উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার জীববিদ্যা (Biology / Biological Science) বিষয়ের মডেল প্রশ্নপত্র এবং প্রশ্ন ব্যাংক সুন্দরভাবে সাজিয়ে নিচে দেওয়া হলো। সবশেষে এটি সরাসরি পিডিএফ লিংক দেওয়া থাকবে ছাত্রছাত্রীরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে।
WBCHSE HS 4th Semester Biology [BIOS] উচ্চ মাধ্যমিক জীববিদ্যা (Question Bank & Model Papers)
যেহেতু উচ্চ মাধ্যমিক সায়েন্স এবং বায়ো সাইন্স উভয় বিভাগের ক্ষেত্রেই বায়োলজি রয়েছে, মূলত বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীদের জন্যই সম্পূর্ণ পিডিএফ এর বাংলা ভার্সন দেয়া থাকল এবং শুধুমাত্র মডেল যে সেট দেওয়া রয়েছে সেখানে বাংলা ইংরেজি দুই ভার্সন দেওয়া থাকল।
মডেল কোশ্চেন পেপার – ১
Biological Science | সময়: ২ ঘণ্টা | পূর্ণমান: ৩৫
বিভাগ-A (২ নম্বরের প্রশ্ন)
১. নিচের চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর লেখোঃ (২x২=৪)
- A) এক শিক্ষামূলক ভ্রমণের সময় তোমার দলের একজন বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সে হাঁচি দিতে শুরু করে এবং তার শ্বাসকষ্ট শুরু হয়। এই ধরনের আকস্মিক প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত পরিভাষাটির নাম লেখো। রোগ উপশমের জন্য ডাক্তার কী সুপারিশ করবেন? [১+১]
- B) ইন্টারফেরন কী? একজন ব্যক্তিকে রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদানে তাদের ভূমিকা উল্লেখ কর। [১+১]
- C) Baker’s yeast-এর বিজ্ঞানসম্মত নাম লেখো। এর কাজ উল্লেখ কর। [১+১]
- D) হাইব্রিড ভিগার বলতে কী বোঝো? [২]
২. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর লেখোঃ (২x১=২)
- A) ক্লোনিং ভেক্টর pBR322-এ ‘ori’ এবং রেস্ট্রিকশন সাইটের ভূমিকা লেখো। [১+১]
- B) প্যালিনড্রোমিক সজ্জাক্রম (Palindromic sequence) কাকে বলে? একটি প্যালিনড্রোমিক সজ্জাক্রমের উদাহরণ দাও এবং ঐ সজ্জাক্রমকে কর্তন করতে পারে এমন একটি রেস্ট্রিকশন উৎসেচকের নাম লেখো। [১+১]
৩. নিচের দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর লেখোঃ (২x১=২)
- A) গ্রেজিং খাদ্য শৃঙ্খল এবং ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য লেখো। [২]
- B) রামসার সাইট (Ramsar sites) বলতে কী বোঝো? পশ্চিমবঙ্গে অবস্থিত দুটি রামসার সাইটের নাম উল্লেখ কর। [১+১]
বিভাগ-B (৩ নম্বরের প্রশ্ন)
৪. নিচের চারটি প্রশ্নের মধ্যে যেকোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখোঃ (৩x২=৬)
- A) (i) বিনাইন টিউমার কেন ম্যালিগন্যান্ট টিউমারের চেয়ে কম বিপজ্জনক? (ii) ক্যান্সারের কারণ বর্ণনা কর। [১+২]
- B) ৪৫ বছর বয়সী একজন রোগীর দেহে নিম্নলিখিত লক্ষণগুলি পরিলক্ষিত হয়: উচ্চ জ্বর (39.5∘C), শুকনো কাশি, শ্বাসকষ্ট, পেশী ব্যথা, মাথাব্যথা, স্বাদ এবং গন্ধ-এর অবলুপ্তি। (i) রোগী কোন রোগে ভুগছেন? (ii) রোগের নিশ্চিতকরণ কীভাবে করা হবে? (iii) রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম উল্লেখ কর। [১+১+১]
- C) (i) সন্ধান প্রক্রিয়ায় অণুজীবের ভূমিকা লেখো। (ii) সন্ধান প্রক্রিয়ায় উৎপাদিত দুটি খাদ্যদ্রব্য এবং দুটি পানীয়ের নাম উল্লেখ কর। [১+২]
- D) (i) SCP (এককোশী প্রোটিন) বলতে কী বোঝো? SCP-এর একটি উদাহরণ লেখো। (ii) বায়োফর্টিফিকেশন (Biofortification)-এর গুরুত্ব উল্লেখ কর। [২+১]
চ্যাপ্টার ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন (Chapter-wise Questions Bank)
অধ্যায় ৭: মানব স্বাস্থ্য ও রোগ (Human Health and Diseases)
- প্রাথমিক এবং গৌণ লিম্ফয়েড অঙ্গগুলির নাম লেখো।
- MALT বলতে কী বোঝো? মানবদেহের কোথায় এদের দেখতে পাওয়া যায়?
- T-লিম্ফোসাইট ও B-লিম্ফোসাইটের পার্থক্য উল্লেখ কর।
- জন্মগত অনাক্রম্যতাকে সাধারণত অ-নির্দিষ্ট ধরণের (non-specific type) প্রতিরক্ষা হিসাবে বিবেচিত করা হয় কেন?
- অ্যানামেস্টিক প্রতিক্রিয়া (anamnestic response) বলতে কী বোঝো? এই প্রতিক্রিয়ায় সঙ্গে প্রধানত কোন অ্যান্টিবডি জড়িত?
- গ্রাফ্ট প্রত্যাখ্যান (graft rejection) বলতে কী বোঝো?
- কোলোস্ট্রামের দুটি গুরুত্ব উল্লেখ কর।
- অটোইমিউন রোগ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও।
- মেটাস্ট্যাসিস কী? কার্সিনোজেন কাকে বলে?
- ম্যালেরিয়া রোগে কাঁপুনি দিয়ে জ্বর আসে কেন? মানুষের দেহে ম্যালেরিয়াল পরজীবীর সংক্রামক দশাটির নাম লেখো।
অধ্যায় ৮: খাদ্য উৎপাদনে উন্নতিসাধন (Improvement in Food Production)
- বিশুদ্ধ ধারা (Pure-lines) বলতে কী বোঝো?
- ইমাস্কুলেশন (Emasculation) কী? এর গুরুত্ব লেখো।
- ইনব্রিডিং ডিপ্রেশন বলতে কী বোঝো? এটি কীভাবে কাটিয়ে ওঠা সম্ভব?
- বায়োফর্টিফিকেশন বলতে কী বোঝো?
- অণুবিস্তারণ (Micropropagation) বলতে কী বোঝো?
- সোমাটিক সংকরায়ন (Somatic hybridisation) কী?
অধ্যায় ৯: মানব কল্যাণে অণুজীব (Microbes in Human Welfare)
- LAB কী? মানুষের পাকস্থলীতে এর ভূমিকা কী?
- BOD বলতে কী বোঝো? BOD কীভাবে জলদূষণ নির্দেশ করে?
- সক্রিয় গাদ (activated sludge) কী?
- বায়োগ্যাসের উপাদানগুলি উল্লেখ কর। বায়োগ্যাস উৎপাদনের জন্য গোবর কেন পছন্দ করা হয়?
- জৈবসার (Bio-fertilizer) কাকে বলে? এর দুটি উদাহরণ দাও।
- অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে কী বোঝো?
অধ্যায় ১০: জৈবপ্রযুক্তি ও তার প্রয়োগ (Biotechnology and its Applications)
- রিকম্বিন্যান্ট DNA (rDNA) বলতে কী বোঝো?
- রেস্ট্রিকশন উৎসেচক কাকে বলে? প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন উৎসেচকের নাম লেখো।
- PCR এর দুটি সুবিধা উল্লেখ কর। এতে Taq পলিমারেজ কেন ব্যবহার করা হয়?
- ডাউনস্ট্রিম প্রসেসিং (Downstream Processing) বলতে কী বোঝো?
- Bt-শস্য (Bt-crop) বলতে কী বোঝো?
- বায়োপাইরেসি ও বায়োপেটেন্ট বলতে কী বোঝো?
অধ্যায় ১১: জীব ও পপুলেশন (Organisms and Populations)
- হ্যাবিট্যাট (habitat) এবং নীচের (niche) মধ্যে পার্থক্য লেখো।
- ব্রুড পরজীবীতা (Brood Parasitism) কী? একটি উদাহরণ দাও।
- বাস্তুতান্ত্রিক পিরামিডের দুটি সীমাবদ্ধতা উল্লেখ কর।
- J-আকৃতির এবং S-আকৃতির বৃদ্ধি-কার্ভের (growth curve) মধ্যে পার্থক্য করো।
অধ্যায় ১২: বাস্তুতন্ত্র (Ecosystem)
- প্রাথমিক উৎপাদনশীলতা ও গৌণ উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য কী?
- GPP এবং NPP-এর মধ্যে সম্পর্ক লেখো।
- পচন (Decomposition) কী? পচনের ধাপগুলি উল্লেখ কর।
- ১০% সূত্র (Lindeman’s Law) উল্লেখ করে শক্তি প্রবাহ ব্যাখ্যা কর।
WBCHSE HS Class 12 4th Semester Biology Model Question Book PDF 2026
★★ বায়োলজি উত্তর সহ মাস্টার ক্লাস সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ক্লিক করে ⇓
নিজেদের প্রস্তুতিকে সেরা করতে চাইছে অবশ্যই সংগ্রহ করতে হবে Edutips x RM Biology সাজেশন এটি তোমরা পিডিএফ হিসেবে পাবে সেটিও সংগ্রহ করার লিংক উপরে।
| Details | Link |
|---|---|
| HS 4th Semester Biology Model Question Full PDF (Official Scan) – 12 MB | ↓ Download |
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
Other Subjects Link: HS 4th Sem Suggestion 2026 (উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


![HS 4th Semester Biology Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক জীববিদ্যা মডেল প্রশ্নপত্র 1 HS 4th Semester Suggestion Question Answer 2026](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinpFrTkfyLDCy4HE43TwpNtL8vxAVSK0szIff9w8147HDKsQM-bUwB8YsbBZE8Vpl3kiQ1MMNawju8bCm_jlp9-FF4Zsa3jH3OIRWGF76vMSs2F0bCduSFkod9oe33gsGi3MJOiaItlX7vU84xUBJtbtdT3pnG85dd_EW2LJ8AZlkpbl78GJVeBbR1Ehc/s1600/hs-4th-semester-suggestion.jpg)
![HS 4th Semester Biology Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক জীববিদ্যা মডেল প্রশ্নপত্র 2 WBCHSE HS 4th Semester Biology Notes Question Answer Model Board Exam Final Suggestion](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqUNjb46cwsB-2YRhlFt_lFL_xXHTqD8HjmPkCTXwdA-sKcIDh8ufkjKYjf19x0Vd1p7Rg3j3mxnMOe4REzkdudHeGK55wSgBKtL61NqqGlWenwOE2TmZyptdSXOCyiF0WBAWuZo35eeHBnW8N3NW3JDm96onyF6ltLhKljx5eyl6DcNrDAw3yww92Jw/s1600/hs-4th-sem-biology-notes.jpg)
