Class 11 1st Semester Sanskrit Suggestion Question Answer: একাদশ শ্রেণি সংস্কৃত সাজেশন MCQ PDF

Anjan Mahata

Published on:

Follow Us Share
WB Class 11 1st semester SanskritSugestion MCQ Quetion Answer

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের সংস্কৃত পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে সঠিক প্রস্তুতি ও গুছিয়ে পড়াশোনা করাই সবচেয়ে জরুরি। রীক্ষার আগে ছোট ছোট One Liner সংস্কৃত প্রশ্নোত্তর অনুশীলন করলে খুব দ্রুত রিভিশন করা যায় এবং উত্তর দেওয়ার আত্মবিশ্বাসও বাড়ে। তাই এই সাজেশন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও সহজ, কার্যকর ও সফল করে তুলতে সাহায্য করবে।

Class 11 Semester-1 Sanskrit Suggestion: একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার সংস্কৃত সাজেশন

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের সংস্কৃত পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আগে সিলেবাসটা ভালোভাবে জেনে রাখা খুব দরকার। কোন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসতে পারে তা বুঝে পড়লে পড়াশোনা অনেক গুছিয়ে করা যায়। তাই নিচে টেবিল আকারে পুরো সিলেবাস দেওয়া হলো।

Unit – অধ্যায়বিষয়বস্তু
Part I :সংস্কৃত সাহিত্য (Sanskrit Literature)15 Marks
ইউনিট ১গদ্য (Prose)
ইউনিট ২পদ্য (Poetry/Verse)
ইউনিট ৩দৃশ্য কাব্য (Drama)
Part – II : সংস্কৃত ব্যাকরণ (History of Sanskrit Literature) 15 Marks
ইউনিট ৪প্রত্যয়
ইউনিট ৫ধাতুরুপ
ইউনিট ৬শব্দরূপ
ইউনিট ৭প্রত্যয়
Part – III : সংস্কৃত সাহিত্যের ইতিহাস (History of Sanskrit Literature) 10 Marks
অধ্যায় ৮গল্প সাহিত্য
অধ্যায় ৯বাল্মিকী রামায়ন
অধ্যায় ১০গল্প সাহিত্য

গদ্য: (পাঠ্যাংশের নাম- উপমন্যুকথা)

১) মহাভারতের রচয়িতা কে — ব্যাসদেব
২) বেদ কে বিভাজন করেছিলেন — ব্যাসদেব
৩) বেদ বিভাজন করার জন্য ব্যাসদেবের নাম হয়েছিল — বেদব্যাস
৪) বেদব্যাসের পিতার নাম ছিল — ঋষি পরাশর
৫) বেদব্যাসের মাতার নাম ছিল — সত্যবতী
৬) মহাভারতের পর্ব সংখ্যা — ১৮ টি
৭) “उपमुन्युकथा” গদ্যটি মহাভারতের কোন পর্ব থেকে নেওয়া — প্রথম
৮) মহাভারতের প্রথম পর্বের নাম — আদিপর্ব
৯) “उपमुन्युकथा” আদিপর্বের কোন অধ্যায়ে আছে — তৃতীয়
১০) আদিপর্বের অধ্যায়সংখ্যা — ২৩৪ টি
১১) ঋষি আয়োদ ধ্যৌম্যের শিষ্য সংখ্যা — তিনজন
১২) উপমন্যুর গুরুর নাম — ঋষি আয়োদ ধ্যৌম্য
১৩) “केन वृत्तिं कल्पयसि” উক্তিটি করেছেন — ঋষি আয়োদ ধ্যৌম্য
১৪) উপমন্যুর কাজ ছিল — গোরু চরানো
১৫) “उपमुन्युकथा” গদ্যটিতে উপমন্যুর গোচারণে যাওয়ার সংখ্যা — পাঁচবার
১৬) ক্ষুধার্ত হয়ে উপমন্যু যে গাছের পাতা খেয়েছিলেন — আকন্দ পাতা
১৭) আকন্দ পাতা খাওয়ার ফলে উপমন্যু হয়েছিলেন — অন্ধ
১৮) অন্ধ হয়ে উপমন্যু পড়ে গিয়েছিলেন — কুয়োতে
১৯) গুরু উপমন্যুকে যে দেবতার স্তব করতে বলেন — অশ্বিনীকুমারদ্বয়
২০) দেবভিষক্ কাকে বলা হয় — অশ্বিনীকুমারদ্বয়
২১) “त्वां चक्षुष्मन्तं करिष्यतः” উক্তিটি করেছেন — ঋষি আয়োদ ধ্যৌম্য
২২) “चक्षुष्मांश्च भविष्यसि” উক্তিটি করেছেন — অশ্বিনীকুমারদ্বয়
২৩) উপমন্যু দৃষ্টিশক্তি ফিরে পান কার বরে — অশ্বিনীকুমারদ্বয়
২৪) স্তবে সন্তুষ্ট হয়ে অশ্বিনীকুমারদ্বয় উপমন্যুকে দেন — পিঠে
২৫) “नानृतमूचतुर्भवन्तौ” উক্তিটি করেছেন — উপমন্যু
২৬) অশ্বিনীকুমারদ্বয়ের বরে উপমন্যুর দাঁত হয় — সোনার মতো
২৭) অশ্বিনীকুমারদ্বয়ের বরে উপমন্যুর গুরুর দাঁত হয় — লোহার মতো কালো
২৮) “उपाध्यायस्य ते ———— दन्ताः” শূন্যস্থানে বসবে — कार्ष्णायसा
২৯) “अर्कपत्र” শব্দের অর্থ — আকন্দ পাতা
৩০) “अभ्यागम्य” শব্দের অর্থ — কাছে এসে
৩১) “अपूप” শব্দের অর্থ — পিঠে
৩২) “अशान” শব্দের অর্থ — ভক্ষণ করা
৩৩) “पीवान” শব্দের অর্থ — বলবান্
৩৪) “तमुपाध्यायः प्रेषयामास”— ‘तम्’ দ্বারা বোঝানো হয়েছে — উপমন্যু
৩৫) “भैक्षं गृह्णामि”— ‘भैक्षम्’ শব্দের অর্থ — ভিক্ষার অন্ন

পদ্য: (পাঠ্যাংশের নাম- বর্ষাবর্ণনম্)

১) অয়ং সঃ কালঃ সম্প্রাপ্তঃ – এখানে ‘কালঃ’ দ্বারা কোন ঋতুকে বোঝানো হয়েছে? – বর্ষা ঋতু
২) “আজ জলাগমঃ সময়ঃ” – জলাগম শব্দের অর্থ কী? – বৃষ্টির আগমন
৩) আকাশকে কিসের দ্বারা আচ্ছন্ন বলা হয়েছে? – পর্বতের মতো মেঘে
৪) “মেঘোদরবিনির্মুক্তাঃ” – এর অর্থ কী? – মেঘের ভিতর থেকে বেরিয়ে আসা
৫) কপূরদলশীতল বাতাসকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – কেয়াফুলের গন্ধযুক্ত শীতল বাতাস
৬) “শক্যমঞ্জলিভিঃ পাতুম্” – এর দ্বারা কী বোঝানো হয়েছে? – হাত ভরে পান করার মতো বাতাস
৭) আকাশ কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত—এর কারণ কী? – বিক্ষিপ্ত মেঘ
৮) আকাশকে কিসের রূপে বিভাতি বলা হয়েছে? – শান্ত মহাসমুদ্রের মতো
৯) মেঘকে কিসের পতাকাযুক্ত বলা হয়েছে? – বিদ্যুতের পতাকাযুক্ত
১০) মেঘের আকৃতি কিসের মতো বলা হয়েছে? – পর্বতের চূড়ার মতো
১১) মেঘের গর্জন কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – যুদ্ধক্ষেত্রে মত্ত হাতির গর্জন
১২) বনগুলিকে বর্ষাকালে কী দ্বারা শোভিত বলা হয়েছে? – বর্ষার জলে সিক্ত তৃণ ও ময়ূর নৃত্য দ্বারা
১৩) ময়ূরের নৃত্যকে কোন ঋতুর সঙ্গে সম্পর্কিত করা হয়েছে? – বর্ষা ঋতু
১৪) বর্ষার ফলে কোন কোন প্রাণী আনন্দিত হয়? – ময়ূর, ব্যাঙ, হাতি
১৫) বর্ষাকালে বন কখন অধিক শোভিত হয়? – অপরাহ্ণে
১৬) মেঘরা কোথায় বিশ্রাম করে পুনরায় গমন করে? – পর্বতের শিখরে
১৭) “সলিলাতিভারং সমুদ্বহন্তঃ” – এখানে কী বোঝানো হয়েছে? – জলে ভারাক্রান্ত মেঘ
১৮) নদীগুলি বর্ষায় কীরূপে বর্ণিত হয়েছে? – বয়ে চলমান
১৯) “নদ্যো ঘনা মত্তগজা বনান্তাঃ” – এখানে কিসের মিলন ঘটেছে? – প্রকৃতি ও প্রাণীর মিলন
২০) “প্রিয়াবিহীনাঃ ধ্যায়ন্তি” – বর্ষায় কারা চিন্তিত হয়? – প্রিয়াবিহীনরা
২১) ব্যাঙদের অবস্থা কীভাবে প্রকাশ করা হয়েছে? – আশ্বস্ত হচ্ছে
২২) মেঘকে বিদ্যুত্পতাকা দ্বারা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – যুদ্ধে উৎসুক হাতির
২৩) বন কোথাও প্রগীতা বলে বর্ণিত—কিসের দ্বারা? – ভ্রমরকুলের গুঞ্জনে
২৪) বন কোথাও প্রনৃত্তা – কার দ্বারা? – ময়ূরদের দ্বারা
২৫) বন কোথাও প্রমত্তা – কার দ্বারা? – হস্তিদের দ্বারা
২৬) ষট্পদতন্ত্রী দ্বারা কী বোঝানো হয়েছে? – ভ্রমরের গুঞ্জনরূপ বীণা
২৭) প্লবঙ্গ উদীরিত কণ্ঠতাল দ্বারা কী বোঝানো হয়েছে? – ব্যাঙের ডাক
২৮) মেঘমৃদঙ্গনাদ দ্বারা কী বোঝানো হয়েছে? – মেঘের গর্জন
২৯) বনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – সঙ্গীতসভার সঙ্গে
৩০) মেঘের সঙ্গে হাতির কোন মিল রয়েছে? – শব্দ ও শক্তি
৩১) বর্ষাকালে আকাশের রূপ কেমন হয়? – কোথাও প্রকাশিত, কোথাও অপ্রকাশিত
৩২) বাতাসের গন্ধ কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – কেতকী ফুলের গন্ধ
৩৩) নদীর প্রবাহ বর্ষায় কিসের প্রতীক? – অবিরাম গতি
৩৪) বর্ষার জলে তৃণভূমি কেমন হয়? – পরিপুষ্ট ও সবুজ
৩৫) বর্ষার পরে বনের প্রান্ত কীভাবে বিভাতি হয়? – প্রাণী ও প্রকৃতির মিলনে
৩৬) বর্ষার মেঘকে কখনো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? – যুদ্ধক্ষেত্রের হাতির সঙ্গে
৩৭) বিদ্যুৎকে এখানে কীসের সঙ্গে উপমা দেওয়া হয়েছে? – পতাকা
৩৮) বর্ষার সময় কারা বিশেষ আনন্দ পায়? – ময়ূর ও ব্যাঙ
৩৯) বর্ষার সময় কারা বিশেষ দুঃখ পায়? – প্রিয়াবিহীনরা
৪০) পুরো বর্ষাবর্ণনম্ পাঠ্যাংশ মূলত কিসের বর্ণনা? – বর্ষা ঋতুর প্রকৃতিচিত্র

দৃশ্য কাব্য: (পাঠ্যাংশের নাম- কৃপণঃ কপালী)

১) কৃপণঃ কপালীর রচয়িতা কে — শ্রীজীব ন্যায়তীর্থ
২) কৃপণঃ কপালীর উৎস গ্রন্থের নাম — চিপিটকচর্বণম্
৩) “চিপিটকচর্বণম্” কী ধরণের নাটক — প্রহসন
৪) ‘চিপিটকচর্বণম্’ শব্দের অর্থ — চিড়ে চেবানো
৫) “চিপিটকচর্বণম্” কয় অঙ্কের নাটক — এক
৬) “কৃপণঃ কপালী” পাঠ্যাংশে চরিত্র সংখ্যা — পাঁচটি
৭) “চিপিটকচর্বণম্” নাটকের প্রধান চরিত্র — কপালী
৮) “अरे दुष्टे पापिष्ठ दासि” এখানে দাসী — মন্থরা
৯) মন্থরা কার দাসী — কপালীর
১০) কপালীর ভৃত্যের নাম — পঙ্গুরাম
১১) কপালীর স্ত্রীর নাম — রঙ্গিণী
১২) কপালীর ছাতা কে ফেলে দিয়েছিল — মন্থরা
১৩) কপালীর ছাতা কেমন অবস্থায় পড়েছিল — কাটা ছোটো চারা গাছের মতো
১৪) “मम पुत्रपौत्रसुखभोग्यम्” সুখভোগ্য বস্তু — ছাতা
১৫) কপালীর জুতা কে ফেলে দিয়েছিল — পঙ্গুরাম
১৬) কপালীর জুতা কে নিয়ে গিয়েছিল — কুকুর
১৭) কপালীর জুতা কে আনতে গিয়েছিল — কপালী
১৮) “मिथ्याकथनं न सहते देवोऽपि” উক্তিটি করেছেন — কপালী
১৯) “लक्षणं प्रतिकूलं प्रतिभाति” উক্তিটি করেছেন — বৈদ্য
২০) “नास्य वाक् प्रसरति” উক্তিটি করেছেন — রঙ্গিণী
২১) “सत्वरमानयामि लोहशलाकाम्” উক্তিটি করেছেন — রঙ্গিণী
২২) “पादुकायुगलं मे विनष्टं चिराय” উক্তিটি করেছেন — কপালী
২৩) “कर्तितबालद्रुमवत्” এখানে ‘बालদ্রুম’ শব্দের অর্থ — চারা গাছ
২৪) “कस्य पादुका शुना नीयते” এখানে ‘शुना’ শব্দের অর্থ — কুকরের দ্বারা
২৫) “तथापि हृदयं मे विदीर्यते” উক্তিটি করেছেন — কপালী
২৬) “तथापि हृदयं मे विदीर्यते” উক্তি করার কারণ — ছাতা ও জুতা চলে যাওয়া

সংস্কৃত ব্যাকরণ

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের ব্যকরণ বিষয়ে একাধিক বিষয়বস্তু রয়েছে। স্বরসন্ধিতে সবর্ণদীর্ঘ, গুণ ও বৃদ্ধি থাকে, আর ব্যঞ্জনসন্ধিতে শ্চুত্ব, ষ্টুত্ব ও জশত্ব দেখা যায়। শব্দরূপে অজন্ত শব্দ যেমন—বালক, লতা, ফল, কবি, মতি, বারি, নদী ইত্যাদি; সাংখ্যবাচক শব্দে এক ও দ্বি; আর সর্বনাম শব্দে অস্মদ্ ও যুষ্মদ্ ব্যবহৃত হয়। ধাতুরূপে লট্, লঙ্ ও লৃট্ লকারে ভূ, গম্, কৃ, পূজ্ প্রভৃতি ধাতুর রূপান্তর হয়। এছাড়া প্রত্যয়ের মধ্যে ক্ত, ক্তবতু, ক্ত্বা, ল্যপ্ ও ক্তিন্ বিশেষভাবে পড়তে হবে।

(১) সন্ধি

১) সন্ধি শব্দের অর্থ কী? – সংযোগ বা মিলন
২) সন্ধি শব্দের অপর নাম কী? – সংহিতা
৩) অ বর্ণের সবর্ণ কোনটি? – 
৪) ই বর্ণের সবর্ণ কোনটি? – 
৫) উ বর্ণের সবর্ণ কোনটি? – 
৬) ‘যথা + অর্থঃ’ সন্ধি করলে কী হবে? – যথার্থঃ
৭) ‘অদ্য + অবধিঃ’ সন্ধি করলে কী হবে? – অদ্যাবধিঃ
৮) ‘তত্র + আসীৎ’ সন্ধি করলে কী হবে? – তত্রাসীৎ
৯) ‘তথা + অস্তু’ সন্ধি করলে কী হবে? – তথাস্তু
১০) ‘অধি + ঈশ্বরঃ’ সন্ধি করলে কী হবে? – অধীশ্বরঃ
১১) ‘গিরি + ইন্দ্রঃ’ সন্ধি করলে কী হবে? – গিরীন্দ্রঃ
১২) ‘শচী + ইন্দ্রঃ’ সন্ধি করলে কী হবে? – শচীন্দ্রঃ
১৩) ‘বিধু + উদয়ঃ’ সন্ধি করলে কী হবে? – বিধূদয়ঃ
১৪) ‘লঘু + ঊর্মিঃ’ সন্ধি করলে কী হবে? – লঘূর্মিঃ
১৫) ‘বধূ + উৎসবঃ’ সন্ধি করলে কী হবে? – বধূৎসবঃ
১৬) ‘মহা + ইন্দ্রঃ’ সন্ধি করলে কী হবে? – মহেন্দ্রঃ
১৭) ‘যথা + ইষ্টম্’ সন্ধি করলে কী হবে? – যথেষ্টম্
১৮) ‘নীল + উৎপলম্’ সন্ধি করলে কী হবে? – নীলোৎপলম্
১৯) ‘গঙ্গা + ঊর্মিঃ’ সন্ধি করলে কী হবে? – গঙ্গোর্মিঃ
২০) ‘নর + উত্তমঃ’ সন্ধি করলে কী হবে? – নরোত্তমঃ
২১) ‘মহা + উদয়ঃ’ সন্ধি করলে কী হবে? – মহোদয়ঃ
২২) ‘যথোক্তম্’ সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – যথা + উক্তম্
২৩) ‘দেব + ঋষিঃ’ সন্ধি করলে কী হবে? – দেবর্ষিঃ
২৪) ‘রাজর্ষিঃ’ সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – রাজা + ঋষিঃ
২৫) ‘মহা + ঋষিঃ’ সন্ধি করলে কী হবে? – মহর্ষিঃ
২৬) ‘সপ্তর্ষিঃ’ সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – সপ্ত + ঋষিঃ
২৭) ‘বর্ষা + ঋতুঃ’ সন্ধি করলে কী হবে? – বর্ষর্তুঃ
২৮) ‘ভরতর্ষভঃ’ সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – ভরত + ঋর্ষভঃ
২৯) ‘দুঃখ + ঋতঃ’ সন্ধি করলে কী হবে? – দুঃখার্তঃ
৩০) ‘ঋণার্ণম্’ সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – ঋণ + ঋণম্
৩১) ‘দশ + ঋণঃ’ সন্ধি করলে কী হবে? – দশার্ণঃ
৩২) ‘সদৈব’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – সদা + এব
৩৩) ‘অদ্যৈব’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – অদ্য + এব
৩৪) ‘মহৌষধম্’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – মহা + ঔষধম্
৩৫) ‘বনৌষধিঃ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – বন + ঔষধিঃ
৩৬) ‘বৃদ্ধিরেচি’ কোন বিধায়ক সূত্র? – বৃদ্ধিবিধায়ক
৩৭) ‘আদ্ গুণঃ’ কোন বিধায়ক সূত্র? – গুণবিধায়ক
৩৮) ‘অকঃ সবর্ণে দীর্ঘঃ’ কোন বিধায়ক সূত্র? – দীর্ঘাদেশ
৩৯) সন্ধি শব্দের অর্থ কী? – সংযোগ বা মিলন
৪০) সন্ধি শব্দের অপর নাম কী? – সংহিতা
৪১) হল্ সন্ধি বলতে কী বোঝায়? – ব্যঞ্জনসন্ধিগুলিকে
৪২) ব্যঞ্জনসন্ধি বলতে কী বোঝায়? – ব্যঞ্জনবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন, ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন এবং স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলন—সবগুলিই সঠিক
৪৩) ‘রাজ্ + নী’ সন্ধি করলে কী হবে? – রাজ্ঞী
৪৪) ‘যজ্ঞঃ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – যজ্ + নঃ
৪৫) আবার ‘রাজ্ + নী’ সন্ধি করলে কী হবে? – রাজ্ঞী
৪৬) ‘চলচ্চিত্রম্’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – চলৎ + চিত্রম্
৪৭) ‘তদ্ + ছবিঃ’ সন্ধি করলে কী হবে? – তচ্ছবিঃ
৪৮) ‘উচ্চারণম্’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – উৎ + চারণম্
৪৯) ‘শরৎ + চন্দ্রঃ’ সন্ধি করলে কী হবে? – শরচ্চন্দ্রঃ
৫০) ‘মহচ্চরিত্রম্’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – মহৎ + চরিত্রম্
৫১) ‘যাবৎ + জীবনম্’ সন্ধি করলে কী হবে? – যাবজ্জীবনম্
৫২) চ্ -এর পর ন্ থাকলে ঐ ন্-র স্থানে কোন রূপ হয়? – যাচ্ঞা
৫৩) ‘বাক্ + ঈশঃ’ সন্ধি করলে কী হবে? – বাগীশঃ
৫৪) ল্ পরে থাকলে পূর্ববর্তী ত্, দ্ ও ন্ স্থানে কোন বর্ণ হয়? – ল্
৫৫) ‘তদ্ + লীলা’ সন্ধি করলে কী হবে? – তল্লীলা
৫৬) ‘বৃহল্ললাটম্’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – বৃহৎ + ললাটম্
৫৭) ড্ কিংবা ঢ্ পরে থাকলে পূর্ববর্তী ত্ ও দ্ স্থানে কী হয়? – ড্
৫৮) ‘তড্ডমরুঃ’ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? – তদ্ + ডমরুঃ
৫৯) ‘উৎ + ডীনঃ’ সন্ধি করলে কী হবে? – উড্ডীনঃ

(২) শব্দরূপ

১) “बालक” শব্দের प्रथमा একবচন রূপ কী? – बालकः
২) “बालक” শব্দের प्रथमा দ্বিবচন রূপ কী? – बालकौ
৩) “बालक” শব্দের प्रथमा বহুবচন রূপ কী? – बालकाः
৪) “बालक” শব্দের द्वितीया একবচন রূপ কী? – बालकम्
৫) “बालक” শব্দের द्वितीया বহুবচন রূপ কী? – बालकान्
৬) “बालक” শব্দের चतुर्थी একবচন রূপ কী? – बालकाय
৭) “बालक” শব্দের षष्ठी বহুবচন রূপ কী? – बालकानाम्
৮) “बालक” শব্দের सप्तमी একবচন রূপ কী? – बालके
৯) “बालक” শব্দের सप्तमी বহুবচন রূপ কী? – बालकेषु
১০) “बालक” শব্দের संबोधन বহুবচন রূপ কী? – हे बालकाः
২১) “लता” শব্দের प्रथमा একবচন রূপ কী? – लता
২২) “लता” শব্দের प्रथमा বহুবচন রূপ কী? – लताः
২৩) “लता” শব্দের द्वितीया একবচন রূপ কী? – लताम्
২৪) “लता” শব্দের द्वितीया বহুবचন রূপ কী? – लताः
২৫) “लता” শব্দের तृतीया একবচন রূপ কী? – लतया
২৬) “लता” শব্দের तृतीया বহুবचন রূপ কী? – लताभिः
২৭) “लता” শব্দের चतुर्थी একবচন রূপ কী? – लतायै
২৮) “लता” শব্দের षष्ठी একবচন রূপ কী? – लतायाः
২৯) “लता” শব্দের सप्तमी বহুবचन রূপ কী? – लतासु
৩০) “लता” শব্দের संबोधन বহুবचন রূপ কী? – हे लताः
৩১) “फल” শব্দের प्रथमा একবচন রূপ কী? – फलम्
৩২) “फल” শব্দের प्रथमा বহুবচন রূপ কী? – फलानि
৩৩) “फल” শব্দের द्वितीया একবচন রূপ কী? – फलम्
৩৪) “फल” শব্দের द्वितीया বহুবচন রূপ কী? – फलानि
৩৫) “फल” শব্দের तृतीया একবচন রূপ কী? – फलेन
৩৬) “फल” শব্দের तृतीया বহুবচন রূপ কী? – फलैः
৩৭) “फल” শব্দের चतुर्थी একবচন রূপ কী? – फलाय
৩৮) “फल” শব্দের षष्ठी বহুবচন রূপ কী? – फलानाम्
৩৯) “फल” শব্দের सप्तमी একবচন রূপ কী? – फले
৪০) “फल” শব্দের संबोधन বহুবচन রূপ কী? – हे फलानि
৪১) “कवि” শব্দের प्रथमा একবচন রূপ কী? – कविः
৪২) “कवि” শব্দের प्रथमा বহুবচन রূপ কী? – कवयः
৪৩) “कवि” শব্দের द्वितीया একবচন রূপ কী? – कविम्
৪৪) “कवि” শব্দের द्वितीया বহুবচন রূপ কী? – कवीन्
৪৫) “कवि” শব্দের तृतीया একবচন রূপ কী? – कविना
৪৬) “कवि” শব্দের तृतीया বহুবচন রূপ কী? – कविभिः
৪৭) “कवि” শব্দের चतुर्थी একবচন রূপ কী? – कवये
৪৮) “कवि” শব্দের षष्ठी একবচন রূপ কী? – कविः
৪৯) “कवि” শব্দের सप्तमी বহুবচন রূপ কী? – कविषु
৫০) “कवि” শব্দের संबोधन বহুবচন রূপ কী? – हे कवयः
৫১) “मति” শব্দের प्रथमा একবচন রূপ কী? – मतिः
৫২) “मति” শব্দের প্রथमा বহুবচন রূপ কী? – मतयः
৫৩) “मति” শব্দের द्वितीया একবচন রূপ কী? – मतिम्
৫৪) “मति” শব্দের द्वितीया বহুবचন রূপ কী? – मतीः
৫৫) “मति” শব্দের তृतीয়া একবচন রূপ কী? – मत्या
৫৬) “मति” শব্দের তृतीয়া বহুবচন রূপ কী? – मतीभिः
৫৭) “मति” শব্দের চतुर्थী একবচন রূপ কী? – मत्यै
৫৮) “मति” শব্দের षष্ঠী একবচন রূপ কী? – मत्याः
৫৯) “मति” শব্দের सप्तमी বহুবচन রূপ কী? – मतीषु
৬০) “मति” শব্দের संबोधन বহুবচन রূপ কী? – हे मतयः
৬১) “वारि” শব্দের प्रथमा একবচন রূপ কী? – वारि
৬২) “वारि” শব্দের प्रथमा বহুবচন রূপ কী? – वारिणि
৬৩) “वारि” শব্দের द्वितीया একবচন রূপ কী? – वारि
৬৪) “वारि” শব্দের द्वितीया বহুবচন রূপ কী? – वारिणि
৬৫) “वारि” শব্দের তृतीয়া একবচন রূপ কী? – वारिणा
৬৬) “वारि” শব্দের তृतीয়া বহুবচন রূপ কী? – वारिभिः
৬৭) “वारि” শব্দের চतुर्थী একবচন রূপ কী? – वारिणे
৬৮) “वारि” শব্দের षष্ঠी বহুবचন রূপ কী? – वारिणाम्
৬৯) “वारि” শব্দের सप्तमी একবচন রূপ কী? – वारिणि
৭০) “वारि” শব্দের संबोधन বহুবচন রূপ কী? – हे वारिणि
৭১) “एक” শব্দের প্রथमा একবচন (পুংলিঙ্গ) রূপ কী? – एकः
৭২) “एक” শব্দের प्रथमा একবচন (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – एका
৭৩) “एक” শব্দের प्रथमा একবচন (নপুংসকলিঙ্গ) রূপ কী? – एकम्
৭৪) “एक” শব্দের द्वितीया একবচন (পুংলিঙ্গ) রূপ কী? – एकम्
৭৫) “एक” শব্দের द्वितीया একবচন (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – एकाम्
৭৬) “एक” শব্দের द्वিতीया একবচন (নপুংসকলিঙ্গ) রূপ কী? – एकम्
৭৭) “एक” শব্দের तृतीया একবচন (পুংলিঙ্গ) রূপ কী? – केनचिदेकस्मिना (संक्षेपे – केन একেন)
৭৮) “एक” শব্দের चतुर्थी একবচন (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – एकायै
৭৯) “एक” শব্দের षष्ठी একবচন (পুংলিঙ্গ) রূপ কী? – एकस्य
৮০) “एक” শব্দের सप्तमी একবচন (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – एकायाम्
৮১) “द्वि” শব্দের प्रथमा द्वিবचन (পুংলিঙ্গ) রূপ কী? – द्वौ
৮২) “द्वि” শব্দের प्रथमा द्वিবचन (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – द्वे
৮৩) “द्वि” শব্দের प्रथमा द्वিবचन (নপুংসকলিঙ্গ) রূপ কী? – द्वे
৮৪) “द्वि” শব্দের द्वितीया द्विबचन (পুংলিঙ্গ) রূপ কী? – द्वौ
৮৫) “द्वि” শব্দের द्वितीया द्वিবচন (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – द्वे
৮৬) “द्वि” শব্দের द्वিতीया द्वিবচন (নপুংসকলিঙ্গ) রূপ কী? – द्वे
৮৭) “द्वि” শব্দের तृतीया द्विबचन (পুংলিঙ্গ) রূপ কী? – द्वाभ्याम्
৮৮) “द्वि” শব্দের तृतीया द्वিবচন (স্ত্রীলিঙ্গ) রূপ কী? – द्वाभ्याम्
৮৯) “द्वि” শব্দের षष्ठी द्वিবচন (পুংলিঙ্গ) রূপ কী? – द्वयोः
৯০) “द्वि” শব্দের सप्तमी द्विबচন (নপুंसকলিঙ্গ) রূপ কী? – द्वयोः
৯১) “अस्मद्” শব্দের प्रथमा একবচন রূপ কী? – अहम्
৯২) “अस्मद्” শব্দের प्रथमा দ্বিবচন রূপ কী? – आवाम्
৯৩) “अस्मद्” শব্দের प्रथमा বহুবচন রূপ কী? – वयम्
৯৪) “अस्मद्” শব্দের द्वितीया একবচন রূপ কী? – माम् / मा
৯৫) “अस्मद्” শব্দের द्वितीया বহুবচন রূপ কী? – अस्मान् / नः
৯৬) “अस्मद्” শব্দের तृतीया একবচন রূপ কী? – मया
৯৭) “अस्मद्” শব্দের तृतीয়া বহুবচন রূপ কী? – अस्माभिः
৯৮) “अस्मद्” শব্দের चतुर्थी একবচন রূপ কী? – मह्यम् / मे
৯৯) “अस्मद्” শব্দের চतुर्थী বহুবচন রূপ কী? – अस्मभ्यम् / नः
১০০) “अस्मद्” শব্দের षष्ठী একবচন রূপ কী? – मम / मे
১০১) “युष्मद्” শব্দের प्रथमा একবচন রূপ কী? – त्वम्
১০২) “युष्मद्” শব্দের प्रथमा द्वিবचন রূপ কী? – युवाम्
১০৩) “युष्मद्” শব্দের প্রथमा বহুবচন রূপ কী? – यूयम्
১০৪) “युष्मद्” শব্দের द्वितीया একবচন রূপ কী? – त्वाम् / त्वा
১০৫) “युष्मद्” শব্দের द्वितीया বহুবচন রূপ কী? – युष्मान् / वः
১০৬) “युष्मद्” শব্দের তृतीয়া একবচন রূপ কী? – त्वया
১০৭) “युष्मद्” শব্দের তृतीয়া বহুবচন রূপ কী? – युष्माभिः
১০৮) “युष्मद्” শব্দের চतुर्थী একবচন রূপ কী? – तुभ्यम् / ते
১০৯) “युष्मद्” শব্দের চतुर्थী বহুবচন রূপ কী? – युष्मभ्यम् / वः
১১০) “युष्मद्” শব্দের षष्ठी একবচন রূপ কী? – तव / ते

(৩) ধাতুরুপ

১) ক্রিয়ার মূলকে কী বলে? – ধাতু
২) ধাতুর পরে কোন্ বিভক্তি যুক্ত হয়? – তিঙ্
৩) ল-কার কয়টি? – ১০ টি
৪) বর্তমান কাল বোঝাতে কোন্ ল-কার যুক্ত হয়? – লট্ ল-কার
৫) অতীত কাল বোঝাতে কোন্ ল-কার যুক্ত হয়? – লঙ্ ল-কার
৬) ভবিষ্যৎ কাল বোঝাতে কোন্ ল-কার যুক্ত হয়? – লৃট্ ল-কার
৭) ‘ভূ’ ধাতু কোন্ গণীয়? – ভ্বাদিগণীয়
৮) ‘ভূ’ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – ভবতি
৯) ‘ভূ’ ধাতুর লট্ প্রথম পুরুষ দ্বিবচনের রূপ কী? – ভবতঃ
১০) ‘ভূ’ ধাতুর লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – ভবথঃ
১১) ‘ভূ’ ধাতুর লট্ উত্তম পুরুষ একবচনের রূপ কী? – ভবামি
১২) ‘ভূ’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – অভবৎ
১৩) ‘ভূ’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – অভবন্
১৪) ‘ভূ’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – অভবতম্
১৫) ‘ভূ’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ বহুবচনের রূপ কী? – অভবত
১৬) ‘ভূ’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ একবচনের রূপ কী? – অভবম্
১৭) ‘ভূ’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – অভবাম
১৮) ‘ভূ’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ একবচনের রূপ কী? – ভবিষ্যামি
১৯) ‘ভূ’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – ভবিষ্যামঃ
২০) ‘গম্’ ধাতু কোন্ গণীয়? – ভ্বাদিগণীয়
২১) ‘গম্’ ধাতুর অর্থ কী? – যাওয়া
২২) ‘গম্’ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – গচ্ছতি
২৩) ‘গম্’ ধাতুর লট্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – গচ্ছন্তি
২৪) ‘গম্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ একবচনের রূপ কী? – গচ্ছসি
২৫) ‘গম্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – গচ্ছথঃ
২৬) ‘গম্’ ধাতুর লট্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – গচ্ছামঃ
২৭) ‘গম্’ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচনের রূপ কী? – গচ্ছাবঃ
২৮) ‘গম্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – অগচ্ছৎ
২৯) ‘গম্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – অগচ্ছন্
৩০) ‘গম্’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – অগচ্ছতম্
৩১) ‘গম্’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – অগচ্ছাম
৩২) ‘কৃ’ ধাতু কোন্ গণীয়? – তনাদিগণীয়
৩৩) ‘কৃ’ ধাতু কোন্ পদী? – উভয়পদী
৩৪) ‘কৃ’ ধাতুর অর্থ কী? – করা
৩৫) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লট্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – করোতি
৩৬) ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লট্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – কুর্বতে
৩৭) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লট্ মধ্যম পুরুষ একবচনের রূপ কী? – করোষি
৩৮) ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – কুর্বাথে
৩৯) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লট্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – কুর্মঃ
৪০) ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লট্ উত্তম পুরুষ দ্বিবচনের রূপ কী? – কুর্বহে
৪১) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – অকরোৎ
৪২) ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – অকুর্বত
৪৩) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – অকুরুতম্
৪৪) ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – অকুর্মহি
৪৫) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লৃট্ প্রথম পুরুষ দ্বিবচনের রূপ কী? – করিষ্যতঃ
৪৬) ‘কৃ’ ধাতুর পরস্মৈপদী লৃট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – করিষ্যথঃ
৪৭) ‘কৃ’ ধাতুর আত্মনেপদী লৃট্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – করিষ্যামহে
৪৮) ‘পূজ্’ ধাতু কোন্ গণীয়? – চুরাদিগণীয়
৪৯) ‘পূজ্’ ধাতু কোন্ পদী? – পরস্মৈপদী
৫০) ‘পূজ্’ ধাতুর অর্থ কী? – পূজা করা
৫১) ‘পূজ্’ ধাতুর লট্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – পূজয়তি
৫২) ‘পূজ্’ ধাতুর লট্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – পূজয়ন্তি
৫৩) ‘পূজ্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ একবচনের রূপ কী? – পূজয়সি
৫৪) ‘পূজ্’ ধাতুর লট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – পূজয়থঃ
৫৫) ‘পূজ্’ ধাতুর লট্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – পূজয়ামঃ
৫৬) ‘পূজ্’ ধাতুর লট্ উত্তম পুরুষ দ্বিবচনের রূপ কী? – পূজয়াবঃ
৫৭) ‘পূজ্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ একবচনের রূপ কী? – অপূজয়ৎ
৫৮) ‘পূজ্’ ধাতুর লঙ্ প্রথম পুরুষ বহুবচনের রূপ কী? – অপূজয়ন্
৫৯) ‘পূজ্’ ধাতুর লঙ্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – অপূজয়তম্
৬০) ‘পূজ্’ ধাতুর লঙ্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – অপূজয়াম
৬১) ‘পূজ্’ ধাতুর লৃট্ প্রথম পুরুষ দ্বিবচনের রূপ কী? – পূজয়িষ্যতঃ
৬২) ‘পূজ্’ ধাতুর লৃট্ মধ্যম পুরুষ দ্বিবচনের রূপ কী? – পূজয়িষ্যথঃ
৬৩) ‘পূজ্’ ধাতুর লৃট্ মধ্যম পুরুষ একবচনের রূপ কী? – পূজয়িষ্যসি
৬৪) ‘পূজ্’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ বহুবচনের রূপ কী? – পূজয়িষ্যামঃ
৬৫) ‘পূজ্’ ধাতুর লৃট্ উত্তম পুরুষ একবচনের রূপ কী? – পূজয়িষ্যামি

(৪) প্রত্যয়

১) “पच्” ধাতুতে ক्त প্রত্যয় হলে কী হবে – पक्व
২) “पच्” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – पक्ववत्
৩) “पठ्” ধাতুতে ক्त প্রত্যয় হলে কী হবে – पठित
৪) “पठ्” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – पठितवत्
৫) “गम्” ধাতুতে ক्त প্রত্যয় হলে কী হবে – गत
৬) “गम्” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – गतवत्
৭) “क्री” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – क्रीत
৮) “क्री” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – क्रीतवत्
৯) “शृ” (श्रु) ধাতুতে ক्त প্রত্যয় হলে কী হবে – श्रुत
১০) “शृ” (श्रु) ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – श्रुतवत्
১১) “दा” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – दत्त
১২) “दा” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – दत्तवत्
১৩) “धा” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – हित
১৪) “धा” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – हितवत्
১৫) “स्था” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – स्थित
১৬) “स्था” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – स्थितवत्
১৭) “जी” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – जित
১৮) “जी” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – जितवत्
১৯) “चि” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – चित
২০) “चि” ধাতুতে क্তवतु প্রত্যয় হলে কী হবে – चितवत्
২১) “मन्‍थ्” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – मन्थित
২২) “मन्‍थ्” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – मन्थितवत्
২৩) “कुप्” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – कुपित
২৪) “कुप्” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – कुपितवत्
২৫) “वस्” (বাস করা) ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – उषित
২৬) “वस्” (বাস করা) ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – उषितवत्
২৭) “ह्वे” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – हूत
২৮) “ह्वे” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – हूतवत्
২৯) “भक्ष्” ধাতুতে ক্ত প্রত্যয় হলে কী হবে – भक्षित
৩০) “भक्ष्” ধাতুতে क्तवतु প্রত্যয় হলে কী হবে – भक्षितवत्
৩১) “गम्” ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – गत्वा
৩২) “पठ्” ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – पठित्वा
৩৩) “अद्” (খাওয়া) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – जग्ध्वा
৩৪) “क्री” (কেনা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – क्रीत्वा
৩৫) “पा” (পান করা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – पीत्वा
৩৬) “दा” (দান করা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – दत्त्वा
৩৭) “हृ” (গ্রহণ করা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – हृत्वा
৩৮) “धृ” (ধারণ করা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – धृत्वा
৩৯) “जी” (জয় করা) ধাতুতে ক্ত्वাচ্ প্রত্যয় হলে কী হবে – जित्वा
৪০) “चि” (সংগ্রহ করা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – चित्वा
৪১) “वस्” (বাস করা) ধাতুতে ক্ত्वাচ् প্রত্যয় হলে কী হবে – उषित्वा
৪২) “कुप्” ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – कुपित्वा
৪৩) “मृ” (মারা যাওয়া) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – मृत्वा
৪৪) “शृ” (শ্রবণ করা) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – श्रुत्वा
৪৫) “गै” (গাওয়া) ধাতুতে ক্ত्वाच् প্রত্যয় হলে কী হবে – गीत्वा
৪৬) “प्र-गम्” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – प्रगम्य
৪৭) “प्र-नम्” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – प्रणम्य
৪৮) “प्र-आप्” (পাওয়া) ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – प्राप्य
৪৯) “प्र-हृ” (আঘাত করা) ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – प्रहृत्य
৫০) “अनु-भू” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – अनुभूय
৫১) “अनु-वाद्” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – अनूद्य
৫২) “उप-विश्” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – उपविश्य
৫৩) “उप-गम्” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – उपगम्य
৫৪) “उप-हृ” ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – उपहृत्य
৫৫) “आ-नी” (আনা) ধাতুতে ल्यप্ প্রত্যয় হলে কী হবে – आनीय
৫৬) “आ-गम्” (আসা) ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – आगम्य
৫৭) “आ-रुह्” ধাতুতে ल्यप্ প্রত্যয় হলে কী হবে – आरुह्य
৫৮) “परि-धृ” (পরিধান করা) ধাতুতে ल्यप্ প্রত্যয় হলে কী হবে – परिधाय
৫৯) “परि-नी” (বিবাহ করা) ধাতুতে ल्यप্ প্রত্যয় হলে কী হবে – परिणीय
৬০) “नि-हन्” (হত্যা করা) ধাতুতে ल्यप् প্রত্যয় হলে কী হবে – निहत्य

তোমাদের সেমিস্টারের প্রস্তুতি, মক টেস্ট, প্র‍্যাকটিস MCQ জন্য অবশ্যই EduTips App – বিনামূল্যে কোর্সে জয়েন করতে পারো।

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

সংস্কৃত সাহিত্যের ইতিহাস

সংস্কৃত সাহিত্যের সূচনা বৈদিক যুগে, যেখানে ঋগ্বেদে দেবতাদের স্তোত্র আর সামবেদে যজ্ঞসংগীত পাওয়া যায়। মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে শ্রীরামের আদর্শ ও জীবনকাহিনি বর্ণিত হয়েছে। গল্পসাহিত্যে বিষ্ণুশর্মার পঞ্চতন্ত্র, নীতিশিক্ষামূলক হিতোপদেশ ও সোমদেবের কথাসরিতসাগর বিশেষ উল্লেখযোগ্য। এসব রচনায় জ্ঞান, নীতি ও জীবনের শিক্ষা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে।

(১) বৈদিক সাহিত্য

১) বেদ শব্দের অর্থ কী — জ্ঞান
২) বেদের অপর নাম বা নামান্তর কী — শ্রুতি
৩) বেদের অপর নাম ‘শ্রুতি’ কেন বলা হয় — বেদ মন্ত্র শুনে শুনে মনে রাখত বলে
৪) বেদ কে বিভাজন করেছিলেন — ব্যাসদেব
৫) বেদ শব্দের ব্যুত্পত্তি নির্ণয় কর — বিদ্ + ঘঞ্
৬) বেদ কয়টি — ৪ টি
৭) বেদগুলি কী কী — ঋক্, সাম, যজুঃ এবং অথর্ব
৮) বেদের কয়টি ভাগ — ৪ টি
৯) বেদের ভাগগুলি কী কী — সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ
১০) সংহিতা শব্দের অর্থ কী — সংগ্রহ
১১) সংহিতার অপর নাম কী — মন্ত্র
১২) বেদাঙ্গ কয়টি — ৬ টি
১৩) বেদাঙ্গগুলি কী কী — শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ এবং জ্যোতিষ
১৪) বেদপুরুষের পা কাকে বলা হয় — ছন্দ
১৫) বেদপুরুষের হাত কাকে বলা হয় — কল্প
১৬) বেদপুরুষের চোখ কাকে বলা হয় — জ্যোতিষ
১৭) বেদপুরুষের কান কাকে বলা হয় — নিরুক্ত
১৮) বেদপুরুষের ঘ্রাণ কাকে বলা হয় — শিক্ষা
১৯) বেদপুরুষের মুখ কাকে বলা হয় — ব্যাকরণ
২০) বেদের ছন্দ কয়টি — ৭ টি
২১) সবচেয়ে বেশী অক্ষরের বৈদিক ছন্দ কোনটি — জগতী (৪৮)
২২) সবচেয়ে কম অক্ষরের বৈদিক ছন্দ কোনটি — গায়ত্রী (২৪ অক্ষর)
২৩) গীতায় ‘শ্রীকৃষ্ণ’ নিজেকে কোন্ ছন্দের সঙ্গে তুলনা করেছেন — গায়ত্রী
২৪) বৈদিক স্বর কয়টি — ৩ টি
২৫) বৈদিক স্বরের নাম কী কী — উদাত্ত, অনুদাত্ত ও স্বরিত
২৬) প্রাচীনতম বেদের নাম কী — ঋগ্বেদ
২৭) অধুনপ্রাপ্ত ঋগ্বেদের শাখা কয়টি — ২ টি
২৮) অধুনপ্রাপ্ত ঋগ্বেদের শাখা দুটি কী কী — শাকল ও বাস্কল
২৯) ঋগ্বেদের কয়টি মণ্ডল — ১০ টি
৩০) কোন্ বেদকে দশতয়ী বলা হয় — ঋগ্বেদ
৩১) প্রগাথ মণ্ডল কোন মণ্ডলকে বলা হয় — অষ্টম মণ্ডল
৩২) সোমমণ্ডল কোন মণ্ডলকে বলা হয় — নবম মণ্ডল
৩৩) ঋগ্বেদের শাকল শাখায় কতগুলি সূক্ত আছে — ১০১৭ টি
৩৪) ঋগ্বেদের বাস্কল শাখায় কতগুলি সূক্ত আছে — ১০২৮ টি
৩৫) ঋগ্বেদের পুরোহিতের নাম কী — হোতা
৩৬) সামবেদের পুরোহিতের নাম কী — উদগাতা
৩৭) যজুর্বেদের পুরোহিতের নাম কী — অধুর্যু
৩৮) অথর্ববেদের পুরোহিতের নাম কী — ব্রহ্মা
৩৯) ‘সাম’ শব্দের অর্থ কী — গান
৪০) সামবেদের মন্ত্রগুলি কোন্ ঋত্বিক গান করেন — উদগাতা
৪১) সামগান কয় প্রকার — ৫ প্রকার
৪২) কোন্ বেদকে সামের ‘যোনি’ বলা হয় — ঋগ্বেদ
৪৩) ‘গন্ধর্ববেদ’ কী — সামবেদের একটি উপবেদ
৪৪) জ্যামিতি বিদ্যার প্রাচীনতম নিদর্শন কোথায় পাওয়া যায় — শুল্বসূত্রে

(২) বাল্মিকী রামায়ন

১) রামায়ণের রচয়িতা কে — বাল্মীকি
২) আদিকবি নামে পরিচিত কে — বাল্মীকি
৩) বাল্মীকির পূর্ব নাম কী ছিল — রত্নাকর
৪) আদিকাব্য বলা হয় কোনটিকে — রামায়ণ
৫) কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন — নারদ
৬) বাল্মীকির পিতার নাম কী — ঋষি চ্যবন
৭) বাল্মীকির মাতার নাম কী — সুকন্যা
৮) রামায়ণের পরিচ্ছেদের নাম কী — কাণ্ড
৯) রামায়ণের কাণ্ড সংখ্যা কত — ৭ টি
১০) রামায়ণের শ্লোক সংখ্যা কত — ২৪০০০
১১) রামায়ণকে ‘চতুর্বিংশতিসাহস্রী সংহিতা’ বলা হয় কেন — ২৪০০০ শ্লোক থাকার জন্য
১২) রামায়ণের অধ্যায় সংখ্যা কত — ৫০০
১৩) বাল্মীকি কোন্ নদীর তীরে সাধনামগ্ন ছিলেন — তমসা নদীর তীরে
১৪) রামায়ণ কোন্ ছন্দে রচিত — অনুষ্টুপ্ ছন্দে
১৫) রামায়ণ কোন্ রীতিতে রচিত — বৈদভীরীতি
১৬) রামায়ণ কোন্ গুণ বিশিষ্ট — প্রসাদগুণ
১৭) রামায়ণের মুখ্য রস কী — করুণ রস
১৮) কোন্ কাণ্ডে প্রকৃতির কথা বেশি বর্ণিত হয়েছে — কিষ্কিন্ধ্যাকাণ্ডে
১৯) রামচন্দ্রের হরধনু ভঙ্গের কাহিনি কোন্ কাণ্ডে আছে — বালকাণ্ডে বা আদিকাণ্ডে
২০) রামচন্দ্রের বনবাসজীবন কোন্ কাণ্ডে বর্ণিত — অরণ্যকাণ্ডে
২১) রামায়ণের বৃহত্তম কাণ্ড কোনটি — যুদ্ধকাণ্ড
২২) রামায়ণের ক্ষুদ্রতম কাণ্ড কোনটি — কিষ্কিন্ধ্যাকাণ্ড
২৩) লক্ষ্মণকে শক্তিশেল কে নিক্ষেপ করেন — রাবণ
২৪) ‘সেতুবন্ধন’ কে করেছিলেন — নল
২৫) রাবণের পিতার নাম কী — বিশ্রবা
২৬) রাবণের মাতার নাম কী — কৈকসী
২৭) রামায়ণের নায়ক কে — রামচন্দ্র
২৮) রামায়ণের নায়িকা কে — সীতা
২৯) রামায়ণের প্রতিনায়ক কে — রাবণ
৩০) ব্যাধের দ্বারা বাণ বিদ্ধ পাখিটির নাম কী — ক্রৌঞ্চ
৩১) রামলক্ষ্মণকে ‘নাগপাশে’ কে আবদ্ধ করেন — ইন্দ্রজিৎ
৩২) রাবণ সীতাকে কোন্ বন থেকে অপহরণ করেন — পঞ্চবটী
৩৩) সীতাকে কোথায় বন্দী রাখা হয়েছিল — অশোককাননে
৩৪) অশোককাননে সীতার রক্ষিণী কে ছিলেন — ত্রিজটা
৩৫) অজের পুত্রের নাম কী — দশরথ
৩৬) দশরথের কন্যার নাম কী — শান্তা
৩৭) দশরথের জামাতার নাম কী — ঋষ্যশৃঙ্গ
৩৮) শবরী কোন মুনির সেবায় রত ছিলেন — মতঙ্গমুনি
৩৯) ভরতের পত্নীর নাম কী — মান্ডবী
৪০) লক্ষ্মণের পত্নীর নাম কী — ঊর্মিলা
৪১) শত্রুঘ্নের পত্নীর নাম কী — শ্রুতকীর্তি
৪২) রাবণের মামার নাম কী — কালনেমি
৪৩) রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিলেন — ১৪ বছর
৪৪) অযোধ্যারাজ দশরথের পুত্র ছিল — ৪ জন
৪৫) রামচন্দ্রের মায়ের নাম কী — কৌশল্যা
৪৬) ভরতের মায়ের নাম কী — কৈকেয়ী
৪৭) লক্ষ্মণের মায়ের নাম কী — সুমিত্রা
৪৮) শত্রুঘ্নের মায়ের নাম কী — সুমিত্রা

(৩) গল্প সাহিত্য

১) গল্প সাহিত্য সৃষ্টি হয়েছিল কেন— বালকদের নীতি শিক্ষার জন্য (B) বালকদের নীতি শিক্ষার জন্য
২) সংস্কৃত সাহিত্যে গল্প কী নামে পরিচিত— কথা (C) কথা
৩) সংস্কৃত গল্প সাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন ও জনপ্রিয় গ্রন্থ কোনটি— পঞ্চতন্ত্র (A) পঞ্চতন্ত্র
৪) পঞ্চতন্ত্রের রচয়িতা কে— বিষ্ণু শর্মা (B) বিষ্ণু শর্মা
৫) বাইবেলের পর পৃথিবীতে বহুল প্রচারিত গ্রন্থের নাম কী— পঞ্চতন্ত্র (A) পঞ্চতন্ত্র
৬) পঞ্চতন্ত্রের কতগুলি সংস্করণ প্রকাশিত হয়েছে— দুশো পঞ্চাশেরও বেশি (B) দুশো পঞ্চাশেরও বেশি
৭) পঞ্চতন্ত্রের ‘তন্ত্র’ কথাটির অর্থ কী— ভাগ বা অধ্যায় (C) ভাগ বা অধ্যায়
৮) পঞ্চতন্ত্রের তন্ত্রগুলির নাম কী— মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লব্ধপ্রণাশ ও অপরীক্ষিতকারক (C) মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকোলুকীয়, লক্ষপ্রণাশ ও অপরীক্ষিতকারক
৯) সাম, দান, ভেদ, দণ্ড বিষয়ক গল্প কোন্ তন্ত্রে পাওয়া যায়— মিত্রভেদ (D) মিত্রভেদ
১০) পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্রের নাম— মিত্রভেদ (A) মিত্রভেদ
১১) পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্রের নাম— মিত্রপ্রাপ্তি (B) মিত্রপ্রাপ্তি
১২) পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্রের নাম— কাকোলুকীয় (C) কাকোলুকীয়
১৩) পঞ্চতন্ত্রের চতুর্থ তন্ত্রের নাম— লব্ধপ্রণাশ (D) লব্ধপ্রণাশ
১৪) পঞ্চতন্ত্রের পঞ্চম তন্ত্রের নাম— অপরীক্ষিতকারক (A) অপরীক্ষিতকারক
১৫) ‘ব্রাহ্মণ-নকুলকথা’ কোন্ তন্ত্রে আছে— অপরীক্ষিতকারক (A) অপরীক্ষিতকারক
১৬) বানর ও কুমীরের গল্প কোন্ তন্ত্রে আছে— লব্ধপ্রণাশ (D) লব্ধপ্রণাশ
১৭) পঞ্চতন্ত্রে মোট কতগুলি গল্প আছে— ৬৩ টি (B) 63 টি
১৮) অমরশক্তি কোথাকার রাজা ছিলেন— মহিলারোপ্যের (D) মহিলারোপ্যের
১৯) ‘হিতোপদেশ’এর রচয়িতা কে— নারায়ণ শর্মা (A) নারায়ণ শর্মা
২০) ‘হিতোপদেশ’ শব্দের অর্থ কী— ভালোর জন্য উপদেশ (B) ভালোর জন্য উপদেশ
২১) হিতোপদেশের খন্ড সংখ্যা— ৪ টি (B) 4 টি
২২) হিতোপদেশের খন্ডগুলির নাম— মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ ও সন্ধি (C) মিত্রলাভ, সুহৃদ্ভেদ, বিগ্রহ ও সন্ধি
২৩) হিতোপদেশের প্রথম খন্ডের নাম— মিত্রলাভ (A) মিত্রলাভ
২৪) হিতোপদেশের দ্বিতীয় খন্ডের নাম— সুহৃদ্ভেদ (B) সুহৃদ্ভেদ
২৫) হিতোপদেশের তৃতীয় খন্ডের নাম— বিগ্রহ (C) বিগ্রহ
২৬) হিতোপদেশের চতুর্থ খন্ডের নাম— সন্ধি (D) সন্ধি
২৭) ‘বীরবর কথা’ কোন্ গ্রন্থে পাওয়া যায়— হিতোপদেশ (B) হিতোপদেশ
২৮) হিতোপদেশে মোট কতগুলি গল্প আছে— ৪৩ টি (B) 43 টি
২৯) হিতোপদেশের কতগুলি কাহিনি পঞ্চতন্ত্র থেকে নেওয়া হয়েছে— ২৫ টি (C) 25 টি
৩০) হিতোপদেশের মৌলিক কাহিনি কয়টি— ১৮ টি (A) 18 টি
৩১) হিতোপদেশে রবিবারকে কী বলা হয়েছে— ভট্টারকরার (C) ভট্টারকরার
৩২) কথাসরিৎসাগর কার লেখা— সোমদেব (C) সোমদেবের
৩৩) সোমদেব কার সভাকবি ছিলেন— কাশ্মীররাজ অনন্তের (A) কাশ্মীররাজ অনন্তের
৩৪) সোমদেবের পিতার নাম— বামনভট্ট (B) বামনভট্ট
৩৫) কথাসরিৎসাগর কোন্ ভাষায় রচিত— সংস্কৃত ভাষায় (C) সংস্কৃত ভাষায়
৩৬) কথাসরিৎসাগরে কতগুলি লম্বক আছে— ১৮ টি (D) 18 টি
৩৭) লম্বক বলতে কী বোঝায়— অধ্যায় (A) অধ্যায়
৩৮) কথাসরিৎসাগরে কতগুলি তরঙ্গ আছে— ১২৪ টি (A) 124 টি
৩৯) কথাসরিৎসাগরে কতগুলি শ্লোক আছে— ২৪০০০ টি (C) 24000 টি
৪০) কথাসরিৎসাগরের কাহিনীর উৎস— বৃহৎকথা (D) বৃহৎকথা
৪১) বৃহৎকথা গল্পগ্রন্থের রচয়িতা কে— গুণাঢ্য (C) গুণাঢ্যের লেখা

WBCHSE Class 11 1st Semester Sanskrit Suggestion 2025 PDF: একাদশ শ্রেণি সংস্কৃত সাজেশন ডাউনলোড

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষায় ভালো নম্বর পেতে শুধু মুখস্থ করলেই হবে না, আসল ব্যাপার হলো বিষয়টি বুঝে পড়া। প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়ে মূল বিষয়গুলো অনুধাবন করতে হবে এবং নিয়মিত ছোট ছোট One Liner প্রশ্নোত্তর অনুশীলন করতে হবে। এতে সহজে রিভিশন হবে, আত্মবিশ্বাস বাড়বে এবং পরীক্ষার সময় চাপ কমবে।

সাজেশনতথ্য
Class 11 1st Semester Sanskrit Suggestion (অধ্যায় ভিত্তিক সংস্কৃত প্রথম সেমিস্টার প্রশ্ন উত্তর)Pages
↓ PDF Download MB
একাদশ শ্রেণি 1st Sem সমস্ত বিষয়ের সাজেশনClick Here

উচ্চমাধ্যমিক সেমিস্টার (Class 11) প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗ (যারা যুক্ত রয়েছ, তারা জয়েন করবে না)

Join Group

Telegram