোমরা একটি প্রশ্নের উত্তর দিতে পারবে।
  3. পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের চারটি গল্প থেকে একটি করে প্রশ্ন আসবে এবং দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে তোমরা যেকোনো তিনটি গল্প খুব ভালো পড়লে তোমরা অবশ্যই দুটি প্রশ্নের উত্তর দিতে পারবে।
WBCHSE Semester Prepration Notes EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

তবে এক্ষেত্রে তোমরা সম্পূর্ণ সিলেবাস যারা পারবে অবশ্যই সম্পূর্ণ করবে এটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু কম পরিশ্রমে বেশি নম্বর নিতে চাইছো। আমাদের তরফ থেকে পড়াশোনাতে সর্বোচ্চ সহযোগিতা পাবে তাই চিন্তার কোন কারণ নেই, পড়তে থাকো।

Join Group

Telegram