BU Law Admission: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ৫ বছরের বি.এ. এলএলবি (অনার্স) ভর্তি! যোগ্যতা, আবেদন ও ফি

Gobinda Gorai

Published on:

BA LLB Admission in University of Burdwan 2025 Eligibility Last Date

আইনজীবী হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। এই লক্ষ্যে পৌঁছানোর অন্যতম পথ হল ৫ বছর মেয়াদি বি.এ. এলএলবি (Bachelor of Arts + Bachelor of Laws Hons.) কোর্স। বর্ধমান বিশ্ববিদ্যালয় (The University of Burdwan) ২০২৫-’৩০ শিক্ষাবর্ষে এই কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে তাদের অধীনে থাকা আইন কলেজগুলিতে।

বর্ধমান বিশ্ববিদ্যালয় আইন নিয়ে BA LLB ভর্তির সময়সূচি

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি আইন কলেজ রয়েছে, এখানে উচ্চ মাধ্যমিক পাশে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তবে সরাসরি ভর্তি হবে না, রয়েছে প্রবেশিকা পরীক্ষা। এখন আবেদনপত্র পূরণ করে প্রবেশিকা পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করতে হবে, পরবর্তীকালে মেধা ভিত্তিক ভর্তি হবে ১২০ টি আসনে!

ধাপতারিখবিবরণ
আবেদন ফর্ম লিঙ্ক চালু05.08.2025অনলাইন Google Form এর মাধ্যমে আবেদন শুরু
আবেদন শেষ তারিখ18.08.2025নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে
আবেদনকারীর তালিকা প্রকাশ21.08.2025প্রাথমিক আবেদনকারীর তালিকা প্রকাশ
অ্যাডমিট কার্ড ইস্যু22.08.2025নিবন্ধিত ই-মেইলে পাঠানো হবে
লিখিত ভর্তি পরীক্ষা26.08.2025স্থান: BU গোলাপবাগ ক্যাম্পাস
মেধা তালিকা প্রকাশ ও ভর্তি শুরুপরে জানানো হবেপরীক্ষার ফলাফলের ভিত্তিতে

শিক্ষাগত যোগ্যতা (Eligibility)

উচ্চ মাধ্যমিক (10+2) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী সকলেই আবেদন করতে পারবে। ন্যূনতম প্রাপ্ত নম্বর হতে হবে: সাধারণ বিভাগ: 45%, ওবিসি (OBC): 42%, এসসি/এসটি (SC/ST): 40% (সর্বোচ্চ ৫টি বিষয়ের নম্বরের ভিত্তিতে শতকরা হিসাব হবে)।

কলেজ তালিকা ও আসনসংখ্যা

কলেজের নামঠিকানাআসনসংখ্যা
AMEX Law Collegeনবাবহাট, সুরি রোড, পূর্ব বর্ধমান60
Bengal Law CollegeBITM ক্যাম্পাস, শ্রীনিকেতন বাইপাস, বীরভূম80

আবেদন পদ্ধতি ও পেমেন্ট পদ্ধতি (Application Form Fill Up)

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে গুগল ফর্ম এর মাধ্যমে সম্পূর্ণ আবেদন রেজিস্ট্রেশন হচ্ছে, কোন আলাদা পোর্টাল বানানো হয়নি! নিচে দেওয়া থাকবে ছাত্ররা ছাত্রীরা সেটি দেখে ফিলাপ করে নিতে পারে। তার পাশাপাশি অফিশিয়াল ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে।

Application fee is Rs. 300/- for the year 2025-26 and to be paid to the following Bank Details of the
University (Bank Name: State Bank of India, B.U. Branch, Account Number: 10212631227, IFS Code:
SBIN0002033) and take a print out of the payment document.
  • ফি: ₹300/- ব্যাঙ্ক বিবরণী:
    • Bank Name: State Bank of India (SBI), B.U. Branch
    • A/C No: 10212631227
    • IFSC: SBIN0002033
  • পেমেন্টের প্রমাণপত্র (Payment Receipt) প্রিন্ট করে রাখতে হবে।

লিখিত ভর্তি পরীক্ষার তথ্য

ভর্তি পরীক্ষার মোট নম্বর হবে ১০০। এর মধ্যে সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা (GK & Current Affairs) অংশের জন্য নির্ধারিত থাকবে ৫০ নম্বর, আর ইংরেজি (General English) অংশের জন্যও থাকবে ৫০ নম্বর

প্রশ্নগুলো হবে বর্ণনামূলক (Descriptive)সংক্ষিপ্ত উত্তরধর্মী (Short Answer Type) ধরণের। পরীক্ষার মোট সময়সীমা ২ ঘণ্টা ৩০ মিনিট, যেখানে সাধারণ জ্ঞানের জন্য ১ ঘণ্টা এবং ইংরেজির জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। উত্তর শুধুমাত্র ইংরেজি ভাষায় লিখতে হবে।

👇 পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

** অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন: Direct Collect Link →

আবেদন লিঙ্ক ও অফিসিয়াল নোটিস

তথ্যলিংক
আবেদন ফর্ম লিঙ্ক
(https://forms.gle/GFVZhka3pXixvjpT8)
Click Here →
অফিসিয়াল নোটিস (PDF)↓ Download

অবশ্যই দেখবে: How to Become Professor: প্রফেসর কিভাবে হবে? কতদূর পড়তে হয়? যোগ্যতা পরীক্ষা সবকিছু দেখে নাও

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ৫ বছর মেয়াদি বি.এ. এলএলবি (অনার্স) কোর্স আইন পেশায় ক্যারিয়ার গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা এই পেশাগত ডিগ্রির পথে যাত্রা শুরু করতে পারবেন।

Join Group

Telegram