Amader Para Amader Samadhan: “আমাদের পাড়া, আমাদের সমাধান” কি কি সুবিধা মিলবে? বিস্তারিত জানুন

Anjan Mahata

Published on:

Westbengal Govt Amader Para Amader Samadhan 2025

পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে এবং সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছে যার নাম আমাদের পাড়া আমাদের, সমাধান! এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট গ্রাম বা নির্দিষ্ট এলাকার সমস্যা দ্রুত সমাধান করার। আজকের এই প্রতিবেদনে এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

Amader Para Amader Samadhan 2025: আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি!  

আমাদের পাড়া, আমাদের সমাধান! কর্মসূচির মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট কোন অঞ্চলের সমস্যা চিহ্নিত করা এবং সেই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা। কারণ বড় কর্মসূচির জন্য ব্যবস্থা থাকলেও কোন অঞ্চল বা কোন গ্রামের ছোট ছোট সমস্যার সমাধান এর আগে দ্রুত হয়ে উঠতো না, ফলে সেই নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সমস্যার মুখে পড়তে হতো। মূলত এই বিষয়টিকে কেন্দ্র করে পাড়ার ছোট ছোট সমস্যা গুলির উপর বিশেষ নজর দেওয়া হবে। 

কর্মসূচির সময়সীমা (Duration)

আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচি! আগামী ২ই আগস্ট থেকে শুরু হবে এবং এরপর ৬০ দিন ক্যাম্প হবে এবং তারপর ৩০ দিন প্রশাসনিক মূল্যায়ন অর্থাৎ এই কর্মসূচির মোট সময়সীমা হলো ৯০ দিন

এই কর্মসূচি চলবে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত এর মধ্য পুজোর সময় ১৫ দিন বন্ধ থাকবে এই কর্মসূচির কাজ। প্রতিটি বুথে এই কর্মসূচি ক্যাম্প শুরু হবে সকাল ৯টা এবং এই ক্যাম্প চলবে দুপুর ১২:৩০ পর্যন্ত। 

কর্মসূচির বাজেট (Budget)

রাজ্য সরকার এই কর্মসূচির জন্য মোট ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। এক্ষেত্রে প্রতিটি বুথের জন্য মোট ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, এ রাজ্যে প্রায় ৮০,০০০-এর বেশি পোলিং বুথ রয়েছে। প্রতিটি বুথ এই ১০ লক্ষ টাকা কিভাবে ব্যবহার করবে তা ঠিক করবে সাধারণ মানুষ অর্থাৎ সাধারণ মানুষের সমস্যার ভিত্তিতে এই ১০ লক্ষ টাকা সঠিকভাবে ব্যবহার করা হবে।

মিস করবেন না: Yuvashree Prakalpa: যুবশ্রী প‍্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা! কিভাবে নতুন আবেদন? দেখে নিন

কিভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করা হবে? Amader Para, Amader Samadhan campaign (APAS)

মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী ৩টি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির করা হবে কলকাতা পৌরসভায় দুটি বুথ নিয়ে একটি ক্যাম্প করা হবে। পুরো বাংলা জুড়ে ২৭ হাজারেরও বেশি ক্যাম্প বা শিবির করা হবে। এই ক্যাম্পের দায়িত্বে থাকবেন একাধিক সরকারি আধিকারিক ,এরপর প্রতিটি গ্রামে গ্রামে ও এলাকায় গিয়ে একদম গ্রাউন্ড স্তরে সাধারণ মানুষের সমস্যার কথা শোনা হবে, এরপর সেই সমস্যা খতিয়ে দেখে পরবর্তীতে তার সমাধানের উদ্দেশ্য নেওয়া হবে। 

কি কি সুবিধা পাওয়া যাবে?

এই কর্মসূচির মাধ্যমে মোট ১৬ ধরনের পরিষেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা। প্রধান পরিষেবাগুলি হল:

নিকাশি ব্যবস্থা: খোলা ড্রেন ঢাকা দেওয়া, সোক পিট তৈরি করা এবং কালভার্ট নির্মাণ।
পানীয় জলের সরবরাহ: নতুন টিউবওয়েল বসানো, জলের পাইপলাইন পাতা, পানীয় জলের ব্যবস্থা করা এবং জলের ট্যাঙ্ক স্থাপন করা।
রাস্তার আলো: শক্তি-সাশ্রয়ী LED এবং সৌর আলো স্থাপন করা।
শৌচাগার নির্মাণ: বিশেষ করে বাজার এলাকায় পরিচ্ছন্নতা উন্নত করার জন্য সার্বজনীন শৌচাগার তৈরি করা।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ রক্ষণাবেক্ষণ, জলের সরবরাহ নিশ্চিত করা, শিশুদের জন্য খেলার জায়গা তৈরি করা এবং কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা।
প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন: স্কুলের দেওয়াল রঙ করে সৌন্দর্য বৃদ্ধি, শৌচাগার সংস্কার, পানীয় জলের ব্যবস্থা, ছাত্রছাত্রীদের জন্য বেঞ্চ সরবরাহ এবং ছাদের রক্ষণাবেক্ষণ।
পুকুর খনন ও ঘাট নির্মাণ: নতুন পুকুর খনন এবং জনসাধারণের ব্যবহারের জন্য ঘাট তৈরি করা।
আবর্জনা ব্যবস্থাপনা: আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা এবং এলাকা পরিষ্কার রাখার জন্য নিয়মিত সাফাই পরিষেবা নিশ্চিত করা।

খোলা জায়গায় সার্বজনীন সুবিধা: বসার জন্য বেঞ্চ স্থাপন, বিশ্রামের জন্য শেড নির্মাণ এবং কমিউনিটি শেডগুলির সংস্কার।
বাজার এলাকার উন্নয়ন: বাজারের দোকানগুলির সংস্কার, বাজারের মধ্যে নিকাশি ব্যবস্থার উন্নতি এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা।
সাংস্কৃতিক উদ্যোগ: সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ তৈরি, পতাকা উত্তোলনের ব্যবস্থা, উৎসবের জন্য জায়গা তৈরি এবং কমিউনিটি সেন্টারের উন্নয়ন।
গণপরিবহণ ব্যবস্থা: বাস স্টপ এবং অটো/রিকশা স্ট্যান্ডে যাত্রীদের জন্য শেড নির্মাণ, ফুটপাথ তৈরি, অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা এবং ছোট ফুটব্রিজ তৈরি করা।

সবুজায়ন: পার্ক বা খোলা জায়গায় ব্যায়ামাগার স্থাপন, গাছের গোড়া বাঁধানো এবং বসার জন্য বেঞ্চের ব্যবস্থা করা।
বিদ্যুৎ পরিষেবা: স্থানীয় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিটি হল ও স্কুলে বিদ্যুৎ সরবরাহ উন্নত করা, প্রয়োজনে ট্রান্সফরমার বসানো এবং বিদ্যুতের খুঁটি সংস্কার করা।
রাস্তাঘাট সংস্কার: এলাকার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করে যাতায়াত ব্যবস্থা উন্নত করা।
অন্যান্য: এই বিভাগে অন্যান্য বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত যা স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজন অনুসারে প্রদান করা হবে।

তথ্যলিংক
Amader Para Amader Samadhan
পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টাল
https://ds.wb.gov.in/Portal.aspx

পরবর্তী দেখুন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আজই করুন

আমাদের পাড়া, আমাদের সমস্যা কর্মসূচি শিবিরে দুয়ারে সরকার ডেস্ক থাকবে। যেখান থেকে সাধারণ মানুষেরা বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং ছাত্র-ছাত্রীরা শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর জন্যও  আবেদন জমা করতে পারবে এছাড়াও কাস্ট সার্টিফিকেটের আবেদন করতে পারবে সাধারণ জনগণ। 

Join Group

Telegram