পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক বিষয়: পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান (Political Science) চতুর্থ সেমিস্টার সংসদ কর্তৃক প্রকাশিত মডেল প্রশ্ন সেট এবং প্রশ্ন ব্যাংক সম্পূর্ণ আজকে ছাত্রছাত্রীদের সাথে আমরা শেয়ার করে দিচ্ছি। পরীক্ষার জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ সেই কথা ভেবে আমরা উত্তর সহ সাজেস্টিভ PDF দিচ্ছি সেগুলি ছাত্রছাত্রীরা অল্প প্রি পেমেন্ট করে সংগ্রহ করে নিতে পারে।
WBCHSE HS 4th Semester Political Science উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান (Question Bank & Model Papers)
POLITICAL SCIENCE Model Question Paper: Set – 1
বিভাগ-ক (মান: ২)
১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
- (B) আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) সার্কের (SAARC) মূল নীতি উল্লেখ কর।
- (B) আসিয়ানের (ASEAN) কার্যাবলী উল্লেখ কর।
৩. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ভারতের রাষ্ট্রপতির দুটি বিচারবিভাগীয় ক্ষমতার উল্লেখ কর।
- (B) জনস্বার্থ মামলা (PIL) বলতে কী বোঝ?
৪. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) সুশীল বা পুর সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য বর্ণনা কর।
- (B) চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
৫. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝ?
- (B) ৭৩তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর।
বিভাগ-খ (মান: ৪)
৬. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের (SAARC) ভূমিকা বর্ণনা কর।
- (B) ইউরোপীয় ইউনিয়নের (EU) উদ্দেশ্যগুলি বর্ণনা কর।
৭. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) পৌর বা সুশীল সমাজের আন্দোলনের গুরুত্ব বর্ণনা কর।
- (B) নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা কর।
৮. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা কর।
- (B) সংবিধানের ৩৬৮ ধারা অনুসারে কিভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়?
বিভাগ-গ (মান: ৬)
৯. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে বাস্তববাদের (Realism) বর্ণনা কর।
- (B) আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে মার্কসবাদের ব্যাখ্যা কর।
১০. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) বিশ্বায়ন বলতে কী বোঝ? সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব বর্ণনা কর।
- (B) ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফলগুলি বর্ণনা কর।
১১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ভারতের রাষ্ট্রপতির জরুরী অবস্থা সম্পর্কিত ক্ষমতা বর্ণনা কর।
- (B) লোকসভার স্পীকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
POLITICAL SCIENCE Model Question Paper: Set – 2
বিভাগ-ক (মান: ২)
১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আন্তর্জাতিক সম্পর্ক বলতে কী বোঝ?
- (B) আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
২. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ইউরোপীয় ইউনিয়নের (EU) দুটি দুর্বলতা উল্লেখ কর।
- (B) আসিয়ানের (ASEAN) দুটি দুর্বলতা উল্লেখ কর।
৩. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আমলাতন্ত্রকে কেন ‘স্থায়ী শাসনবিভাগ’ বলা হয়?
- (B) কোন দুটি ক্ষেত্রে লোকসভা অপেক্ষা রাজ্যসভার ক্ষমতা বেশি?
৪. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর।
- (B) চিপকো আন্দোলন-কে কেন ‘নারীবাদী আন্দোলন’ বলা হয়?
৫. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ৭৩তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর।
- (B) পৌরসভার (Municipality) দুটি কার্যাবলীর উল্লেখ কর।
বিভাগ-খ (মান: ৪)
৬. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের (SAARC) মূল উদ্দেশ্যগুলি সংক্ষেপে বর্ণনা কর।
- (B) কিভাবে আসিয়ানকে (ASEAN) একটি সফল আঞ্চলিক সংগঠন হিসাবে পরিগণিত করা যায়?
৭. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) সমসাময়িক সুশীল সমাজের আন্দোলনের ক্ষেত্রে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য বর্ণনা কর।
- (B) অরণ্য সংরক্ষণের ক্ষেত্রে চিপকো আন্দোলনের সাফল্য বর্ণনা কর।
৮. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ৭৪তম সংবিধান সংশোধনের চারটি বৈশিষ্ট্যের বর্ণনা কর।
- (B) কলকাতা করপোরেশনের মেয়রের ভূমিকা ব্যাখ্যা কর।
বিভাগ-গ (মান: ৬)
৯. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসাবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর।
- (B) একটি স্বতন্ত্র পঠনপাঠনের বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বর্ণনা কর।
১০. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) বিশ্বায়নের (Globalisation) মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর।
- (B) বিশ্বায়নের অর্থনৈতিক ক্ষেত্রে কিরূপ প্রভাব দেখা যায়?
১১. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও:
- (A) ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
- (B) মৌলিক অধিকারের সংরক্ষক এবং সংবিধানের অভিভাবক হিসাবে ভারতের সুপ্রীম কোর্টের ভূমিকা মূল্যায়ন কর।
POLITICAL SCIENCE – উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্ন সংকলন (Topic-Wise Question Bank)
Unit – 1: আন্তর্জাতিক সম্পর্ক: মূল ধারণা এবং রাজনৈতিক মতবাদসমূহ
(মান: ৬)
- আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচনা কর।
- আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ।
- আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে বর্ণনা কর।
- স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে ব্যাখ্যা করো।
- আন্তর্জাতিক সম্পর্ক পাঠের গুরুত্ব আলোচনা কর।
- প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সংক্ষেপে ব্যাখ্যা করো।
- প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ-এর মধ্যবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা সংক্ষেপে বর্ণনা করো।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারা বর্ণনা করো।
- সম্মিলিত জাতিপুঞ্জ আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে কী ভূমিকা পালন করেছিল?
- আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে বিভিন্ন তাত্ত্বিক ধারার অবদান সংক্ষেপে ব্যাখ্যা করো।
- আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদ বলতে কী বোঝায়? আদর্শবাদ তত্ত্বের বৈশিষ্ট্যগুলি লেখ।
- আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদী তত্ত্বটি আলোচনা করো।
- আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদ-এর উদ্ভবের প্রেক্ষাপট ব্যাখ্যা করো।
- আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় আদর্শবাদী তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি আলোচনা করো।
- আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় বাস্তববাদী তত্ত্বের মূল বক্তব্য আলোচনা করো।
- বাস্তববাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
- আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় বাস্তববাদের প্রাসঙ্গিকতা আলোচনা করো।
- মরগেনথাউ আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় বাস্তববাদকে কীভাবে ব্যাখ্যা করেছেন তা বর্ণনা করো।
- বাস্তববাদ তত্ত্বের বিরুদ্ধে সমালোচনাগুলি ব্যাখ্যা করো।
- আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারনীতিবাদ তত্ত্বটি ব্যাখ্যা করো।
21. উদারনীতিবাদ তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো।
22. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদের মূল নীতিগুলি লেখ।
23. উদারনীতিবাদের মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো।
24. আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় উদারনীতিবাদের বিরুদ্ধে সমালোচনাগুলি ব্যাখ্যা করো।
25. উদারনীতিবাদের ঐতিহাসিক বিকাশ ব্যাখ্যা করো।
26. আন্তর্জাতিক সম্পর্ক চর্চায় মার্কসবাদের উত্থান সংক্ষেপে বর্ণনা করো।
27. আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় মার্কসবাদের মূল নীতিগুলি ব্যাখ্যা করো।
28. আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্কসবাদের প্রয়োগ সংক্ষেপে ব্যাখ্যা করো।
29. আন্তর্জাতিক সম্পর্কে মার্কসবাদের সমালোচনাগুলি লেখো।
30. মার্কসীয় তত্ত্বের অন্যতম ধারা নির্ভরশীলতা তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো।
Unit – 2: Major Regional Organisations (আঞ্চলিক সংস্থাসমূহ)
বিভাগ-ক: অতি সংক্ষিপ্ত প্রশ্ন (মান: ২)
- কোন চুক্তির মাধ্যমে ‘ইউরোপিয়ান ইউনিয়নের’ গঠন করা হয়?
- ইউরোপীয়ান ইউনিয়ন একটি সফল আঞ্চলিক সংস্থা- দুটি কারণ উল্লেখ করো।
- একটি আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়নের ‘গঠন’ সম্পর্কে আলোচনা করো।
- ইউরোপীয় ইউনিয়নের দুটি ‘স্তম্ভ’ সম্পর্কে আলোচনা করো।
- ইউরোপীয় ইউনিয়নের মূলনীতি সম্পর্কে আলোচনা করো।
- একটি আঞ্চলিক সংস্থা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন কেন গুরুত্বপূর্ণ?
- ইউরোপীয় ইউনিয়ন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল?
- ‘ইউরো’ কাকে বলে?
- ইউরোপীয় ইউনিয়নের অর্থ কী?
- ‘ব্রেক্সিট’ বলতে কী বোঝো?
- আঞ্চলিক সংস্থা ‘সার্কের’ গঠনের দুটি উদ্দেশ্য লেখো।
- সার্কের দুটি দুর্বলতার উল্লেখ করো।
- সার্কের নীতিগুলির আলোচনা করো।
- সার্ক কবে গঠিত হয় এবং তার সদর দপ্তর কোথায় অবস্থিত?
- সার্কের দুটি কার্যাবলীর উল্লেখ করো।
- সার্ক ও আসিয়ানের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- ‘সাফটা’ (SAFTA) বলতে কী বোঝো? কোন শীর্ষ সম্মেলনে এই চুক্তি সাক্ষরিত হয়?
- ২০১১ খ্রিস্টাব্দের সার্ক সম্মেলনে গৃহীত ‘সেতুবন্ধন’ কর্মসূচির বর্ণনা দাও।
- বর্তমানে সার্কের নিষ্ক্রিয়তার দুটি কারণ লেখো।
- কোন ঘোষণাপত্র স্বাক্ষরের মাধ্যমে আসিয়ান গঠিত হয়?
- কেন আসিয়ানের প্রতিষ্ঠা করা হয়েছিলো?
- আসিয়ান কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন?
- আসিয়ানের দুটি উদ্দেশ্যের উল্লেখ করো?
- আসিয়ানের দুটি নীতির বর্ণনা দাও।
- ‘আসিয়ান-মুক্ত বাণিজ্য চুক্তি’ সম্পর্কে আলোচনা করো।
- ‘আসিয়ান-১০’ বলতে কী বোঝো?
- ‘আসিয়ান দিগদর্শন ২০২০’ বলতে কী বোঝো?
- আসিয়ান ‘অর্থনৈতিক কমিউনিটির’ দুটি কার্যাবলীর উল্লেখ করো।
- কবে এবং কোন ‘নীতির’ মাধ্যমে ভারতের সাথে আসিয়ানের সম্পর্ক স্থাপিত হয়?
- ‘আসিয়ান ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংস্থা’- এই গুরুত্বের দুটি দিক উল্লেখ করো।
বিভাগ-খ: সংক্ষিপ্ত প্রশ্ন (মান: ৪)
- ‘ইউরোপীয় ইউনিয়ন’ বিশ্বের অন্যান্য আঞ্চলিক সংস্থাগুলোর থেকে কীভাবে স্বতন্ত্র?
- ইউরোপীয় ইউনিয়ন তার সদস্যরাষ্ট্রগুলির জন্য কী ধরনের বাণিজ্য অঞ্চল গড়ে তুলেছে এবং সেই বাণিজ্য অঞ্চল কীভাবে পরিচালিত হয়?
- ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলী সম্বন্ধে আলোচনা করো।
- ‘EURATOM’ কী এবং এর দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
- সার্ক একটি সফল আঞ্চলিক সংস্থা- মূল্যায়ন করো।
- ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব সার্কের কার্যাবলীকে কীভাবে প্রভাবিত করেছে?
- ভারত ও সার্কের সম্পর্ক বিশ্লেষণ করো।
- সার্কের গঠনকাঠামো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
- ঢাকায় সার্কের ‘ত্রয়োদশ’ শীর্ষ সম্মেলনে ‘সন্ত্রাসবাদ’ সম্পর্কে ভারতের অবস্থান কী ছিল?
- আসিয়ানের সাথে ভারতের সম্পর্কের সংক্ষিপ্ত আলোচনা করো।
- একটি আঞ্চলিক সংস্থা হিসাবে আসিয়ানের ভূমিকা আলোচনা করো।
- (ASEAN WAY) বা আসিয়ান পথ বলতে কী বোঝো?
- আসিয়ান ‘নিরাপত্তা কমিউনিটির’ দুটি কার্যাবলীর সম্পর্কে আলোচনা করো?
- আসিয়ানের ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো।
Unit – 3: বিশ্বায়ন (Globalization)
(মান: ৬)
- বিশ্বায়ন বলতে কী বোঝ? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো।
- Glocal বা মিশ্র সংস্কৃতি বলতে কী বোঝ? বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর।
- বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ফলাফল বর্ণনা কর।
- Global Village বা বিশ্বগ্রাম বলতে কী বোঝ? এই ধারণার ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করো।
- বিশ্বায়ন রাজনৈতিক সার্বভৌমত্বকে কীভাবে প্রভাবিত করেছে?
- ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের প্রভাব বর্ণনা কর।
- বিশ্বায়ন কীভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তার মূল্যায়ন কর।
- রাজনৈতিক বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি ব্যাখ্যা কর।
- বিশ্বায়নের ধারণা রাষ্ট্রের ধ্রুপদী সার্বভৌমিকতার ধারণার অস্তিত্বকে সংকটে ফেলেছে- তুমি কি এই মত সমর্থন কর?
Unit – 4: ভারত সরকারের অঙ্গসমূহ
বিভাগ-ক: অতি সংক্ষিপ্ত প্রশ্ন (মান: ২)
- ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
- ভারতের রাষ্ট্রপতিকে কীভাবে পদচ্যুত করা যায়?
- আমলা বলতে কী বোঝ?
- চরম ভিটো বলতে কী বোঝায়?
- স্থগিত ভিটো কাকে বলে?
- পকেট ভিটো কাকে বলে?
- অর্ডিন্যান্স কাকে বলে?
- মন্ত্রীসভার সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন?
- রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝ?
- রাজ্য মন্ত্রীসভার দুটি কাজ লেখ।
- আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ।
- সর্বভারতীয় কৃত্যকসমূহ কীভাবে গঠিত হয়?
- রাজ্যসভা কীভাবে গঠিত হয়?
- লোকসভা কীভাবে গঠিত হয়?
- রাজ্যসভাকে কেন স্থায়ী কক্ষ বলা হয়?
- রাজ্যসভার দুটি কার্যাবলী লেখ।
- লোকসভায় কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন?
- লোকসভার স্পীকার কীভাবে নিযুক্ত হন?
- সুপ্রীম কোর্ট কীভাবে গঠিত হয়?
- ভারতের বিচারব্যবস্থাকে কেন অখণ্ড বিচারব্যবস্থা বলা হয়েছে?
- বন্দি প্রত্যক্ষীকরণ কী?
- বিচারবিভাগীয় সমীক্ষা (Judicial Review) বলতে কী বোঝ?
- বিচারবিভাগীয় সমীক্ষার ক্ষেত্রে ভারতীয় সুপ্রীম কোর্ট অপেক্ষা মার্কিন সুপ্রীম কোর্টের ক্ষমতা ব্যাপক কেন?
- বিচারবিভাগীয় সক্রিয়তা (Judicial Activism) বলতে কী বোঝ?
- জনস্বার্থ মামলা (PIL) বলতে কী বোঝ?
- ক্রেতা সুরক্ষা আদালত কী?
- ভারতের বিচারব্যবস্থার দুটি বৈশিষ্ট্যের উল্লেখ কর।
বিভাগ-খ: ব্যাখ্যামূলক প্রশ্ন (মান: ৬)
- ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
- ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা কর।
- রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
- রাজ্য-রাজনীতিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা বিশ্লেষণ কর।
- শাসনবিভাগের স্থায়ী অংশ হিসাবে আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা কর।
- ভারতীয় সংসদের (Parliament) ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
- লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্কের আলোচনা কর।
- বিধানসভার ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
- সুপ্রীম কোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা কর।
- হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা কর।
- জনস্বার্থ মামলার গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা কর।
- ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টীকা লেখ।
Unit – 5: Contemporary Civil Society Movements in India
বিভাগ-ক: অতি সংক্ষিপ্ত প্রশ্ন (মান: ২)
- নাগরিক সমাজ বলতে কী বোঝো?
- নাগরিক সমাজের মূল লক্ষ্য কী?
- নাগরিক সমাজ আন্দোলনের ‘সামাজিক প্রভাব’ সম্পর্কে লেখো।
- নর্মদা বাঁচাও আন্দোলন কেন এবং কবে শুরু হয়েছিল?
- নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান দাবি কী ছিল?
- নর্মদা বাঁচাও আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিলেন?
- নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি প্রধান উদ্দেশ্য কী ছিল?
- ‘চিপকো’ কথাটির অর্থ কী? ভারতে চিপকো আন্দোলন কোথায় গড়ে উঠেছিল?
- ভারতে ‘চিপকো আন্দোলন’ গড়ে ওঠার প্রধান কারণ কী ছিল?
- চিপকো আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
বিভাগ-খ: সংক্ষিপ্ত প্রশ্ন (মান: ৪)
- নর্মদা বাঁচাও আন্দোলন বিশ্ব ব্যাংকের ওপর সফলভাবে চাপ সৃষ্টি করেছিল- আলোচনা করো।
- নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্যের দুটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করো।
- নাগরিক সমাজ আন্দোলন বলতে কী বোঝায় ও তার সীমাবদ্ধতার কথা আলোচনা করো।
- কেন ‘চিপকো আন্দোলনকে’ একটি ব্যতিক্রমী নাগরিক আন্দোলন বলা হয়?
- চিপকো আন্দোলনে মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
- চিপকো আন্দোলনের গুরুত্বপূর্ণ ফলাফলের সংক্ষিপ্ত বিবরণ দাও।
- চিপকো আন্দোলন কীভাবে পরিবেশ রক্ষায় সক্ষম হয়েছিল?
Unit – 6: সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্বশাসন
(মান: ২)
- সংবিধান বা শাসনতন্ত্র বলতে কী বোঝায়?
- “সংবিধান হল একটি গতিশীল দলিল” – কথাটি কে এবং কোন্ বইতে বলেছেন?
- সংবিধান সংশোধন বলতে কী বোঝায়?
- ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতিটি কোন্ দেশের অনুকরণে গৃহীত হয়েছে?
- আমাদের সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতিটি ব্যাখ্যা করা আছে?
- ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি রয়েছে এবং কী কী?
- সংবিধান সংশোধনের সরল পদ্ধতিটি লেখ।
- সংবিধান সংশোধনের ‘আংশিক জটিল পদ্ধতিটি’ লেখ।
- সংবিধান সংশোধনের জটিল পদ্ধতিটি কী?
- ভারতের সংবিধান সংশোধন পদ্ধতির দুটি ত্রুটি উল্লেখ করো।
- সংবিধানের গুরুত্ব সংক্ষেপে লেখ।
- সংবিধান সংশোধনের গুরুত্ব সংক্ষেপে লেখ।
- কত সালে এবং কততম সংবিধান সংশোধনীকে ‘সংবিধানের ক্ষুদ্র সংস্করণ’ (Mini Constitution) বলা হয়?
- ৪২-তম সংবিধান সংশোধন-এর মাধ্যমে কোন্ দুটি শব্দ প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়?
- ভারতের রাষ্ট্রপতি কোন্ বিলে ‘ভিটো’ প্রদান করতে পারেন না?
- ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কত সালে হয় এবং এই সংশোধনীর মাধ্যমে কোন্ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়?
- ৭৩তম সংবিধান সংশোধনীর মূল লক্ষ্য কী?
- ৭৩তম সংবিধান সংশোধনীতে মহিলাদের জন্য বিশেষ কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে?
- ৭৩তম সংবিধান সংশোধনের গুরুত্ব সংক্ষেপে লেখো।
- ৭৩তম সংবিধান সংশোধনের দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো।
- ভারতীয় সংবিধানের ৩৬৮ নং ধারায় কী বলা হয়েছে তা সংক্ষেপে লেখো।
- কোন্ দুটি সংবিধান সংশোধনীতে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে আইনি স্বীকৃতি প্রদান করা হয়েছে?
- সংবিধান সংশোধনের ক্ষেত্রে ‘বিশেষ সংখ্যাগরিষ্ঠতা’ বলতে কী বোঝায়?
- সংবিধান সংশোধনের ক্ষেত্রে ‘সাধারণ সংখ্যাগরিষ্ঠতা’ বলতে কী বোঝায়?
- কার প্রধানমন্ত্রীত্ব কালে এবং কোন্ কমিটি ৪২তম সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছিলেন?
- ভারতীয় সংবিধানের কোন্ অংশে মৌলিক কর্তব্যের সংযুক্তি করা হয়েছে?
- কোন্ বিলে রাষ্ট্রপতি ভিটো প্রয়োগ করতে পারেন না? (বা স্বাক্ষর করতে বাধ্য থাকেন?)
- পশ্চিমবঙ্গে পঞ্চায়েতী ব্যবস্থার কয়টি স্তর এবং কী কী?
- গ্রাম পঞ্চায়েতের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
- গ্রাম পঞ্চায়েত কীভাবে গঠিত হয়?
- গ্রাম পঞ্চায়েতের প্রধান কীভাবে নির্বাচিত হন?
- পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম পঞ্চায়েতে কীভাবে আসন সংরক্ষণ করা হয়েছে?
- গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কীভাবে নির্বাচিত হন?
- গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে কীভাবে অপসারণ করা যায়?
- স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো?
- স্বায়ত্তশাসন ব্যবস্থার মূল লক্ষ্য কী?
- স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে লেখ।
- বলবন্ত রাও মেহতা কমিটি কবে এবং কেন গঠন করা হয়েছিল?
- বলবন্ত রাও মেহতা কমিটির সুপারিশ সংক্ষেপে লেখ।
- গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য কী কী যোগ্যতা থাকা প্রয়োজন?
- গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা কে আহ্বান করেন?
- গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান কে?
- গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন?
- গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
- গ্রাম সংসদের দুটি কাজ উল্লেখ কর।
- গ্রাম সংসদের সভায় সভাপতিত্ব করেন কে?
- কোন্ সংবিধান সংশোধনীতে গ্রামসভা গঠনের কথা বলা হয়েছে?
- গ্রাম সভা কাদের নিয়ে গঠিত হয়?
- গ্রাম সভার অধিবেশন আহ্বান করার জন্য কতদিন আগে নোটিশ দিতে হয়? বার্ষিক সভা কে আহ্বান করেন?
- গ্রাম সভার দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো?
- গ্রাম উন্নয়ন সমিতি কাদের নিয়ে গঠিত হয়?
- গ্রাম উন্নয়ন সমিতির মূল উদ্দেশ্য কী?
- গ্রাম উন্নয়ন সমিতির গুরুত্বপূর্ণ দুটি কাজ উল্লেখ করো?
- গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় দুটি कर्तव्य উল্লেখ করো।
- গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজ লেখো।
- গ্রাম পঞ্চায়েতের দুটি অর্পিত কর্তব্য লেখো।
- পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব সংক্ষেপে লেখো।
- পঞ্চায়েত রাজ ব্যবস্থার জনক বলা হয় কাকে?
- গ্রাম পঞ্চায়েত কর্তৃক আরোপিত দুটি কর/শুল্ক-এর নাম উল্লেখ করো।
- গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখো।
- ন্যায় পঞ্চায়েত কোন্ আইন অনুযায়ী এবং কী উদ্দেশ্যে গঠিত হয়?
- ন্যায় পঞ্চায়েত কাদের নিয়ে গঠিত হয়?
- ন্যায় পঞ্চায়েতের মূল কাজ কী?
- ন্যায় পঞ্চায়েতের এক্তিয়ারকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কী কী?
- পঞ্চায়েত সমিতি কীভাবে গঠিত হয়?
- পঞ্চায়েত সমিতির দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
- পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি কীভাবে নির্বাচিত হন?
- সাধারণত কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির অধিবেশন আহ্বান করা হয়?
- সভাপতি এবং সহ-সভাপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন?
- ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
- সভাপতি এবং সহ সভাপতিকে কীভাবে অপসারণ করা যায়?
- ব্লক উন্নয়ন আধিকারিকের (BDO) যে-কোনো দুটি ক্ষমতার/কাজ উল্লেখ কর।
- পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী সমিতির নাম লেখো।
- পঞ্চায়েত সমিতির ‘সমন্বয় সমিতি’ কাদের নিয়ে গঠিত হয়?
- ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হয়?
- পঞ্চায়েত সমিতির আয়ের দুটি উৎস লেখো।
- পঞ্চায়েত সমিতি কর্তৃক আরোপিত যে কোনো দুটি কর উল্লেখ করো।
- পশ্চিমবঙ্গে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি?
- জেলা পরিষদ কীভাবে গঠিত হয়?
- জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের মেয়াদ কত?
- পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি কাদের নিয়ে গঠিত হয়?
- সমন্বয় সমিতির কাজ কী?
- জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে?
- জেলা পরিষদে কীভাবে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?
- জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক কে?
- জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি পদত্যাগ করতে চাইলে কীভাবে করবেন?
- জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতিকে কীভাবে পদচ্যুত করা যায়?
- জেলা পরিষদের সভাধিপতির দুটি ক্ষমতা ও কার্যাবলী লেখো।
- জেলা পরিষদের দুটি স্থায়ী সমিতির নাম লেখো।
- জেলা পরিষদের স্থায়ী সমিতি কীভাবে গঠিত হয়?
- জেলা পরিষদের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
- জেলা শাসকের দুটি গুরুত্বপূর্ণ ক্ষমতা বা কাজ উল্লেখ করো।
- জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বলতে কাকে বোঝায়?
- জেলা সংসদের দুটি কাজ উল্লেখ করো।
- জেলা সংসদ কীভাবে গঠিত হয়?
- জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো।
- জেলা পরিষদের অর্থ কমিশনের দুটি প্রধান কাজ উল্লেখ করো।
- জেলা পরিষদের প্রধান কর্মকর্তা কে?
- জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করে?
- জেলা পরিষদের ‘অর্থ কমিশন’ কীভাবে গঠিত হয়?
- পঞ্চায়েতী রাজ ব্যবস্থার দুটি সাফল্য উল্লেখ করো।
- পঞ্চায়েতী রাজ ব্যবস্থার দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
- কত সালে এবং কোন্ প্রধানমন্ত্রীর আমলে ৭৪তম সংবিধান সংশোধন বিলটি সংসদে উপস্থাপিত হয়?
- ৭৪তম সংবিধান সংশোধনীটি কবে থেকে কার্যকরী হয়?
- ৭৪তম সংবিধান সংশোধনীর মূল লক্ষ্য কী?
- ৭৪তম সংবিধান সংশোধনীর দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
- ৭৪তম সংবিধান সংশোধনে আসন সংরক্ষণের ব্যাপারে কী ব্যবস্থার কথা বলা হয়েছে?
- ৭৪তম সংবিধান সংশোধন আইনে পৌরসভার কার্যকাল সম্পর্কে কী বলা আছে?
- পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?
- ৭৪তম সংবিধান সংশোধনী আইনে কয় ধরনের স্থানীয় সরকার গঠনের কথা বলা হয়েছে এবং কী কী?
- ওয়ার্ড কাকে বলে?
- ওয়ার্ড কমিটি কীভাবে গঠিত হয়?
- পৌরসভা সংক্রান্ত বিষয়ে ‘অর্থ কমিশনের’ ভূমিকা সংক্ষেপে লেখো।
- কাদের নিয়ে পৌরসভা গঠিত হয়?
- পৌরসভার নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কার হাতে ন্যস্ত রয়েছে?
- পৌরসভার হিসাব পরীক্ষার দায়িত্ব কার হাতে ন্যস্ত?
- পৌরসভাগুলি কয়টি কর্তৃপক্ষ নিয়ে গঠিত হয় এবং কী কী?
- পৌরসভার স্থায়ী কমিটি কীভাবে গঠিত হয়?
- স্থায়ী কমিটির কাজ কী?
- পৌরসভার প্রধান নির্বাহী কর্তৃপক্ষের কাজ কী?
- পশ্চিমবঙ্গে মোট কয়টি পৌরসভা বর্তমান?
- কাউন্সিলার কাদের বলা হয়?
- পৌরসভার প্রধানকে কী বলা হয়?
- স্ব-পরিষদ চেয়ারম্যানের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো।
- পৌরসভার চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন?
- পৌরসভার চেয়ারম্যানের দুটি ক্ষমতা ও কার্যাবলী লেখো।
- পৌরসভার দুটি স্থায়ী কমিটির নাম লেখো।
- ওয়ার্ড কমিটির সভাপতি কীভাবে নির্বাচিত হন?
- ওয়ার্ড কমিটির দুটি কাজ লেখো।
- বরো কমিটি কীভাবে গঠিত হয়?
- বরো কমিটির সভাপতি কীভাবে নির্বাচিত হন?
- বরো কমিটির দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
- ৭৪তম সংবিধান সংশোধন অনুযায়ী দ্বাদশ তফসিল-এ উল্লিখিত পৌরসভার নিয়ন্ত্রণাধীন যে কোনো দুটি বিষয়ের উল্লেখ করো।
- পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখো।
- কোলকাতা পৌরনিগম আইন কত সালে বিধানসভায় গৃহীত হয়?
- কোলকাতা পৌরনিগম কয়টি পৌর কর্তৃপক্ষ নিয়ে গঠিত? মোট কতজন কাউন্সিলার থাকেন?
- কর্পোরেশনের সদস্যগণ কীভাবে নির্বাচিত হন?
- কর্পোরেশনের মেয়র বা সভাপতি কীভাবে নির্বাচিত হন?
- কর্পোরেশনের মেয়র বা সভাপতিকে কীভাবে অপসারণ করা যায়?
- মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভায় কে সভাপতিত্ব করেন?
- স-পরিষদ মেয়র কীভাবে গঠিত হয়?
- কর্পোরেশনের ‘মেয়র’ কাকে বলা হয়?
- কর্পোরেশনের মেয়রকে কীভাবে অপসারণ করা যায়?
- মেয়র বা সভাপতির দুটি গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কাজ উল্লেখ করো।
- কর্পোরেশনের ডেপুটি মেয়র কীভাবে নির্বাচিত হন?
- আইন অনুযায়ী কোলকাতা কর্পোরেশনে কয় ধরনের কমিটি গঠনের কথা বলা হয়েছে এবং কী কী?
- পশ্চিমবঙ্গে মোট কয়টি কর্পোরেশন / পৌরনিগম রয়েছে? তাদের নামগুলি লেখো।
- কোলকাতা পৌরনিগমের দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো।
- কোলকাতা পৌরনিগমের দুটি স্বেচ্ছাধীন কার্যাবলী উল্লেখ করো।
- কর্পোরেশনের আয়ের যে কোনো দুটি উৎস লেখো।
- কর্পোরেশনের কাজের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
- ‘ক্ষুদ্র জেলা শাসক’ কাকে বলা হয়?
- ‘ওয়ার্ড কমিটি’ কীভাবে গঠিত হয়?
- পৌরসভার দুটি স্থায়ী কমিটির নাম লেখো।
WBCHSE HS Class 12 4th Semester Political Science Model Question Book PDF 2026
★★ রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ উত্তর সহ সাজেশন PDF সংগ্রহ করুন নিচে ছবিতে ক্লিক করে ⇓
| Details | Link |
|---|---|
| HS 4th Semester Political Science Model Question Full PDF (Official Scan) – 6.28 MB | ↓ Download |
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
Download ক্লিক করলেই PDF ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হবে। অন্যান্য বিষয়গুলিও আমরা একই ভাবে শেয়ার করব, আমাদের সঙ্গে যুক্ত থাকো পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন থেকে সমস্ত প্রস্তুতিতে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


![HS 4th Semester Political Science Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্ন ডাউনলোড 1 HS 4th Semester Suggestion Question Answer 2026](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinpFrTkfyLDCy4HE43TwpNtL8vxAVSK0szIff9w8147HDKsQM-bUwB8YsbBZE8Vpl3kiQ1MMNawju8bCm_jlp9-FF4Zsa3jH3OIRWGF76vMSs2F0bCduSFkod9oe33gsGi3MJOiaItlX7vU84xUBJtbtdT3pnG85dd_EW2LJ8AZlkpbl78GJVeBbR1Ehc/s1600/hs-4th-semester-suggestion.jpg)
![HS 4th Semester Political Science Model Question Paper [PDF] উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মডেল প্রশ্ন ডাউনলোড 2 WBCHSE HS 4th Semester Political Science Question Answer Model Board Exam Final Suggestion](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjK2DVSBE79uByt9NYaC_Wb6IBXu91Ahg8lI0aNLwK-mcuuotD6APMz2H2aDIKk3MTaGkbT7F0Q3rC7qELISlM3F4SEgmC5TBoPktUrtdDOVYPTQmZaLjJ294iv5jnRG4MlqhFze4CrMPuohiYS-Wq2qiLj1ypeJMixQrFsr-_faI2K4Wp_BKjy4b1vEmM/s1600/hs-4th-sem-polscience-notes.jpg)
