Westbengal Panchyat Nirman Sahayak Recruitment 2024: অনেক বেকার যুবক যুবতীর অপেক্ষার অবসান হতে চলেছে এইবার। অনেক বছর পর পশ্চিমবঙ্গ সরকারের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় নিয়গ হতে চলেছে নির্মাণ সহায়ক। আনুমানিক শূন্যপদ অনুযায়ী বহুসংখ্যক যুবক যুবতী এর মিটতে চলছে তাদের বেকারত্বের যন্ত্রণা। আপনিও এখন সহজেই হতে পারবেন আপনার রাজ্যের একজন স্থায়ী সরকারি ইঞ্জিনিয়ার। আপনিও পেতে পারেন নিজের এলাকায় নিজের পঞ্চায়েত, ব্লক অথবা জেলার মধ্যে কাজ করার সুযোগ। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে।
কি এই নির্মাণ সহায়ক?
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত অফিসের বিজ্ঞপ্তি নং-No-I/488949/2024-PRD-30011/85/2023-PRI অনুযায়ী ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নিয়োগ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। যেটা নির্মাণ সহায়ক নামে পরিচিত।
Nirman Sahayak Qualification Eligibility: কি যোগ্যতা লাগবে?
আপনি যদি নির্মাণ সহায়ক পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে –
- ১) ভারতীয় নাগরিক হতে হবে।
- ২) কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের অনুমোদিত যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক পাস করতে হবে।
বয়স সীমা | এই পদে আবেদনের জন্য আপনার নূন্যতম বয়স ১৮ বছর হতে হবে। বয়সের ঊর্ধ্ব সীমা রাখা হয়েছে জেনারেলদের জন্য ৪০ বছর, EWS দের জন্য ৪০ বছর, ওবিসি এ & বি দের জন্য ৪৩ বছর, ST এবং SC দের জন্য ৪৫ বছর। |
বেতন কত? Nirman Sahayak Salary: আপনি যদি নির্মাণ সহায়ক পদের জন্য নির্বাচিত হন তাহলে আপনার বেতন হবে রাজ্য সরকারের Level ৯ অনুযায়ী মাসিক ২৮৯০০ থেকে ৭৪৫০০ টাকা পর্যন্ত।
পরীক্ষা পদ্ধতি
নির্মাণ সহায়ক পদের জন্য আপনাদের দুটি ধাপে নির্বাচন করা হবে।
প্রথম ধাপ, ৮৫ নম্বর লিখিত পরীক্ষা হবে। পরীক্ষা টি হবে MCQ type। যেখানে ৬৫ নম্বর থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেবাসের প্রশ্ন, ১৩ নম্বর থাকবে ইংরেজি,৭ নম্বর থাকবে জেনারেল নলেজ।
দ্বিতীয় ধাপ, যদি আপনি প্রথম ধাপের পরীক্ষা উত্তীর্ণ হন, তাহলে আপনার ১৫ নম্বর এর ইন্টারভিউ হবে এই ধাপে।
দুটি ধাপ সম্পন্ন হওয়ার পর জেনারেল মেরিট লিস্ট অনুযায়ী শূন্যপদ অনুযায়ী নিয়োগ হবে।
WB Nirman Sahayak Application Form Fill Up: আবেদন পদ্ধতি
- ১) https://wbprms.in/ বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া করতে হবে।
- ২) আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি (DLSC) তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে।
অনলাইন রেজিস্ট্রেশনের সরাসরি লিংক » Apply Here
ফাইনাল ইয়ার কি আবেদন করতে পারবে?
না, তারা আবেদন করতে পারবে না, আবেদনের তারিখের আগে তাদের ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে।
Registration ২০২৪ সালের ১০ মার্চ শুরু হয়েছে, শেষ তারিখ এখনো ঘোষণা করা হয় নেই।
Registration সম্পূর্ণ হলে প্রত্যেক জেলা থেকে আলাদা আলাদা শূন্যপদ ও তারিখ অনুযায়ী সেখানে আবেদন করতে হবে। (Written By– Civil Engineer Animesh Roy)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »