পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের তরফে ছাত্রছাত্রীদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬–এর সেমেস্টার–IV এবং সেমেস্টার–III (Supplementary) পরীক্ষার এডমিট কার্ড (Admit Card) সংক্রান্ত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংসদের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, নির্ধারিত দিনে এডমিট কার্ড দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক ২০২৬ সেমেস্টার IV ও সেমেস্টার III সাপ্লিমেন্টারি এডমিট কার্ডে নতুন তারিখ
সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্ষিক কর্মপরিকল্পনা অনুযায়ী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে অনলাইন পোর্টালের মাধ্যমে এডমিট কার্ড দেওয়ার কথা ছিল। কিন্তু পুরনো সিলেবাস এর পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন সামগ্রী ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে রাজ্যের বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছে দেওয়া হবে।
এই কারণেই সেমেস্টার–IV (চতুর্থ সেমিস্টার) পরীক্ষা সেমেস্টার–III সাপ্লিমেন্টারি পরীক্ষা — এই দুই ক্ষেত্রেই অনলাইন পোর্টালে এডমিট কার্ড দেওয়ার তারিখ পিছিয়ে ২৮ জানুয়ারি ২০২৬ করা হয়েছে।
★★ উত্তর সহ Success সাজেশন Notes সমস্ত বিষয় PDF 🙂 ➦ সংগ্রহ করুন ⇓
স্কুল ও ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা! কিভাবে এডমিট পাবে?
সংসদ স্পষ্ট করেছে, এডমিট কার্ড শুধুমাত্র অনুমোদিত স্কুল কর্তৃপক্ষই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবে। ছাত্রছাত্রীদের আলাদা করে কোথাও আবেদন বা লগইন করার প্রয়োজন নেই। নির্ধারিত দিনে নিজেদের স্কুল থেকেই এডমিট কার্ড সংগ্রহ করতে হবে।
সংসদের অফিসিয়াল বিজ্ঞপ্তি [Notice]
Notification Regarding Admit Card H.S. Examination 2026 (Sem – IV & Sem – III Supplementary)পরীক্ষার রুটিন: HS 4th Semestre Latest Routine 2026
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| নির্ধারিত এডমিট কার্ডের সংশোধিত নতুন তারিখ | ২৮ জানুয়ারি ২০২৬ |
| এডমিট কার্ড পাওয়া যাবে | WBCHSE অনলাইন পোর্টাল মারফত (স্কুল ডাউনলোড করে সেটি প্রিন্ট করে ছাত্র-ছাত্রীদের দেবে) |
| অফিসিয়াল নোটিশ No. : L/PR/025/2026 Date: 21/01/2026 | ↓ Download |
| HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (টার্গেট উচ্চ মাধ্যমিক) ** যারা ইতিমধ্যেই জয়েন রয়েছে তারা জয়েন করবে না1 |
ক্লিক করে দেখুন: HS 2026 Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা প্রকাশ!
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির শেষ পর্যায়ে এসে এডমিট কার্ড সংক্রান্ত এই আপডেট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অনুরোধ, গুজবে কান না দিয়ে ২৮ জানুয়ারি ২০২৬—এই তারিখটি শুধুমাত্র সংসদের বিজ্ঞপ্তি ও স্কুল কর্তৃপক্ষের নির্দেশ অনুসরণ করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



