নতুন শিক্ষাবর্ষ ২০২৬-কে সামনে রেখে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সদ্য জারি হওয়া বিজ্ঞপ্তিতে পর্ষদ স্পষ্ট জানিয়ে দিয়েছে কবে হবে পর্যায়ক্রমিক মূল্যায়ন (Summative Evaluation) এবং কবে অনুষ্ঠিত হবে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা বা টেস্ট (Selection Test for MP 2027)।
WBBSE Exam Schedule 2026:পর্যায়ক্রমিক মূল্যায়ন ও দশম শ্রেণির টেস্ট পরীক্ষার সূচি
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে – এপ্রিল, আগস্ট এবং ডিসেম্বর মাসে। এই সূচি সমস্ত সরকারি, সরকারি পোষিত, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্য বাধ্যতামূলক বলে জানিয়েছে পর্ষদ।
মাধ্যমিকের টেস্ট পরীক্ষা (Madhyamik Test 2027)
প্রথম দুটি পর্যায়ক্রমিক দশম শ্রেণীর একইভাবে অন্যান্যদের সাথে হলেও ফাইনাল, দশম শ্রেণির পড়ুয়াদের জন্য আলাদা করে নির্বাচন পরীক্ষা (Selection Test Exam) প্রতিবছরের মতো নির্দেশ দেওয়া হয়েছে। যেটি নভেম্বর (November 2026) মাসেই হয়ে যাবে।
প্রশ্নপত্র ও মূল্যায়ন নিয়ে নির্দেশ (Notice)
পর্ষদের বিজ্ঞপ্তিতে পরীক্ষার মান ও স্বচ্ছতা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, এই নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট স্কুলকে জবাবদিহি করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।—
- সমস্ত প্রশ্নপত্র স্কুলকেই নিজস্বভাবে প্রস্তুত করতে হবে।
- প্রশ্নপত্রের শীর্ষে স্কুলের নাম লেখা বাধ্যতামূলক।
- পাঠ্যক্রমের নির্দিষ্ট ভাগ (Syllabus Division) অনুযায়ী প্রশ্ন করতে হবে।
- পর্ষদের ওয়েবসাইটে দেওয়া নম্বর বিভাজন ও মডেল প্রশ্ন অনুসরণ করতেই হবে।
- কোনও অনিয়ম বা অভিযোগ উঠলে দায়িত্ব সম্পূর্ণভাবে প্রধান শিক্ষকের।
পর্যায়ক্রমিক মূল্যায়ন ও টেস্টের পূর্ণ সূচি (WB School Exam Date 2026)
উল্লেখযোগ্য বিষয় হল, কোনও সামিটিভ পরীক্ষা বা টেস্ট সেকশনাল হলিডে-র দিনে নেওয়া যাবে না। নিচে পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষার নির্ধারিত সময়সূচি টেবিল আকারে তুলে ধরা হল —
| মূল্যায়নের নাম | শ্রেণি | নির্ধারিত সময় |
|---|---|---|
| ১ম পর্যায়ক্রমিক মূল্যায়ন | ষষ্ঠ–দশম | ১ এপ্রিল থেকে ১১ এপ্রিল, ২০২৬ |
| ২য় পর্যায়ক্রমিক মূল্যায়ন | ষষ্ঠ–দশম | ১ আগস্ট থেকে ১২ আগস্ট, ২০২৬ |
| ৩য় পর্যায়ক্রমিক মূল্যায়ন | ষষ্ঠ–নবম | ১ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর, ২০২৬ |
| নির্বাচন পরীক্ষা (MP 2027) | দশম | ১৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর, ২০২৬ |
ক্লিক করে পড়ুন: School Academic 2026: নতুন বছরে স্কুলে কড়া নিয়ম চালু করলো মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন
অফিসিয়াল নোটিশ PDF ডাউনলোড
Schedule of Summative Evaluations/Selection Test for M.P. (S.E.) from class VI to X
| বিবরণ | লিংক |
|---|---|
| ২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষা সূচি (অফিসিয়াল নোটিশ) NO: D.S.(Aca)/03/ A/25/6 Date: 16.01.2025 | ↓ Download |
অবশ্যই দেখে নিন: WB School Holiday List 2026 সালের স্কুল ছুটির তালিকা! PDF
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত এই নতুন পরীক্ষাসূচি ২০২৬ শিক্ষাবর্ষে স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরও নিয়মতান্ত্রিক ও ফলপ্রসূ করে তুলবে। এই বিষয়গুলি এখন থেকেই পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের নজরে রাখা অত্যন্ত জরুরি, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


