Class 11 1st Semester Geography Suggestion Question Answer: একাদশ শ্রেণি ভূগোল সাজেশন MCQ PDF

Anjan Mahata

Published on:

Follow Us Share
WBCHSE Class 11 1st Semester Geography Suggestion MCQ Question Answer

একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষায় কিছু নির্দিষ্ট অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে। তাই সেই অংশগুলো ভালো করে পড়া দরকার। পরীক্ষার আগে ছোট ছোট One Liner প্রশ্নোত্তর অনুশীলন করলে খুব দ্রুত রিভিশন হয় আর আত্মবিশ্বাসও বাড়ে এই সাজেশন পড়াশোনাকে সহজ করবে আর ভালো নম্বর পেতে সাহায্য করবে।

Class 11 Semester-1 Geography Suggestion: একাদশ শ্রেণি প্রথম সেমিস্টার ভূগোল সাজেশন

WBCHSE Class 11 প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আগে সিলেবাসটা স্পষ্টভাবে জানা খুব দরকার। কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে তা আগে থেকে বোঝা থাকলে পড়াশোনা অনেক বেশি গুছিয়ে করা যায়। নিচে টেবিল আকারে সম্পূর্ণ সিলেবাস দেওয়া হলো।

Unit – অধ্যায়বিষয়বস্তু
Unit – 1 : প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ15 Marks
অধ্যায় ১বিষয় হিসাবে ভূগোল
অধ্যায় ২পৃথিবীর উৎপতি
অধ্যায় ৩পৃথিবীর অভ্যন্তরভাগ
অধ্যায় ৪ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া:অন্তর্জাত প্রক্রিয়াসমূহ
অধ্যায় ৫আবহাওয়া ও জলবায়ু:-বায়ুমণ্ডলের উপাদান এবং গঠন
Unit – 2 : মানবীয় ভূ-গোলের মৌলিক বিষয়সমূহ  – 12 Marks
অধ্যায় ৬মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সমূহ
অধ্যায় ৭অর্থনৈতিক ভূগোল
Unit – 3 : ভারতের ভূগোল  – 8 Marks
অধ্যায় ৮দেশ হিসেবে ভারতবর্ষ
অধ্যায় ৯ভারতের ভূ-গঠন ও ভূ-প্রকৃতি
অধ্যায় ১০ভারতের জলনির্গম ব্যবস্থা

অধ্যায় 1:  বিষয় হিসেবে ভূগোল / শাস্ত্ররূপে ভূগোল

১) ‘ভূগোলের জনক’ (Father of Geography) বলা হয় – এরাটোস্থেনিস
২) ‘ভারতীয় ভূগোলের জনক’ বলা হয় – ড. শিবপ্রসাদ চট্টোপাধ্যায়
৩) ‘Geo’ একটি – গ্রিক শব্দ
৪) ‘Geography’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন – এরাটোস্থেনিস
৫) ‘Geography’ শব্দটির অর্থ – পৃথিবীর বর্ণনা
৬) ভারতে ‘ভূগোল’ শব্দটি প্রথম ব্যবহৃত হয় – সূর্যসিদ্ধান্ত গ্রন্থে
৭) প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন – এরাটোস্থেনিস
৮) ‘Kosmos’ গ্রন্থের রচয়িতা – হামবোল্ড
৯) “ভূগোল হল মানুষের বাসভূমিরূপে পৃথিবীর বিবরণ” বলেছেন – এরাটোস্থেনিস
১০) ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও পরিধি সর্বদা – পরিবর্তনশীল
১১) পৃথিবীর আকৃতি ও আয়তন সম্পর্কে প্রায় নিখুঁত ধারণা দিয়েছেন – এরাটোস্থেনিস
১২) ‘Ecology’ (বাস্তুবিদ্যা) শব্দটি প্রবর্তন করেন – হেকেল
১৩) ভূগোল শাস্ত্রের মূল বিষয় – মানুষ-প্রকৃতির সম্পর্ক
১৪) প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক – হামবোল্ড
১৫) পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন – অ্যানাক্সিম্যান্ডার
১৬) জলবায়ু পরিবর্তন নিয়ে যে শাখায় আলোচনা হয় – জলবায়ুবিদ্যা
১৭) নীচের কোনটি ভূগোলের শাখা নয় – নৃতত্ত্ববিদ্যা
১৮) নীচের কোনটি জীব ভূগোলের শাখা নয় – মৃত্তিকা ভূগোল
১৯) ভূগোলে ‘স্থান’ শব্দটি প্রথম ব্যবহার করেন – এমরিক জোন্স
২০) ‘ভূমিরূপবিদ্যার জনক’ – জেমস হাটন
২১) ‘সকল বিজ্ঞানের জননী’ বলে পরিচিত – ভূগোল শাস্ত্র
২২) মানচিত্র অঙ্কন পদ্ধতি যে শাখায় আলোচিত হয় – কার্টোগ্রাফি
২৩) ভূগোলের যে শাখায় সময় গণনা চর্চা করা হয় – জ্যোতির্বিজ্ঞান
২৪) ‘ভূমিরূপবিদ্যা’ শাখার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত বিজ্ঞান – ভূতত্ত্ব
২৫) প্রাকৃতিক ভূগোলের একটি শাখা – জলবায়ুবিদ্যা
২৬) নদীর ক্ষয়কার্য আলোচ্য বিষয় – ভূমিরূপবিদ্যা
২৭) মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা – পেডোলজি
২৮) মৃত্তিকায় কৃষিকাজ আলোচনা করে যে শাখা – মৃত্তিকা ভূগোল
২৯) ‘জ্যোতির্বিদ্যার জনক’ – এন. কোপারনিকাস
৩০) খাদ্যশৃঙ্খল যে শাখায় আলোচিত হয় – জীব ভূগোল

অধ্যায় 2: পৃথিবীর উৎপত্তি

১) পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্যাসীয় মতবাদের প্রবক্তা কে ছিলেন? – ইমানুয়েল কান্ট
২) ‘Big Bang’ শব্দের অর্থ কি? – মহাবিস্ফোরণ
৩) পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত সর্ব আধুনিক মতবাদটি কোনটি? – মহা বিস্ফোরণ তত্ত্ব
৪) আনুমানিক পৃথিবীর বয়স কত? – ৪৬০ কোটি বছর
৫) নক্ষত্র, গ্যাসের পুঞ্জ ও ধুলো মেঘের সমাহারকে কী বলে? – নীহারিকা
৬) যে মতবাদের মূল কথা, মহাবিশ্ব একটি বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে, তা কোনটি? – বিগ ব্যাং মতবাদ
৭) জোয়ারী মতবাদের বিচারে নিচের কোন তথ্যটি ভুল? – জোয়ারী তত্ত্ব গ্যাসীয় মতবাদের বিকল্প মতবাদ
৮) অসীম তাপমাত্রা ও ঘনত্বের এক ক্ষুদ্র বিন্দু, যা থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে, তাকে কী বলে? – সিঙ্গুলারিটি
৯) পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত ‘জোয়ারী মতবাদ’-এর প্রবক্তা কে ছিলেন? – জিন্স ও জেফ্রিজ
১0) কান্টের মতে সৌরজগতের গ্রহগুলি সৃষ্টির আগে অতিপ্রাকৃতিক উপায়ে সৃষ্ট শীতল ও কঠিন পদার্থগুলি কীভাবে আচরণ করত? – মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আদি বস্তুকণা একে অপরের দিকে আকৃষ্ট হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

অধ্যায় 3: পৃথিবীর অভ্যন্তরভাগ

১) ভূত্বকের ‘সিয়াল ও সিমা’ স্তরের মাঝে অবস্থিত বিযুক্তি তলটি – কনরাড বিযুক্তি
২) মোহো বিযুক্তি ও গুটেনবার্গ বিযুক্তির মধ্যবর্তী স্তরকে বলে – গুরুমণ্ডল
৩) মহাদেশীয় ভূত্বক এর অপর নাম – সিয়াল
৪) মহাদেশীয় ভূত্বক গঠিত – গ্রানাইট দ্বারা
৫) ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যবর্তী বিযুক্তি – মোহো
৬) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমানা – গুটেনবার্গ বিযুক্তি
৭) প্রতি 100 মিটার গভীরতায় তাপমাত্রা বাড়ে – 1.5° – 3°C হারে
৮) মহাসাগরীয় ভূত্বক গঠিত – ব্যাসল্ট দ্বারা
৯) রেপিত্তি বিযুক্তিরেখা অবস্থিত – বহিঃগুরুমণ্ডলে
১০) ভূত্বক গঠনকারী উপাদানগুলির মধ্যে সর্বাধিক – অক্সিজেন
১১) কেন্দ্রমণ্ডলে প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ – ‘P’ তরঙ্গ
১২) ভূঅভ্যন্তরে উন্নতা বৃদ্ধির হার – ভূতাপীয় অবক্রম
১৩) সর্বাধিক ঘনত্বের স্তর – কেন্দ্রমণ্ডল
১৪) ‘S’ তরঙ্গ প্রবেশ করতে পারে না – কেন্দ্রমণ্ডলে
১৫) ভূঅভ্যন্তরের নিফেসিমা স্তর হল – নিম্ন গুরুমণ্ডল
১৬) ভূকম্পীয় তরঙ্গের মধ্যে ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি ক্রিয়াশীল – ‘L’ তরঙ্গ
১৭) কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা – 6000°C
১৮) ভূত্বকের গড় ঘনত্ব – 2.7 গ্রাম/ঘনসেমি
১৯) অ্যাস্থেনোস্ফিয়ার সান্দ্র অবস্থায় রয়েছে – পেরিডোটাইট শিলার কারণে
২০) গুটেনবার্গ বিযুক্তি তলটির গভীরতা – 2891 কিমি
২১) কেন্দ্রমণ্ডলের মূল উপাদান – নিকেল ও লোহা
২২) ভূত্বকের গড় গভীরতা – 33 কিমি
২৩) অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলকে পৃথক করে – লেহম্যান বিযুক্তি
২৪) NIFE স্তর হল – কেন্দ্রমণ্ডল
২৫) যে স্তরে ‘P’, ‘S’ ও ‘L’ তরঙ্গ চলাচল করতে পারে – ভূত্বক
২৬) অ্যাস্থেনোস্ফিয়ার হল একটি – সান্দ্র স্তর
২৭) কেন্দ্রমণ্ডলের বিস্তার – 2891–6371 কিমি
২৮) গুরুমণ্ডলের উপরিভাগ – ক্সোফেসিমা
২৯) ভূঅভ্যন্তর সম্পর্কে সর্বাধিক ধারণা পাওয়া যায় – ভূকম্পীয় তরঙ্গের মাধ্যমে

অধ্যায় 4: ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া:অন্তর্জাত প্রক্রিয়াসমূহ

১) আগ্নেয়গিরির যে অংশ দিয়ে ভূ-অভ্যন্তর থেকে পদার্থসমূহ বেরিয়ে আসে তা কী নামে পরিচিত? – জ্বালামুখ
২) আগ্নেয় বিস্ফোরণে লাভা ঊর্ধ্বাকাশে উঠে খণ্ডে পরিণত হলে তাকে কী বলে? – আগ্নেয় বোমা
৩) ভূত্বকের মধ্য দিয়ে উৎক্ষিপ্ত ভূ-আভ্যন্তরীণ পদার্থের মধ্যে সালফারের প্রাধান্য বেশি থাকলে তাকে কী বলে? – সালফাটারাস
৪) আগ্নেয়গিরির মুখে জমে থাকা জল হল? – উৎস্যন্দ জল
৫) পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি আগ্নেয়গিরি দেখা যায়? – অভিসারী পাতসীমানায়
৬) নিম্নলিখিত কোন্ অঞ্চল বিদ্যার অগ্ন্যুদ্গমের মাধ্যমে সৃষ্ট? – ডেকানট্র্যাপ
৭) উল্কাপাত দ্বারা ভূপৃষ্ঠে সৃষ্ট গর্ত যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার উদাহরণ, তা হল? – অপার্থিব প্রক্রিয়া
৮) ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত আগ্নেয়গিরিটি হল? – স্ট্রম্বোলি
৯) অগ্ন্যুদ্গমের জন্য ভূগর্ভের খনিজ মিশ্রিত জলকে কী বলা হয়? – জুভেনাইল জল
১০) ‘দশ সহস্র ধূম্র উপত্যকা’ কোন দেশের ফিউমারোল? – মার্কিন যুক্তরাষ্ট্র
১১) ভূমিরূপ শিলাস্তরের সাথে আড়াআড়ি গড়ে ওঠা সৃষ্টিকে কী বলে? – ডাইক
১২) ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কী বলা হয়? – প্লিউম
১৩) অবতল আকৃতি বিশিষ্ট উদ্ভেদী আগ্নেয় শিলাকে কী বলে? – ল্যাপোলিথ
১৪) একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ কোনটি? – মায়ানমারের পোপা
১৫) কোনটিকে পিলি কেশ বলা হয়? – হাওয়াই শ্রেণির আগ্নেয়গিরি
১৬) ভূমিকম্পের আধুনিক ধারণার জনক কাকে বলা হয়? – অ্যারিস্টটল
১৭) পৃথিবী পৃষ্ঠে বা উপকেন্দ্রে প্রথমে কোন ভূ-কম্পীয় তরঙ্গ পৌঁছায়? – P তরঙ্গ
১৮) ভূমিকম্পে সর্বাধিক ক্ষয়ক্ষতি কোন তরঙ্গের কারণে হয়? – L তরঙ্গ
১৯) কঠিন, তরল ও বায়বীয় সব মাধ্যমেই যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে কী বলে? – P তরঙ্গ
২০) র‍্যালে তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? – পৃষ্ঠ তরঙ্গ
২১) ভূমিকম্পের ‘S’ তরঙ্গ কোন মাধ্যমে অতিক্রম করে? – কেবল কঠিন মাধ্যম
২২) ভূ-গর্ভের যেখানে ভূমিকম্প সৃষ্টি হয় তাকে কী বলে? – ভূমিকম্পের কেন্দ্র
২৩) P তরঙ্গ ভূ-গর্ভে কোথায় অগ্রসর হয়? – শিলামণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলে
২৪) ভূমিকম্পের ‘L’ তরঙ্গের দৈর্ঘ্য কেমন? – সবচেয়ে বড়ো
২৫) ভূমিকম্প হয়নি অথচ সেখানে ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে, তাকে কী বলে? – সিসমিক গ্যাপ

অধ্যায় 5: আবহাওয়া ও জলবায়ু:- বায়ুমণ্ডলের উপাদান এবং গঠন

১) আবহবিদ্যার জনক কে? – অ্যারিস্টটল
২) ট্রপোপজের ঢাল কোন দিকে লক্ষ করা যায়? – নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে
৩) ‘ট্রপোপজ’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? – উইলিয়াম নেপিয়ারশ
৪) বৈপরীত্য উষ্মতা সৃষ্টি হয় বায়ুমণ্ডলের কোন স্তরে? – ট্রপোস্ফিয়ার
৫) ‘শান্তমণ্ডল’ নামে পরিচিত বায়ুমণ্ডলের কোন স্তর? – স্ট্র্যাটোস্ফিয়ার
৬) ‘মুক্ত জননী মেঘ’ দেখা যায় কোন স্তরে? – স্ট্র্যাটোস্ফিয়ার
৭) ‘মেরুদেশীয় স্ট্র্যাটোস্ফিয়ারিক মেঘ’ কোথায় দেখা যায়? – অ্যান্টার্কটিকায়
৮) স্ট্র্যাটোস্ফিয়ার ও ট্রপোস্ফিয়ার স্তরের মধ্যবর্তী অঞ্চল কোনটি? – ট্রপোপজ
৯) উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের নিম্নতম স্তর কোনটি? – ট্রপোস্ফিয়ার
১০) ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার কত? – 6.4°C/কিমি
১১) ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপের কী পরিবর্তন হয়? – উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ কমে
১২) ট্রপোস্ফিয়ার কেন ক্ষুব্ধমণ্ডল? – সবকটিই প্রযোজ্য
১৩) জেট বায়ু কোন স্তর দিয়ে বয়ে যায়? – ট্রপোপজ
১৪) ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা মেরুতে কত কিমি? – প্রায় 18 কিমি
১৫) নিচের কোনটি ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য নয়? – উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ বাড়ে
১৬) বায়ুমণ্ডলের কোন দুটি স্তরের মাঝে স্ট্র্যাটোপজ অবস্থিত? – স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার
১৭) বায়ুমণ্ডলের কোন দুটি স্তরের মাঝে মেসোপজ অবস্থিত? – মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার
১৮) হেটেরোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার নাম কী? – ঊর্ধ্ব প্রোটোনোস্ফিয়ার
১৯) স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী ঘটে? – তাপমাত্রা বাড়ে
২0) ক্ষুব্ধমণ্ডল কোথায় অবস্থিত? – মেসোস্ফিয়ার
২১) ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতা অনুসারে বায়ুমণ্ডলের সঠিক স্তর বিন্যাস কোনটি? – ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার
২২) বায়ুমণ্ডলের কোন স্তরে সৃষ্ট আয়নগুলি মেরু প্রদেশের বায়ুমণ্ডলে নেমে এসে মেরুপ্রভা সৃষ্টি করে? – থার্মোস্ফিয়ার, মেরুপ্রভা

অধ্যায় 6: মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সমূহ

১) মানুষ-পরিবেশের মধ্যে সম্পর্কের ভিত্তিতে কোন তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে? – প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি
২) ধ্রুপদি নিয়ন্ত্রণবাদের প্রতিষ্ঠাতা কে? – কার্ল রিটার
৩) ‘সামাজিক ডারউইনবাদ’ নামে পরিচিত কোনটি? – নবনিয়ন্ত্রণবাদ
৪) ‘নিয়ন্ত্রণবাদ’ বলতে কী বোঝায়? – উপরের সবকটিই কারণই ঠিক
৫) মানবীয় ভূগোলের জনক কাকে বলা হয়? – কার্ল রিটার
৬) ‘Civilization and Climate’ বইটি কার লেখা? – এলসওয়ার্থ হান্টিংটন
৭) ‘Human Geography’ বইটির লেখক কে? – জীন ব্রুনেই
৮) ‘Erdkunde’ বইটি কার লেখা? – কার্ল রিটার
৯) মানুষের জীবনযাত্রা, চিন্তাধারা, মানসিকতার বিকাশের কারণ অনুসন্ধান করে যে শাস্ত্র – মানবীয় ভূগোল
১০) ‘Stop and Go Determinism’-এর প্রবক্তা কে? – গ্রিফিথ টেলর
১১) জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের প্রবর্তক কে? – এলসওয়ার্থ হান্টিংটন
১২) ‘মানুষ-প্রকৃতির সম্পর্কে মানুষ সক্রিয়’ – এই বক্তব্যের সমর্থন করে কোনটি? – সম্ভাবনাবাদ
১৩) ভূগোল শাস্ত্রের যে শাখায় জনসংখ্যা ও তৎসংক্রান্ত বিষয় আলোচনা হয় তা হলো – জনসংখ্যা ভূগোল
১৪) ‘প্রকৃতি মুখ্য নিয়ন্ত্রক’ মানুষ-প্রকৃতি আলোচনায় এই দৃষ্টিভঙ্গির নাম – জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি
১৫) যে ভূগোলের শাখার রূপে মানবীয় ভূগোলের জন্ম হয় তা হলো – প্রণালীবদ্ধ ভূগোল
১৬) ‘Principles of Human Geography’ বইটি কার লেখা? – ফ্রেডরিক রাটজেল
১৭) মাত্রিক বিপ্লব ঘটে কোন সময়কালে? – ১৯৫০-এর দশকের শেষ ভাগে
১৮) মানবীয় ভূগোলের কোন শাখায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অঞ্চল ইত্যাদি আলোচনা করা হয়? – সমাজ ভূগোল
১৯) মানবীয় ভূগোলের নতুন শাখা কোনটি? – সামরিক ভূগোল
২০) ‘Non-Ecumene’ শব্দের প্রকৃত অর্থ কী? – মানুষ বসবাসের অযোগ্য অঞ্চল
২১) হান্টিংটনের মতে মানবীয় ভূগোলের দুটি উপাদান কী? – প্রাকৃতিক অবস্থা ও মানুষের সাড়া
২২) মানবীয় ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত নয় কোনটি? – ভূমিরূপ ও জলবায়ু

তোমাদের সেমিস্টারের প্রস্তুতি, মক টেস্ট, প্র‍্যাকটিস MCQ জন্য অবশ্যই EduTips App – বিনামূল্যে কোর্সে জয়েন করতে পারো।

WBCHSE Semester Prepration Notest EduTips App
👆 ছবিতে ক্লিক করুন

অধ্যায় 7: অর্থনৈতিক ভূগোল

১) পর্যটন কোন প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত? – তৃতীয় ক্ষেত্র
২) পেশাদার পরামর্শদান কোন অর্থনৈতিক ক্রিয়াকলাপের উদাহরণ? – কুইনারি
৩) Blue-Collar-worker কোন স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত? – দ্বিতীয়
৪) ব্যবসা-বাণিজ্য, পরিবহণ, যোগাযোগ কোন স্তরের কার্যাবলি? – তৃতীয় স্তরের কার্যাবলি
৫) দোকানের মহিলা কর্মীদের কী বলা হয়? – Pink collar worker
৬) পশুপালন কোন স্তরের অর্থনৈতিক কাজ? – প্রথম স্তরের কার্যাবলি
৭) প্রাথমিক পেশায় যুক্ত মানুষদের কী বলা হয়? – Red collar worker
৮) কোন পেশায় যুক্ত কর্মী Green-Collar-worker বলা হয়? – সামরিক ক্ষেত্র
৯) Think Tank (বুদ্ধির ভান্ডার) কোন স্তরের কর্মীগোষ্ঠী? – কুইনারি স্তরে নিযুক্ত কর্মীগোষ্ঠী
১০) নিম্নের কোনটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়? – চুরি বা ডাকাতি
১১) অমিল জোড় কোনটি? – চতুর্থ স্তরের কর্মী – Gold Collar Worker
১২) পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির সঙ্গে যুক্ত? – প্রাথমিক শ্রেণির অর্থনৈতিক ক্রিয়াকলাপ
১৩) তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলি কোন ধরনের কার্যাবলির মধ্যে সংযোগ স্থাপন করে? – প্রথম ও দ্বিতীয়
১৪) ‘ভিখারির আয়’ কোন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? – কোনো ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নয়
১৫) সৃজনশীল কাজে নিয়োজিত কর্মী (চিত্র পরিচালক) কোন ধরনের কর্মী? – হলুদ পোশাকের কর্মী
১৬) বিশ্বের সর্বাধিক কর্মী নিযুক্ত আছেন অর্থনীতির কোন ক্ষেত্রে? – প্রাথমিক ক্ষেত্র
১৭) অর্থনৈতিক কাজের নবীনতম সংযোজন কোনটি? – কুইনারি ক্ষেত্র
১৮) নির্মাণ কাজে যুক্ত কর্মীদের কী বলা হয়? – নীল কলার কর্মী
১৯) শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি? – তৃতীয় স্তরের কার্যাবলি
২০) শস্য উৎপাদন কোন স্তরের অর্থনৈতিক কার্যাবলি? – প্রথম স্তরের কার্যাবলি
২১) ‘গ্রে কলার’ কথাটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? – অবসরের বয়স অতিক্রান্ত পরও কার্যাবলী
২২) ভোগ্যপণ্য উৎপাদন, বস্তুর কার্যকারিতা, উপযোগিতা, গুণগত মান ও মূল্য বৃদ্ধি কোন কার্যাবলি? – মাধ্যমিক কার্যাবলি
২৩) শিল্প, বিদ্যুৎ উৎপাদন, বাণিজ্যিক মৎস্য আহরণ, বাণিজ্যিক কৃষিকাজ কোন স্তরের কার্যাবলি? – মাধ্যমিক কার্যাবলি
২৪) অস্ট্রেলিয়ার গৃহবধূদের বাড়ির কাজকর্ম সামলানো কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলি? – পঞ্চম শ্রেণির অর্থনৈতিক কার্যাবলি

অধ্যায় 8: দেশ হিসেবে ভারতবর্ষ

১) ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে পূর্ব-পশ্চিমে কোন রেখা প্রসারিত? – কর্কটক্রান্তি রেখা
২) অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সীমান্ত সমস্যা কোন দেশের সঙ্গে? – চিন
৩) ভারতের উত্তরতম বিন্দু কোনটি? – ইন্দিরা কল
৪) ভারতের দীর্ঘতম সীমাস্থল রয়েছে কোন দেশের সঙ্গে? – বাংলাদেশ
৫) ভারতের কোন প্রতিবেশী দেশ স্থলবেষ্টিত নয়? – মায়ানমার
৬) কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যগুলির ওপর দিয়ে গেছে? – ঝাড়খণ্ড-মধ্যপ্রদেশ-পশ্চিমবঙ্গ-গুজরাট-মিজোরাম
৭) পৃথিবীর গভীরতম গিরিখাত নেপালের কোন নদী বরাবর? – কালিগন্ডক
৮) সাগরমাথা গিরিশৃঙ্গ কোন দেশে অবস্থিত? – নেপাল
৯) পিগম্যালিয়ন পয়েন্টের পূর্বতন নাম কী? – ইন্দিরা পয়েন্ট
১০) “Land of Thunder Dragon” কোন দেশকে বলা হয়? – ভুটান
১১) চীনের ধানের গোলা কোন প্রদেশ? – হুনান
১২) সার্ক (SAARC)-এর সদস্য দেশের সংখ্যা কত? – ৮টি
১৩) ভারতের প্রতিবেশী দেশগুলি বড় থেকে ছোট ক্রমানুসারে – চীন > পাকিস্তান > ভুটান > মালদ্বীপ
১৪) পাকিস্তানে ভূ-অভ্যন্তর দিয়ে জল পরিবহন ব্যবস্থা কোন নামে পরিচিত? – ক্যারেজ প্রথা
১৫) ভারতের দক্ষিণতম অক্ষরেখা কোনটি? – ৭°
১৬) ভারতের জলসীমা উপকূল থেকে কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত? – ১২ নটিক্যাল মাইল
১৭) নিচের কোন তথ্যটি ভুল? – ম্যাকমোহন লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা
১৮) ভারতে স্থলভাগের সীমানার মোট দৈর্ঘ্য কত? – ১৫,২০০ কিমি
১৯) ভারত-চীন লাদাখ সীমান্তের নাম কী? – লাইন অফ্ একচুয়াল কন্ট্রোল (LAC)
২০) ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি? – পশ্চিমবঙ্গ
২১) ভারতের সর্বনিম্ন আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য কোনটি? – হিমাচল প্রদেশ
২২) ভারত-শ্রীলঙ্কাকে বিচ্ছিন্নকারী জলভাগ কোনটি? – পক্ প্রণালী
২৩) ভারত-শ্রীলঙ্কাকে বিচ্ছিন্নকারী অপর জলভাগ কোনটি? – মান্নার উপসাগর
২৪) কোন প্রতিবেশী দেশকে ‘প্যাগোডার দেশ’ বলা হয়? – মায়ানমার
২৫) ভারতের ত্রয়ী রাজধানী শহর কোনটি? – চণ্ডীগড়
২৬) লাক্ষা ও মিনিকয় দ্বীপ বিচ্ছিন্নকারী চ্যানেল কোনটি? – ৯° চ্যানেল
২৭) কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? – ৪টি রাজ্য
২৮) ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? – কচ্ছ, গুজরাট
২৯) ভারতের সবচেয়ে ছোট জেলা কোনটি? – মাহে, পুদুচেরি

অধ্যায় 9: ভারতের ভূ-গঠন ও ভূ-প্রকৃতি

১) ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন প্রকার গঠন? – প্রাচীন স্থিতিশীল ভূখণ্ড
২) হিমালয় কোন ভূতাত্ত্বিক যুগে গঠিত? – সিনোজোয়িক যুগ
৩) ইন্দো-গাঙ্গেয় সমভূমি কী কারণে সৃষ্টি? – নদী দ্বারা পলি জমা
৪) ভারতের পশ্চিম উপকূল সমভূমির আরেক নাম কী? – কনকন ও মালাবার উপকূল
৫) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভূতাত্ত্বিকভাবে কী ধরনের দ্বীপ? – আগ্নেয় দ্বীপ
৬) দক্ষিণ ভারতের পূর্ব উপকূল সমভূমি কী নামে পরিচিত? – কোরোমন্ডল উপকূল
৭) পশ্চিমঘাট ও পূর্বঘাট কোন ভূ-প্রকৃতির অংশ? – উপদ্বীপীয় মালভূমি
৮) হিমালয়ের শিবালিক কোন যুগে গঠিত? – সিনোজোয়িক যুগ
৯) পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? – অনামুদি
১০) হিমালয়ের দক্ষিণে কোন সমভূমি অবস্থিত? – ইন্দো-গাঙ্গেয় সমভূমি
১১) ডেকান ট্র্যাপস কীভাবে গঠিত? – আগ্নেয় লাভার সঞ্চয়
১২) পশ্চিম উপকূলে প্রাকৃতিক গভীর জলের বন্দর কোনটি? – মুম্বাই
১৩) সুন্দরবন কোন নদীর বদ্বীপ? – গঙ্গা-ব্রহ্মপুত্র
১৪) হিমালয়ের সর্বোচ্চ চূড়া কোনটি? – এভারেস্ট
১৫) নর্মদা ও তাপ্তি নদীর প্রবাহ দিক কোনটি? – পশ্চিমমুখী
১৬) লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ কী দ্বারা গঠিত? – প্রবাল
১৭) হিমালয়ের কোন অংশ সর্বাধিক নবীন? – শিবালিক
১৮) উপদ্বীপীয় মালভূমির উত্তর প্রান্ত কোন পাহাড়ে চিহ্নিত? – বিন্ধ্য
১৯) গোদাবরী নদী বঙ্গোপসাগরে কোথায় মিশেছে? – অন্ধ্রপ্রদেশ
২০) আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ কোন জলভাগে অবস্থিত? – বঙ্গোপসাগর
২১) কেরালা রাজ্য কোন উপকূলের অন্তর্গত? – মালাবার উপকূল
২২) আরাবল্লি পর্বতমালা কোন যুগের অন্তর্গত? – প্রিক্যাম্ব্রিয়ান যুগ
২৩) ব্রহ্মপুত্র উপত্যকা কোন প্রকার ভূ-প্রকৃতি? – টেকটোনিক উপত্যকা
২৪) উত্তর-পূর্ব ভারতের পাহাড় কোন গঠনের অন্তর্গত? – নবীন ভাঁজ পর্বত
২৫) পশ্চিমঘাট ও পূর্বঘাটের মিলনস্থল কোনটি? – নীলগিরি পাহাড়
২৬) কামেং, সুবানসিরি ও লোহিত নদী কোন রাজ্যে? – অরুণাচল প্রদেশ
২৭) নর্মদা নদীর উৎস কোথায়? – আমরকন্টক মালভূমি
২৮) ট্রান্স-হিমালয়ে অন্তর্গত নয় কোনটি? – সাতপুরা
২৯) গঙ্গা নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে? – গঙ্গোত্রি হিমবাহ
৩০) উপদ্বীপীয় মালভূমির প্রাচীন শিলা কোন ধরনের? – গ্রানাইট ও গনাইস
৩১) ভারতের কোন দ্বীপপুঞ্জ প্রবাল দ্বারা গঠিত? – লাক্ষাদ্বীপ
৩২) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ কোন ধরনের? – খাঁজকাটা বদ্বীপ
৩৩) গ্রেট হিমালয়ের আরেক নাম কী? – হিমাদ্রি
৩৪) সিয়াচেন হিমবাহ কোথায়? – লাদাখ
৩৫) পশ্চিমঘাট উপদ্বীপীয় মালভূমিকে কোন দিক থেকে ঘিরেছে? – পশ্চিম
৩৬) উপদ্বীপীয় মালভূমিকে কত ভাগে বিভক্ত করা হয়? – ৩ ভাগে
৩৭) থর মরুভূমি কোন রাজ্যে বেশি বিস্তৃত? – রাজস্থান
৩৮) সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? – সুন্দরী
৩৯) কার্ডামম পাহাড় কোন রাজ্যে অবস্থিত? – কেরালা
৪০) ভারতের সংকীর্ণ উপকূলীয় সমভূমি কোনটি? – পশ্চিম উপকূলীয় সমভূমি
৪১) পূর্বঘাট প্রধানত কোন রাজ্যে বিস্তৃত? – তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা
৪২) উপদ্বীপীয় মালভূমিকে উত্তর-দক্ষিণে বিভক্ত করেছে কোন নদী? – নর্মদা
৪৩) কচ্ছের রণ কী ধরনের ভূপ্রকৃতি? – লবণাক্ত মরুভূমি
৪৪) লেসার হিমালয়ের আরেক নাম কী? – হিমাচল
৪৫) দাক্ষিণাত্য মালভূমির গড় উচ্চতা কত? – ৬০০–৯০০ মিটার
৪৬) পশ্চিম উপকূলের উত্তরাংশ কী নামে পরিচিত? – কনকন উপকূল
৪৭) আন্দামান দ্বীপপুঞ্জ কীভাবে সৃষ্টি হয়েছে? – আগ্নেয় ক্রিয়াকলাপ
৪৮) পশ্চিমঘাটের গড় উচ্চতা পূর্বঘাটের তুলনায় কেমন? – বেশি
৪৯) শিবালিক পর্বত কোন শিলা দ্বারা গঠিত? – পলিমাটি ও কংগ্লোমেরেট
৫০) ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি? – গোদাবরী বদ্বীপ

অধ্যায় 10: ভারতের জলনির্গম ব্যবস্থা

১) হিমালয় পর্বতমালার প্রধান নদী নয় – শীতা
২) ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘ নদী – গঙ্গা
৩) পেনিনসুলার নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য – অধিকাংশই ঋতুভেদী
৪) পশ্চিম দিকে প্রবাহিত নদী – সোন
৫) গঙ্গা নদীর প্রধান শাখা – যমুনা
৬) ভারতের সবচেয়ে বেশি জলপ্রবাহ বহনকারী নদী – ব্রহ্মপুত্র
৭) পেনিনসুলার নদীগুলোর প্রধান উৎস – পশ্চিম গাট
৮) ভারতের ‘পবিত্র নদী’ – গঙ্গা
৯) বরফ গলে জন্ম নেওয়া নদী – যমুনা
১০) ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল – চীন
১১) ভারতের সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রমকারী নদী – ইন্দুস
১২) গঙ্গার প্রধান অববাহিকা – ইন্দো-গঙ্গা সমভূমি
১৩) দুই সমুদ্রের মধ্যে প্রবাহিত নদী – নর্মদা
১৪) গঙ্গার জল ব্যবহৃত হয় – শিল্প ও কৃষিতে
১৫) ইন্দুস নদীর অববাহিকা – ভারত ও পাকিস্তান
১৬) কাবেরী নদীর প্রধান প্রবাহ পথ – তামিলনাডু ও কর্ণাটক
১৭) বাংলাদেশে মেঘনা নদীর সাথে মিলিত গঙ্গার শাখা – যমুনা
১৮) পশ্চিম সমুদ্রের দিকে প্রবাহিত নদী – কাবেরী
১৯) পেনিনসুলার নদীগুলোর ঋতুভেদী হওয়ার কারণ – পর্যাপ্ত বর্ষা না পড়া
২০) ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবাহিত নদী – ব্রহ্মপুত্র
২১) ভারতের সবচেয়ে বড় পেনিনসুলার নদী – গোধাবরী
২২) পূর্ব দিকে প্রবাহিত নদী – গঙ্গা
২৩) ভারতের বাইরে গিয়ে মেক্সিকো উপসাগরে পতিত হিমালয়ের নদী – ব্রহ্মপুত্র
২৪) গঙ্গার সবচেয়ে দীর্ঘ শাখা – যমুনা
২৫) নদীর perenniality অর্থ – সারা বছর প্রবাহ থাকা
২৬) পেনিনসুলার নদী নয় – গঙ্গা
২৭) নর্মদা নদীর প্রবাহ দিক – পশ্চিম
২৮) দুটি রাজ্যের মধ্যে জলবণ্টন নিয়ে বিখ্যাত নদী – কাবেরী ও গোধাবরী
২৯) ভারতের পশ্চিমাঞ্চলে অববাহিকা গড়েছে – নর্মদা
৩০) গঙ্গার পাথরবাঁধ প্রকল্প ব্যবহৃত হয় – বান নিয়ন্ত্রণে
৩১) কৃষ্ণা নদীর মিলনস্থল – বঙ্গোপসাগর
৩২) ভারতের “সঙ্গম” পরিচিতি – গঙ্গা ও যমুনা
৩৩) পশ্চিম গাট থেকে উৎসারিত নদী – কাবেরী
৩৪) গঙ্গা-যমুনার অববাহিকার প্রধান শিল্পাঞ্চল – ইন্দো-গঙ্গা সমভূমি
৩৫) ব্রহ্মপুত্র নদীর প্রবাহ রাজ্য – আসাম
৩৬) অর্ধ-শুষ্ক অঞ্চল দিয়ে প্রবাহিত নদী – তপতি
৩৭) নদীজল বণ্টন নিয়ে ভারত-পাকিস্তান আলোচনা – ইন্দুস
৩৮) কৃষিতে ব্যবহৃত গঙ্গার জল – ৭০%
৩৯) ভারতের “বিলুপ্ত নদী” – সুঙা
৪০) গঙ্গা নদীর পতনস্থল – শুধুমাত্র বঙ্গোপসাগর
৪১) ঋতুভেদী নদী – কাবেরী
৪২) নর্মদার উৎস – মালবাড় পাহাড়
৪৩) তপতি নদীর মিলনস্থল – আরব সাগর
৪৪) গঙ্গার উৎপত্তিস্থল – উত্তরাখণ্ড
৪৫) ব্রহ্মপুত্রের ভারতীয় অংশের নাম – দিহাং
৪৬) ডেল্টা গঠনকারী নদী – গঙ্গা
৪৭) পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গার শাখা – হুগলী
৪৮) ইন্দুস নদীর জলবণ্টন চুক্তি – পাকিস্তান
৪৯) পেনিনসুলার ভারতের পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত নদী – গোধাবরী
৫০) যমুনার উৎস – হিমালয়

তবে স্পেশাল আমাদের প্রিমিয়াম স্মার্ট নোট নিতে হবে। 👇 উত্তরসহ নতুন সেমিস্টার MCQ স্মার্ট সাজেশন Notes PDF! [মাত্র 30 টাকা]

WBCHSE Class11 1st Semester Geography Suggestion MCQ Question Answer Notes
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

WBCHSE Class 11 1st Semester Geography Suggestion 2025 PDF: একাদশ শ্রেণি ভূগোল সাজেশন ডাউনলোড

ভূগোল এমন একটি বিষয় যেখানে ধারণা এবং বাস্তব জীবনের প্রয়োগ একসাথে চলে। তাই প্রতিটি অধ্যায় মনোযোগ দিয়ে পড়া, মানচিত্র ও চিত্রভিত্তিক অংশ অনুশীলন করা, এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক লাইনে সাজিয়ে রাখা পরীক্ষার সময় ভীষণ উপকারী হবে

সাজেশনতথ্য
Class 11 1st Semester Geography Suggestion (অধ্যায় ভিত্তিক ভূগোল প্রথম সেমিস্টার প্রশ্ন উত্তর)16 Pages
↓ PDF Download 1.25 MB
একাদশ শ্রেণি 1st Sem সমস্ত বিষয়ের সাজেশনClick Here

উচ্চমাধ্যমিক সেমিস্টার (Class 11) প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

এই বছরের Class 11 1st Semester Geography Suggestion 2025 ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি। এখানে দেওয়া হয়েছে Geography MCQ Question Answer PDF, সাথে রয়েছে WBCHSE Model Question Solution যা পরীক্ষায় নম্বর বাড়াতে সাহায্য করবে। যারা HS Class 11 Geography Suggestion খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে সেরা গাইড।

Join Group

Telegram