August School College Holiday 2025: আগস্ট মাসে স্কুল-কলেজ ছুটির তালিকা! কদিন ছুটি থাকছে? দেখে নিন

Anjan Mahata

Published on:

Westbengal School College Holiday August 2025

রাজ্যের স্কুল ও কলেজ ছাত্র ছাত্রীদের জন্য খুশির খবর! এই আগস্ট মাসে স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা ও কলেজের সেমিস্টার পরীক্ষা রয়েছে কিন্তু এরই সাথে রয়েছে আগস্ট মাসে একাধিক ছুটি। এই প্রতিবেদনে আগস্ট ২০২৫-এ পশ্চিমবঙ্গের স্কুল ও কলেজের ছুটির তালিকা এবং একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মূল্যায়ন পদ্ধতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হলো।

আগস্ট মাসে স্কুল ছুটির তালিকা: Westbengal August Holiday List 2025

আগস্ট মাসে রাখি বন্ধন, জন্মাষ্টমী সহ একাধিক অনুষ্ঠান থাকায় রাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য একাধিক ছুটির দিন রয়েছে। পাশাপাশি, নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনগুলোও এতে যুক্ত হয়েছে। নিচে আগস্ট মাসের সম্ভাব্য স্কুল ছুটির তালিকা তুলে ধরা হলো:

তারিখবারছুটির কারণ
০৩.০৮.২০২৫রবিবারসাপ্তাহিক ছুটি
০৯.০৮.২০২৫শনিবাররাখি পূর্ণিমা
১০.০৮.২০২৫রবিবারসাপ্তাহিক ছুটি
১৫.০৮.২০২৫শুক্রবারস্বাধীনতা দিবস (পঠন পাঠন বন্ধ, উপস্থিত থেকে পালনীয়)
১৬.০৮.২০২৫শনিবারজন্মাষ্টমী
১৭.০৮.২০২৫রবিবারসাপ্তাহিক ছুটি
২৫.০৮.২০২৫রবিবারসাপ্তাহিক ছুটি
৩১.০৮.২০২৫রবিবারসাপ্তাহিক ছুটি

সম্পূর্ণ তালিকা: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন (2nd Summative Exam)

রাজ্যের স্কুলগুলোতে পর্ষদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল পঞ্চম থেকে নবম শ্রেণীর দ্বিতীয় সমেটিভ পরীক্ষা আগস্ট মাসের ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য। এছাড়াও মাধ্যমিকের দ্বিতীয় সামেটিভ পরীক্ষাও আগস্ট মাসের প্রথম সপ্তাহে নেওয়া হবে।

তাই আগস্ট মাসে একাধিক ছুটি থাকলেও আগস্ট মাসের প্রথম সপ্তাহে পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে। 

আরো দেখুন: School Summative Exam: স্কুলগুলিতে দ্বিতীয় এবং ফাইনাল পরীক্ষার তারিখ দিল পর্ষদ! কবে থেকে শুরু? দেখে নিন

আগস্ট মাসে কলেজ ছুটি (WB College Holidy 2025 August)

আগস্ট মাসে যেরকম একাধিক দিন স্কুল ছুটি রয়েছে সেরকম কলেজ গুলিতেও একাধিক ছুটি রয়েছে। রাজ্যের কলেজগুলি আগস্ট মাসে রবিবার সহ আগামী ৯ই আগস্ট রাখি পূর্ণিমার ছুটি, ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি এবং ১৬ ই আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে। 

এক্ষেত্রে জানিয়ে রাখি রাজ্যের একাধিক কলেজে Even Semester (2,4,6 ও 8 সেমিস্টার) এর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এর ফলে অন্যান্য সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের কলেজর ক্লাস ছুটির সম্ভাবনা রয়েছে। 

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbbse.wb.gov.in/
বাংলার শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইটhttps://banglarshiksha.gov.in/

অবশ্যই দেখবে: GATE Exam: IIT/NIT মাস্টার ডিগ্রী, PhD, PSUতে চাকরি! গেট পরীক্ষার যোগ্যতা ও সুযোগ সুবিধা দেখে নিন

২০২৫ সালের আগস্ট মাসে রাজ্যের শিক্ষার্থীদের জন্য একদিকে যেমন রয়েছে একাধিক উৎসব ও সাপ্তাহিক ছুটির আনন্দ, অন্যদিকে রয়েছে মূল্যায়ন পরীক্ষার চাপও। স্কুল ও কলেজ উভয় ক্ষেত্রেই এই সময়ে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে। 

Join Group

Telegram