মাধ্যমিক পরীক্ষা EduTips-এর তরফ থেকে মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন (Madhyamik Physical science suggestion 2026) প্রস্তুত করা হয়েছে। এই সাজেশনটি ফলো করলে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় অনেকটাই ভালো ফল করবে। সমস্ত উত্তরসহ + রিভিশন প্রিমিয়াম সাজেশনও আমাদের অ্যাভেলেবেল রয়েছে।
WBBSE Madhyamik Physical Science Suggestion 2026 (Question) মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন
| Madhyamik Physical Science suggestion 2026 | |
|---|---|
| বিষয় | ভৌতবিজ্ঞান |
| পরীক্ষার তারিখ | 10 ফেব্রুয়ারি, মঙ্গলবার |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্ন কাঠামো (Physical Science Question Pattern)
| বিভাগ | অধ্যায় | MCQ | VSA | SA | LA | Total |
|---|---|---|---|---|---|---|
| সাধারণ অংশ | পরিবেশের জন্য ভাবনা | ১×১=১ | ১×২=২ | ২×১=২ | ৫ | |
| গ্যাসের আচরন | ১×১=১ | ১×২=২ | ২×১=২ | ৩×১=৩ | ৮ | |
| রাসায়নিক গননা | ১×১=১ | – | – | ৩×১=৩ | ৪ | |
| পদার্থবিদ্যা | তাপের ঘটনা সমূহ | ১×১=১ | ১×১=১ | – | ৩×১=৩ | ৫ |
| আলো | ১×২=২ | ১×২=২ | ২×১=২ | ৩×২=৬ | ১২ | |
| চলতড়িৎ | ১×২=২ | ১×২=২ | ২×২=২ | ৩×২=৬ | ১২ | |
| পরমানুর নিউক্লিয়াস | ১×১=১ | ১×১=১ | – | ৩×১=৩ | ৫ | |
| রসায়ন | পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা | ১×১=১ | ১×২=২ | – | ৩×১=৩ | ৬ |
| আয়নীয় ও সমযোজী বন্ধন | ১×১=১ | ১×১=১ | ২×২=৪ | – | ৬ | |
| তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া | ১×১=১ | ১×২=২ | – | ৩×১=৩ | ৬ | |
| পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন | ১×১=১ | ১×২=২ | ২×১=২ | ৩×১=৩ | ৮ | |
| ধাতুবিদ্যা | ১×১=১ | ১×২=২ | ২×১=২ | – | ৫ | |
| জৈব রসায়ন | ১×১=১ | ১×২=২ | ২×১=২ | ৩×১=৩ | ৮ | |
মোট | ১৫ | ২১ | ১৮ | ৩৬ | ৯০ | |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন (Madhyamik Physical Science Question 2026)
ভৌতবিজ্ঞানের তিনটে পাঠ, পরিবেশ (Environmental Science), পদার্থবিদ্যা (Physics) আর রসায়ন (Chemistry)। পদার্থবিদ্যার ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ সূত্র এবং তার সমস্ত গুরুত্বপূর্ণ অংক গুলো প্র্যাকটিস করতে হবে। কেমিস্ট্রি বা রসায়নের ক্ষেত্রে তোমাদের আগের একদম অধ্যায় ভিত্তিক সাজেশন ইতিমধ্যে আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা শেষ মুহূর্তে একবার প্রথম থেকে রিভিশন করে নিও।
WBBSE Physical Science Tips: পরীক্ষায় খাতায় যে ভুলগুলি করবে না!
ফর্মুলা এবং তার নোটেশন:
ফিজিক্সের অংক করার ক্ষেত্রে যেখানে সূত্র বা ফর্মুলা লিখবে তার পাশে তার কোন অক্ষরটি কোন বিজ্ঞানসম্মত নির্দেশক সেটাও তোমাদের লিখতে হবে, নইলে কিন্তু নম্বর কাটা যাবে। যেমন, P= চাপ, V=আয়তন, T=উষ্ণতা এগুলো না লিখলে কিন্তু ছোট ছোট নম্বর কাটা যাবে।
অঙ্কের একক দেওয়া:
ফিজিক্স এবং কেমিস্ট্রি যেখানেই তোমাদের অংক থাকবে, সেই অংকের কিন্তু শেষে তোমাদের উত্তরের একক দিতে হবে। যেক্ষেত্রে একক থাকবে না আলাদা ব্যাপার কিন্তু একক না দিলে (1/2) নম্বর কাটা যাবে।
কেমিস্ট্রির রিঅ্যাকশন:
কেমিস্ট্রি রিঅ্যাকশন রেখার ক্ষেত্রে দু দিকের বিক্রিয়া ব্যালেন্স করে ঠিক আছে কিনা দেখে নেবে। সঠিকভাবে কোন যৌগের সংকেত পরিষ্কার করে লিখবে। যাতে পরীক্ষকের বুঝতে কোন রকম অসুবিধা না হয়।
মাধ্যমিক ভৌতবিজ্ঞান ফাইনাল সাজেশন: Madhyamik Physical Science Last Minute Suggestion 2026
সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দিয়ে দেওয়া হল তোমরা প্রশ্ন গুলো করবে তার সঙ্গে সঙ্গেই নিচের প্রশ্নগুলো একবার করে দেখে যাবে।
★★ উত্তর সহ মাধ্যমিক Success সাজেশন সমস্ত বিষয় (লাস্ট মিনিট PDF) ➦ সংগ্রহ করুন ⇓
১ম অধ্যায়: পরিবেশের জন্য ভাবনা
- তাপন মূল্য কি?
- বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়? এর ব্যবহার লেখো।
- ‘FIRE ICE’ বা ‘আগুনের বরফ’ বলতে কী বোঝো?
- স্থিতিশীল উন্নয়ন কী?
- জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা ও পদ্ধতিগুলি লেখো।
- সৌরশক্তির প্রধান ব্যবহার গুলি লেখো।
- বর্জ্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব?
- পাওয়ার অ্যালকোহল বা গ্যাসহোল বলতে কী বোঝো?
- ওজোন স্তর ধ্বংসের CFC এর ভূমিকা কী?
- মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
- স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো।
- মিথানোজেনিক ব্যাকটেরিয়ার কী? এদের কাজ কী?
- কয়লা খনির মিথেন (Coal bed methane বা, CBM) কী? একে “Sweet gas” বলে কেন?
- উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কীভাবে ঘটে?
- ওজোনস্তর কীভাবে সৃষ্টি হয় সমীকরণসহ লেখো।
- বিশ্ব উষ্ণায়ন হ্রাসের দুটি উপায় লেখো। অথবা, গ্রিনহাউস প্রভাব কমানোর দু’টি উপায় লেখো।
- গ্রিন হাউস এফেক্ট কী? এর কারণ সংক্ষেপে লেখ?
- বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তর দুটির নাম লেখো।
- বায়ুমণ্ডলের স্তর গুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণসহ লেখো।
২য় অধ্যায়: গ্যাসের আচরন | রাসায়নিক গননা
- গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো। সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো।
- আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো।
- কোন গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো।
- অ্যাভোগ্রাড্রো সূত্রটি বিবৃত করো।
- কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাস গুলির মোলার আয়তন প্রায় সমান এবং STP তে এর সীমান্ত মান 22.4 L এই পরীক্ষার লব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগ্যাডো সূত্রে উপনীত হওয়া যাবে?
- চার্লসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার ধারণাটি লেখো।
- পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো।
- গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ?
- গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো।
- গ্যাসের অনুগুলির গতিশীলতা সপেক্ষে যুক্তি দাও।
- ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন্ ধর্ম আমরা বুঝতে পারি?
- বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
- বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়?
- জলের বুদবুদ গভীর থেকে ওপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন?
- চার্লসের সূত্রটি লেখ ও ব্যাখ্যা করো।
- চার্লসের সূত্রের v-t লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও।
আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন: –
- পরম বা কেলভিন স্কেল ও সেলসিয়াস স্কেলের সম্পর্ক লেখো।
- গ্যাস অণুগুলির গড় বেগ বলতে কী বোঝ?
- গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব ব্যাখ্যা করো।
- গ্যাসের অনুগুলির গতিশীলতা সপেক্ষে যুক্তি দাও।
- ব্যাপনের সাহায্যে গ্যাসের অণুগুলির কোন্ ধর্ম আমরা বুঝতে পারি?
- বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখো।
- বেলুন ফোলানোর সময় গ্যাসের চাপ ও আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়?
- জলের বুদবুদ গভীর থেকে ওপরে উঠে আসার সময় আকারে বড় হয়ে যায় কেন?
- চার্লসের সূত্রটি লেখ ও ব্যাখ্যা করো।
- চার্লসের সূত্রের v-t লেখচিত্র অঙ্কন করো এবং তা থেকে পরমশূন্য উষ্ণতার ধারণা দাও।
৩য় অধ্যায়: তাপের ঘটনা সমূহ
- তাপ পরিবাহিতা কাকে বলে এর একক কি
- তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি করে সদৃশ্য বই সদৃশ্য উল্লেখ করো।
- তরলের আপাত প্রকৃত ও প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপ লেখো।
- গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের সংজ্ঞা ও গাণিতিক রূপটি বর্ণনা করো।
- তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্ক লেখো।
- কঠিনের দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক কি?
- দ্বিধাতব পাত কি? এর ব্যবহার লেখ।
- দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণ এর উদাহরণ দাও।
- তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখ? উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখ।
- গ্যাসের আয়তন গুণাঙ্কের রাশিমালাটি লেখো এবং চার্লসের সূত্রের সাহায্যে এর মান নির্ণয় করো।
- তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালা ও একক লেখ।
- তাপীয় রোধাঙ্ক কি? তাপীয় রোধাঙ্ক এর মাত্রীয় সংকেত লেখ।
- ইনভার কী? সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুনাঙ্কের মধ্যে সম্পর্ক লেখ।
- কঠিন ও তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণের সময় শুধুমাত্র উষ্ণতার উল্লেখ করা হয় কেন?
- গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করা হয় কেন?
- কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় শূন্য হয়ে যায়?
- তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত এই দুই প্রকার প্রসারণের উল্লেখ করা হয় কেন?
৫ম অধ্যায়: আলো
- প্রমাণ করো : দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাসের দ্বিগুণ বা R=2f
- প্রমাণ করো : δ = i1 + i2 – ∠A
- লেন্সের আলোককেন্দ্রের সংজ্ঞা দাও।
- আলোর বিচ্ছুরণ কি?
- হাইপারমেট্রোপিয়া কি? প্রতিরোধের উপায় কী?
- রৈখিক বিবর্ধন কাকে বলে?
- শুদ্ধ বর্ণালী ঘটনার শর্তগুলি লেখো।
- গাড়ির ভিউ ফাইনালে উত্তল দর্পণের ব্যবহার করা হয় কেন?
- কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভর করে?
- কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
- আলোক তরঙ্গের গতিবেগ সাপেক্ষে মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও।
- দন্ত চিকিৎকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? কাচফলকে প্রতিসরণের ফলে আলোকরশ্মির চুতি হয় না কেন? অথবা, দেখাও যে, কোনো আলোকরশ্মি সমান্তরাল কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসৃত হলে আপতিত রশ্মি ও নির্গত রশ্মি পরস্পর সমান্তরাল হয়।
- একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো?
- অসীমে অবস্থিত কোন বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
- উপাক্ষীয় রশ্মি কী? অবতল দর্পণ কখন সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে?
- আলোকের বিচ্ছুরণ কি? এর একটি প্রাকৃতিক উদাহরণ দাও?
- আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের 2টি পার্থক্য লেখো।
- বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?
- আলোর বিক্ষেপণ কি? আলোর বিক্ষেপণ সংক্রান্ত র্যাল এর সূত্রটি লেখ? সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন?
- পরিপূরক বর্ণ কি? উদাহরণ দাও।
- দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
- আলো কি ধরনের তরঙ্গ? কোনো মাধ্যমে আলোকতরঙ্গের বেগ আলোর তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের সঙ্গে কীভাবে সম্পর্কযুক্ত?
- কোনো লেন্স উত্তল না অবতল তা কিভাবে বুঝবে?
- কোনো উত্তল লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়?
- লেন্সের আলোককেন্দ্র কি? আলোককেন্দ্রগামী রশ্মির চ্যুতি কত হয়?
- পাতলা লেন্স কি? পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো?
- উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো।
- অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
- একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিসৃত রশ্মির চিত্র আঁকো। ফোকাস (F) চিহ্নিত করো।
- উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো ?
- দীর্ঘ দৃষ্টি কি? এর কারণ, এটি প্রতিকারের জন্য কোন লেন্সব্যবহার করা হয়?
- হাইপারমেট্রোপিয়া কি? চিত্রসহ ব্যাখ্যা করো। ইহার কারণ ও প্রতিকারের উপায় লেখ?
- সূর্যালোকে গাছের সবুজ পাতাগুলি সবুজ দেখায় কেন?
- রামধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী?
- স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের কারণ ব্যাখ্যা করো।
- চিত্রসহ উত্তল লেন্সের সংজ্ঞা লেখ।
- শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
- লেন্সের রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো?
৬ষ্ঠ অধ্যায়: চলতড়িৎ
- ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো।
- লেঞ্জের সূত্রটি বর্ণনা করো।
- তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো।
- ওহমের সূত্রটি বর্ণনা করো
- জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি লেখো
- বৈদ্যুতিক শক্তি অনুমানের মূল্যায়নকরণ কিভাবে করা হয়?
- অ্যাম্পিয়ার সন্তরণ নিয়মের বিবৃতি ব্যাখ্যা কর।
- ফ্লেমিং এর বাম হস্ত নিয়মটি লেখো।
- ac কে dc তে এবং dc কে ac তে রূপান্তরিত করা হয় কোন কোন যন্ত্রের সাহায্যে?
- বার্লোর চক্রের ঘূর্ণনের নীতি ব্যাখ্যা করো।
৭ম অধ্যায়: পরমানুর নিউক্লিয়াস
- তেজস্ক্রিয়তা কী? এর ব্যবহার লেখো।
- কোন মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা – ব্যাখ্যা কর।
- ভর ত্রুটি কী? নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি?
- নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে পার্থক্য লেখ।
- α, β ও γ রশ্মির আয়নিত করার ক্ষমতা আর তুলনা করো।
- আয়নিত যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি কেন?
৮ম অধ্যায়: (সম্পূর্ণ কেমিস্ট্রি) পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
- আয়নন বিভব বা আয়নন শক্তি অথবা আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝো?
- তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কী?
- তড়িৎযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য লেখো।
- যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো ও উদাহরণ দাও।
- Ne-এর সম ইলেকট্রনযুক্ত একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন-এর উদাহরণ দাও।
- NaCl গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করলেও কঠিন অবস্থায় তা করে না কেন?
- আয়ন যদি যৌগ ও সমযোজী যৌগের মধ্যে তিনটি পার্থক্য লেখো।
পর্যায় সারণি ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা
- ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌল গুলির সাথে হাইড্রোজেনের সদৃশ্য ও বৈসাদৃশ্য গুলো ব্যাখ্যা করো।
- NaCl, HCl এর লুইস ডট গঠন করো।
- N₂ অণুর গঠন ব্যাখ্যা করো।
তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া
- তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বোঝো? দুটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও।
- ধাতু ও তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের দুটি পার্থক্য লেখো।
- জলের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটি ব্যাখ্যা করো।
- কোন বস্তুর উপর সোনা ও রুপার প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য লাগে? অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়?
পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন
- পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমীকরণ সহ লেখো।
- অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো।
- লাইকার এমোনিয়া বলতে কী বোঝো?
- হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো।
- কীভাবে ইউরিয়া উৎপাদন করা হয়? সমীকরণসহ লেখো। ইউরিয়ার দুটি ব্যবহার উল্লেখ করো।
- H₂S প্রস্তুতিতে গাঢ় H₂SO₄ ব্যবহার করা হয় না কেন?
- N₂ প্রস্তুতিতে সরাসরি NH₄NO₂-কে উত্তপ্ত করা হয় না কেন?
- নাইট্রোলিম কি? এটা কিভাবে উৎপন্ন হয় সমীকরণসহ লেখ।
- অস্ওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো।
- শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটককে বিচূর্ণ অবস্থায় রাখার কারণ কী?
- কিভাবে তড়িবিশ্লেষণ দ্বারা সোডিয়াম ধাতু নিষ্কাশন করা হয়?
- সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H₂S গ্যাস চালনা করলে কী ঘটে। সমীকরণসহ লেখো।
- SO, কে সরাসরি জলে দ্রবীভূত করে H₂SO₄ প্রস্তুত করা হয় না কেন?
- স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে SO,-কে কিভাবে H₂SO₄-এ পরিবর্তিত করা হয়? সমিত সমীকরণসহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ক্রিয়ার একটি উদাহরণ দাও।
- শর্ত ও সমিত সমীকরণসহ ইউরিয়াকে কীভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো।
- কপার তড়িদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িবিশ্লেষণে অ্যানোেড ও ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। রূপার চুড়ির উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য ও ক্যাথোেড রূপে কী কী ব্যবহার করবে?
ধাতুবিদ্যা
- থার্মিট পদ্ধতিতে ফেরিক অক্সাইড থেকে ধাতব আয়রন উৎপাদনের বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো। এই পদ্ধতির দুটি প্রয়োগ লেখো।
জৈব রসায়ন (Organic Chemistry) ****
- অজৈব ও জৈব যৌগের দুটি পার্থক্য উল্লেখ করো।
- কার্বনের ক্যাটিনেশন ধর্ম?
- কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও।
- অ্যাসিটিলিনের শিল্প উৎস ও ব্যবহার উল্লেখ করো।
- বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
- পলিমেরাইজেশন বিক্রিয়ার একটি উদাহরণ দাও।
- ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে? সমীকরণ দাও।
- IUPAC নাম লেখো: CH₃CH₂CHO; CH₃CH(OH)CH₃; CH₃COOH
- প্রতিস্থাপন বিক্রিয়া ও যুত বিক্রিয়ার উদাহরণ দাও।
- জৈব-অবিশ্লেষ্য পলিমার দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের প্রতিকার কীভাবে করবে?
- ইথিলিন ও অ্যাসিটিলিনের সঙ্গে H₂ ও Br₂ এর বিক্রিয়াগুলি (শর্তসহ) লেখো।
- কীভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে?
- কার্যকরী মূলকটিকে শনাক্ত করো-ইথানল, অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড, মিথান্যাল।
- ডিনেচার্ড স্পিরিট বলতে কী বোঝ?
- ইথিলিন ও অ্যাসিটিলিনের দুটি করে ব্যবহার লেখ।
Mathematics Problems: কিছু সাধারন সম্ভাব্য অংকের ধরন (মাধ্যমিক ভৌত বিজ্ঞান)
জুলের সূত্রের অঙ্ক
- 42 ওহম রোধের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎপ্রবাহ কত সময় ধরে চললে 30 কিলোক্যালোরি তাপ উৎপন্ন হবে?
‘রাসায়নিক গণনা’ এর অঙ্ক
- 40g জিঙ্ক H₂SO₄ সহযোগে উত্তপ্ত করলে কত গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যেখানে জিঙ্কের নমুনায় 20% অশুদ্ধি বর্তমান (Zn=63.5)।
- পরীক্ষাগারে STP তে 560ml H₂S গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে? (Fe=56, S=32, O=16)
গ্যাসের আচরণের অঙ্ক
- 27°C উষ্ণতায় 2 atm চাপে 34gm NH,-এর আয়তন কত? (R=0.082 L.atm.mol-¹ K-¹)।
- একটি কাচের পাত্রে 200CC বায়ু 37°C উষ্ণতায় আছে, গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে 67°C হলে কত আয়তনের বায়ু বেরিয়ে যাবে
- 0°C উষ্ণতায় কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। গ্যাসটির চূড়ান্ত উষ্ণতা কত?
★★ ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের প্রিমিয়াম সাজেশন বিশেষ আকর্ষণ "One-Shot" 7 পাতার মধ্যে সম্পূর্ণ সিলেবাসের নোট করে দেওয়া রয়েছে + গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর - যেটা শেষ মুহূর্তে তোমাদের রিভিশনে অনেকটাই হেল্প করবে ↓- সাতটি সাবজেক্টের প্যাকেজেও এটি ইতিমধ্যেই রয়েছে, তাই 190 প্যাকেজ নিলে এটি আলাদা করে নেওয়ার প্রয়োজন নেই।
| বিষয় | বিবরণ |
|---|---|
| মাধ্যমিক 2026 সমস্ত বিষয় ফ্রি সাজেশন “টার্গেট” whatsapp গ্রুপ [ ইতিমধ্যে জয়েন থাকলে আর জয়েন করবে না] | |
| সমস্ত বিষয় সাজেশন (পাশের লিংকে ক্লিক করুন) | মাধ্যমিক সাজেশন 2026 → |
ভৌতবিজ্ঞান টা যেহেতু বিজ্ঞান বিষয়ের বিষয়, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে শেষ মুহূর্তে এসে অনেকটাই সমস্যায় পড়তে হতে পারে। এমন কিছু পাঠ রয়েছে যেখানে সম্পূর্ণ থিওরি থেকে প্রশ্ন আছে। তাই তোমরা যদি থিওরিটাও ভালো করে পড়ে যাও সেই ধরনের প্রশ্নগুলো ভালো উত্তর লিখে আসতে পারবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




