মাধ্যমিক ২০২৬ বোর্ড পরীক্ষা আগামী ২রা ফেব্রুয়ারি থেকে, মধ্যশিক্ষা পর্ষদ শেষ মুহূর্তে সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা প্রকাশ করেছে। পরীক্ষার দিন সুশৃঙ্খল আচরণ বজায় রাখতে পাশাপাশি কোন সমস্যাতে যাতে না পড়তে হয় হেল্পলাইনও থাকছে, বিস্তারিত সংক্ষেপে তুলে ধরা হলো।
WBBSE Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার গাইডলাইন
প্রত্যেক বছরের মত একই ধাঁচে WBBSE মাধ্যমিক পরীক্ষা হলেও, বিগত বছরের মত প্রশ্নপত্রে কিউআর কোড এবং সিরিয়াল নম্বর প্রযুক্তির ব্যবহার করা হবে, যা প্রশ্নপত্রের গোপনীয়তা বাড়াবে। কিছু নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং হবে।
কি কি নিয়ে যাওয়া যাবে?
- অরিজিনাল এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড: পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য এই দুটি নথি বাধ্যতামূলক।
- প্রয়োজনীয় লেখার সামগ্রী: পেন, পেন্সিল, স্কেল, জ্যামিতি বাক্স ইত্যাদি।
- স্বচ্ছ জলের বোতল, রুমাল, স্বচ্ছ লেখার কার্ডবোর্ড, স্বচ্ছ প্লাস্টিক পাউচ।
- সাধারণ এনালগ হাত ঘড়ি (Analog Wrist Watch)।
কি কি নিয়ে যাওয়া যাবে না?
মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস: পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে তিন বছরের জন্য পরীক্ষায় নিষিদ্ধ করা হবে। ইলেকট্রনিক ঘড়ি, স্মার্টওয়াচ বা ক্যালকুলেটর কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
Exam Center Rules: পরীক্ষাকেন্দ্রের গুরুত্বপূর্ণ নিয়মাবলী
- অভিভাবকদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ, প্রধান গেটের বাইরেই থাকতে হবে।
- পরীক্ষার সময়কাল শেষ হওয়ার আগে পরীক্ষার হল ছাড়া যাবে না।
- পরীক্ষার হলের বাইরে যাওয়ার অনুমতি থাকলেও গার্ডের উপস্থিতিতে তা হবে।
- পরীক্ষা দেওয়ার সময় অ্যাটেন্ডেন্স সিটে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর এবং স্বাক্ষর করতে হবে।

★★ মাধ্যমিক পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন [উত্তর সহ] – প্রতি সাবজেক্ট 25 পাতার মধ্যে ➦
| 🎯 টার্গেট মাধ্যমিক সাকসেস সাজেশন🔥[All 7 Subjects PDF] |
|---|
| 🧩 কোনরকম সহায়তা প্রয়োজন হলে রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট: +91 9907260741 |
মাধ্যমিক পরীক্ষার জন্য কন্ট্রোল রুম খোলা, চালু হেল্পলাইন
পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন আতঙ্কিত না হয়ে নির্দিষ্ট নিয়ম মেনে কন্ট্রোল রুমে যোগাযোগ করলেই দ্রুত সহায়তা পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
কন্ট্রোল রুমের নম্বর (WBBSE Madhyamik Exam Number)
| রিজিওনাল অফিস | ফোন নম্বর |
|---|---|
| উত্তরবঙ্গ রিজিওনাল অফিস | 0353 2999677 |
| কলকাতা (Kolkata) রিজিওনাল অফিস | 033 2321 3811 |
| বর্ধমান রিজিওনাল অফিস | 0342 2662377 |
| মেদিনীপুর রিজিওনাল অফিস | 03222 275524 |
জরুরি প্রয়োজনে কেন্দ্রীয় কন্ট্রোল রুম (Central)
| বিভাগ | ফোন নম্বর |
|---|---|
| কেন্দ্রীয় কন্ট্রোল রুম | 033 2321 3813 033 2337 2282 033 2359 2277 |
| প্রেসিডেন্ট ইউনিট | 033 2321 3089 |
| সেক্রেটারি ইউনিট | 033 2321 3816 |
| অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (কনফিডেনশিয়াল সেকশন) | 033 2321 3216 |
| বিষয় | বিবরণ |
|---|---|
| মাধ্যমিক 2026 সমস্ত বিষয় ফ্রি সাজেশন “টার্গেট” whatsapp গ্রুপ | |
| সমস্ত বিষয় সাজেশন (পাশের লিংকে ক্লিক করুন) | মাধ্যমিক সাজেশন 2026 → |
এই নির্দেশনাগুলি নিশ্চিতভাবে অনুসরণ করলে পরীক্ষার দিন কোনো রকম সমস্যায় পড়তে হবে না। পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের অনুরোধ, এই গাইডলাইনসগুলিকে গুরুত্ব দিয়ে মেনে চলুন। শুভেচ্ছা রইলো সমস্ত পরীক্ষার্থীদের জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



